Waheda Yesmin Hiya

Waheda Yesmin Hiya Welcome! Waheda Yesmin Hiya - Logo Designer & Digital Marketer. Contact me for innovative designs.

অনলাইন বিজনেসের জন্য ফেসবুক প্রোফাইল প্রফেশনাল করা কেনো গুরুত্বপূর্ণ? আপনার ফেসবুক প্রোফাইলই হতে পারে আপনার সবচেয়ে বড় মা...
04/02/2025

অনলাইন বিজনেসের জন্য ফেসবুক প্রোফাইল প্রফেশনাল করা কেনো গুরুত্বপূর্ণ?

আপনার ফেসবুক প্রোফাইলই হতে পারে আপনার সবচেয়ে বড় মার্কেটিং টুল! অনলাইন বিজনেসে কাস্টমারের বিশ্বাস অর্জন করা জরুরি, আর সেটাই শুরু হয় আপনার প্রোফাইল থেকে।

✅ বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি: প্রোফেশনাল প্রোফাইল কাস্টমারের মনে আস্থা তৈরি করে।
✅ ব্র্যান্ডিং স্ট্রং হয়: আপনার কাজ, সেবা ও অভিজ্ঞতা সুন্দরভাবে তুলে ধরতে পারবেন।
✅ বিক্রির সম্ভাবনা বাড়ে: কাস্টমার যখন দেখে আপনি সিরিয়াস, তখন কেনার আগ্রহও বাড়ে।
✅ নেটওয়ার্কিং সহজ হয়: বিজনেস কমিউনিটিতে গ্রহণযোগ্যতা তৈরি হয়।

কীভাবে ফেসবুক প্রোফাইলকে প্রফেশনাল করবেন?

✔ প্রফেশনাল কভার ফটো: যা আপনার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবে এবং কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করবে।
✔ লোগো: আপনার বিজনেসের পরিচয়, যা আপনাকে ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করবে।
✔ পরিচ্ছন্ন ও তথ্যবহুল প্রোফাইল: যেখানে আপনার কাজ, অভিজ্ঞতা ও কন্টাক্ট ডিটেইল থাকবে।

একটা সাধারণ প্রোফাইল আর একটা প্রফেশনাল প্রোফাইলের পার্থক্যই হলো—একটা শুধু দেখা হয়, আরেকটা থেকে ইনকাম হয়!

আজকের কষ্ট কালকে সফলতা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ …।আমাদের ছোট ছোট প্রচেষ্টায় আমাদের অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করে ।কষ...
09/01/2025

আজকের কষ্ট কালকে সফলতা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ …।
আমাদের ছোট ছোট প্রচেষ্টায় আমাদের অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করে ।
কষ্ট আজ গর্ব কাল!!
চেষ্টা আমাদের...।
রিজিক আল্লাহর।
1st payment for logo designing

নতুন বছরকে স্বাগত জানিয়ে বছর শুরু করলেন আর বছর শেষে স্ট্যাটাস দিলেন যে, এই বছরটা অনেক কষ্টের ছিলো, আমার থেকে অনেক কিছু ক...
31/12/2024

নতুন বছরকে স্বাগত জানিয়ে বছর শুরু করলেন আর বছর শেষে স্ট্যাটাস দিলেন যে, এই বছরটা অনেক কষ্টের ছিলো, আমার থেকে অনেক কিছু কেঁড়ে নিয়েছে, এই বছরটা আমাকে যত কষ্ট দিয়েছে তা আমি কখনোই ভুলতে পারবো না।
দুই হাজার চব্বিশ তো এভাবেই গেলো।
সেম গেমটা সবাই দুই হাজার পঁচিশেও খেলবেন।
যা কিছু হয়েছে তা সব আপনার কর্মফল।
আর দোষ দেন বছরের? জামানার? সময়ের?
বছর আর সময়ের কি কোনো ক্ষমতা আছে আপনার ভালোমন্দ বা ক্ষতি সাধন করার? অযথা সময়কে গালমন্দ কেন করেন? আপনি কি জানেন সময়কে গালমন্দ বা দোষারোপ করলে আল্লাহকে গালমন্দ করা হয়?
★মহীয়ান গরীয়ান আল্লাহ বলেন, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, সে সময়কে গালি দেয়, অথচ আমিই সময়। রাত ও দিন আমিই বিবর্তিত করে থাকি।
সহীহ মুসলিম, ৫৬৬৮

নতুন বছর শুরু হোক আল্লাহর কাছে প্রার্থনা করে, সুন্দর পরিকল্পনা হাতে নিয়ে। ভাগ্যকে সফল করার চেষ্টা প্রচেষ্টায় রূপান্তর হোক। খ্রিস্টীয় নতুন বছর ২০২৫ সবার জন্য আল্লাহ কল্যাণের ফায়সালা করুক।
এটাই কাম্য।
Collected
Pic:My designed on canva

