Voice By MAH

Voice By MAH বড় হওয়ার জন্য স্বপ্ন দেখা জরুরি 🥀 আর ভরসা রাখুন আল্লাহর উপর , একদিন সব ঠিক হয়ে যাবে ❤️

পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর মোল্লাপাড়ায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে।মহাসেনের ছোট ছেলে পলান (বয়স ৭) টুকটাক খেলতে...
16/09/2025

পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর মোল্লাপাড়ায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে।
মহাসেনের ছোট ছেলে পলান (বয়স ৭) টুকটাক খেলতে গিয়ে খড়ের পালার নিচে আশ্রয় নেয়। দুর্ভাগ্যবশত সেখানে থাকা বিষধর সাপের কামড়ে সে মৃত্যুবরণ করে।

বর্তমানে বর্ষাকাল ও প্রচণ্ড গরমের কারণে সাপের উৎপাত বেড়েছে। তাই সবাইকে অনুরোধ করা যাচ্ছে—নিজেদের সন্তানদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন এবং সতর্ক থাকুন।

বাসরঘরে তালাক দশম শ্রেনির মাদরাসার ছাত্রীরস্ত্রী হিসেবে মহিলা মাদ্রাসা আর জেনারেল বলতে কিছু নেই, যার মধ্যে দ্বীনদার বুঝদ...
16/09/2025

বাসরঘরে তালাক দশম শ্রেনির মাদরাসার ছাত্রীর
স্ত্রী হিসেবে মহিলা মাদ্রাসা আর জেনারেল বলতে কিছু নেই, যার মধ্যে দ্বীনদার বুঝদার ও সাথে সাথে তাকওয়াও আছে, স্ত্রী হিসেবে সেই উত্তম!

বিয়ে করে বর নতুন ব‌উকে নিয়ে বাড়িতে যায়। পরদিন বেঁকে বসে নববধূ। অবশেষে বরের অগোচরে প্রেমিককে ডেকে আনার অপরাধে তালাকপ্রাপ্ত হন মাদরাসাছাত্রী। আটকে রাখা হয় কথিত প্রেমিককে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এই ঘটনা ঘটার পর বিয়ে করবে না বলে আটক প্রেমিক লাপাত্তা হয়ে যায়। এ অবস্থায় গত শুক্রবার থানায় অভিযোগ করেন তালাকপ্রাপ্ত নববধূ। পরে বিয়ের দাবি নিয়ে ওই প্রেমিকের বাড়িতে তালাকপ্রাপ্ত দশম শ্রেনির মাদরাসার ছাত্রী অবস্থান করছে।

মাদরাসার ছাত্রী হলেই যে ভালো আর স্কুলের হলেই খারাপ - এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। যে মেয়ে বেপরোয়া চলাফেরা করে, যার পারিবারিক পরিচয় ভালো না সে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। ©

নারীর শরীর ভোগ করার সবচেয়ে বড় ফাঁদ হলো প্রশংসা।“ভাবী, আপনাকে দেখে মনে হয় এখনও কলেজে পড়েন!”“আপনার হাসিটা একেবারে সিনে...
16/09/2025

নারীর শরীর ভোগ করার সবচেয়ে বড় ফাঁদ হলো প্রশংসা।

“ভাবী, আপনাকে দেখে মনে হয় এখনও কলেজে পড়েন!”
“আপনার হাসিটা একেবারে সিনেমার নায়িকার মতো!”
“এমন সুন্দরীকে পেয়েও কেউ ঝগড়া করে কিভাবে!”

খেয়াল করে দেখবেন, অনেক সময় এ ধরনের কথা বিবাহিত নারীদের উদ্দেশ্য করেই বলা হয়। কথাগুলো শুনতে ভালো লাগলেও এর পেছনে থাকে অন্য উদ্দেশ্য। এসব প্রশংসা দিয়ে আপনাকে আপনার বাস্তব জীবন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। বোঝানো হয়—আপনি নাকি অনেক বেশি স্পেশাল, যেটা আপনার স্বামী বুঝতে পারেন না, কিন্তু তৃতীয় একজন নাকি বোঝে।

এভাবেই তৈরি হয় মায়ার ফাঁদ। দাম্পত্য জীবনের সামান্য অভিমান কিংবা টানাপোড়েনের সুযোগ নিয়ে এই মিষ্টি কথাগুলো আস্তে আস্তে আপনার মনে বিষ ঢেলে দেয়। স্বামীর প্রতি ক্ষোভ বাড়ায়, সংসারে অশান্তি আনে এবং শেষ পর্যন্ত সম্পর্ক ভাঙনের দিকে ঠেলে দেয়।

সত্যিটা হলো—যারা এভাবে প্রশংসা করে, তারা আপনাকে বিয়ে করতে চায় না। তারা কোনো দায়িত্ব নিতে চায় না। তাদের একমাত্র উদ্দেশ্য ক্ষণিকের আনন্দ। যতদিন স্বার্থ আছে, ততদিন আপনি স্পেশাল; স্বার্থ শেষ হলেই তারা আর ফিরেও তাকাবে না।

