রাইটার্স কর্নার - Writer's Corner

রাইটার্স কর্নার  - Writer's Corner লেখক পাঠক মিলনমেলা

"মানুষের পরিচয় তার মননে, বেড়ে ওঠার জন্য একটি গাছের যেমন আলো, হাওয়া ও পরিচর্যা প্রয়োজন তেমনি মানুষের ভেতর সুপ্ত মননশীলতার বিকাশের জন্যও দরকার চর্চা ও প্রচার প্রসারের । এই কথা মাথায় রেখে সৃজনশীল মননের প্ল্যাটফর্ম রাইটার্স কর্নারের অনলাইন ভিত্তিক সাহিত্য উদ্যোগ । সাহিত্যের চর্চা, প্রচার, প্রসার ও সব ধরনের সৃষ্টিশীল আলাপচারিতার খেত্র হিসেবে আমাদের সাথে যোগ দিয়ে এই উদ্যোগকে সফল করে তুলতে সৃজনশীল মননকে জানাই সাদর আমন্ত্রণ ।

11/09/2024

Fear
Khalil Gibran

It is said that before entering the sea
a river trembles with fear.

She looks back at the path she has traveled,
from the peaks of the mountains,
the long winding road crossing forests and villages.

And in front of her,
she sees an ocean so vast,
that to enter
there seems nothing more than to disappear forever.

But there is no other way.
The river can not go back.

Nobody can go back.
To go back is impossible in existence.

The river needs to take the risk
of entering the ocean
because only then will fear disappear,
because that’s where the river will know
it’s not about disappearing into the ocean,
but of becoming the ocean.

11/01/2024

কিছু সুন্দরী মেয়ের কল্পিত বয়ফ্রেন্ড থাকে, সেই অলীক বয়ফ্রেন্ড তাদের বিভিন্ন উটকো ঝামেলা থেকে রক্ষাও করে, এই যেমন

😍 আপনাকে না খুব সুন্দর লাগছে, কে বলেছিলো আপনাকে এতো সুন্দর হতে, আরেকটু কম সুন্দর হলে কী ক্ষতি হতো 😍

লাবণ্য: আমার বয়ফ্রেন্ড আছে 😎

😍 আপনার নামটা খুব সুন্দর, আপনার নাম শুনলেই মনে হয় কোন সুরেলা গজল শুনছি 😍

জেনিফা: আমার বয়ফ্রেন্ড আছে 😎

😍 আপনার হাসিটা খুব সুন্দর, চাঁদের মুখও হার মেনে যায় আপনার হাসির কাছে 😍

অথৈ: আমার বয়ফ্রেন্ড আছে 😎

😍 আপনার ড্রেসটা খুব সুন্দর, মনে হয় এটা আপনার জন্যই বানানো হয়েছিলো 😍

কাজল : আমার বয়ফ্রেন্ড আছে 😎

😍 আপনার কাঠগোলাপ গাছটা না খুব সুন্দর, ইনফ্যাক্ট যা আপনার হাতের ছোঁয়া পায় সবকিছু সুন্দর হয়ে ওঠে 😍

আভা: আমার বয়ফ্রেন্ড আছে 🤪

06/01/2024

আমি নিবেদনের মালি নই,
তবুও তারার ফুল ফোটে,
আমি সম্প্রদানের রাগিনী নই,
তবুও মাধবীলতা হাসি তার ঠোটে!

01/01/2024

দূর ছাই,
ঘরে দেখি ঘর নাই,
কেটে যেতে না যেতেই বিস্ময়
২০২৩ জানালো বিদায়,
হৃদয়ে মেখে স্মৃতির যা কিছু "ভালো"
কেউ কি লাজুক হেসে বলবে "হ্যালো"
আজ রাতে যার চোখ যত নির্নিমেষ
চোখে সে জ্বালুক তত আলো অহর্নিশ,
শুভ হোক ২০২৪...

31/12/2023

যদি বলি যেও না, তবু সে চলে যাবে,
যদি বলি একটু দাঁড়াও, তবু সে ভেঙে দেবে বুক,
বিদায়, অনন্ত বিদায়, প্রিয়তমা তেইশ।
আমাদের ভালোবাসাটাই শুধু পৃথিবী জানুক,
ব্যর্থতা আর কষ্টগুলো শুধু আমারই থাক,
সব সুখ আর সফলতা নিয়ে তুমি চলে যাও,
এই জন্মে আমাদের আর দেখা হবে না কোনদিন,
হবে না, হবে না, দেখা হবে না কোনদিন।

#প্রিয়তমা_তেইশ

#বিদায়_২০২৩

#স্বাগতম_২০২৪

14/12/2023

বুদ্ধিজীবীদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জানতে চাই, হালের বুদ্ধিজীবী কে বা কারা, জাতীয় সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকা কী?

