শরীয়তপুরের জনগণের খবর

শরীয়তপুরের জনগণের খবর It is our job to present the truth to the true and the false to the false.

প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না। এই সরকারকে জাতীয় সরকার ঘোষণা করে পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিতে ‘মা...
23/05/2025

প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না। এই সরকারকে জাতীয় সরকার ঘোষণা করে পাঁচ বছর ক্ষমতায় রাখার দাবিতে ‘মার্চ ফর ইউনূস'র ডাক, কর্মসূচি ঘোষণা করেছে যা আগামীকাল শাহবাগে পালন করা হবে একটি সাধারণ জনগণের ব্যনারে।

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনা...
12/05/2025

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ সোমবার এই প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মেয়ের হাতেই পিতা খুন।নেশা মানুষকে শেষ করতে বেশি সময় নেয় না😭বাবাকে কু'পিয়ে হ*ত্যা করা মেয়েটা প্রথম থেকেই একটু উশৃংখলভাবে ...
10/05/2025

মেয়ের হাতেই পিতা খুন।
নেশা মানুষকে শেষ করতে বেশি সময় নেয় না😭
বাবাকে কু'পিয়ে হ*ত্যা করা মেয়েটা প্রথম থেকেই একটু উশৃংখলভাবে চলাফেরা করতো। বাবা প্রথমে কিছুটা বাঁধা দিতেন কিন্তু মেয়ে মানতে চাইতো না। বাবা আব্দুস সাত্তার ভাবতেন- থাক মেয়ে বড় হয়েছে এখন আর এতকিছু না বলি।

এর কিছুদিন পরই বাবা খেয়াল করেন তার মেয়ে তার আরও দুই বান্ধবীকে তাদের সাভারের ফ্ল্যাট বাসায় সাবলেট থাকার জন্যে নিয়ে আসে। আব্দুস সাত্তার প্রথমে কিছু বলেননি।ভেবেছিলেন মেয়ের বান্ধবীই হবে হয়তো, বাসায় থাকুক সমস্যা কি।

আব্দুস সাত্তার তাদের জন্যে রুম ছেড়ে দিয়ে নিজে কষ্ট করে ডাইনিং রুমে থাকতেন। মেয়ের বান্ধবীরা ডাইনিং রুমে থাকবে এতে মেয়ের সম্মান নষ্ট হবে তাই নিজেই থাকতেন। মেয়েটাকে অনেক আদর করতেন তাই মেয়ের কষ্ট সইতে পারতেন না।

তার কিছুদিন পর বাবা লক্ষ করেন মেয়েসহ তার ওই বান্ধবীরা ড্রাগস নিচ্ছে, উগ্র আচরণ করছে। এটা দেখার পর তিনি মনে মনে অনেক কষ্ট পান। মেয়েকে এসব ছেড়ে দিতে বলেন। সাথে মেয়ের বান্ধবীরা যাতে সাবলেট বাসা থেকে চলে যায় সেটা বলেন।

বান্ধবীদের বাসা ছেড়ে যেতে বলায় মেয়ে প্রচন্ড রেগে যায়। কথা কাটাকাটি হয় এমনকি মেয়ে একপর্যায়ে বাবার গায়ে হাত তুলতেও আসে।

বাবা কি করবেন বুঝতে না পেরে এর মধ্যে একবার থানায়ও গিয়েছিলেন। মেয়ের নামে জিডি করিয়েছিলেন যাতে অন্তত এ বিপথ থেকে মেয়েটা ফিরে আসে।

কিন্তু মেয়ের কোন উন্নতি ঘটে না। দিনদিন আরও উগ্রতা বাড়তে থাকে। বাবা আব্দুস সাত্তারও সীমাহীন কষ্ট নিয়েই ডাইনিং রুমে থেকে দিন পার করতে থাকেন।

এভাবেই আরও কিছু দিন কেটে যায়। বান্ধবীদের সাথে এতটা ঘনিষ্ঠভাবে থাকাটা ধীরে ধীরে সন্দেহের সৃষ্টি করে বাবা আব্দুস সাত্তারের মনে। তিনি একরাতে মেয়েকে ডাকতে যাওয়ার সময় দুই বান্ধবী এবং মেয়েকে রুমে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

মানে দুটো বান্ধবী এবং তার মেয়ে লেসবিয়ান ছিল। ছেলেদের প্রতি কোন আকর্ষণ ছিল না তাদের।
বাবা আব্দুস সাত্তারকে ডাইনিং এ রেখে এতদিন অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিল মেয়ে এবং বান্ধবীরা।

এবারে বাবা প্রচন্ড কষ্ট পান এবং মেয়েকে তখন বলেন তার বান্ধবীরা যেন এ বাসা থেকে ইমিডিয়েট চলে যায়। মেয়ে এবারেরও রেগে যায়। তাদের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। আব্দুর সাত্তার ঘনিষ্ঠ কয়েকজনের কাছে একথা শেয়ার করে সমাধানও চান কিন্তু কোন সুরাহা হয়না।

অন্যদিকে মেয়ে বুঝতে পারে তার বাবা তাদের এ অনৈতিক সম্পর্ক এবং নেশার জগতের জন্যে বাঁধা হয়ে দাঁড়াবে। তাই মেয়ে প্ল্যান করতে থাকে কিভাবে কৌশলে বাবাকে পথ থেকে সরানো যায়।

