News Of Netrakona

News Of Netrakona সত্যের পথে সবসময়

31/07/2025
15/04/2025

বাংলা নববর্ষ ১৪৩২

13/04/2025

নেত্রকোনার কেন্দুয়ায় মঙ্গলঘর পরিসরের আয়োজনে ২য় বছরের ন্যায় পালিত হচ্ছে দিনরাত ব্যাপি খনার মেলা।

আজ রবিবার(১৩ এপ্রিল) সকালে জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামে ভোরের হাওয়ায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে খনার মেলা।

চৈত্র সংক্রান্তির দিন সূর্যোদয় থেকে পহেলা বৈশাখ সূর্যোদয় পর্যন্ত দিনরাত ব্যাপি নানা আয়োজনের মধ্যে থাকছে গান, কবিতা, বাউল গান, কিচ্ছাপালা, গাইন গীত, শ্লোক, খনার কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, জীবন আর জ্যোতির্বিদ্যা নিয়ে বিশেষ আলোচনা। ২য় বারের মত চৈত্র সংক্রান্তিতে মঙ্গলঘর পরিসরের আয়োজনে নেত্রকোনা-ময়মনসিংহ-কিশোরগঞ্জের ভৌগোলিক ও সাংস্কৃতিক সংযোগস্থল আঙ্গারোয়া গ্রামের উঠান মঞ্চে অনুষ্ঠিত খনার মেলা ব্যাপক সাড়া ফেলে।

13/04/2025

নেত্রকোনায় বেসরকারি গবেষণা সংস্থা বারসিকের সহযোগীতায় নববর্ষ উপলক্ষে কুমারপাড়ায় কৃষি প্রতিবেশবিদ্যা ও গ্রামীণ লোকসংস্কৃতি নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। আলোচনার পাশাপাশি কুমার কুমারীদের দ্বারা তৈরি করা বিভিন্ন মাটির তৈজসপত্র প্রদর্শন করা হয়।

আজ রবিবার(১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আমতলা ইউনিয়নের আমতলা গ্রামের কুমার পাড়ায় সবুজ সংহতি ও কুমারী নারী সংগঠন এর উদ্যোগে এই আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

27/03/2025

নেত্রকোনায় বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে থাকায় সেনাবাহিনীর অভিযান, এসময় বেকারীতে উৎপাদন করা বিস্কুট, কেক, রুটি ও সেমাই জব্দ করে ধ্বংস করে দেওয়া হয় এবং বেকারীটি সিলগালা করে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হোসাইন নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মো. রব মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার(২৫ মার্চ) বিকেলে সদর উপজেলার চল্লিশা বাজার এালকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬৩ ইস্টবেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর মীর মো. তৈয়মুর রহমান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে গত ২০ মার্চ চাদ বেকারীতে একই অভিযোগে তাদের কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

21/03/2025

গাজায় মুসলিম ফিলিস্তিনিদের উপর একাধিকবার হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিভিন্ন ইসলামী সংগঠনগলোর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

13/03/2025

"ভিটামিন-এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান" এই স্লোগানে আগামী ১৫ মার্চ ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নেত্রকোনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

11/03/2025

নেত্রকোনার দুর্গাপুরে হাবিবুল্লাহ ফিশারিজ এন্ড ডেইরী ফার্মের পাহারাদার জয়নাল উদ্দিনকে বেধেঁ গরু ডাকাতি ও হত্যা মামলায় দুর্গাপুর থানা পুলিশ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে। আজ (১১ মার্চ) সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

06/03/2025

নেত্রকোনার দুর্গাপুরে একটি খামারের পাহাড়াদার জয়নাল মিয়া(৬৫)কে বেঁধে হত্যার পর ৭টি গরু নিয়ে উধাও ডাকাত দল।

05/03/2025

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুটক্তিকারী সুপ্ত সাহা অনিক কে গ্রেফতার করেছে পুলিশ,
সে রাজশাহী বিশ্ববিদ্যালের ফজলুর হক হলের ছাত্রলীগের সহ-সভাপতি,
আজ ০৫/০৩/২৫ মার্চ বুধবার সকালে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফপ্তার করা হয়।

02/03/2025

শুক্রবার নেত্রকোনার কলমাকান্দায় সুপ্ত সাহা অনিক নামের এক হিন্দু যুবক ফেসবুকে মহানবী (সা:) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ও মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

Address

Nagra
Netrokona
2400

Alerts

Be the first to know and let us send you an email when News Of Netrakona posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share