27/09/2024
বাংলাদেশের জাতীয় সঙ্গীতে “বাংলাদেশ” নেই। আছে “বাংলা” এটা ভারতের অন্তর্ভুক্ত অঞ্চল🇮🇳
ভারতের দুইটি রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সম্পূর্ণ অংশ এবং আরেকটি রাজ্য আসামের কিছু অংশ নিয়ে “বাংলা” গঠিত। তাই বলা বাহুল্য, “আমার সোনার বাংলা” বলে এখানে বাংলাদেশকে বোঝানো হয়নি। বরং রবি ঠাকুর এর দ্বারা ভারতের সেই “বাংলা” অঞ্চলকে বুঝিয়েছেন। তিনি সেই অঞ্চলের বাসিন্দা ছিলেন বলেই সেই অঞ্চলকে লক্ষ্য করে তিনি এ সঙ্গীত রচনা করেছেন। ❝আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি❞🇮🇳
দুই বাংলা বিভক্ত হোক এটা তিনি চায়নি? আর তাই তো ভারতের স্বাধীনতা দিবসে সেই অঞ্চলের বাসিন্দাগণ রবি ঠাকুরের সেই সঙ্গীত “আমার সোনার বাংলা “গেয়ে থাকেন।
আমাদের জাতীয় সঙ্গীতে যদি বলা হতো--“আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালবাসি তাহলে ঠিক ছিলো। কিন্তু সেখানে তো রয়েছে “বাংলা” অঞ্চলের কথা--যা ভারতের অন্তর্ভুক্ত এলাকা🇮🇳
সুতরাং যে সঙ্গীতে বাংলাদেশের কথা নেই, আছে ভারতের “বাংলা” অঞ্চলের কথা, সেই সঙ্গীত এ বাংলাদেশকে উদ্দেশ্য করে গাইলে তা এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ক্ষুন্ন করে। এ অবস্থায় তা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কীভাবে??
১৯০৫ সালে লেখা একটা গান ১৯৭২ সালে (স্বাধীনতার ৬৫ বছর আগে লেখা) অন্য আরেকটা দেশের জাতীয় সঙ্গিত হয় কীভাবে?🇧🇩
যেই গীতে বাংলাদেশ শব্দটি পর্যন্ত নেই!
সেটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কীভাবে??
যেই গীত তৎকালীন পূর্ব বাংলার স্বার্থের বিপরীতে রচিত,তা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে?
যেই গীতে মানুষের ঘুম আসে, সেটি মানুষকে ঘুম থেকে জাগাবে কীভাবে?
যেই গীত স্বৈরতন্ত্র রক্ষায় কাজ করে, সেটি স্বৈরতন্ত্রমুক্ত দেশের জাতীয় প্রতীক হয় কিভাবে?
যে সংগীতে তারুণ্যের টগবগে খুন উদ্দীপ্ত হয় না, সেটা দেশের জাতীয় সংগীত হয় কিভাবে?
সময় এসেছে আওয়াজ তোলার প্রত্যেকটি সেক্টর থেকে আওয়াজ তুলুন🇧🇩✊🏿