গ্রাম অঞ্চল-Gram Oncol

গ্রাম অঞ্চল-Gram Oncol আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ও-বা-রাকাতুহু।
আমাদের পেইজে স্বাগতম🤍

11/07/2025

_______এটা কি সত্যিই সমাধান হতে চলছে, লেখাটি কতটুকু যুক্তিসঙ্গত কমেন্টে জানাবেন। প্রাচীন বিতর্কের অবসান, এবার বিজ্ঞানের ...
04/07/2025

_______এটা কি সত্যিই সমাধান হতে চলছে, লেখাটি কতটুকু যুক্তিসঙ্গত কমেন্টে জানাবেন।

প্রাচীন বিতর্কের অবসান, এবার বিজ্ঞানের মতে – মুরগিই আগে এসেছে।

শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ একটাই প্রশ্ন করে আসছে: মুরগি আগে, না ডিম?
এবার সেই প্রশ্নের উত্তর দিলেন বিজ্ঞানীরা – এবং এই উত্তর দর্শনের নয়, জীববিজ্ঞানের ওপর ভিত্তি করে।

এই রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে একটি প্রোটিনে, যার নাম ovocleidin-17 (OC-17)। এই প্রোটিন ডিমের খোলস তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি একটি অনুঘটকের মতো কাজ করে, যা ক্যালসিয়াম কার্বনেটকে স্ফটিকে পরিণত করে শক্ত খোলস গঠনে সহায়তা করে।

এবং মূল বিষয় হলো: OC-17 কেবলমাত্র মুরগির ডিম্বাশয়ে পাওয়া যায়।

তার মানে ডিমের খোলস তৈরি হতে হলে মুরগি থাকা আবশ্যক।
না মুরগি – না OC-17, আর না OC-17 – না সঠিক ডিমের খোলস।

এখন বিবর্তনের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে বোঝা যায়, প্রথমে মুরগির মতো একটি পাখির উদ্ভব হয়েছিল, যার দেহে এমন প্রোটিন তৈরির ক্ষমতা ছিল, এবং সেই পাখিই আজকের মতো ডিম পাড়ার ক্ষমতা অর্জন করেছিল।

তাই যখন কেউ আবার এই প্রশ্ন তোলে, তখন বিতর্কে না গিয়ে সরাসরি বিজ্ঞানকে তুলে ধরুন:

👉 মুরগিই আগে এসেছে – বিবর্তনের মাধ্যমে জন্ম নিয়ে, তার পর এসেছে ডিম।

04/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

15/06/2025

___"তুমি এসে ছিলে বৃষ্টিস্নাত বর্ষায় এক ঝলক রৌদ্রময় মূহুর্ত হয়ে;আবার বর্ষায় হারিয়ে গেলে।"

13/06/2025

"___তুমি যদি রাজি হইতে, হয়তো বিধাতাও রাজি হয়ে এক করে দিতো।"

10/06/2025

___"তুমি ছিলে আমার খুব করে বিধাতার কাছে চাওয়া শখের নারী, তাইতো পাইনি তোমায়।"🥲

এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেলো। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব। স্বর্ণকারের বিধবা স্ত্রী তার...
26/05/2025

এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেলো। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব।
স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বললো--এটা তোমার কাকার দোকানে নিয়ে যাও সে যেন এটা বেচে কিছু টাকার ব্যবস্থা করে দেয়

ছেলেটা হারটি নিয়ে কাকার কাছে গেল। কাকা হারটা ভালো করে পরীক্ষা করে বললো- বেটা, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভাল দাম পাওয়া যাবে। কাকা কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন--আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোন ১দিন ভাল খদ্দোর পেলেই যেন তুমি দৌড়ে হার নিয়ে আসতে পার তাই সারাদিন থাকবে।

পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো।সময়ের সাথে সাথে সেখানে সোনা-রুপা-হীরে কাজ শিখতে আরম্ভ করলো।
ভাল শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি জহুরত বনে গেল। দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতে ও পরীক্ষা করাতে আসত। খুবই প্রসংশীত হচ্ছিল তার কাজ।

একদিন ছেলেটির কাকা বললো-- তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো, তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেন। এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে।

ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখলো যে এটা একটা নকল হীরের হার। তাই সে হারটা আর কাকার কাছে না নিয়ে বাড়িতেই. রেখে দিলো।

কাকা জিজ্ঞেস করলো-- হারটি এনেছো ?ছেলেটি বললো-- না কাকা পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার।

তখন কাকা বললো- তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝে নিয়েছিলাম যে এটা নকল, কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম, তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের মন্দা সময় বলেই কাকা আমাদের আসল জিনিষকে নকল বলছে।

আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে, তখন তুমি নিজেই বলছো এটা নকল হার।
এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো যা কিছু ভাবছো সবটাই এই হারের মতই নকল, মিথ্যে।

জ্ঞান ছাড়া কোন জিনিসের বিচার সম্ভব নয়। আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। তোমাদের সাথে আমার সেই সম্পর্কটা নষ্ট হোক আমি তা চাইনি।।

#সংগৃহীত

একটি পূর্ণবয়স্ক নিমগাছ একসাথে ১০টি এসি চালানোর সমান কাজ করে। আর নিমগাছের ছায়াতলে তাপমাত্রা বাইরের পরিবেশের চেয়ে ১০ ডিগ্র...
24/05/2025

একটি পূর্ণবয়স্ক নিমগাছ একসাথে ১০টি এসি চালানোর সমান কাজ করে। আর নিমগাছের ছায়াতলে তাপমাত্রা বাইরের পরিবেশের চেয়ে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে।

নিম গাছ আসলে একটি ব্লেসিং! এটি পরিবেশগতভাবে যেমন উপকারী , তেমনি এটি অনেক বেশি মাত্রার দূষণও সহ্য করতে পারে। নিম গাছের পাতা প্রচুর পরিমাণে সীসা শোষণ করে।

ধূলিকণা, কার্বন ডাই-অক্সাইড, সালফার অক্সাইড এবং নাইট্রোজেনের মতো দূষক শোষণ করার ক্ষমতাও নিম গাছের রয়েছে।

পরিবেশ শীতল আর বিশুদ্ধ করতে নিমগাছের তুলনা হয় না আসলে!

আপনার বাড়ির চারদিকে ঘুরিয়ে যদি নিম গাছ লাগাতে পারেন, তাহলে সেটা একটা সবুজ বেল্ট এর মতো কাজ করবে। যার কারনে আপনার বাসার ভেতরে একটা "মাইক্রোক্লাইমেট" তৈরি হবে। তাহলে হবে কী, আপনার বাড়ির তাপমাত্রা আশপাশের চেয়ে কয়েক ডিগ্রি কমে যাবে।

বাড়ির আশেপাশে নিমগাছ লাগিয়ে মাইক্রোক্লাইমেট তৈরি করে প্রাকৃতিক এসির ফিল নেওয়ার সময় এখনই। কারণ বর্ষাকাল চলছে। এই সময়ে বেশি বেশি নিমগাছ লাগিয়ে নিজের ও পরিবারের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করা হতে পারে সেরা একটা আইডিয়া!

Address

Netrokona
NETRAKONA

Telephone

+8801648081232

Website

Alerts

Be the first to know and let us send you an email when গ্রাম অঞ্চল-Gram Oncol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গ্রাম অঞ্চল-Gram Oncol:

Share