MD Mahbobur Rahman Numan

  • Home
  • MD Mahbobur Rahman Numan

MD Mahbobur Rahman Numan প্রথম আলোর সম্পাদক

23/10/2022

বোনঃ হ্যালো......?
ভাইঃ এতো রাতে ফোন দিছিস কেন বোন ...?
বোনঃ (কেঁদে কেঁদে) আমার খুব ভয় করছে, ভাইয়া।😢
ভাইঃ কেন কী হয়েছে...... ?
বোনঃ প্রচুর বৃষ্টি হচ্ছে .....আর মাঝে মাঝে বিদ্যুৎ ও চমকাচ্ছে,
আমার খুব ভয় লাগছে ভাইয়া।
ভাইঃ তোর শশুর বাড়ির সবাই কোথায়,,,?
বোনঃ ঘর বাইরে থেকে তালা দিয়ে ওরা সবাই বেড়াতে গেছে,,বাড়িতে আমি একা।
ভাইঃ ভয় পাস না, তোর ভাইয়া তোর সাথে আছে।
বোনঃ তুই কিন্তু আমার সাথে সারা রাত কথা বলবি ভাইয়া।
ভাইঃ হুম বলবো।
৫মিনিট পর ফোনের লাইনটা কেটে যায়।
মেয়েটা আরো আরো বেশি ভয় পেয়ে যায়। ঠিক ৩০ মিনিট পর.....
ভাইঃ হ্যালো.......?
বোনঃ জোরে জোরে কেঁদে কেঁদে.......তুই ফোন কেটে দিলি কেন....? ভাইয়া.....? আমি অনেক ভয় পাইছি........😢😢😢
ভাইঃ ভয় পাস না লক্ষি বোন.....তোর ভাই তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে,,🌝
বোনঃ এই ঝড় বৃষ্টির রাতে তুই বাইরে দাঁড়িয়ে আছিস...??😔😔
ভাইঃ ভয় পাস না , যা ঘুমিয়ে পর
বোনঃ আর তুই,,?😢
ভাইঃ সারা রাত তোর জন্য দাঁড়িয়ে থাকবো।
এ ভাবে ওদের ভাই বোনের মধ্যে কথা হতে থাকে। কিন্তু হঠাৎ মেয়েটি ঘুমিয়ে পরে। পর দিন সকাল বেলা থেকে মেয়েটি ওর ভাইকে ফোন দেওয়ার চেষ্টা করে। কিন্তু ফোনটা বন্ধ ছিল। মেয়েটি জানতে পারে ওর ভাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে জানা যায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সেই রাতেই ছেলেটি মারা যায়। মেয়েটি এই খবরটি শুনা মাএই অজ্ঞান হয়ে যায়।
আর আস্তে আস্তে কুমায় চলে যায়।কিন্তু এখনো গ্রাম বাসিরা বলে যখন আকাশ মেঘ করে,জোরে বাতাস বয়,,ঘন ঘন বিদ্যুৎ চমকায়,,,তখন নাকি ওই মেয়েটির শশুর বাড়ির সামনে কারো চিৎকারের আওয়াজ শুনা যায়।কেউ একজন চিৎকার করে বলছে,, ভয় পাস না তুই ঘুমা বোন, আমি জেগে আছি।
আসলে মা বাবার পরে যদি আর কোন পবিত্র সম্পর্ক থেকে থাকে, সেটা হলো ভাই বোনের সম্পর্ক। আমি ভাই বোনের সম্পর্ক কে সন্মান করি।
আর সব সময় দোয়া করি যেন পৃথিবীর সকল ভাই বোন গুলো ভালো থাকে | 🤲

Md Mahbobur rahman

07/02/2022

👉 25 বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটা কতটা অশান্তির।
👉পড়ালেখা কমপ্লিট করা ছেলেটি জানে ছুরির চেয়ে ধারালো হয়, পরিবারের মানুষের কথা গুলো।
👉বাবাহীন সন্তানেরা জানে আত্মীয়রা কখনো আপন হয় না।
👉মা হারা ছেলেমেয়েগুলো জানে মামার বাড়ি রসের হাড়ি তাদের জন্য নয়।👉
👉যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে সংসারের থাকে কতটা গালমন্দ শুনতে হয়।

