Effat Labonno বন্য

Effat Labonno বন্য Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Effat Labonno বন্য, Video Creator, Satpai, Netrakona.

পছন্দের কিছু কথামালা❤️❤️❤️
06/08/2025

পছন্দের কিছু কথামালা❤️❤️❤️

খুব করে চাইআমার একটা নিজের বলা মানুষ হোক।মন খারাপের দিনেসে আমার মন ভালোর কারণ হোক।তুমুল ঝগড়ায়ও কথার ঝুড়ি অটুট থাকুক।অভিম...
31/07/2025

খুব করে চাই
আমার একটা নিজের বলা
মানুষ হোক।
মন খারাপের দিনে
সে আমার মন ভালোর
কারণ হোক।
তুমুল ঝগড়ায়ও কথার ঝুড়ি অটুট থাকুক।
অভিমানে,নীরবতায়,
দুরত্বের জয়ধ্বনি না হোক।
খুব করে চাই
আমার নিজের বলা এমন একটা মানুষ হোক।

ভালোবাসায় কি চায় মানুষ? একটু সময়,এতটুকু  বিশ্বাস  যে, হাতটা ছেড়ে যাবে না আমায়।জীবনের চরাই উৎরাই এ, মন খারাপে একটা ভরসাযো...
30/07/2025

ভালোবাসায় কি চায় মানুষ? একটু সময়,এতটুকু বিশ্বাস যে, হাতটা ছেড়ে যাবে না আমায়।জীবনের চরাই উৎরাই এ, মন খারাপে একটা ভরসাযোগ্য কাঁধ যেখানে চোখ বন্ধ করে মাথা টা রাখা যায়৷ কিন্তু সবার ভাগ্যে তা জুটে না।কেননা,
এ পৃথিবীতে কিছু মানুষ আসেই হয়তো ভালোবাসা না পাওয়ার অভাব নিয়ে পৃথিবী থেকে বিদায় নেয়ার জন্য.....

মানুষ কত কিছু জমায়!.পুরনো ডাকটিকেট, অচেনা আধুলি,স্মতির রুমাল,অথচ আমি জমাই উপেক্ষা।❤️বই-তোমাকে দেখার অসুখলেখক-সাদাত হোসেন
29/07/2025

মানুষ কত কিছু জমায়!.
পুরনো ডাকটিকেট, অচেনা আধুলি,স্মতির রুমাল,
অথচ আমি জমাই উপেক্ষা।❤️

বই-তোমাকে দেখার অসুখ
লেখক-সাদাত হোসেন

27/07/2025

সম্পর্কে আগ্রহ হারালে প্রত্যেকটা মানুষের অবহেলা করার ধরণ একই। সম্পর্ক থেকে খুব সহজে নিজের উপর কোনো দায় না রেখে, সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার কৌশল আলাদা নয়৷

মানুষ যখন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে যায়, তখন সে অবহেলা করে। ব্যস্ততার অজুহাত দেখায়, যোগাযোগ কম রাখে, কথা কম বলে, সময় দেয়াটা কমিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে কেন তারা এটা করে? উত্তর খুবই সহজ। যাতে বিপরীত পাশের মানুষটা যন্ত্রণা পেয়ে নিজে থেকেই সরে যায়।

আবার অবহেলা মানেই যে এড়িয়ে চলা, তা কিন্তু নয়। কখনো কখনো মানুষ পাশে থেকেও সম্পর্কের মানুষটাকে অবহেলা করে৷ আচরণে, ব্যবহারে সেই অবহেলা পরিলক্ষিত হয়। যেটা মানুষ স্বীকার করতে চায় না।
.......সংগ্রহীত

25/07/2025

প্রেমে পড়েছেন?
প্রেমে পড়লে তো ফিরে যাবার রাস্তা থাকতো।
আমি পড়েছি মায়ায়.......তাই,
ফিরে যাবার রাস্তা নেই।❤️❤️❤️