সেই প্ল্যানমাফিক গতকাল ভাতের সাথে বাবাকে ২০ টা ঘুমের বড়ি খাওয়ায় মেয়েটা। তারপর ভোর ৪ টার দিকে সাভারের ওই বাসাতেই কুপিয়ে হ*ত্যা করে। পাশাপাশি একটা ধ*র্ষণের একটা মিথ্যা নাটক সাজায় যাতে সবাই তাকে সাপোর্ট করে এবং জামিনে বের হয়ে আসা সহজ হয়।

এমনকি হ*ত্যার করার ওই ভিডিওতেও মেয়েটা সবাইকে উদ্দেশ্য করে বলে- জনগণই যেন তাকে সাপোর্ট করে জামিনের ব্যবস্থা করে দেয়। কেননা তার উদ্দেশ্যই ছিল এটা।

পরবর্তীতে সাভার থানার ডিউটি অফিসার হ*ত্যার এ কারণগুলো নিশ্চিত করেন।

এর আগে ২০২৩ সালেও বাবার নামে ধ*র্ষণের মিথ্যা মামলা করেছিল মেয়েটা। আদালত এবং ফরেনসিক টিম কোনরূপ প্রমাণ না পেয়ে বাবাকে সসম্মানে জামিনে ছেড়ে দিয়েছিল।

বাবা আব্দুস সাত্তার চাইতেন তার মেয়েটা একটু শালীনতার সাথে চলুক, এ ধরনের অনৈতিক সম্পর্ক থেকে বেরিয়ে আসুক।

কিন্তু এটাই কাল হলো বাবা আব্দুস সাত্তারের। সবশেষে নিজের আদরের মেয়ের হাতেই নৃ'শং'স'ভাবে খু'ন হতে হলো ৫৬ বছর বয়সী এ বাবাকে

তথ্য সংগ্রহ এবং লেখা
(ইব্রাহিম খলিল শাওন)

দল মতের অনেক উপরে আইভির জনপ্রিয়তা প্রকাশ পেয়েছে। এক আইভি কে দেখেই প্রমাণ দেখা গেলো। জনগণের মতামত।
10/05/2025

দল মতের অনেক উপরে আইভির জনপ্রিয়তা প্রকাশ পেয়েছে। এক আইভি কে দেখেই প্রমাণ দেখা গেলো। জনগণের মতামত।

03/05/2025

বিএনপি কি অক্ষম, নেতা নাই? তাই আওয়ামী লীগের নেতা দিয়ে নওপাড়ার ট্রলার ঘাট চালায়। ফলে যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করে, যাত্রীগন ও এলাকার মানুষ বলেন- আওয়ামী লীগের এই নেতা কাউকে ঘনে না। এলাকার মানুষ আরো বলেন যে তিনি বিএনপি এক বড় নেতাকে মোটা অংকের টাকা খাইয়ে, এখনো এই কেশিয়ারের কাজে থেকে নিজের ট্রলার না থেকেও সকলের সমানের অধিক টাকা হাতিয়ে নিচ্ছে।
মানুষ তাই বলছে, একজন অহংকারী নেতার চেয়ে নন্ম- ভদ্র নেতা অতি উত্তম। বিএনপি তে কি এমন নেতা নেই? যে এই আওয়ামী লীগের এই অহংকারী নেতা দিয়ে ঘাট চালাতে হবে?

16/04/2025

লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র ও পুলিশ নিশ্চিত করতে হবে। প্রশাসন অনেক জায়গায় বিএনপির হয়ে কাজ করছে তাই এখনই নির্বাচন সম্ভব নয়।

নাহিদ ইসলাম

03/04/2025

এই সরকার যদি আরো ১ বছর থাকে তাহলে দেশের অবস্থা কেমন হবে🤔।

কমেন্ট করে মতামত দিতে পারেন।

28/01/2025

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আধিপত্য-বাদ থেকে মুক্তি ও ইসলামী শরিয়াহ্ বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়াসহ দশটি বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

যে সব বিষয়ে দু'টি দল একমত হয়েছে-

১. আধিপত্য-বাদ, সম্প্রসারণ-বাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা।

২. দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।

৩. ভোটাধিকারসহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐকমত্য গড়ে তোলা।

৪. ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।

৫. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা।

৬. আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

৭. ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবো না।

৮. আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোন ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকবো।

৯. ইসলামী শরিয়াহ্ বিরোধী কোন সিদ্ধান্ত নিবো না এবং ইসলাম বিরোধী কোন কথা কেউ বলবো না।

১০. প্রশাসনে এখনো বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ার বরকতউল্লাহ বুলু, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানী, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব আতিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এনএ

বিজয়ের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্নদানকারী সকল শহীদদের এবং বীরাঙ্গনা মা-বোনদের যাদ...
16/12/2024

বিজয়ের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্নদানকারী সকল শহীদদের এবং বীরাঙ্গনা মা-বোনদের যাদের মহান ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ ৷

Address

Naria
Netrokona
8020

Website

Alerts

Be the first to know and let us send you an email when শরীয়তপুরের জনগণের খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share