অপার্থিব -Oparthib ツ

অপার্থিব -Oparthib ツ সাদামাটা জীবন যাপন,আদর্শ,সরল, সহজ, অন্যায় দেখলে চরম বেয়াদব,অমানুষ।

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়। সে-কিমোর অপরাধ?  নজরুলের এই কথাটা' আপনাকে দেখার পর থেকে কানের কাছে বার বার-ই স্পন্দন ছড়...
26/08/2024

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়।
সে-কি
মোর অপরাধ?
নজরুলের এই কথাটা'
আপনাকে দেখার পর থেকে কানের কাছে বার বার-ই স্পন্দন ছড়াচ্ছে আর আপনাকে নিয়ে বার বার-ই ভাবাচ্ছে আমায়।

যতবারই আপনার কথা মনে হচ্ছে তত বারই আমি কোথাও যেনো হারিয়ে যাচ্ছি আমি,অজানা অচেনা কোন এক গন্তব্য।

যেই গন্তব্য শুধু আপনাকে রাখতে চাই।
আপনি কি হবেন আমার সেই গন্তব্য'র পথিক?

কলেজ ফ্রন্টে গিয়েছিলাম তন্মধ্যে হঠাৎ আপনাকে দেখি,
কি সুপ্রভাত
কি যে মায়া
কি যে মুগ্ধতা
কি যে আনন্দিতা
আপনার মাঝে ছড়াচ্ছিলো আমি দূর থেকে ই তা দেখছিলাম আর ভাবছিলাম।
একটা মানুষ এতটা মায়াবি আর সেই সাথে এতটা মুগ্ধতা ছড়ায় কিভাবে?

মোমবাতি'র আলোয় কলেজ ফ্রন্ট যতটা না আলোকিত হয়েছিলো তার থেকেও অনেক বেশি সুন্দরী লাগছিলো আপনাকে তখন।
আমি অভিভূত হয়ে সেই দৃশ্য -ই বার বার দেখছিলাম।
দেখার পর থেকে আপনাকে নিয়ে কেমন যেনো একটা শূন্য তা ফিল করছি আমি। কিছু একটা নেই মনে হচ্ছে আমার।
সেই কিছু একটা আপনি।

আপনি নিজেও হয়তো জানেন না যে মোমবাতি'র আলোয় কতটা আপনাকে অসম্ভব সুন্দরী লাগছে।
মনে হচ্ছে এ যেনো মাটির বুকে এক টুকরো পুর্নিমা'র চাদঁ।

আপনি কি আমার সেই অচেনা শহরের সাথে যাবেন?
যেখানে থাকবো শুধু আমি আর আপনি।

যদি অপূর্ণতাই থাকবে, তাহলে কোনো দিন ছুয়ে দেখার স্বাদ নিতাম না।বিধাতা আমার জন্য কাউকে বানায়নি,এক মাথার উপর আকাশ ছাড়া কেউ ...
26/06/2024

যদি অপূর্ণতাই থাকবে, তাহলে কোনো দিন ছুয়ে দেখার স্বাদ নিতাম না।

বিধাতা আমার জন্য কাউকে বানায়নি,এক মাথার উপর আকাশ ছাড়া কেউ আমাকে ভালোবাসেনি,আমার কেউ নেই, কেউ ছিলো না।

25/06/2024

ইন্ডিয়ার সাথে বাংলাদেশের আরেকটু ভালো ব্যাটিং করার সমূহ সুযোগ ছিল।

সম্ভাবনা কাজে লাগায়নি বা লাগাতে পারে নাই।

বাংলাদেশ আসলে ক্রিকেটটারে বোঝেও কম। দুরদর্শিতার অভাব, ক্রিজের কর্তব্যজ্ঞানের সীমাবদ্ধতা, সাইকোলজিক্যাল ইমব্যালেন্স— বাংলাদেশরে পিছিয়ে রাখছে এতদিন।