থার্টি ফার্স্ট নাইটে পিকনিক খাবেন ভালো কথা তবে আতশবাজি আর উচ্চ আওয়াজে গান বাজানোর জন্য যে বাজেট টা রেখেছেন সেটা পারলে খা...
31/12/2024

থার্টি ফার্স্ট নাইটে পিকনিক খাবেন ভালো কথা তবে আতশবাজি আর উচ্চ আওয়াজে গান বাজানোর জন্য যে বাজেট টা রেখেছেন সেটা পারলে খাবারের বাজেটে এড করে কিছু বারতি খাবারের আয়োজন করতে পারেন এবং সেগুলো পথশিশু কিংবা রাস্তায় থাকা মানুষ গুলো কে খাওয়াতে পারেন।দেখবেন অন্য রকম একটা শান্তি কাজ করবে।এতে বছরের শেষ দিন টা ভালো কাজে লাগানো হলো,নিরীহ পশুপাখি রাও ভালো থাকলো আবার খুশি মনে নতুন বছরেরও শুরু হলো😊

সফলতার জন্য খুব কঠিন ভাবে একটা মাইন্ডসেট নিতে হবে। 🖤নিজের মানসিক অবস্থাটা এতটা শক্ত করুন যাতে অন্য কেউ এসে তার দুই একটা ...
27/12/2024

সফলতার জন্য খুব কঠিন ভাবে একটা মাইন্ডসেট নিতে হবে। 🖤

নিজের মানসিক অবস্থাটা এতটা শক্ত করুন যাতে অন্য কেউ এসে তার দুই একটা কথায় সেটাকে কোনভাবেই ভাঙতে না পারে। ❌

নিজের মাইন্ডসেট ঠিক রাখার জন্য নিজের সাথে নিজের যুদ্ধ করতে হবে। এই ধৈর্য পরীক্ষায় যদি আপনি হেরে যান তাহলে জীবনে কখনো সফল হওয়া সম্ভব না। ☺️


বেকার থাকার কী দরকার? 💭আজকের দুনিয়ায় বেকারত্ব মানে শুধু সময় নষ্ট করা নয়, এটি নিজের সামর্থ্যকে কাজে না লাগানোর আরেক নাম। ...
26/12/2024

বেকার থাকার কী দরকার? 💭
আজকের দুনিয়ায় বেকারত্ব মানে শুধু সময় নষ্ট করা নয়, এটি নিজের সামর্থ্যকে কাজে না লাগানোর আরেক নাম। 🕒 তবে আপনার জন্য রয়েছে এক অসাধারণ সমাধান—ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং! 🌐

ডিজিটাল মার্কেটিং কী?
ডিজিটাল মার্কেটিং হলো এমন একটি ক্ষেত্র যেখানে আপনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বা সেবা অনলাইনে প্রচার ও প্রসার করতে সহায়তা করেন। এতে রয়েছে SEO, Social Media Marketing, Content Writing, Email Marketing, Graphics Design এবং আরও অনেক কাজের সুযোগ।

কেন শিখবেন ডিজিটাল মার্কেটিং?
💡 অগণিত কাজের সুযোগ: ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে প্রতিদিন হাজার হাজার প্রজেক্ট পোস্ট হয়।
💡 বাড়িতে বসেই আয়: অফিসে যেতে হবে না, ঘরে বসেই নিজের কাজ করা যাবে।
💡 সময় ও স্থানের স্বাধীনতা: নিজের কাজের সময়সূচি নিজেই ঠিক করতে পারবেন।
💡 নতুন দক্ষতা অর্জন: নিজেকে ক্রমাগত উন্নত করার সুযোগ।

আপনি কীভাবে শুরু করবেন?
✅ একটি ভালো প্রশিক্ষণ কোর্সে ভর্তি হন।
✅ বেসিক কম্পিউটার স্কিল থাকলেই শুরু করা সম্ভব।
✅ ইন্টারনেট কানেকশন ও কাজ শেখার ইচ্ছা থাকলে আপনি সফল হতে পারেন।

কেন অপেক্ষা করছেন?
আপনার বেকার সময়কে কাজে লাগান, নতুন স্কিল শিখুন এবং আয়ের নতুন পথ তৈরি করুন! 🚀

👉 আজই ডিজিটাল মার্কেটিং শিখে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করুন।
আপনার সফলতার গল্প লিখতে প্রথম পৃষ্ঠা খুলুন আজ থেকেই!💼


❝প্রত্যেক নারীর জন্য সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হলো ফ্রিল্যান্সিং...❞💯✅
25/12/2024

❝প্রত্যেক নারীর জন্য সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হলো ফ্রিল্যান্সিং...❞💯✅



Address

Netrakona Sadar
Netrakona
2400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Waheda Yesmin Hiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share