তাই এমন মানুষদের জীবনে বিন্দুমাত্র স্থান দেবেন না। প্রশংসার ফাঁদে পা দেবেন না। যে মানুষ আপনার সংসার ভাঙতে চায়, তাকে যত দূরে রাখা যায় ততই ভালো। কারণ দিনের শেষে পাশে থাকে সেই মানুষই—যে হয়তো কবির মতো প্রশংসা করতে পারে না, কিন্তু আপনি অসুস্থ হলে রাত জেগে সেবা করে, সন্তানের দায়িত্ব নেয় এবং সংসারের বোঝা কাঁধে তুলে নেয়।

মনে রাখবেন, ক্ষণিকের প্রশংসার নেশা মিষ্টি হতে পারে, কিন্তু এর ফল অত্যন্ত তেতো এবং ভয়ংকর।

সৌদি আরবে খাদ্দামা ভিসায় অথবা সৌদি'দের ঘরের কাজে  আসলে এই রকম কাপড় খুলতেই হবে। সুতরাং আপুরা সাবধান! যাদের মান সম্মান ও ই...
16/09/2025

সৌদি আরবে খাদ্দামা ভিসায় অথবা সৌদি'দের ঘরের কাজে আসলে এই রকম কাপড় খুলতেই হবে।

সুতরাং আপুরা সাবধান! যাদের মান সম্মান ও ইজ্জতের দাম আছে তারা দেশে ভিক্ষা করে খাবে তবুও বিদেশে আসবে না।

বিদেশে আসে তো কেবল তারাই ১০ পুরুষের নিচে শুয়া টা যাদের অভ্যাস এ পরিনত হয়েছে।

কোনো ভদ্র পরিবারের ভদ্র মেয়ে এই সব কাজে বিদেশে আসতে পারে না।

পটুয়াখালী শহরের শৃঙ্খলা রক্ষায় নিজের পেশাগত সীমানার বাইরে গিয়েও সর্বোচ্চ চেষ্টা করেছি। তবুও আপনারা পরিবর্তন হইলেন না। এখ...
16/09/2025

পটুয়াখালী শহরের শৃঙ্খলা রক্ষায় নিজের পেশাগত সীমানার বাইরে গিয়েও সর্বোচ্চ চেষ্টা করেছি। তবুও আপনারা পরিবর্তন হইলেন না।
এখন দেখা যাচ্ছে, নতুন প্রজন্মও আপনাদের অনুসরণ করে চরিত্রের অবক্ষয়কে প্রকাশ্যে তুলে ধরতে ব্যস্ত হয়ে পড়েছে।

দুঃখজনক হলেও সত্য, এবার জুবলী স্কুলে পড়ুয়া ছোট একটি ছেলে ও মেয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার মূহুর্তে ধরা পড়েছে।

আমি ব্যর্থ হইনি, বরং হয়েছি লজ্জিত।
আচ্ছা এই লজ্জা শুধুই কি আমার, নাকি আমাদের সবার?

মেয়ে মানুষের একটু লোভলালসা থাকা ভালো।
15/09/2025

মেয়ে মানুষের একটু লোভলালসা থাকা ভালো।

বাবাহারা ছোট্ট সন্তান আজ শপিং মলের সিঁড়িতে ঘুমিয়ে আছে।সকাল কেটে দুপুর, দুপুর ছুঁয়ে গেছে বিকেলের পথে, তবুও হয়তো পেটে একম...
14/09/2025

বাবাহারা ছোট্ট সন্তান আজ শপিং মলের সিঁড়িতে ঘুমিয়ে আছে।সকাল কেটে দুপুর, দুপুর ছুঁয়ে গেছে বিকেলের পথে, তবুও হয়তো পেটে একমুঠো ভাতও যায়নি।

আহা জীবন! একটি মা কতটুকুই বা পারে?
যে বাবা থাকা সত্ত্বেও আজ নেই—নিজের সুখের জন্য গড়েছে অন্য সংসার।কী বা আর বলার আছে তার। এই সন্তানের চোখের জল কি আর কেউ বুঝবে বাবা ছাড়া?

14/09/2025

কেমন কুলা/ঙ্গার সন্তান!
বউ-শাশুড়িকে নিয়ে গর্ভধারিনী মাকে বাসার
বাহিরে ফেলে যাচ্ছে 😭

বর্তমানে হাজারো স্বামী তাদের স্ত্রীদের আদর ও ভালবাসা থেকে বঞ্চিত একমাত্র মোবাইলের কারনে!
14/09/2025

বর্তমানে হাজারো স্বামী তাদের স্ত্রীদের আদর ও ভালবাসা থেকে বঞ্চিত একমাত্র মোবাইলের কারনে!

যারা গরীবের... ৫ কেজি আটা ১০ কেজি চাউলের লোভ সামলাতে পারে না তাদের রাজনীতি ছেড়ে ভি/ক্ষা করা উচিত।
14/09/2025

যারা গরীবের... ৫ কেজি আটা ১০ কেজি চাউলের লোভ সামলাতে পারে না তাদের রাজনীতি ছেড়ে ভি/ক্ষা করা উচিত।

রাত ১১ টা বয়স ৭০। সব বিক্রি হলে ১৫০ টাকা লাভ হবে। 🥹
14/09/2025

রাত ১১ টা বয়স ৭০। সব বিক্রি হলে ১৫০ টাকা লাভ হবে। 🥹

Address

Dhaka

Telephone

+8801720630756

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice By MAH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share