02/08/2025
আপনিও নতুন পেজ খুলেছেন. ভাবছেন? "ফেসবুক থেকে কীভাবে ইনকাম হয়?"
তাহলে এই পোস্টটা আপনার জন্য, একটু ধৈর্য ধরে পড়ুন, ইনশাআল্লাহ কাজে লাগবে।
আমরা অনেক সময় দেখি।
কেউ Facebook থেকে ইনকাম করছে।
কেউ Bonus পাচ্ছে।
আবার কেউ Facebook Stars দিয়ে আয় করছে।
তখন নিজের মনে প্রশ্ন জাগে— "আমি কি পারব না?"
হ্যাঁ, অবশ্যই পারবেন। শুধু নিয়মগুলো জানতে হবে আর নিয়মিত কাজ করতে হবে।
---
* Facebook Stars কী? ইনকাম করবেন কিভাবে?
আপনার পেজে যদি অন্তত ৫০০ ফলোয়ার থাকে, তাহলে Facebook আপনাকে Stars Setup করার সুযোগ দিবে।
> মানুষ যখন আপনার কনটেন্ট পছন্দ করবে, তখন আপনাকে স্টার পাঠাবে।
প্রতি ১টা Star মানে ০.০১ ডলার = প্রায় ৮৩ পয়সা।
১০০টা স্টার মানে প্রায় ১০০ টাকা ইনকাম!
এইভাবে অল্প অল্প স্টার দিয়েই বড় একটা আয় দাঁড়ায়।
> আপনি চাইলে ভিডিও, লাইভ বা পোস্টে বলতেই পারেন:
"ভালো লাগলে একটা ছোট্ট স্টার দিয়ে উৎসাহ দিন।
অনেকেই খুশি হয়ে সেটা করে।
> Facebook Bonus কী? কারা পায়?
Bonus মানে ফেসবুক নিজে থেকেই আপনাকে টাকা দেবে—
যদি আপনার কনটেন্ট ভালো পারফর্ম করে।
তবে...
Bonus পাওয়া যায় না চাইলেই। Facebook আপনাকে Invite করলে তবেই পাবেন।
Facebook কাদের Invite করে?
✅ যাদের পোস্টে বেশি রিয়্যাক্ট, কমেন্ট, শেয়ার থাকে
✅ যাদের কনটেন্ট মানুষ দেখে, শেয়ার করে
✅ যারা নিয়মিত কাজ করে এবং অন্যদের সাপোর্ট করে
তাই Engagement বাড়ান। সবার সঙ্গে যুক্ত থাকুন।
🚫 কিছু ভুল যা আপনার রিচ কমিয়ে দেয়:
❌ Follow back না পেলে Unfollow করা
❌ অন্যদের পোস্টে একটিও লাইক বা কমেন্ট না করা
❌ শুধু নিজের কনটেন্ট নিয়ে ব্যস্ত থাকা
যতই কম ফলোয়ার থাকুক না কেন, যদি আপনি ধারাবাহিকভাবে ভালো কনটেন্ট দেন এবং পরস্পরকে সাপোর্ট করেন।
ফেসবুক আপনাকে একদিন সুযোগ দেবেই ইনশাআল্লাহ।
> শেষ কথা:
> ফেসবুকে সবাই ছবি, লেখা, ভিডিও দেই
> কিন্তু যারা নিয়ম মেনে কাজ করছে, তারা আজ সত্যি ইনকাম করছে।
> তাই হিংসা নয়, বরং সহযোগিতা করুন।
> ফেসবুক এবং ইউটিউব এর নিয়ম কানুন ও ষঠিক সময় সঠিক আপডেট জানতে আমাদের SH TecH Hadis ফেসবুক পেইজটি ফলো রাখতে পারেন।
>একটা Like, একটা Comment, একটা Share—কাউকে এগিয়ে দিতে পারে অনেক দূর।
>শুরুটা কঠিন, কিন্তু নিয়ম মেনে চললে ইনকাম আসবেই।
>আল্লাহ ভরসা, এগিয়ে যান—আপনিও পারবেন ইনশাআল্লাহ।