👉 চাকরি হীন ছেলেটা জানে টাকা ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না।
👉 কালো মেয়েটা জানে গুনে নয় বাস্তবে সবাই খোঁজে রূপ।
👉ডিভোর্সি মেয়েটি জানে সংসার ভাঙ্গার দায় কেবলই তার মাথায়।
👉সুস্থ মানুষেরা ভাবে কেউ না কেউ তার আপন জন।
👉কিন্তু পাগল জানে স্বার্থের পৃথিবীতে কেউ কারো আপন নয়।সবার কাছে যেন মূল্য পাওয়া যায় এই জন্য ক্যারিয়ার দরকার।
নিজের কেরিয়ার থাকলে কেউ আপনাকে কথা বলবে না।
আপনার ক্যারিয়ার যদি অন্ধকার হয় তাহলে যে আপনার মুখের উপর কথা বলেননি সেও কথা বলবে।
আর আপনার ক্যারিয়ার যদি সুনিশ্চিত হয় তাহলে সবাই আপনাকে ভালোবাসবে।
(( মাহবুবুর রহমান ))

05/02/2022

মৃত্যু নিয়ে এতো সুন্দর লেখা আগে পড়েন-নি কখনো___
একটু পড়েই দেখুন না। জাযাকাল্লাহ।

পরলোকগত কুয়েতি লেখক আব্দুল্লাহ যারাল্লাহ র মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি -

"মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করবো না, আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোন অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সবকিছুই যথাযথভাবে করবে।"

يُجَرِّدُونَنِي مِنْ مَلَابِسِي

তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে,

يَغْسِلُونَني

আমাকে গোসল করাবে,

يَكْفِنُونَنِي

(তারপর) আমাকে কাফন পড়াবে,

يُخْرِجُونَنِي مِنْ بَيْتِي

আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে,

يَذهَبُونَ بِي لِمَسَكِنِي الجَدِيدِ (القَبْرُ)

আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের (কবর) দিকে রওনা হবে,

وَسَيَأتِي كَثِيرُونَ لِتَشْيِيْعِ الجَنَازَتِي

আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে,

بَلْ سَيَلْغِي الكَثِيرُ مِنهُم أَعْمَالَهُ وَمَوَاعِيدَهُ لِأَجْلِي دَفْنِي

অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচী বাতিল করবে,

وَقَدْ يَكُونُ الكَثِيرُ مِنهُم لَمْ يَفَكِّرْ في نَصِيحَتِي يَوماً مِنْ الأيّامِ

কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীর ভাবে চিন্তা করবে না,

أَشْيَائِي سَيَتِمُّ التَّخَلُّصُ مِنهَا

আমার (ব্যক্তিগত) জিনিষের উপর আমি অধিকার হারাবো,

مَفَاتِيحِي

আমার চাবির গোছাগূলো,

كِتَابِي

আমার বইপত্র,

حَقِيبَتِي

আমার ব্যাগ,

أَحْذِيَتِي

আমার ‍জুতোগুলো,

وإنْ كانَ أَهْلِي مُوَفِّقِينَ فَسَوفَ يَتَصَدِّقُونَ بِها لِتَنْفَعَنِي

হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে,

تَأَكِّدُوا بِأَنَّ الدُّنيا لَنْ تَحْزَنْ عَلَيَّ

এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে, এই দুনিয়া তোমার জন্য দু:খিত হবে না অপেক্ষাও করবে না,

وَلَنْ تَتَوَقَّفْ حَرَكَةُ العَالَمِ

এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্যও থেমে যাবে না,

وَالاِقْتِصَادُ سَيَسْتَمِرُ

অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসাবাণিজ্য সবকিছু চলতে থাকবে,

وَوَظِيْفَتِي سَيَأتِي غَيرِي لِيَقُومَ بَها

আমার দায়িত্ব (কাজ) অন্য কেউ সম্পাদন করা শুরু করবে,

وَأَمْوَالِي سِيَذْهَبُ حَلَالاً لِلوَرَثِةِ

আমার ধনসম্পদ বিধিসম্মত ভাবে আমার ওয়ারি

31/01/2022
31/12/2021

31 Tarik Happy new year শুরু করবো এশার এর নামাজ দিয়ে..
Happy new year শেষ করবো আবারো ফজরের নামাজ আদায় করে।
ইনশাআল্লাহ।

খাটিয়া শুয়ে দুউউরে রেলগাড়ির ডাক শুনি।কত ক্রোষ পার হইলে জীবন্ত মনে হইলো।ব্যাটা ধ্রুবতারাটা বেইমানের দলে বেরিয়েছো।সন্ধ...
25/12/2021

