Mr Amdadul Haque

Mr Amdadul Haque আস-সালামু আলাইকুম,
আপনার উপর শান্তি বর্ষিত হোক"
--------------------------------------------------
(4)

এমন দৃশ্য দেখলে মানুষের বুকের ভেতরে যেন কষ্ট জমাট বেঁধে পাথর হয়ে যায়।মাইলস্টোনের আগুনে আমরা শুধু কিছু প্রিয় মুখই হারাইনি...
26/07/2025

এমন দৃশ্য দেখলে মানুষের বুকের ভেতরে যেন কষ্ট জমাট বেঁধে পাথর হয়ে যায়।
মাইলস্টোনের আগুনে আমরা শুধু কিছু প্রিয় মুখই হারাইনি—হারিয়েছি অসংখ্য স্বপ্ন, হারিয়েছি হাসি-খুশি ছোট ছোট জীবনের রঙ।

কে জানত সেদিন স্কুলের গেটে বাবা-মায়ের স্নেহভরা বিদায়টাই শেষ হবে?
কে জানত মা যে হাতে দুপুরে গরম ভাত তুলে দেবে বলে অপেক্ষা করছিলেন, সেই হাতটাই শূন্য হয়ে যাবে?

কিছু মা-বাবা একেবারে নিঃসন্তান হয়ে গেছেন।
তাদের ঘরের নীরবতা এখন আর শুধু নীরবতা নয়, সেখানে প্রতিদিন কান্নার শব্দ মিশে থাকে—অদৃশ্য কান্না, যা কেউ দেখে না, কেউ শোনে না।

যে ঘরে এক সময় বাচ্চাদের হাসি-খেলা ছিল, সেই ঘর এখন আগুনের কালো ধোঁয়ার গন্ধে ভরা স্মৃতি।
বাবা-মা শুধু জানালার দিকে তাকিয়ে থাকেন—ভাবেন, যদি একটিবার দরজা খুলে তাদের ছেলেটা ফিরে আসে, যদি মেয়েটার গলার ডাক শোনা যায়—"আব্বু!"

কিন্তু কেউ আর ফিরে আসে না।

আল্লাহ, এই পিতামাতাদের বুকের শূন্যতা তুমি পূরণ করে দাও।
যাদের হারালাম, তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমিন।

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় এক ব্যতিক্রমী শিশুর জন্ম নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্...
26/07/2025

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় এক ব্যতিক্রমী শিশুর জন্ম নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব পাশে অবস্থিত রাবেয়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে জন্মগ্রহণ করে এই শিশু পুত্র সন্তান।

শিশুটির মা মোছাঃ জেসমিন সাদুল্লাপুর উপজেলার এক গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, নবজাতকের বাবা মোঃ সোলাইমান। জন্মের পর দেখা যায়, শিশুটির মুখ রয়েছে ঠিকই, কিন্তু তার চোখ ও নাক অনুপস্থিত — যা উপস্থিত চিকিৎসক এবং আশপাশের মানুষদের বিস্মিত করেছে।

ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও নবজাতক বর্তমানে সুস্থ রয়েছেন। তবে শিশুটির অস্বাভাবিক শারীরিক গঠনের বিষয়ে চিকিৎসকরা বলছেন, এটি অত্যন্ত বিরল ঘটনা হলেও একেবারে অসম্ভব নয়।

শিশুটির জন্মের খবরে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। রাতেই ক্লিনিকের সামনে ভিড় জমাতে থাকেন শত শত উৎসুক মানুষ। অনেকেই একনজর শিশুটিকে দেখতে চান।

চিকিৎসকরা বলছেন, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে “কনজেনিটাল এনোমালি” বা জন্মগত শারীরিক বিকৃতি বলা যেতে পারে। পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার পর শিশুটির অবস্থা ও এই ব্যতিক্রমী গঠনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তারা।

