Taqwa-তাক্বওয়া

Taqwa-তাক্বওয়া "হে মনের পরিবর্তনকারী..!
আমাদের মনকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন।"
"আমিন"🤲🤲
(1)

12/07/2025

আমার আব্বুটার প্রচন্ড জ্বর🥹🥹😥
দোয়া চাই🤲🤲

25/04/2025

অবহেলার চাদরে আটকে আছি😞😞,,
জানিনা কবে চাদর ছিড়ে বেরিয়ে আসতে পারবো।🥺🥺😥😭😭

25/04/2025

হে আল্লাহ! কোনো এক ফজরে সিজদারত অবস্থায় তোমার কাছে টেনে নিও।

25/04/2025

হে আল্লাহ তুমি ছাড়া আমাকে যত্ন করার কেউ নেই।

25/04/2025

৪০জন বিবেকবান ব্যক্তিকে ১টি যুক্তি দ্বারাই বুঝানো সম্ভব।
কিন্তু ১জন আহাম্মককে ৪০টি যুক্তি দ্বারাও বুঝানো সম্ভব না।

আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।
24/04/2025

আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।

24/04/2025

হারিয়ে যাবো কোনো অজানায়😥

23/04/2025

সূর্য হাসলে দিন,,
হৃদয় হাসলে দ্বীন।

21/04/2025

শ"য়তান এক মিশনে নেমেছে। মানুষকে সরল পথ তথা জান্নাতের পথ থেকে বিভ্রান্ত করার মিশন। শ"য়তান ও তার দো"সররা প্রতিনিয়ত তাদের কাজ করে যাচ্ছে। মানুষই কেবল এ শ"য়তানী মিশন থেকে বেখবর হয়ে আছে। মানুষ ভুলে গেছে শ"য়তান ও শ"য়তানের দোসরদের সাথে তার চলমান যু*দ্ধের কথা। যে যু*দ্ধে পরাজিত হলে জা'হা'ন্না'মে নি'ক্ষিপ্ত হতে হবে। সে ভুলে গেছে তার প্রবৃত্তি তার আপন নয়। মানুষের প্রবৃত্তি তো 'ম"ন্দের মহা আদেশদাতা'। কু"প্রবৃত্তি ও শ"য়তানের ধোঁ*কায় পড়ে মানুষ আজ সরল পথ থেকে বিচ্যুত।

বই - এখন যৌবন যার
Sūnnah

20/04/2025

মদীনার অধিবাসী এক মহিলার স্বামী ছিল ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে বিভিন্ন দেশে আসা যাওয়া করত সে। যখনই তার স্বামী বিদেশে যেত তখনই সে নারী স্বপ্ন দেখত। আর তার স্বামী সর্বদা তাকে গর্ভবতী রেখে যেত। একদিন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমার স্বামী সফরে গেছে। আমি গর্ভবতী। আমি স্বপ্ন দেখলাম, আমার ঘরের চৌকাঠ ভেঙ্গে গেছে। আর আমি একটি এক চোখ কানা সন্তান প্রসব করেছি।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: ভালো স্বপ্ন দেখেছো। ইনশাআল্লাহ তোমার স্বামী তোমার কাছে সহীহ-সুস্থ অবস্থায় ফিরে আসবে আর তুমি একটি সুস্থ-সুন্দর সন্তান প্রসব করবে।

এভাবে সে দুবার বা তিনবার স্বপ্ন দেখেছে। আর প্রতিবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। তিনি প্রতিবার এরকম ব্যাখ্যাই দিয়েছেন। আর প্রতিবার সে রকমই বাস্তবায়িত হয়েছে।

একদিন মহিলা আগের মতই আসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অনুপস্থিত ছিলেন। সে স্বপ্ন দেখেই এসেছে। আমি তাকে প্রশ্ন করলাম, হে আল্লাহর বান্দী! তুমি রাসুলুল্লাহর নিকট কী জিজ্ঞেস করবে? সে বলল, আমি একটি স্বপ্ন প্রায়ই দেখি। অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি। তিনি সুন্দর ব্যাখ্যা দেন। সেটাই বাস্তবে পরিণত হয়।

আমি বললাম, তুমি আমাকে বল, কী স্বপ্ন দেখেছো? সে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুক, তারপর বলব। আমি তাকে বারবার অনুরোধ করতে লাগলাম স্বপ্নটি বলার জন্য- যেমনটি আমার অভ্যাস। অবশেষে সে আমাকে স্বপ্নের কথা বলতে বাধ্য হল। আমি বললাম, আল্লাহর কসম! তোমার স্বপ্ন যদি সত্যি হয়, তাহলে তোমার স্বামী মারা যাবে। আর তুমি একটি অপূর্ণাঙ্গ বা অসুস্থ ছেলে প্রসব করবে।

তখন মহিলাটি বসে কাঁদতে লাগল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন: হে আয়েশা! এর কী হয়েছে? আমি পুরো ঘটনা ও স্বপ্ন সম্পর্কে আমার দেওয়া ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: হে আয়েশা, এটা কী করলে? যখন কোনো মুসলমানের স্বপ্নের ব্যাখ্যা করবে তখন সুন্দর ও কল্যাণকর ব্যাখ্যা দেবে। মনে রাখবে স্বপ্নের যে ব্যাখ্যা দেওয়া হয়, বাস্তবে তাই সংঘটিত হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ তা‘আলার কী ইচ্ছা জানি না।

এটাই বাস্তবতা! অস্বীকার করা খুবই কঠিন।😔😊
20/04/2025

এটাই বাস্তবতা!
অস্বীকার করা খুবই কঠিন।😔😊

20/04/2025

আল্লাহ তাআলা ছাড়া আমার আর কোনো অভিভাবক নেই।

Address

Netrokona

Telephone

+8801988043389

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa-তাক্বওয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share