
11/06/2025
আজ উকিল মুন্সীর জন্মদিন
(১১ জুন ১৮৮৫ - ১২ ডিসেম্বর ১৯৭৮)
একজন বাঙালি বাউল সাধক। তার গুরু ছিলেন আরেক বাউল সাধক রশীদ উদ্দিন।
নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার নূরপুর বোয়ালী গ্রামে ১৮৮৫ সালের ১১ জুন একটি ধনাঢ্য মুসলিম পরিবারে উকিল মুন্সী জন্মগ্রহণ করেন। তাঁর পারিবারিক নাম সৈয়দ আব্দুল হক আকন্দ।
প্রেমে বাধা পেয়ে বাড়ি ছেড়ে শ্যামপুর, গাগলাজুর, জৈনপুরে ঘুরে বেড়ান। ১৯১৫ সালে মোহনগঞ্জের বরান্তর গ্রামের এক মসজিদে ইমামতি ও আরবি পড়ানোর কাজে নিযুক্ত হন। এই সময়ে ইমামতির পাশাপাশি গজল লিখতেন এবং রাত জেগে তা গাইতেন। এতে বিরক্ত হয়ে এক ব্যক্তি পুলিশের কাছে নালিশ করে। পুলিশ তাকে ধরে নিয়ে যেতে আসলে উকিল পুলিশ নিয়ে গান ধরেন। সে গানে পুলিশ তার নিজের ভিতরে লুকোনো কিছু প্রশ্নের উত্তর খুঁজে পায় এবং পরে কয়েকটি পালাগানের মঞ্চে উকিলের গান শুনে পুলিশ উকিলের মুরিদ হয় যায়।
তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে- আষাঢ় মাইস্যা ভাসা পানি রে, পূবালী বাতাসে/ আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধুয়ারে কর তোমার মনে যাহা লয়।
১৯৭৮ সালের মাঝামাঝিতে উকিল মুন্সীর স্ত্রী হামিদা খাতুন এবং এর কয়েক মাস পর ছেলে সাত্তার মুন্সী মৃত্যুবরণ করেন। স্ত্রী এবং পুত্রশোকে উকিল মুন্সি সে বছরই অসুস্থ হয়ে ১২ ডিসেম্বরে মৃত্যুবরণ করেন।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জৈনপুরে বেতাই নদীর পারে চিরনিদ্রায় শায়িত হন উকিল মুন্সি।
সেখানে মরমী বাউল সাধক উকিল মুন্সি স্মৃতিকেন্দ্র স্থাপন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়।