Mega Mart

Mega Mart � Mega Mart এ আপনাকে স্বাগত �

কারো ইতিহাস পাঠ্যবইয়ে -
আবার কারো ইতিহাস ঝালমুড়ি বিক্রেতার ঝুঁড়িতে,,,

সব কিছুতে সৎ ব্যবহারের অভ্যাস করা উচিত,,,
মরে গেলে যেন উত্তরসুরীদের কবরের বাঁশ বিক্রি করে খেতে না হয় !

29/10/2025
Sale post :-TVS Metroplus 110cc.Full fress condition. Phone : 01914827075      Bagerhat Sodorদাম আলোচনা সাপেক্ষে।
27/10/2025

Sale post :-

TVS Metroplus 110cc.
Full fress condition.
Phone : 01914827075
Bagerhat Sodor
দাম আলোচনা সাপেক্ষে।

৪০০ টাকায় অরজিনাল এক্সপোর্টের শার্টপার্সেল নিতে যোগাযোগ করুন- Mega Mart এ,,,,,,
18/09/2025

৪০০ টাকায় অরজিনাল এক্সপোর্টের শার্ট
পার্সেল নিতে যোগাযোগ করুন-
Mega Mart এ,,,,,,

৪৯০ টাকায় এক্সপোর্ট কোয়ালিটি শার্ট,,,,
18/09/2025

৪৯০ টাকায় এক্সপোর্ট কোয়ালিটি শার্ট,,,,

Good night
06/09/2025

Good night

02/08/2025

শুভ রাত্রি

27/07/2025

সচেতনতা জরুরি
-------------------------------
আমরা সবাই ধীরে ধীরে বয়স্ক হচ্ছি, তাই সকলেরই সচেতন হওয়া উচিত। দয়া করে এক মিনিট সময় নিয়ে এই লেখাটি পড়ুন। এটি আপনার, আপনার পরিবার ও বন্ধুদের জন্য উপকারী হতে পারে।

পুরনো সহপাঠীদের একটি মিলনমেলা হয়েছিল। এক মহিলা সেদিন বারবিকিউ অনুষ্ঠানে হঠাৎ পা ফসকে পড়ে যান। বন্ধুরা তাঁকে ডাক্তার দেখাতে বলেন, কিন্তু তিনি বলেন, “আমি ঠিক আছি।” তিনি ভেবেছিলেন নতুন স্যান্ডেলের জন্য ইটের সাথে লেগে গিয়ে পড়ে গেছেন। সবাই তাঁকে সামলে খাওয়ার প্লেট ধরিয়ে দেয় এবং বাকিটা সময় তিনি হাসিখুশি ছিলেন।

কিন্তু পরে তাঁর স্বামী সকলকে ফোন করে জানান, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সন্ধ্যা ৬টায় তাঁর মৃত্যু হয়েছে—কারণ অনুষ্ঠানের সময়ই তাঁর স্ট্রোক হয়েছিল।

যদি সবাই স্ট্রোকের উপসর্গ চিনতে পারতেন, তাহলে হয়তো তিনি আজ বেঁচে থাকতেন।

স্ট্রোকের আগে কিছু সতর্ক সংকেত থাকে এবং সময়মতো চিকিৎসা পেলে জীবন রক্ষা করা যায়। একজন নিউরোসার্জেন জানিয়েছেন, যদি তারা স্ট্রোক রোগীর কাছে তিন ঘণ্টার মধ্যে পৌঁছাতে পারেন, তাহলে রোগীকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব।

কীভাবে চিনবেন স্ট্রোক? মনে রাখুন তিনটি সহজ ধাপ: S, T, এবং R

এস (S: Smile): রোগীকে বলুন হাসতে
যদি মুখের একটি দিক পড়ে যায়, বুঝবেন সমস্যা হয়েছে।

টি (T: Talk): রোগীকে বলুন একটি সাধারণ বাক্য বলতে
যেমন: "আজ আকাশ পরিষ্কার।"
সঠিকভাবে বলতে না পারলে, সেটিও একটি লক্ষণ।

আর (R: Raise): বলুন দু’হাত তুলতে
যদি এক হাত পড়ে যায় বা তুলতে না পারে, তাহলে সেটিও সংকেত।

আরও একটি উপসর্গ: রোগীকে জিভ বের করতে বলুন
যদি জিভ একদিকে বেঁকে যায়, সেটিও স্ট্রোকের ইঙ্গিত।

এই উপসর্গগুলোর মধ্যে একটি পেলেই দেরি না করে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স বা কাছের হাসপাতালে ফোন করুন এবং সব উপসর্গ জানান।

একজন হৃদরোগ চিকিৎসক জোর দিয়ে বলেন:
যদি এই বার্তাটি পড়া প্রতিটি ব্যক্তি অন্তত দশজনকে পাঠায়, তাহলে অন্তত একজনের জীবন বাঁচানো সম্ভব।

আমি আমার কর্তব্য পালন করেছি।
এবার আপনার পালা!

এটি ছড়িয়ে দিন!

"অন্যকে গোলাপ দিলে তার সৌরভ আপনার হাতেও থেকে যায়!"
"এই বার্তা ছড়িয়ে দিন, পুণ্যের সুবাস আপনার হৃদয়ে থেকে যাবে!"
(সংগৃহীত)।

সুতি আরামদায়ক সবসময়ই।
16/07/2025

সুতি আরামদায়ক সবসময়ই।

ভাগ্যকে দোষ না দিয়ে নিজে ভেবে কাজ করা উচিৎ। অন্যকে হিংসা না করে নিজের পরিবর্তন কিভাবে করবো এই চিন্তা করা উচিৎ। হাত পেতে ...
16/07/2025

ভাগ্যকে দোষ না দিয়ে নিজে ভেবে কাজ করা উচিৎ।
অন্যকে হিংসা না করে নিজের পরিবর্তন কিভাবে করবো এই চিন্তা করা উচিৎ।
হাত পেতে নেওয়ার থেকে দেওয়া তে শান্তি অনুভব হয়।

কাশি যাচ্ছে না🤒ওষুধেও কাজ হচ্ছে না তবে এই ঘরোয়া টোটকা টা আপনার জন্য। ৪ চা চামচ বাবুল তুলসী পাতার রস ১ চামচ মধু একসাথে ম...
14/07/2025

কাশি যাচ্ছে না🤒ওষুধেও কাজ হচ্ছে না তবে এই ঘরোয়া টোটকা টা আপনার জন্য। ৪ চা চামচ বাবুল তুলসী পাতার রস ১ চামচ মধু একসাথে মিশিয়ে হালকা গরম করে নিবেন সকাল+ বিকাল এভাবে খাবেন ইন শাহ আল্লাহ খুব দ্রুত ভেতর থেকে কাশি ভালো হবে তবে ধৈর্য ধরে মিনিমাম ১৫ দিন খাবেন।
🌻শাশুড়ী আম্মুর টোটকা🌻

Address

Nazirpur
Nazirpur

Telephone

+8801312629085

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mega Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mega Mart:

Share