Noman Media

Noman Media আমার মৃত্যুর পরে কেউ কাঁদবা না।

সময় থাকতে বোঝেন সঠিক পথ খোঁজেন।
আল্লাহ তাআলার ইচ্ছায় আমার ইচ্ছ।

06/08/2025
06/08/2025

জনকন্ঠ পত্রিকা।
হাসিনার আমলে বহিষ্কৃত সাংবাদিকেরা রাস্তা অবরোধ করে রেখেছে চাকরি ফেরত পাওয়ার জন্য।

06/08/2025

আখতার ভাই একজন সৎ ব্যক্তি।
#আখতার #5আগস্ট #গণঅভ্যুত্থান

তামাশা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আমার মনে হয় তারাও এখন কারো না কারো কাছে বিক্রি হয়ে গেছে।
06/08/2025

তামাশা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি।
আমার মনে হয় তারাও এখন কারো না কারো কাছে বিক্রি হয়ে গেছে।

আমি এই পোস্টটি দেখার পরে শতভাগ নিশ্চিত যে। ৫ ই আগস্ট ২০২৫ এ জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করেছেন ডঃ মুহাম্মদ ইউনুস ...
06/08/2025

আমি এই পোস্টটি দেখার পরে শতভাগ নিশ্চিত যে। ৫ ই আগস্ট ২০২৫ এ জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করেছেন ডঃ মুহাম্মদ ইউনুস কিন্তু এখানে বড় ধরনের কোন ষড়যন্ত্র রয়েছে।

কোন একটা দল মনে হয় চাচ্ছে শুধু ক্ষমতাটা তাদের হাতে যাক তারপর যা হবে কল্পনার বাহিরে।

জুলাই ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানকে ছোট করে দেখা হয়েছে। জুলাই ঘোষণাপত্র টি যখন পাঠ করেছেন আপনারা খেয়াল করে দেখবেন এখানে কোন দরদ ছিল না কথাগুলোতে মাধুর্যতা ছিল না ছিল শুধু ভয় আপনারা খেয়াল করে দেখবেন।

এতেই বোঝা যায় এখানে বড় ধরনের কোন ষড়যন্ত্র কাজ করছে।

মনে রাখবেন জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু এখনো ঘরে ফিরে যায়নি।

প্রয়োজনে আবারো একটা গণঅভ্যুত্থান হবে যেখানে আবু সাঈদ এর মত লাখো আবু সাঈদ বুক পেতে দেবে।

জুলাইয়ের অন্যতম সমন্বয়ক আক্তার হোসেন ভাই মানিক মিয়া এভিনিউয়ে।
05/08/2025

জুলাইয়ের অন্যতম সমন্বয়ক আক্তার হোসেন ভাই মানিক মিয়া এভিনিউয়ে।

৩৬ জুলাই । ০৫ ই আগস্ট ২০২৫ গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করবেন ড: মোহাম্মদ ইউনুস। সময় বিকাল ০৫ টা
05/08/2025

৩৬ জুলাই । ০৫ ই আগস্ট ২০২৫
গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করবেন ড: মোহাম্মদ ইউনুস।
সময় বিকাল ০৫ টা

মানুষ তার মালিককে চিনতে ভুল করলেও কুকুর তার মালিককে চিনতে কখনোই ভুল করে না।
03/08/2025

মানুষ তার মালিককে চিনতে ভুল করলেও কুকুর তার মালিককে চিনতে কখনোই ভুল করে না।

নারায় তাকবীর আল্লাহ আকবার” এই শ্লোগান যে দিবে তাকে গলায় পাড়া দিয়ে হত্যা করা হবে বলে এক পরিচ্ছন্নতা কর্মীকে হুমকি দিয়েছে ...
02/08/2025

নারায় তাকবীর আল্লাহ আকবার” এই শ্লোগান যে দিবে তাকে গলায় পাড়া দিয়ে হত্যা করা হবে বলে এক পরিচ্ছন্নতা কর্মীকে হুমকি দিয়েছে সমীরণ সামাদ্দার (৩৩) এক হিন্দু ইসকনপন্থী যুবক।
গতকাল শনিবার ১৯ জুলাই সকাল ৯টার দিক এই ঘটনা ঘটেছে অপসোনিন ফার্মা লিঃ, ১২৭,নিউ ইস্কাটন রোড,ঢাকা ডিপোতে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য মোঃ সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সূত্র বলছে প্রতিদিনের মতো অফিসের পরিচ্ছন্নতা কর্মী মোঃ রুমান (২২) (ডিডি ০৪২২৮) ঝাড়ু দিতে স্টোর রুমে যায় এবং ঝাড়ু দিতে থাকে সাথে আল্লাহু আকবার জিকির করতে থাকে ঠিক সেই সময় স্টোর ইনচার্জ সমীরণ সামাদ্দার গালি দিয়ে বলে আল্লাহু আকবার স্লোগান দিলে গলায় পাড়া দিয়ে হত্যা করা হবে। তৎক্ষনাৎ ডেলিভারি সহকারী মেহেদী হাসান (২৩) প্রতিবাদ করে ওঠে এবং স্টোর ইনচার্জ মেহেদী (৩৪) পাশে দাড়িয়ে শুনে, তার ভয়ে সে আর কোনো সাড়া শব্দ করেনা।
এ ঘটনা ফাঁস হওয়ার পর পুরো অফিস সমীরণ সামাদ্দারের বিরুদ্ধে ফুঁসে ওঠে,তাদের দাবি তাকে চাকুরীচ্যুত করে আইনের আওতায় আনতে হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অপসোনিন ফার্মার ঢাকার ডিপোর সিনিয়র ইনচার্জ গোলাম মাওলা (৫৮) বলেন বিষয়টি আমি রোববার ২০ জুলাই জানতে পারি এবং সমীরণ সামাদ্দারকে ডাকি উপস্থিত সাক্ষী মেহেদী হাসান (২৩) ডিএ,মেহেদী হাসান (৩৪) সহকারী স্টোর ইনচার্জ, মেহেদী হাসান ইমন (৩৫),সহকারী ডিপো ইনচার্জ হুমায়ুন কবির (৪০), এবং সহকারী ডিপো ইনচার্জ সুকলাব দাস (৩৫) এর সামনে শুনি,সমীরণ সামাদ্দার তার দোষ স্বীকার করে এবং ক্ষমা চেয়েছে।
অন্য সূত্র বলছে, সে অপরাধ করেছে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে ক্ষমা চাওয়ার সুযোগ নেই, সে একজন সক্রিয় ইসকন সদস্য, বিভিন্ন সময় সে উদ্ভট আচারন কথা বার্তা বলে থাকে, এমন কি সুজন ঘোষ (২৮) নামে একজন সহকারী স্টোর ইনচার্জ গরুর গোস্ত খাই তাই তাকেও হত্যার হুমকি দিয়েছে, তাকে আইনের আওতায় আনতে হবে এবং তার কর্ম থেকে তাকে অব্যহতি দিতে হবে এটাই সকলের দাবি।।

জীবনে খারাপ কিছু সময় যায় যেটা মানুষ বুঝে না এবং বুঝার চেষ্টাও করে না।
01/08/2025

জীবনে খারাপ কিছু সময় যায় যেটা মানুষ বুঝে না এবং বুঝার চেষ্টাও করে না।

22/07/2025

অসুস্থ একটা জাতি।
যেখানে লা*শ মানেই রাজনীতি লাশ মানেই ব্যবসা।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Noman Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noman Media:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share