HAGS Alumni Association

HAGS Alumni Association হাজী আবদুল গণি মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যসোসিয়েশন, মাটিভাঙ্গা, নাজিরপুর, পিরোজপুর।

তারিখ: ২ আগস্ট ২০২৫                                  #শোক প্রকাশ:মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, শিক্ষাবিদ, অনেক...
02/09/2025

তারিখ: ২ আগস্ট ২০২৫

#শোক প্রকাশ:
মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, শিক্ষাবিদ,
অনেক শিক্ষকদের শিক্ষক বাবু #সন্তোষ কুমার মিস্ত্রী
স্যার গত ০১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার দিবাগত
রাত ৪টা ১৮ মিনিটে গোপালগঞ্জ চিকিৎসাধীন ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

স্যার শুধু কলেজের অধ্যক্ষ ছিলেন না, তিনি নাজিরপুর, চিতলমারী ও আশেপাশের এলাকার অগণিত শিক্ষার্থী ও মানুষের জীবনে শিক্ষকতার মাধ্যমে গুরত্বপূর্ণ প্রভাব রেখেছেন।

#হাজী আবদুল গণি মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (HAGSAA)-এর পক্ষ থেকে আমরা
তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

শিক্ষা ও সমাজের উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

অতল শ্রদ্ধাভরে,
— #হাজী আবদুল গণি মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (HAGSAA)

29/08/2025
আজই সদস্য ফর্ম পূরণ করুন।অন্যদের উৎসাহিত করুন। নিবন্ধন ফি ১০০ টাকা, বাৎসরিক ৪০০ টাকা মোট ৫০০/- টাকা।
11/08/2025

আজই সদস্য ফর্ম পূরণ করুন।
অন্যদের উৎসাহিত করুন।
নিবন্ধন ফি ১০০ টাকা, বাৎসরিক ৪০০ টাকা
মোট ৫০০/- টাকা।

১০ জুলাই ২০২৫অভিনন্দন
10/07/2025

১০ জুলাই ২০২৫
অভিনন্দন

🎉 শুভ জন্মদিন প্রিয় জনাব গোলাম কিবরিয়া স্যার 🎉সহকারী শিক্ষক (ইংরেজি)হাজী আবদুল গণি মাধ্যমিক বিদ্যালয়মাটিভাঙ্গা, নাজির...
05/07/2025

🎉 শুভ জন্মদিন প্রিয় জনাব গোলাম কিবরিয়া স্যার 🎉
সহকারী শিক্ষক (ইংরেজি)
হাজী আবদুল গণি মাধ্যমিক বিদ্যালয়
মাটিভাঙ্গা, নাজিরপুর, পিরোজপুর

HAGSAA – হাজী আবদুল গণি মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে আপনার জন্মদিনে রইল অন্তরের গভীর থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা।

আপনার শিক্ষাদান, শৃঙ্খলা ও উদার দৃষ্টিভঙ্গি আমাদের প্রেরণার উৎস। আপনি শুধু একজন শিক্ষক নন—আপনি আমাদের অনুপ্রেরণার বাতিঘর। প্রতিটি ক্লাসে আপনি যেমন শিক্ষার্থীদের মাঝে আলো জ্বালিয়েছেন, তেমনি আমাদের হৃদয়েও স্থান করে নিয়েছেন। আমরা কৃতজ্ঞ আপনার নিরলস পরিশ্রম, সদা হাস্যোজ্জ্বল মুখ এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আচরণের জন্য।

🌺 আজকের এই বিশেষ দিনে, আমরা কামনা করি—আপনার জীবন হোক সুস্থ, সুন্দর ও সফলতায় পরিপূর্ণ।
🎂 জন্মদিন হোক আনন্দে ভরপুর, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কাটুক মধুর স্মৃতিতে ভরা অসাধারণ একটি দিন। শুভ হোক আপনার আগামীর প্রতিটি পদক্ষেপ, আলোকিত হোক আপনার শিক্ষকতা ও জীবন পথ।

– আন্তরিক শুভেচ্ছায়,
HAGSAA পরিবার
(হাজী আবদুল গণি মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন)

27/06/2025

🌙 হিজরি নববর্ষ (১ মুহাররম ১৪৪৭) শুভেচ্ছা বার্তা 🌙

السلام عليكم ورحمة الله وبركاته.
আরবি বা হিজরি নববর্ষ- ১ মুহাররম ১৪৪৭, হিজরি বছরের প্রথম পবিত্র মাস মুহাররম উপলক্ষে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই মহতী মাসে আল্লাহর প্রতি ইবাদত-বন্দেগী বৃদ্ধি করি, আত্মশুদ্ধি ও তাওবার মাধ্যমে জীবনের নবযাত্রা শুরু করি।
🕊️ “মুহাররম মাস হোক ন্যায়, ধৈর্য ও আস্থার মাস।”

