
26/08/2024
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়।
সে-কি
মোর অপরাধ?
নজরুলের এই কথাটা'
আপনাকে দেখার পর থেকে কানের কাছে বার বার-ই স্পন্দন ছড়াচ্ছে আর আপনাকে নিয়ে বার বার-ই ভাবাচ্ছে আমায়।
যতবারই আপনার কথা মনে হচ্ছে তত বারই আমি কোথাও যেনো হারিয়ে যাচ্ছি আমি,অজানা অচেনা কোন এক গন্তব্য।
যেই গন্তব্য শুধু আপনাকে রাখতে চাই।
আপনি কি হবেন আমার সেই গন্তব্য'র পথিক?
কলেজ ফ্রন্টে গিয়েছিলাম তন্মধ্যে হঠাৎ আপনাকে দেখি,
কি সুপ্রভাত
কি যে মায়া
কি যে মুগ্ধতা
কি যে আনন্দিতা
আপনার মাঝে ছড়াচ্ছিলো আমি দূর থেকে ই তা দেখছিলাম আর ভাবছিলাম।
একটা মানুষ এতটা মায়াবি আর সেই সাথে এতটা মুগ্ধতা ছড়ায় কিভাবে?
মোমবাতি'র আলোয় কলেজ ফ্রন্ট যতটা না আলোকিত হয়েছিলো তার থেকেও অনেক বেশি সুন্দরী লাগছিলো আপনাকে তখন।
আমি অভিভূত হয়ে সেই দৃশ্য -ই বার বার দেখছিলাম।
দেখার পর থেকে আপনাকে নিয়ে কেমন যেনো একটা শূন্য তা ফিল করছি আমি। কিছু একটা নেই মনে হচ্ছে আমার।
সেই কিছু একটা আপনি।
আপনি নিজেও হয়তো জানেন না যে মোমবাতি'র আলোয় কতটা আপনাকে অসম্ভব সুন্দরী লাগছে।
মনে হচ্ছে এ যেনো মাটির বুকে এক টুকরো পুর্নিমা'র চাদঁ।
আপনি কি আমার সেই অচেনা শহরের সাথে যাবেন?
যেখানে থাকবো শুধু আমি আর আপনি।