
02/09/2025
তারিখ: ২ আগস্ট ২০২৫
#শোক প্রকাশ:
মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, শিক্ষাবিদ,
অনেক শিক্ষকদের শিক্ষক বাবু #সন্তোষ কুমার মিস্ত্রী
স্যার গত ০১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার দিবাগত
রাত ৪টা ১৮ মিনিটে গোপালগঞ্জ চিকিৎসাধীন ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
স্যার শুধু কলেজের অধ্যক্ষ ছিলেন না, তিনি নাজিরপুর, চিতলমারী ও আশেপাশের এলাকার অগণিত শিক্ষার্থী ও মানুষের জীবনে শিক্ষকতার মাধ্যমে গুরত্বপূর্ণ প্রভাব রেখেছেন।
#হাজী আবদুল গণি মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (HAGSAA)-এর পক্ষ থেকে আমরা
তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
শিক্ষা ও সমাজের উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
অতল শ্রদ্ধাভরে,
— #হাজী আবদুল গণি মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (HAGSAA)