Effat Labonno বন্য

Effat Labonno বন্য Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Effat Labonno বন্য, Video Creator, Satpai, Netrakona.

আমি বরাবরই মানুষ চিনতে ভুল করি,এই যে বারবার মানুষকে সহজেই বিশ্বাস করি,সুন্দর বলে গ্রহণ করি,যাকে যতটা  প্রায়োরিটি দেওয়া উ...
26/09/2025

আমি বরাবরই মানুষ চিনতে ভুল করি,
এই যে বারবার মানুষকে সহজেই বিশ্বাস করি,
সুন্দর বলে গ্রহণ করি,যাকে যতটা প্রায়োরিটি দেওয়া উচিত তার চেয়ে বেশি দিয়ে ফেলি।
আমি এও বুঝি যে এরা এক সময় আমাকে ঠকাবে । তবুও আমি সুন্দরকে আঁকড়ে ধরতে চাই।
যদি কেউ একজন জীবনে আসে বিশ্বাস আর ভরসার জায়গা ভর্তি করে দেয়।

আমি বিশ্বাস আর সুন্দরকে কখনো অগ্রাহ্য,
কিংবা অবহেলা করি না, আবার করবোও না।
আমার অবহেলা তাদের জন্য,যারা আমার বিশ্বাস আর সুন্দরকে বুঝে শুনে নর্দমায় ফেলে দিলো, দুর্গন্ধ করলো।
এই যে বারবার যারা আমাকে ভুল প্রমাণ করে,
আঘাত দেয় কথায় ও কাজে,
এখানে আমার আফসোস হতো এক সময়,
কিন্তু এখন আর এসব হয় না।

যে বা যারা আমাকে বুঝালো আমি ভুল।
আমি তার জন্য দরজাটা ভেতর থেকে নয়,
বাইরে থেকে বন্ধ করে ভেতর থাকি।
সময় হয়তো একদিন তাদেরকে উপলব্ধি করাবে,
দরজায় কড়া নাড়তে এসে যেন দেখে,মানুষটা নেই।
যে বা যারা আমাকে জেনে শুনে আঘাত দিলো, ভেঙে দিলো বিশ্বাসের সচ্ছল সচ্ছ আয়না,তাদের জন্য আমার পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো,
নাই হয়ে যাওয়া।

লেখা - মোঃ মেহেদী হাসান

18/09/2025

জীবনে এমন একজন খুব বেশি জরুরী, যে মানুষটা সবকিছু বুঝবে, বুঝাবে! কিন্তু, কখনো ছেড়ে যাবে না!

15/09/2025

সৃষ্টিকর্তা,তুমি তো জানতে আমি কৃতজ্ঞ ছিলাম কিনা? আমার বিশ্বাসের কোন কমতি ছিল কিনা? আমার অনুভূতিতে কোন ফাঁক ছিল কিনা। তাহলে কেন আজ এমন হলো? কেন সেই একই রুপ দেখতে হলো যেন আরো ভয়ংকর। অনুশোচনাহীন ভংগিমা। কিভাবে পারে মানুষ? সহায় হও,ধৈর্য্য দাও।আর কিছু চাওয়ার নেই।

এখানে জীবন মিছে রঙ মাখা,হিসেবের খাতা বেহিসেবে রাখা,ডুবে যাওয়া মন, ডুবে যায় রোজ, অদ্ভুত চোরাবালি।যে বুকের তাপে জীবনের গান...
13/09/2025

এখানে জীবন মিছে রঙ মাখা,
হিসেবের খাতা বেহিসেবে রাখা,
ডুবে যাওয়া মন, ডুবে যায় রোজ, অদ্ভুত চোরাবালি।
যে বুকের তাপে জীবনের গান,
তার সব জুড়ে একা অভিমান,
ঝলমলে চোখে জীবন লুকায়, মিথ্যের জোড়াতালি।

~ সাদাত হোসাইন। 🙏🥰

11/09/2025

একজন মানুষ যখন দূরে চলে যেতে চাইছে বা গেছে তখন তুমিও তাকে যেতে দাও। কেননা সে যাবেই। আর তার কাছে চলে যাবার কারন ও অনেক থাকবে৷ তুমি কোনো কিছু দিয়েই তাকে আটকাতে বা কিছুই বিশ্বাস করাতে পারো নি, পারবেও না,সব হবে তোমার ব্যর্থ চেষ্টা।কারন একটাই, সে চলে যাবেই। থেকে যাবার ইচ্ছে থাকলে একটা কারনেই যথেষ্ট হয়।।আর যে যাবে তার কাছে কারনের তো অভাব হয় না।তাই একদম চুপ হয়ে যাও,আর ব্যাখ্যা দিয়ে নিজেকে অপমান, কষ্ট দেয়ার সুযোগ করে দিও না ।কষ্ট পেলেও আজ থেকে এই মুহুর্ত থেকে তুমিও এটাই বিশ্বাস করো......