22/07/2025

কোনো বন্ধু নেই আমার, নেই কোনো প্রিয়জন। কেউ নেই যে যত্ন করে ধরে রাখবে সম্পর্ক টা। কেউ আমার অভিমান ভাঙাবে।কেউ একটু দুষ্ট হেসে বলবে খুব ভালোবাসি তোমায় বা খুব অমুল্য তুই বা তোর উপস্থিতি আমার জীবনে। আরে ধুর কি ভাবছি আর বলছি বলুন তো? সিনেমেটিক কথা বার্তা তাই না?হা এখন অবশ্য তাই মনে হয়। আজকাল এটাও মনে হয় যে আমিই হয়তো বেমানান ছিলাম ভাবনা চিন্তায়।তাই হয়তো হতে পারিনি কারো ভালো বন্ধু বা কারোর প্রিয়জন। আমি ভাবতাম হতে পেরেছি। যদিও এটা আমার বুঝার ভুল ছিল। ভুলেই তো বটে, মানুষ না চিনতে পারার ভুল,সব কথা বিশ্বাস করার ভুল। একটু যখন ভাল ভাবে কথা বলতেই সব ভুলে যাবার ভুল। আমি বুঝিনি যোগাযোগ যখন একদিকে কমে যাচ্ছে তার মানে অন্য কোথাও যোগাযোগ বাড়ছে। বুঝিনি আমার বন্ধুর ও বন্ধু আছে। যাকেই ভেবেছি ও বোধহয় একটু ভিন্ন অন্য সবার চেয়ে আলাদা।হা আলাদা হয়েছে ভয়ংকর রকমের আলাদা। ওরা ওদের প্রয়োজনে কাউকে বিশেষ যেমন ভাবায় আবার ওদের সঠিক সময়,ওদের সুন্দর ভবিষ্যৎ ভেবে দূরত্ব ও বাড়িয়ে দেয়। এমন একটা সিচুয়েশন দাঁড় করায় যেন ভুল ছিল সামনের লোকটার,ওদের না।যাইহোক, ভাল থাক ওইসব মানুষগুলো যারা যখন তখন নিজেকে এমন বদলাতে পারে। কবে যে কারো সাথে মনের কষ্ট বা আনন্দ ভাগ করে নিয়েছিলাম মনে পড়েনা। তবুও ভাল আছি। বন্ধু, প্রিয়জন আছে ভেবে না থাকার অনুভূতি করানোর চেয়ে,না থাকাই ভালো। বুকের ভেতর অনেক কষ্ট, অনেক অভিমান, অনেক না বলা অনুভুতি। এখন ওই মানুষগুলোর জন্য খারাপ লাগার চেয়েও খারাপ লাগে জীবনের ওই সময়টার জন্য। তবুও ভাল আছি, চোখে অশ্রু নিয়েও আর কোনো মিথ্যার জয় না হোক।

*ময়না*

14/07/2025

যেকোনো সম্পর্কে মানুষ কাছে আসে,
সাথে চলে তার ব্যবহারে।আবার,
যখন কোনো সম্পর্ক, সাথে চলা শেষ হয় তাও সেই ব্যবহারের জন্যই।

❤️ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্ক ❤️

প্রস্থান— হেলাল হাফিজএখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিওএক বিকেলে মেলায় কেনা খামখেয়ালীর তাল পাখাটাখুব নিশীথে তোমার ...
05/07/2025

প্রস্থান
— হেলাল হাফিজ

এখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিও

এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালীর তাল পাখাটা
খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও।
ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও।
কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
পত্র দিও, পত্র দিও।

আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই।
গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে?
আমি না হয় ভালবাসেই ভুল করেছি ভুল করেছি,
নষ্ট ফুলের পরাগ মেখে......

24/06/2025

❤️❤️❤️❤️

24/06/2025

"যেখানে নদীর স্রোত, সেখানেই জীবনের প্রতিচ্ছবি।"

24/06/2025

চুড়ি মানেই মেয়েদের ভালোবাসা ❤️❤️❤️।

#চুড়ি #ভাইরালভিডিওシ

Address

Satpai
Netrakona
2400

Alerts

Be the first to know and let us send you an email when Effat Labonno বন্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Effat Labonno বন্য:

Share

Category