দুই বছরে দুটি নক্ষত্র হারালাম আমরা০৯ মে ২০২৪ – অসিম জাওয়াদ২১ জুলাই ২০২৫ – তৌকির আহমেদমাত্র দু'টি বছরে...আমরা হারিয়েছি দু...
25/07/2025

দুই বছরে দুটি নক্ষত্র হারালাম আমরা
০৯ মে ২০২৪ – অসিম জাওয়াদ
২১ জুলাই ২০২৫ – তৌকির আহমেদ

মাত্র দু'টি বছরে...
আমরা হারিয়েছি দুইটি আলোকিত মুখ।
দুইটি নাম, যারা হাসত, আলো দিত, যাদের জন্য গর্ব করত পুরো প্রজন্ম... আজ তারা নেই একজন আমাদের বুকের ভেতর জ্বলন্ত শূন্যতা রেখে গেল, আরেকজন আকাশের তারা হয়ে রয়ে গেল শুধুই স্মৃতির পাতায়... আল্লাহ এই দুই সন্তানকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। 🤲 আমিন

৬ মাসের সংসার চিরদিনের বিদায় 💔মাত্র ৬ মাস আগে হয়েছিল তাঁর বিয়ে...নিহত পাইলট তৌকির ছিলেন বাবা-মায়ের গর্ব, স্ত্রীর ভালোবাস...
25/07/2025

৬ মাসের সংসার চিরদিনের বিদায় 💔
মাত্র ৬ মাস আগে হয়েছিল তাঁর বিয়ে...
নিহত পাইলট তৌকির ছিলেন বাবা-মায়ের গর্ব, স্ত্রীর ভালোবাসা। এক মুহূর্তেই সব স্বপ্ন থমকে গেল চিরতরে...
নববিবাহিত স্ত্রী পাগলপ্রায়, চোখে শুধু শূন্যতা।
পরিবারের এই শোক ভাষায় প্রকাশের মতো না।
আল্লাহ সবাইকে সবর করার তৌফিক দিন, আমিন।

“মা ক্লাসে ছিলেন... আর আমি চোখের সামনে হারালাম তাঁকে”"আমার মা সেদিন আমার ক্লাসেই ছিলেন... খাতা রেডি করতে বলছিলেন।”ঠিক তখ...
25/07/2025

“মা ক্লাসে ছিলেন... আর আমি চোখের সামনে হারালাম তাঁকে”
"আমার মা সেদিন আমার ক্লাসেই ছিলেন... খাতা রেডি করতে বলছিলেন।”
ঠিক তখনই বিকট শব্দে বিমানটা এসে আমাদের ক্লাসের ওপর ভেঙে পড়ে...
আর মুহূর্তেই মা নেই – আমি সব দেখেছি, আমার চোখের সামনে...
সেনাবাহিনী গ্রিল কেটে আমাকে বের করে, কিন্তু মা আর ফেরেনি...
একটা শিশু নিজের মাকে আগুনে হারাতে দেখে – এটা কোনো সিনেমা না, বাস্তব কষ্ট।

আফিয়ার লা*শ পাওয়া গিয়েছে CMH এ DNA টেস্ট এর মাধ্যমে এই মাত্র 🙂কিন্তু দুঃখের বিষয় কি জানেন? ওই যে জানালার পাশে গ্রিল এর...
25/07/2025

আফিয়ার লা*শ পাওয়া গিয়েছে CMH এ DNA টেস্ট এর মাধ্যমে এই মাত্র 🙂

কিন্তু দুঃখের বিষয় কি জানেন? ওই যে জানালার পাশে গ্রিল এর সাথে যে লেগে ছিলো? পুড়ে কয়লা হয়ে ওইটাই ছিলো আমাদের ছোট আফিয়া 🙂

আল্লাহ এই ছোট্ট পরী টা কে এত কষ্ট করে নিলো 💔😔

ইনবক্স থেকে....