যে ছেড়ে গেছে, বা যেতে চায় সে সমস্ত অধিকারের গল্প মুছে ফেলেই ছেড়ে গেছে বা যায়।

""সে আমার কেউ না।""

১০০%
06/09/2025

১০০%

সত্য শুনতে কারোর ভাল লাগে না। হা কথাটা একেবারে মিথ্যে নয়৷ কিন্তু দিন শেষে এই সত্যই আপনাকে সত্যির মুখোমুখি দাড় করায়।তাতে ...
05/09/2025

সত্য শুনতে কারোর ভাল লাগে না। হা কথাটা একেবারে মিথ্যে নয়৷ কিন্তু দিন শেষে এই সত্যই আপনাকে সত্যির মুখোমুখি দাড় করায়।তাতে কষ্ট পেলেও এটাই সত্যি হয়ে দাড়ায়। নিজের ভিতর লালন করা ভাবনাটা,বিশ্বাস টা মুখ থুবড়ে পড়ে।কখনো অসহায়ের মতো বা লজ্জিত হয়ে শুধু অবলোকন করা ছাড়া কিছুই হয়তো করার থাকেনা।

31/08/2025

ফানুস হয়ে স্বপ্নরা তাই কই উড়ে যায়!
মানুষ এখন দুঃখ পেলে কার কাছে যায়?
কার কাছে যায়?

~ সাদাত হোসাইন।🙏🙏

23/08/2025

দু:খ দিতে কেউ কোনো কমতি রাখেনি....
আপনার যাবার পর আমার এলোমেলো পৃথিবীটা গুছানো বাকি,
আমি ভেবেছিলাম এর চেয়ে বেশি আর কি বরবাদ হবো?
তারপর ভাবলাম,
আপনাকে অন্য কারো সাথে দেখা টা এখনও বাকি।

কতকাল ভালোবাসা হয় না নিজেকে।অথচ, যেই মানুষটা উধাও হলো একলা রেখে, তার জন্য বুকের ভেতর কান্না জমে, রাত্রি জানে ঘুম জমে না...
21/08/2025

কতকাল ভালোবাসা হয় না নিজেকে।

অথচ, যেই মানুষটা উধাও হলো একলা রেখে, তার জন্য বুকের ভেতর কান্না জমে, রাত্রি জানে ঘুম জমে না চোখের পাতায়, যন্ত্রণাতে!

কই? এই আমিতো আমায় ছেড়ে যাইনি কোথাও! দুঃখ দিইনি!

ওই যে মানুষ দুঃখ দিল, ভাসিয়ে দিল অথৈ জলে। যার জন্য হৃদয় জানল, বিষাদ ছাড়া চোখের কোনো ভাষা হয় না।

কান্না ছাড়া এই জনমে ভালোবাসা হয় না।

তার জন্য তবু কেন বুক ভাঙল? গভীর রাতে গহিন কোথাও কুহক ডাকল!

এবার খানিক সময় পেলে গুছিয়ে নেব। কান্না এবং হাসিটুকু নিজের থাকবে। নিজের জন্য মেঘ থাকবে, রোদ থাকবে। উদাস দুপুর, পদ্মপুকুর নিমগ্নতায় চুপ থাকবে। ইচ্ছেমতো এই আমাকেই ভালোবাসব।

ভালোবাসতে বাসতে অন্য মানুষ, আজ কতকাল ভালোবাসা হয় না নিজেকে।

আর কতকাল, দুঃখ এবং দহন পুষব ভালোবাসতে?

এবার আমি ভালোবাসব এই আমাকে।
আর কতকাল, অনুভূতির মৃত্যু হবে, বুকের কোনার হিমঘরেতে সারি সারি কফিন থাকবে!

এবার তবে অন্ধকারে আলো জ্বলুক, বলুক হৃদয়- মেঘলা দুচোখ আলোয় ভাসতে,
অনেকটা পথ হেঁটে এসে, শিখব এবার সত্যি সত্যি ভালোবাসতে!

~সাদাত হোসাইন🖤🌼

মাঝে মাঝে মনে হয় কোথায় আছি,কেন আছি, কিভাবে আছি কিছু যেন বোধগম্য নয় ঠিকঠাক।নদীর কাছে যেতে ইচ্ছে হচ্ছে,খোলা আকাশের নিচে নি...
19/08/2025

মাঝে মাঝে মনে হয় কোথায় আছি,কেন আছি, কিভাবে আছি কিছু যেন বোধগম্য নয় ঠিকঠাক।নদীর কাছে যেতে ইচ্ছে হচ্ছে,খোলা আকাশের নিচে নিজের সাথে নিজের মুখোমুখি বসতে ইচ্ছে হচ্ছে।প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে হালকা হতে পারলে ভাল লাগতো হয়তো 🖤

আমার কোনো বন্ধু নেই। আমি কেবল কোলাহলে ভিড়ের ভেতর হারিয়ে যাই,ভুল মানুষে, যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যাই,হাওয়ায় ভাসা দীর্...
10/08/2025

আমার কোনো বন্ধু নেই।
আমি কেবল কোলাহলে ভিড়ের ভেতর হারিয়ে যাই,
ভুল মানুষে, যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যাই,
হাওয়ায় ভাসা দীর্ঘশ্বাস বাতাস ভেবে,
নির্বাসনের একটা জীবন মাড়িয়ে যাই।

~ সাদাত হোসাইন । ❤️

Address

Satpai
Netrakona
2400

Alerts

Be the first to know and let us send you an email when Effat Labonno বন্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Effat Labonno বন্য:

Share

Category