প্লেয়ারদের ক্যালিবার আছে, স্কিল আছে কিন্তু উক্ত বিষয়াদি নাই বা তুলনামূলক কম।

ইন্ডিয়ার সাথে আরেকটু ভালো ব্যাট করলে ইকোয়েশন আরেকটু ফেভারে থাকতো বাংলাদেশের।

মানুষ কে judge করার আগে নিজেকে দেখ?কতো lifeless তুই!যে যেভাবে life experience করতেছে,only সেই জানে,What's actually happe...
15/06/2024

মানুষ কে judge করার আগে নিজেকে দেখ?কতো lifeless তুই!
যে যেভাবে life experience করতেছে,only সেই জানে,What's actually happen in their life...
So কাউকে কিছু বলার আগে use your fu***ng brain and see things as it is....
f**k this system and f**k those rules!
end of the day nobody gives a sh*t..😊

collected

28/05/2024

ক্রমশ বদলে যায়—
মানুষ,
সম্পর্ক,

দিন-রাতের দৈর্ঘ্য।

সেই কবে থেকে আমি একজনকেই ভালোবাসি।

ভালোবাসি মানে স্বত্বত্যাগ করে দান করেছি নিজেকে।

আমার নিজের আর কিছু নেই।
কোনো অভিযোগ,
যুক্তি,

চাওয়া-পাওয়ার বকেয়া কিছুই না।

এমনকি সেই মানুষটাও নেই।
সে গেছে অবলিলায়
মহাকালের গর্ভের আরও দূর গভীরে।

আচ্ছা ভালোবাসা কি কখনও বারবার ফিরে আসে?

যেমন ঘুরেফিরে আসে দুঃসময়,
পার্থিব অন্ধকারে ভেসে।

হয়তো আসে।

কোনো প্রশ্নের উত্তরই নিশ্চিত জানা হলো না।

কেবল জানলাম—
দুঃখই সত্য।
এবং বারবার ফিরে আসারও শেষ আছে।

নশ্বর যেমন ভূবণ;
মুগ্ধতা ফুরিয়ে যাওয়া যেমন চিরন্তন;
কাতরতা।

আমি এক বিশ্রী তৃষ্ণা নিয়ে বেঁচে আছি।
সেই হারিয়ে যাওয়া মানুষটাকে নাম ধরে ডাকার তৃষ্ণা।

28/05/2024

কথা ফুরিয়ে গেলে আমরা চুমু খাব,
অথবা মদ;
তবু ঠোঁট যেন থাকে ব্যস্ততায়।

এই যে, ভার্চুয়ালি হুট করে আমাদের কথা শেষ হয়ে যায়— এটা তুমি সামনে বসে থাকলে কখনই শেষ হতো না।

কথা থেমে গেলে আমি তোমার কপালের টিপটা তুলে আঙুলের ডগায় নিয়ে বলতাম, একটু সরে গেছিল, থামো ঠিক করে পরিয়ে দিচ্ছি।

তুমি বলতে, রিক্সায় এসেছি তো— হয়তো বাতাস লেগে টিপ সরে গেছে।

আমি তখন রহস্য করে বলতাম, যে বাতাস তোমার টিপ সরিয়ে দেয়, সে বাতাস যেন কখনও তোমার মনে না লাগে।

তারপর এই নিয়ে আমাদের আলাপ শুরু হতো। আর সেই আলাপ চলতো তোমার কপালের টিপ মুছে যাওয়া অবধি।

05/05/2024

এই যে তোমারে পাইলাম না—
আমার হৃদয়ে আকাশসমান অভিমান জন্মাইবে।
অভিমান জইমা পাহাড় হইবে।
পাহাড়সমান অভিমান রূপান্তরিত হইবে বিষাদে।
সেই বিষাদে আমার পুরো জীবন বিষণ্নতায় কাটবে।

তোমার বিশ্বাস হয়?