খাটিয়া শুয়ে দুউউরে রেলগাড়ির ডাক শুনি।
কত ক্রোষ পার হইলে জীবন্ত মনে হইলো।
ব্যাটা ধ্রুবতারাটা বেইমানের দলে বেরিয়েছো।
সন্ধ্যা হলে উদ্যান তোর মত দেখা যায় মাথায়।
ধুতির কুঁচে বাঁধা শিকিয়ে না দিয়ে যদি।
ধর্ম কিনে নিতে পারতুম তাহলে খিদে মিটে যেত।
কি ভাবছেন মাথার ব্যামো হয়ে গেছে তো।
আসলে যে নিঃস্ব করে তার ক্ষমতা ভাবুন।
দশ দিন হল উনুনে আলো জ্বলেনি তবে।
জমের তলব পড়েনা গরিবের ঘরের দাওরায়।
মুড়ি বাতাসার লোভ সাংঘাতিক বাবু।
জলকে সোনা আর সোনার জলে গুলাইয়া দেয়।
এতক্ষণ বলছিলাম গুরুজনের লেখা মর্মান্তিক মৃত্যুর ঘটনা কিন্তু এখন বাস্তবায়ন হলো যালকাঠির ঘটনায় আল্লাহ তায়ালা উনাদের সকলকে যেন জান্নাত বাসী করে দেয় আমীন।🤲🤲🤲

 #শেক্সপিয়র বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথ...
24/12/2021

#শেক্সপিয়র বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"। বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ঢোকা একটা ভন্ডামী।শুধুই সুযোগের অপেক্ষা। সবশেষ পরিনতি পরকীয়া।
--
হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই । শুধুই সুযোগের অপেক্ষা।

সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ । কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে ।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। শুধুই সুযোগের অপেক্ষা। আর এটাই স্বাভাবিক ।

তবে তাদের এই মন্তব্য গুলোকে জোরালো ভাবে সমর্থন দিচ্ছে Flirtationship যার অর্থ হচ্ছে ছিনালি করা। কড়া ভাষায় বলতে গেলে নোংরামি করা বা সেক্স্যুয়াল এট্রাকশন । বিগত কয়েক বছর আগেও আমরা ছেলে-মেয়ের বন্ধুত্বকে শ্রদ্ধাবোধের জায়গা থেকে দেখতাম অনেকটা ভাই-বোনের মতো । কিন্তু বর্তমান সময়ে তা অনেকটা এগিয়ে Friendship থেকে Flirtationship এ রূপ নিয়েছে আর এটা পাশ্চাত্য সাংস্কৃতির দর্শন থেকে।

সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে গার্ল ফ্রেন্ড, বয় ফ্রেন্ড সম্পর্ক থেকে এটাই বেশী জনপ্রিয় এর কারন হচ্ছে এতে কারো প্রতি কারো কোনরূপ দায়বদ্ধতা থাকে না, কোন কমিটমেন্ট থাকে না। স্বাধীনভাবে উভয়ই দৈহিক আকাঙ্ক্ষা পূরণ করে নিচ্ছে । আর এটা সামাজিক এবং সাংস্কৃতিক দ্বন্দ্ব সৃষ্টির কারন হতে পারে । যেহেতু বাংলাদেশ প্রথাগতভাবে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ। পাশ্চাত্য সাংস্কৃতির আকর্ষন আর নিজেকে আধুনিক হিসেবে জাহির করার মনোভাব এর হাতিয়ার । তাই অভিবাবকদের এখনি যদি সতর্ক না হয়, তবে আমরা ওই সাংস্কৃতির দিকে অগ্রসর হচ্ছি যখন একটা ছেলে কিংবা মেয়ে নিশ্চিতভাবে বলতে পারবে না তার বাবা-মা কে !

তাই লক্ষ্য রাখুন আপনার বোন কিংবা মেয়ে , স্বামী কিংবা বউ যাতে করে খারাপ পথে অগ্ৰরশর না হয়।
সৌজন্যে মাহবুবুর রহমান

21/12/2021

অসাধারণ একটি ইসলামীক গজল।

13/12/2021

❤️❤️❤️❤️

Address


Telephone

+8801401137945

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Mahbobur Rahman Numan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share