24/11/2023

পুরনো প্রবাদ ছিলো "নামে নামে যমে টানে", আমি বলি "নামে নামে প্রেমে টানে", নামে নামে যমে টানের প্রমাণ না থাকলেও প্রেমে টানার ব্যাপারটা আপনি নিজেই পরীক্ষা করে দেখতে পারবেন, দেখবেন আপনার স্বজন বা ভালোবাসার মানুষের নামের অন্য কোন মানুষ পেলে আপনি তার ব্যাপারেও কৌতুহল অনুভব করবেন, শুধু তাই না আপনার নিজের নামের কোন মানুষ পেলেও আপনি তার ব্যাপারে জানতে আগ্রহী হবেন, কারণ আপনি আমি সবাই নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসি। আসুন আজ হয়ে যাক তেমনই এক সমীক্ষা, একই নামের একাধিক মানুষ রয়েছে দুনিয়ায়, আপনার নামটি কি ইউনিক নাকি আপনার নামে আরও কেউ আছে, যদি না হয় নিজের নামের মোট কয়জনকে চেনেন আপনি?

পানি খাওয়ার আগে দিনে তিনবার একটা করে আমলকি চিবিয়ে খান, আমলকি একটু কষটা লাগলেও পানি মিষ্টি হয়ে যাবে, আমলকি এন্টি এক্সিডেন...
24/11/2023

পানি খাওয়ার আগে দিনে তিনবার একটা করে আমলকি চিবিয়ে খান, আমলকি একটু কষটা লাগলেও পানি মিষ্টি হয়ে যাবে, আমলকি এন্টি এক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ, চুল ও ত্বকের জন্য উপকারী, যৌবন ধরে রাখতে সাহায্য করা ছাড়াও আরও অনেক গুনা গুন আছে আমলকির, তবে অতিরিক্ত আমলকি খাওয়া যাবে না, অতিরিক্ত আমলকি হার্টের জন্য ক্ষতিকর।

সাকিব যেখানে ভিরাটের গুরু, খেলার চেয়ে রাজনীতি যে বেশি লাভজনক তা সাকিব খেলার আগেই জানতো, অথচ বিরাট সেটা এখনো বুঝে উঠতে পা...
20/11/2023

সাকিব যেখানে ভিরাটের গুরু, খেলার চেয়ে রাজনীতি যে বেশি লাভজনক তা সাকিব খেলার আগেই জানতো, অথচ বিরাট সেটা এখনো বুঝে উঠতে পারছে না, দলের ভেতরেও রাজনীতি ঢুকিয়েও দিয়েছিলো সাকিব, ফলে খেলায় তার মন ছিলো না, দায়সারাভাবে বিশ্বকাপ মিশন শেষ করে এসেই নমিনেশন কেনা হয়ে গেছে সাকিবের, ভারতও খেলার ভেতর রাজনীতি ঢুকায়, গেম ফিক্সিয়ের অভিযোগ তাদের নামে নতুন নয়, কিন্তু আই ছি: ছি:তে তাদের টাকা ও ক্ষমতার কারণে কেউ কিছু করতে পারে না, গোটা বিশ্বকাপ ভালো খেলেও, হোক সেটা খেলা বা গেম পলিটিক্স, ফাইনালে এসে অস্ট্রেলিয়ার কবলে পড়ে আসল চেহারা বেড়িয়ে পড়লো ভারতের, তো ভাই ভিরাট, কবে তোরও সুবুদ্ধি হবে, কবে তুইও বুঝতে পারবি খেলার চেয়ে রাজনীতি লাভজনক, কবে নমিনেশন কিনবি?

18/11/2023

তুমি মেসির কথা বলো, অটোম্যাটিকলি রোনালদোর কথাও চলে আসবে। পেলের কথা ভাবলে, আসবে ম্যারাডোনার কথা। এরপব রজার ফেদেরারের প্রসঙ্গ এলে, না চাইতেও উঁকি দেবে রাফায়েল নাদাল। শচীন তেন্ডুলকরের কথা বললে যেমন আসবে ব্রায়ান লারার কথা, একই ভাবে শেখ হাসিনার কথা ভাবলে টুকি দেবেন ম্যাডাম ফুলি।

অথচ এখন যার পোস্ট পড়তেছো, তার কথা, একটানা অনেকক্ষন ধরে ভাবলেও মনের আনাচে কানাচেও আর কারো কথা আসবেনা।

আসলে পোস্টদাতার লেভেল টাই এমন। তুমি গাজী ট্যাংকের উপরে দাঁড়ালে আসেপাশে আর এফ এল, মদিনা ইত্যাদি ট্যাংক দেখতে পাবে কিন্তু হিমালয়ের চূড়ায় দাড়ালে আর কোন চূড়া পাশে দেখবে না 😊🤔😎

