Samad Akanda

Samad Akanda Exploring endless possibilities.


(5)

"মাটির গন্ধ, ঘাসের নরম ছোঁয়া আর নির্ভার বিকেল—এই ছবি যেন প্রকৃতির ভালোবাসায় লেখা এক চিঠি।"
24/07/2025

"মাটির গন্ধ, ঘাসের নরম ছোঁয়া আর নির্ভার বিকেল—এই ছবি যেন প্রকৃতির ভালোবাসায় লেখা এক চিঠি।"










23/07/2025

আজকে ভেবে দেখলাম ৪টা বউ ৪টা হাতপাখা, ৪ দিক থেকে শুধু বাতাস আর বাতাস আহা কি শান্তি!

"স্বপ্ন দেখো, সাহস রাখো, উড়তে শেখো!"
23/07/2025

"স্বপ্ন দেখো, সাহস রাখো, উড়তে শেখো!"

22/07/2025

সুখ যেন এক মরীচিকা—সবাই তা পেতে চায়, কিন্তু হাতে গোনা কিছু মানুষই তা ধরে রাখতে পারে।
তাই সুখ খুঁজে বেড়ানোর চেয়ে বরং নিজের বর্তমানটাকে ভালোবাসুন।
যে অবস্থায় আছেন, সেটাকেই স্বর্গ করে তুলুন।
আর সব কিছুর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান। 🤲

22/07/2025

একজন পাইলট দুর্ঘটনায় স্কুলে ক্র্যাশ করলেন— তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো—নিয়ম অনুযায়ী হয়তো সেটাই হবার কথা ছিল।
হয়তো তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন, হয়তো নয়। আমরা জানি না। আমরা যুদ্ধবিমান চালাই না, আমরা শুধু ভুক্তভোগী হতে জানি।

কিন্তু, সেই শিক্ষিকা—যিনি নিজের জীবনের পরোয়া না করে আগুনের ভেতর ঢুকে শিক্ষার্থীদের জীবন বাঁচালেন—তাঁর জন্য রাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক সম্মান থাকলো না কেন?

শুধু এই জন্য যে তিনি ইউনিফর্ম পরেননি?
শুধু এই জন্য যে তিনি "সিভিলিয়ান"?
সাহস, আত্মত্যাগ, বীরত্ব—এগুলো কি শুধুই পোশাক আর পদবির সঙ্গে বাঁধা?

জানি না, সত্যি।
আমরা হয়তো নাগরিক না, শুধু সংখ্যা। মর্যাদাহীন, প্রশ্নহীন—একটা সিস্টেমের নীরব উপাদান।

21/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের চারপাশটা খুব ঘনবসতিপূর্ণও না, আবার পুরোপুরি জনশূন্যও নয়। পাশে ফায়ার সার্ভিস, আশেপাশে অনেক ফাঁকা জায়গা—মেট্রোর আশেপাশে বিস্তীর্ণ খোলা মাঠ, লেকের মতো জলাধারও ছিলো। দুর্ঘটনার সময়টা যদি একটু এদিক-ওদিক হতো, হয়তো এতগুলো প্রাণ হারাতে হতো না। একটা ঘন্টা দেরি কিংবা জায়গাটার একটু বদল—এই ছোট ছোট পার্থক্য হয়তো অনেক জীবন বাঁচিয়ে দিতে পারতো। আজ শুধু আফসোসই জেগে থাকে।

প্রায় প্রতিদিনই হেঁটে যাই মাইলস্টোনের পাশ দিয়ে। মাথার ওপর দিয়ে বিমান উড়ে যায়—শিশুরা হাত নেড়ে আনন্দে চিৎকার করে, বড়রা মুগ্ধ চোখে চেয়ে থাকে। এতবার দেখেছি এই দৃশ্য, তবুও প্রতিবার নতুন করে দেখি। কিন্তু যারা আজ হারিয়েছে তাদের প্রিয়জন, তাদের চোখে এই দৃশ্য হয়তো আর আগের মতো লাগবে না।

এই শোকের ভাষা নেই। যারা সন্তান হারিয়েছে, তাদের কষ্টের কোনো তুলনা হয় না। একটা সন্তান মানে শুধু একটা প্রাণ নয়—সেই সাথে জড়িয়ে থাকে একেকটা বাবা-মায়ের রক্ত-ঘাম, ভালোবাসা, ত্যাগ, স্বপ্ন। নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে বুক কেঁপে ওঠে—ভাবি, যদি আমি সেই বাবা-মায়ের জায়গায় থাকতাম!

বারবার ভিডিও দেখি, খবর দেখি—প্রতিবারই চোখ ভিজে ওঠে।

আল্লাহ যেন আর কোনো মায়ের কোল খালি না করেন। আর কোনো বাবার বুক যেন এমনভাবে ভেঙে না পড়ে। এমন দুর্ঘটনা যেন আর কারো জীবনে না নামে।

তিনি আর নেই — ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।চাইলেই নামতে পারতেন প্যারাসুটে, বেঁচে যেতে পারতেন নিশ্চিন্তে। কিন্তু...
21/07/2025

তিনি আর নেই — ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চাইলেই নামতে পারতেন প্যারাসুটে, বেঁচে যেতে পারতেন নিশ্চিন্তে। কিন্তু নিচে ছিল শত শিশু,
একটি স্কুল – অগণিত স্বপ্ন। তাই শেষ নিঃশ্বাস পর্যন্ত
তিনি শুধু একটাই চেষ্টা করেছেন— বাঁচাতে তাদের!

"প্রতিটি পদক্ষেপে জমে আছে নতুন গল্প, নতুন অভিজ্ঞতা…"
19/07/2025

"প্রতিটি পদক্ষেপে জমে আছে নতুন গল্প, নতুন অভিজ্ঞতা…"

19/07/2025

Cool🍀🍃

Address

Netrokona
Netrokona

Alerts

Be the first to know and let us send you an email when Samad Akanda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samad Akanda:

Share