শূন্যতা

শূন্যতা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শূন্যতা, Atpara, Netrokona.

এখানে আপনি পাবেন অজানা অনুভূতির প্রকাশ, গভীর ভাবনা এবং জীবনযাত্রার এক নতুন দৃষ্টিভঙ্গি। শূন্যতার মাঝে এক অদ্ভুত শক্তি রয়েছে যা আমাদের পথপ্রদর্শক হতে পারে। এখানে, আমরা ভেতরের শূন্যতা এবং তার বিশালতা নিয়ে চিন্তা করি, অন্বেষণ করি এবং নতুন কিছু শিখি।

04/05/2025
🔆আল্লাহর বড়ত্ব চিন্তা করা🔆মুফতী মনসূরুল হক সাহেব দা. বা.হযরতওয়ালা বলেন, আমরা যখন মসজিদে যাই তখন অনেক সময় দেখা যায় জামা‘আ...
03/05/2025

🔆আল্লাহর বড়ত্ব চিন্তা করা🔆

মুফতী মনসূরুল হক সাহেব দা. বা.

হযরতওয়ালা বলেন, আমরা যখন মসজিদে যাই তখন অনেক সময় দেখা যায় জামা‘আত শুরু হওয়ার কয়েক-মিনিট বাকী থাকে। ঐ মিনিটগুলো আল্লাহর বড়ত্বের কথা চিন্তা করে ব্যয় করি। কারণ, আল্লাহর বড়ত্বের কথা চিন্তা করার দ্বারাই আল্লাহর বড়ত্ব দিলে বসবে। ঈমানের তারাক্কী হবে।

05/02/2025

৫/২/২৫=৩২
📌তারিখের ফলাফলটা দেখছেন

না জানি সামনের ৫ তারিখ কি হয়।তাই যদি কাহারো বিয়ের তারিখ থাকে তাহলে তারিখ পিছিয়ে দিয়েন না হলে থাকবে না বিয়ে

বাড়ির উঠানে ফুল গাছ।
15/11/2023

বাড়ির উঠানে ফুল গাছ।

✍️আচ্ছা  কখনো কি চাঁদের দিকে তাকিয়ে দেখেছেন, কতো ক্ষত বিক্ষত  তার বুক। কখনো মেঘে ঢেকে যায়, কখনো বা আঁধারে হারায়, তবু ...
03/10/2023

✍️আচ্ছা কখনো কি চাঁদের দিকে তাকিয়ে দেখেছেন, কতো ক্ষত বিক্ষত তার বুক। কখনো মেঘে ঢেকে যায়, কখনো বা আঁধারে হারায়, তবু সব কিছু ভুলে হাসে। কারণ সে আকাশ কে ভীষণ ভালবাসে।

ইষ! আমরা যদি চাঁদের মত হতে পারতাম।

25/09/2023

মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা প্রসঙ্গে,

পরহেযগার ও সত্যবাদী মানুষের স্বপ্ন সত্য হ’তে পারে। কারণ রাসূল (ছাঃ) বলেন, যখন ক্বিয়ামত নিকটবর্তী হবে, তখন (খাঁটি) মুসলিমের অধিকাংশ স্বপ্ন মিথ্যা ও ভ্রান্ত হবে না। তোমাদের মধ্যকার অধিক সত্যবাদী লোক সর্বাধিক সত্য স্বপ্নদ্রষ্টা হবে। তিনি বলেন, মানুষের স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে (ক) ভাল স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বহন করে (খ) কষ্টদায়ক স্বপ্ন, যা শয়তানের পক্ষ থেকে হয় (গ) মনের মধ্যে উদ্ভূত কল্পনা, যা স্বপ্নে দেখা যায় (মুসলিম হা/২২৬৩)।

আর স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখতে পাওয়া অস্বাভাবিক নয়। এক্ষণে যদি কেউ স্বপ্নে এরূপ মৃত ব্যক্তিকে ভাল অবস্থায় দেখে বা মৃত ব্যক্তিকে ভাল কোন সংবাদ বা উপদেশ দিতে শুনে, তবে আল্লাহর শুকরিয়া করবে। রাসূল (ছাঃ) বলেন, যখন তোমরা কেউ ভালো স্বপ্ন দেখবে, তখন আলহামদুলিল্লাহ পড়বে এবং সে নিজের প্রিয় লোকদের কাছে তা বলতে পারে (বুখারী হা/৬৯৮৫)।

আর যদি মৃত ব্যক্তিকে খারাপ অবস্থায় দেখা যায় বা সে খারাপ সংবাদ প্রদান করে তাহ’লে বুঝতে হবে যে, এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। এক্ষেত্রে রাসূল (ছাঃ)-এর নির্দেশনা হ’ল, বাম দিকে তিনবার থুক মেরে ‘আ‘ঊযুবিল্লা-হি মিনাশ শায়ত্বা-নির রজীম’ বলবে এবং পার্শ্ব পরিবর্তন করবে।
(মুসলিম হা/২২৬২, মিশকাত হা/৪৬১৩)।

অন্য বর্ণনায় এসেছে দাঁড়িয়ে (দু’রাক‘আত) ছালাত আদায় করবে এবং কাউকে বলবে না। কারণ এই স্বপ্ন তার কোন ক্ষতি করে না।

(মুসলিম হা/২২৬১-৬৩; বুখারী হা/৭০৪৪; মিশকাত হা/৪৬১২)।

জাবির (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (ছাঃ) জুম‘আর খুৎবাদানরত অবস্থায় জনৈক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল! আমি স্বপ্নে দেখলাম যে, আমার ঘাড়ে আঘাত করার ফলে আমার মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল। তারপর আমি তা ধরে এনে পুনরায় আমার ঘাড়ে স্থাপন করলাম। রাসূল (ছাঃ) হেসে উঠে বললেন, ঘুমের মধ্যে তোমাদের কারো সাথে শয়তান খেলা করলে সে যেন তা লোকের কাছে না বলে।

(মুসলিম হা/২২৬৮; ইবনু মাজাহ হা/৩৯১২; মিশকাত হা/৪৬১৬)।

উল্লেখ্য যে, খারাপ স্বপ্ন দেখলে বা মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে ছাদাক্বা করার যে প্রথা সমাজে চালু আছে তা বিদ‘আত। এগুলো থেকে বিরত থাকা কর্তব্য। বরং মৃত ব্যক্তির মাগফেরাতের জন্য যেকোন সময় দো‘আ ও ছাদাক্বা করা যায়।

(মুসলিম হা/৯২০, ১৬৩১; বুখারী হা/১৩৮৮; মিশকাত হা/১৬১৯, ১৯৫০)।

والله اعلم بالصواب

24/09/2023

বৃষ্টির ফোঁটায় হাত বাড়িয়ে 🍂🍂

"ভেঙ্গে পড়োনা, নিরাশ হয়োনা, সাহায্য আসবেই,এটা আল্লাহর ওয়াদা,জেনে রেখো  আল্লাহর সাহায্য অতি নিকটে"❤️🥀  ------[সূরা বাক...
23/09/2023

"ভেঙ্গে পড়োনা, নিরাশ হয়োনা, সাহায্য আসবেই,এটা আল্লাহর ওয়াদা,জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে"❤️🥀

------[সূরা বাকারা, আয়াত: ২১৪]

Address

Atpara
Netrokona

Telephone

+8801601992327

Website

Alerts

Be the first to know and let us send you an email when শূন্যতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শূন্যতা:

Share