26/09/2025
আমি বরাবরই মানুষ চিনতে ভুল করি,
এই যে বারবার মানুষকে সহজেই বিশ্বাস করি,
সুন্দর বলে গ্রহণ করি,যাকে যতটা প্রায়োরিটি দেওয়া উচিত তার চেয়ে বেশি দিয়ে ফেলি।
আমি এও বুঝি যে এরা এক সময় আমাকে ঠকাবে । তবুও আমি সুন্দরকে আঁকড়ে ধরতে চাই।
যদি কেউ একজন জীবনে আসে বিশ্বাস আর ভরসার জায়গা ভর্তি করে দেয়।
আমি বিশ্বাস আর সুন্দরকে কখনো অগ্রাহ্য,
কিংবা অবহেলা করি না, আবার করবোও না।
আমার অবহেলা তাদের জন্য,যারা আমার বিশ্বাস আর সুন্দরকে বুঝে শুনে নর্দমায় ফেলে দিলো, দুর্গন্ধ করলো।
এই যে বারবার যারা আমাকে ভুল প্রমাণ করে,
আঘাত দেয় কথায় ও কাজে,
এখানে আমার আফসোস হতো এক সময়,
কিন্তু এখন আর এসব হয় না।
যে বা যারা আমাকে বুঝালো আমি ভুল।
আমি তার জন্য দরজাটা ভেতর থেকে নয়,
বাইরে থেকে বন্ধ করে ভেতর থাকি।
সময় হয়তো একদিন তাদেরকে উপলব্ধি করাবে,
দরজায় কড়া নাড়তে এসে যেন দেখে,মানুষটা নেই।
যে বা যারা আমাকে জেনে শুনে আঘাত দিলো, ভেঙে দিলো বিশ্বাসের সচ্ছল সচ্ছ আয়না,তাদের জন্য আমার পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো,
নাই হয়ে যাওয়া।
লেখা - মোঃ মেহেদী হাসান