05/05/2024

মানুষ বাঁচে তার দুঃখের সমান আয়ুতে।

04/05/2024

তোমার কাছে যাইতে গিয়াও যেইখানে থাইমা যাই—
তারপরের রাস্তাটুকু তাৎক্ষণিক অন্ধকার হইয়া যায়।

অন্ধকারের ভেতর ছায়া
ছায়ার ভেতর আকুতি
আকুতির ভেতর মৃত্যু দেখতে-দেখতে ভুইলা যাই—

তোমার নাম
চোখের রঙ
চুলের প্রকৃতি
ইত্যাদি।

আমি হাঁটতেও ভুইলা যাই।
দাঁড়াইয়া পড়ি তোমার বিমূর্ত ছায়ার শরীর ঘেঁষে।

শরীরের ভেতর ছায়া
ছায়ার ভেতর অপমৃত্যু
অপমৃত্যুর ভেতর দুঃস্বপ্ন দেখতে-দেখতে মনে পইড়া যায়—

তোমার নামের প্রথম অক্ষর
চশমার দৈর্ঘ্য-প্রস্থ
হেয়ার স্টাইল
ইত্যাদি।

তোমার কাছে যাইতে গিয়া মূলত এইখানেই থাইমা যাই।
তারপরের রাস্তাটুকু তাৎক্ষণিক মরণফাঁদ হইয়া যায়।

টেবিলের উপর চায়ের কাপ
কাপের উপর ঢাকনা
ঢাকনার উপর সায়ানাইড দেখতে-দেখতে তোমার মনে পইড়া যাবে—

আমাকে দেওয়া কথা
ঠোঁটের বিশ্বাস
আঙুলের প্রতিশ্রুতি
ইত্যাদি।

তুমি উইঠাও পড়বে চায়ের কাপ রাইখা
খুইলা দেবে তোমার ঘরের পরাধীন জানালা।

আর তখনই দেখবা,

তোমার কাছে যাইতে গিয়াও যেইখানে থাইমা গেছিলাম—
তারপরের রাস্তাটুকু তাৎক্ষণিক ক্যামনে অন্ধকার মরণফাঁদ হইয়া যায়।
বৃহস্পতিবার।

26/04/2024

শিল্প,রুশ,ফরাসি, শ্রমিক-সিপাহী,
আমেরিকান-জার্মান কিংবা রেঁনেসা, শ্বেত-নীল-অরেঞ্জ-গোলাপি,
এসব বিপ্লব আমি মানি না!

ট্রোজান থেকে রাশিয়া-ইউক্রেন,
প্রথম থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ,
ফ্যাটম্যান কিংবা লিটলবয় এসবের ধ্বংসযজ্ঞ,
এসবও আমার কাছে তুচ্ছ!

চরম বিপ্লব তো ঘটেছিল তোমার ঠোঁটে,
যেদিন আছড়ে পরেছিল সেই ধ্বংসাত্মক শব্দ- 'ভালোবাসি' !
যতসব বিপ্লব, যুদ্ধ, ধ্বংসযজ্ঞ কিংবা
সুনামি, টর্নেডো, দুর্ভিক্ষ
সব এসে নতজানু তোমারই পাণে।

তুমি আমার শ্রেষ্ঠ বিপ্লব,
পৃথিবীতে কভু বিপ্লব হবে নাকো আর

18/04/2024

বিষুদবার রাতে,
তুমি কাজল দিও ঠোঁটে।

17/04/2024

সময় পেলে একদিন আইসেন।
আপনাকে নিয়ে নৌকায় ঘুরেবেড়া বো আর আপনার বিচ্ছেদের গল্পটা শুনবো।
নৌকায় বিলটা না হয় আমিই দেখবো।

Address

Netrokona
2400

Telephone

+8801841154319

Website

Alerts

Be the first to know and let us send you an email when অপার্থিব -Oparthib ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অপার্থিব -Oparthib ツ:

Share