১। মুহাররম মাস: সংক্ষিপ্ত ইতিহাস ও গুরুত্ব:
মুহাররম হিজরি সনের প্রথম মাস এবং এটি চারটি পবিত্র মাসের মধ্যে একটি (সূরা তাওবা ৯:৩৬)।

২।হিজরি ক্যালেন্ডার বা ইসলামিক বর্ষ গণনার শুরু মূলত নবী মুহাম্মদ (সা.) এর মক্কা থেকে মদিনায় হিজরতের সময় থেকে—যা খ্রিস্টাব্দ ৬২২ সালের ১৬ জুলাই তাং‌কে ধরা হয়। এই তারিখ থেকে হিজরি বছর শুরু।

৩।সংক্ষেপে:
হিজরি গণনা শুরু: খ্রিস্টাব্দ ৬২২ সালের জুলাই মাসে
ঘটনা: নবী (সা.) এর মক্কা থেকে মদিনায় হিজরত
প্রথম মাস: মুহাররম

৪। ইসলাম আগে আরবরা এই মাসকে শ্রদ্ধার সঙ্গে পালন করত, যুদ্ধে যাবার কারণে ঘর-বার ফাঁকা রাখত; মাসটির নাম “মুহাররম” অর্থ ‘নিষিদ্ধ’ থেকে এসেছে। ১০ মুহাররম বা আশুরা দিবস গুরুত্বপূর্ণ, কেননা এই দিনে বহু ঐতিহাসিক ঘটনার স্মরণ করা হয় যেমন নবী মুসা (আ.)-এর ফিরাওনের বিরুদ্ধে বিজয় এবং ইমাম হোসাইনের (রা:) শাহাদাত।

নবী করিম (সা.)-এর সুন্নাহমতে এই মাসে বিশেষ করে ১০ তারিখে নফল রোজা রাখা অতীব মুবারক এবং সওয়াববহ।

🕌 ইসলাম ও মুহাররম মাস:
আল্লাহ তায়ালা পবিত্র মুহাররম মাসকে নিষিদ্ধ মাস হিসেবে ঘোষণা করেছেন, যেখানে যুদ্ধ নিষিদ্ধ (সূরা তাওবা ৯:৩৬)।

এই মাসে ইবাদত, দোয়া, তাওবা ও আত্মসংযম বৃদ্ধি করার মহান সুযোগ। মুহাররম মাসে রোজা রাখার ব্যাপারে বহু হাদীস পাওয়া যায় যা এর ফজিলত বর্ণনা করে।

📚 রেফারেন্স:
১. কোরআন – সূরা তাওবা: আয়াত ৩৬
২.হাদীস – সহীহ বুখারী, সহীহ মুসলিম
৩. সীরাত গ্রন্থ – ইবনু হিশাম, আল বিদায়া ওয়ান নিহায়া
৪. আরবি অভিধান – লিসানুল আরব (ইবনু মানযূর)

শুভকামনা নিরন্তর
24/06/2025

শুভকামনা নিরন্তর

23/06/2025
ফর্ম বিতরণ আনুষ্ঠানিক উদ্ভোধন হয়েছে। কার্যক্রম চলমান।
22/06/2025

ফর্ম বিতরণ আনুষ্ঠানিক উদ্ভোধন হয়েছে। কার্যক্রম চলমান।

😭
13/06/2025

😭

11/06/2025

📢 বিজ্ঞপ্তি

সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা বাড়িতে আছেন এমন HAGSAA-এর সদস্যদের সুযোগ থাকলে আজ ১১ জুন ২০২৫ বিকাল ৫ ঘটিকায় হাজী আব্দুল গণি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

বিশেষ অনুরোধ:
জুয়েল চাচাকে অনুরোধ করা যাচ্ছে, একটা ফর্ম বান্ডেল এবং আমাদের অনুমোদিত রুমের চাবি সহ উপস্থিত থাকার জন্য।

আপনাদের উপস্থিতি আমাদের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও সফল করবে।

📍 স্থান: হাজী আব্দুল গণি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ
🕔 সময়: আজ, বিকাল ৫টা

সাথে থাকার আন্তরিক আহ্বান রইলো।

— HAGSAA পরিবার

Address

Matibhanga-Dhaka Road
Nazirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when HAGS Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share