"ছেলের শোকে মা-ও চলে গেলেন..."মিরসাদের মা আর নেই...প্রিয় ছেলের হা'রানোর শো'ক সইতে পারেননি তিনি।অবশেষে হৃ'দ'রো'গে আ'ক্রা'...
25/07/2025

"ছেলের শোকে মা-ও চলে গেলেন..."
মিরসাদের মা আর নেই...
প্রিয় ছেলের হা'রানোর শো'ক সইতে পারেননি তিনি।
অবশেষে হৃ'দ'রো'গে আ'ক্রা'ন্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

একটি পরিবারের স্বপ্ন আজ ভেঙে চুরমার।
যেখানে কিছু বলার ভাষা নেই, সেখানে দোয়ার হাতই একমাত্র ভরসা। দয়া করে পোস্টটি শেয়ার করুন, যেন সবাই দেখে দোয়া করতে পারে।

"পাইলট পেল রাষ্ট্রীয় মর্যাদা, শিক্ষিকার ত্যাগ গেল অচেনায়"পাইলট তৌকিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।কিন্তু সেই শিক্...
24/07/2025

"পাইলট পেল রাষ্ট্রীয় মর্যাদা, শিক্ষিকার ত্যাগ গেল অচেনায়"
পাইলট তৌকিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
কিন্তু সেই শিক্ষিকা? যিনি আগুনে ঢুকে ২০+ শিশুকে বাঁচালেন!
নিজের শরীর পুড়িয়ে দিয়েও বের করেছিলেন একেকটা জীবন।
তিনি কি রাষ্ট্রীয় মর্যাদার যোগ্য নন?
জাতি কি শুধুই 'পাইলট' চিনে, 'মায়ের' আত্মহুতি দেখে না?

তুমি নিজের জীবন দিয়ে,বাচিয়ে দিলে অনেকসন্তানের জীবন মা❤️  #মেহেরিন_চৌধুরী
24/07/2025

তুমি নিজের জীবন দিয়ে,বাচিয়ে দিলে অনেক
সন্তানের জীবন মা❤️ #মেহেরিন_চৌধুরী

23/07/2025

কতটা কষ্টে এই কথা বলতে পারে 🥲
ছেলেকে হারিয়ে অভিমানে দেশ ছেড়ে দেবেন বাবা...

একজন বন্ধু, অন্যজনকে ধরে রেখেছে এবং সে শ্বাস নিচ্ছে কিনা তা জানে না, সাহায্য আসছে কিনা তা জানে না। শুধু জেনে তাকে ধরে রা...
23/07/2025

একজন বন্ধু, অন্যজনকে ধরে রেখেছে এবং সে শ্বাস নিচ্ছে কিনা তা জানে না, সাহায্য আসছে কিনা তা জানে না। শুধু জেনে তাকে ধরে রাখতে হবে।

এটি শুধু একটি মুহূর্ত নয়।

এটি সব কিছু যা ভেঙে গেছে, এবং যা এখনও মানবিক।

কোনো বন্ধুকে যেন এমন কষ্ট আর অসহায়ত্বের মধ্য দিয়ে যেতে না হয়।

আল্লাহ এই দুর্ঘটনায় আহতদের সহায় হোন। তিনি শহীদদের শান্তি দিন এবং যারা তাদের ধরে রাখার জন্য পিছনে ছিলেন তাদের শক্তি দিন। (আমীন)

22/07/2025

একটি মুহূর্তেই সব কিছু বদলে যায়...
বিমান দুর্ঘটনায় আতঙ্কে ছুটে আসা এক মা,
যার চোখে শুধুই তার সন্তানের মুখ—
জীবনটা যে কতটা অমূল্য, তা বোঝা যায় এমন কিছু দৃশ্যে।
সন্তানকে একটিবার জড়িয়ে ধরার এই আর্তি—
এটাই তো মায়ের নিঃশর্ত ভালোবাসা।
আল্লাহ সব মাকে তাদের সন্তানের ছায়া তলে নিরাপদে রাখুন।

Address

Dhaka

Telephone

+8801720630756

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr Amdadul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category