16/09/2025
নারীর শরীর ভোগ করার সবচেয়ে বড় ফাঁদ হলো প্রশংসা।
“ভাবী, আপনাকে দেখে মনে হয় এখনও কলেজে পড়েন!”
“আপনার হাসিটা একেবারে সিনেমার নায়িকার মতো!”
“এমন সুন্দরীকে পেয়েও কেউ ঝগড়া করে কিভাবে!”
খেয়াল করে দেখবেন, অনেক সময় এ ধরনের কথা বিবাহিত নারীদের উদ্দেশ্য করেই বলা হয়। কথাগুলো শুনতে ভালো লাগলেও এর পেছনে থাকে অন্য উদ্দেশ্য। এসব প্রশংসা দিয়ে আপনাকে আপনার বাস্তব জীবন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। বোঝানো হয়—আপনি নাকি অনেক বেশি স্পেশাল, যেটা আপনার স্বামী বুঝতে পারেন না, কিন্তু তৃতীয় একজন নাকি বোঝে।
এভাবেই তৈরি হয় মায়ার ফাঁদ। দাম্পত্য জীবনের সামান্য অভিমান কিংবা টানাপোড়েনের সুযোগ নিয়ে এই মিষ্টি কথাগুলো আস্তে আস্তে আপনার মনে বিষ ঢেলে দেয়। স্বামীর প্রতি ক্ষোভ বাড়ায়, সংসারে অশান্তি আনে এবং শেষ পর্যন্ত সম্পর্ক ভাঙনের দিকে ঠেলে দেয়।
সত্যিটা হলো—যারা এভাবে প্রশংসা করে, তারা আপনাকে বিয়ে করতে চায় না। তারা কোনো দায়িত্ব নিতে চায় না। তাদের একমাত্র উদ্দেশ্য ক্ষণিকের আনন্দ। যতদিন স্বার্থ আছে, ততদিন আপনি স্পেশাল; স্বার্থ শেষ হলেই তারা আর ফিরেও তাকাবে না।
তাই এমন মানুষদের জীবনে বিন্দুমাত্র স্থান দেবেন না। প্রশংসার ফাঁদে পা দেবেন না। যে মানুষ আপনার সংসার ভাঙতে চায়, তাকে যত দূরে রাখা যায় ততই ভালো। কারণ দিনের শেষে পাশে থাকে সেই মানুষই—যে হয়তো কবির মতো প্রশংসা করতে পারে না, কিন্তু আপনি অসুস্থ হলে রাত জেগে সেবা করে, সন্তানের দায়িত্ব নেয় এবং সংসারের বোঝা কাঁধে তুলে নেয়।
মনে রাখবেন, ক্ষণিকের প্রশংসার নেশা মিষ্টি হতে পারে, কিন্তু এর ফল অত্যন্ত তেতো এবং ভয়ংকর।