লইট্রা মাছ আমার অনেক পছন্দের, চট্রগ্রামে থাকাকালীনই মূলত লইট্রা মাছের সাথে ভাব ভালোবাসা তৈরী হয়, আমি খুঁজে খুঁজে চট্রগ্র...
18/11/2023

লইট্রা মাছ আমার অনেক পছন্দের, চট্রগ্রামে থাকাকালীনই মূলত লইট্রা মাছের সাথে ভাব ভালোবাসা তৈরী হয়, আমি খুঁজে খুঁজে চট্রগ্রামের বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে লইট্টা মাছের নানান আইটেম খেতাম, ঢাকায় লইট্রা শুটকি এভেলেভেইল হলেও তাজা লইট্রা মাছ পাওয়া যায় না, মাঝেমধ্যে বরফের হিয়ায়িত লইট্রা মাছ পাই, তাজা মাছের স্বাদ শুটকি বা হিমায়িত লইট্রায় পাওয়া না গেলেও, হিমায়িত মাছ পেলে দুই/চার/পাঁচ কেজি কিনে ফেলি, কিন্তু সমস্যা হচ্ছে আমি ছাড়া বাসায় আর কেউ লইট্রা তেমন পছন্দ করে না, ফলে লইট্রা কাটা, ধোঁয়া ও রান্না আমারই করতে হয়, লইট্রা নরম মাছ, আঁশ নেই, ভেজিটেবল কাটা কেজি দিয়েই কাটা যায়, প্রথমে মাথা ও ফইড় ফেলে দেই, তারপর পেট পরিস্কার করে একবার ধুয়ে নিয়ে কাচা মাছকে লেবুর রস, খাবার সোডা ও লবন দিয়ে ২০/৩০ মিনিট ভিজিয়ে রাখি, এতে হিমায়িত মাছে কোন গন্ধ থাকলে তা দূর হয়ে ফ্রেস একটা ভাব আসে, তারপর মাছ ভালো করে ধুয়ে পরিমান মতো লবন, হলুদ ও জিরা গুড়া মাখিয়ে আধা ঘন্টা মেরিনেট করি, ইউটিউব থেকে ইতিপূর্বে লইট্রা রান্নার দুইটা রেসিপি শিখেছি, কারি ও ভুনা, লইট্রা মাছ রান্নার সময় নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছ ভেঙে গুড়ো হয়ে যাবে, তেল গরম করে তাতে পেয়াজ ভেজে নিয়ে, তাতে পরিমাণ মতো রসুন, আদা, কাচা মরিচ কসিয়ে নিয়ে তারপর তাতে লইট্রা মাছ দিতে হয়, কাচা মাছ নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর পানি এড করে ঢাকনা দিয়ে ঢেকে ৫/৭ মিনিট মিডিয়াম আঁচে রান্না করতে হবে, শেষের দিকে ধনিয়া পাতা ও টমেটোর সিজন হলে টমেটো কুচি দিয়ে অল্প কিছুক্ষণ জ্বাল দিয়ে রান্না শেষ করতে হবে, লইট্রা মাছে কিন্তু ঝাল একটু বেশি না দিলে খেয়ে মজা নেই, এজন্য শুকনা ও কাচা মরিচ দুইটাই ব্যবহার করতে হয়। শুধু খাওয়া নয়, লইট্রা মাছ কাটা, ধোঁয়া ও রান্নার পুরো ব্যাপারটা আমি উপভোগ করি, সম্প্রতি দুই কেজি হিমায়িত লইট্রা কিনেছি, এবার ভাবলাম নতুন কিছু করি, ইউটিউব ঘেটে পেলাম লইট্রা ফ্রাইর রেসিপি, ফ্রাই করার জন্য লইট্রা মাছ মেরিনেট করার পদ্ধতি কিছুটা ভিন্ন, হলুদ, লবন, জিরা ও মরিচ গুড়ার সাথে বাটা আদা, রসুন ও বেসন দিতে হয়, কিন্তু বাকি সব থাকলেও বাসায় বেসন ছিলো না, কী করা যায় ভাবতে ভাবতে বিনা খরচে বেসনের বিকল্প বের করে ফেলেছি, ভাতের মাড় বা ফেনকে প্রথমে জ্বাল দিয়ে সেমি সলিড করে নিয়েছি, তারপর এর সাথে পরিমাণমতো উপরের মশলাগুলো ও লবন মিশিয়ে মেরিনেট করেছি, ভালোই হয়েছে, বাসায় বেসন না থাকলে বা বেসনের খরচ বাঁচাতে চাইলে আপনারাও এই পদ্ধতি ফলো করতে পারেন, মাছে যেহেতু হয়েছে, আশা করা যায় অন্যান্য যেসব ভাজাপোড়ার ক্ষেত্রে বেসন লাগে, সেখানেও এই পদ্ধতি ব্যবহার করা যাবে।

Address

Uttara
Netrokona
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাইটার্স কর্নার - Writer's Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category