
10/07/2025
৯ বছরের ময়নার নি-র্ম-ম মৃ-ত্যু, প-র-কী-য়ার ব-লি!
অত্যন্ত ম-র্মা-ন্তি-ক ঘটনা ঘটেছে শাহবাজপুরে।
ময়না হঠাৎ দেখে ফেলে তার মা ও চাচাকে অ-নৈ-তি-ক অবস্থায়।
সত্য প্রকাশের আশঙ্কায়, মায়ের হাতে নি-র্যা-ত-নে-র শিকার হয় ময়না। নৃ-শং-স-ভা-বে তাকে হ-ত্যা করা হয়। এরপর তারা ময়নার ম-র-দে-হ মসজিদে রেখে আসে।
এরপর প্রমাণ ছাড়াই গ্রে-ফ-তা-র করা হয় ইমাম ও মুয়াজ্জিনকে।
ডিএনএ পরীক্ষায় নি-র্দো-ষ প্রমাণিত হলেও, মি-থ্যা মা-ম-লায় রি-মা-ন্ডে নেওয়া হয়।
এদিকে বিদেশে থাকা ময়নার বাবা ফিরে এসে জানান, ময়না ফোনে বারবার বলছিলো “তাড়াতাড়ি বাসায় আসো”, তিনি বলেন তার ভাইসহ আরও কয়েকজন জড়িত এই ঘটনায় 🙂