11/09/2024
প্রাক্তন খাদ্যমন্ত্রীর 'সাধন সিন্ডিকেট', গোপনে চলছে বড় ধরনের দুর্নীতি!
📌source:
Details:নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তার ক্ষমতা ব্যবহার করে নওগাঁয় একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলেছিলেন, যা স্থানীয়দের কাছে "সাধন সিন্ডিকেট" নামে পরিচিত। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে এই সিন্ডিকেট ভোগ্যপণ্য থেকে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে।
নওগাঁ-১ আসন, যা সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা নিয়ে গঠিত, সেখানে সাধন চন্দ্র মজুমদার ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এই সময়ে তিনি ক্ষমতার অপব্যবহার করে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন, যার প্রধান উদ্দেশ্য ছিলো অবৈধভাবে অর্থ উপার্জন করা।
স্থানীয়দের ভাষ্যমতে, ১৫-১৬ বছর আগে সাধন চন্দ্রের উল্লেখযোগ্য সম্পত্তি ছিল না। কিন্তু পরে তিনি সরকারি পুকুর দখল, চাকরির প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে বিপুল সম্পদ গড়ে তোলেন। তার ছোট ভাই মনোরঞ্জন মজুমদার চালের বাজার ও পুকুর নিয়ন্ত্রণ করতেন, মেয়ে তৃনা নিয়োগ ও বদলি নিয়ন্ত্রণ করতেন, এবং দুই জামাতা ও এক ভাতিজা টেন্ডার বাণিজ্য পরিচালনা করতেন। তাদের সহযোগিতায় ‘সাধন সিন্ডিকেট’ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়াও, সাপাহার, পোরশা ও নিয়ামতপুরের অন্তত ৬০০টি সরকারি পুকুর গত ১৫ বছর ধরে দখলে রেখেছে এই সিন্ডিকেট, যা প্রকৃত মৎস্যজীবীদের থেকে কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। চালের বাজারের অস্বাভাবিক দর ওঠা নামার জন্যও সাধন-মনোরঞ্জন সিন্ডিকেট দায়ী বলে অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ী নেতারা।
বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাধন সিন্ডিকেটের দুর্নীতির বিষয়ে তদন্ত চালাচ্ছে এবং বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।
#বাংলাদেশ_সংবাদ
#ভাইরাল_খবর
#আজকের_খবর
#বাংলাদেশ_আপডেট
#রাজনীতি_সংবাদ
#দুর্নীতি_খবর
#জনপ্রিয়_খবর
#আওয়ামীলীগ
#বিএনপি
#নির্বাচন_২০২৪
#খেলাধুলা_সংবাদ
#বাংলাদেশ_অর্থনীতি
#তরুণ_প্রজন্ম
#সিন্ডিকেট_দুর্নীতি
#দেশীয়_রাজনীতি
#সাম্প্রতিক_ঘটনা
#বাংলাদেশ_বন্যা
#শিক্ষা_ব্যবস্থা
#দুর্নীতি_দমন
#নতুন_আবিষ্কার