09/11/2024
🔥জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স/ডিগ্রি/মাস্টার্স ভর্তি বাতিলের নিয়মঃ(বিস্তারিত)
🔷 ভর্তি বাতিল ২ ভাবে করা যায়। অনলাইন ফি ২০০/-
১/ নিজ ডিপার্টমেন্ট বা কলেজে গিয়ে যোগাযোগ করবেন। যদি দায়িত্ব নেয় তাহলে রেজিষ্ট্রেশন নং/এডমিশন রোল নং আর টাকা জমা দিয়ে ভর্তি বাতিল সম্পন্ন করতে পারবেন। সকল কাগজপত্র তুলে নিতে পারবেন।
২/ আর যদি কলেজ দায়িত্ব না নেয়, সেক্ষেত্রে যেকোনো কম্পিউটার দোকান থেকে nu student id খুলে নিজে ভর্তি বাতিলের আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কলেজের সকল বকেয়া পরিশোধ করে কলেজ ফরোয়ার্ডিং নিবেন ও ৩-৭ দিন ভর্তি এপ্রুভ এর জন্য অপেক্ষা করতে হবে।
👉 নিজে করার ক্ষেত্রে করণীয়ঃ
১) কলেজ হতে রেজিষ্ট্রেশন কার্ড সংগ্রহ করা। (রেজি. ইস্যু হবার আগে হলে Admission Form এর Student Copy)
২) কলেজ হতে একটি কলেজ ফরওয়ার্ডিং সংগ্রহ করা।
◾ কলেজ ফরওয়ার্ডিংঃ
বরাবর
ডিন,
স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল,
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজিপুর;
মাধ্যম : অধ্যক্ষ,............ কলেজ;
বিষয় : ভর্তি বাতিলের আবেদন।
জনাব,
আমি আমার নিম্নে বর্ণিত কোর্সের ভর্তি বাতিলের আবেদন জানাচ্ছি:
নাম:
কলেজ :
বিভাগ :
সেশন :
ভর্তির রোল নং :
রেজিষ্ট্রেশন নং :
অনুগ্রহ পূর্বক আমার আবেদনটি গ্রহন করে বাধিত করুন।
আপনার বিশ্বস্ত...................
এরকম দরখাস্ত লিখে অবশ্যই অধ্যক্ষের সিলসহ,স্বাক্ষর নিবেন।
👉এরপর(যেকোনো কম্পিউটার দোকান থেকে করতে পারবেন) nu student login ওয়েবসাইটে যেয়ে student registration এ ক্লিক করে রেজিষ্ট্রেশন করে নিন।
(রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে কাজ না হলে Admission Roll ব্যবহার করবেন)
এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট আপডেট করে নিন।
👉এরপরঃ স্টুডেন্ট একাউন্ট এ যেয়ে একাডেমিক সার্ভিস এ ক্লিক করলে "Admission Cancel" অপশন দেখতে পাবেন। ক্লিক করলে ভর্তি বাতিল পেইজ শো করবে।
এখন(কলেজ ফরোয়ার্ডিং এবং মূল রেজিষ্ট্রেশন বা এডমিশন আবেদন ফর্ম) স্ক্যান করে পিডিএফ আপলোড করবেন। ভর্তি বাতিলের সংক্ষিপ্ত কারন লিখে সাবমিট করে দিন।
এরপর ভর্তি বাতিল ফি পেমেন্ট করার অপশন পাবেন। অতঃপর অনলাইন আবেদন কম্পিলিট।
🤗এনইউ ৩-৭ দিনের মধ্যে ভর্তি বাতিল এর লেটার + মূল সনদ উত্তোলনের অনুমতিপত্র দিবে, যা প্রিন্ট করে কলেজকে এক কপি দিলে কলেজে জমাকৃত সকল কাগজপত্র তুলে নিতে পারবেন।
*এইভাবে ভর্তি বাতিল কার্যক্রম সমাপ্ত হবে।