Hafez Omor Faruk

Hafez Omor Faruk যোগাযোগ 01878601220

আলহামদুলিল্লাহ লিবিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি আনাসের বিশ্বজয়।আল্লাহ কবুল করুন, আমিন।
29/09/2025

আলহামদুলিল্লাহ লিবিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি আনাসের বিশ্বজয়।
আল্লাহ কবুল করুন, আমিন।

28/09/2025

আগফগানিস্তান সফরের অভিজ্ঞতা | জুমার বয়ান- আমীরে মজলিস আল্লামা M a m u n u l H a q u e মা মু নু ল হ ক হাফিঃ

28/09/2025

সীরাতুন্নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমীরে মজলিস আল্লামা Mamunul Haque হাফিঃ

27/09/2025

মূর্তিপূজা করা মানে আল্লাহর সাথে শিরক করা,
পূজা উপলক্ষে শুভেচ্ছা জানানো মানে আপনি তাদের কাজকে সমর্থন করলেন।
সাধু সাবধান!

জুম্মা মোবারক 🥰আয় আল্লাহ বাস্তবেই তুমি তোমার প্রিয় হাবীব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজামুবারকের জন্য কবুল করো🤲
26/09/2025

জুম্মা মোবারক 🥰
আয় আল্লাহ বাস্তবেই তুমি তোমার প্রিয় হাবীব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজামুবারকের জন্য কবুল করো🤲

হায় মাশাল্লাহ! মোল্লা আমীরে মজলিস হাফিঃ রাহবারকে এভাবে দেখার অপেক্ষায় ছিলাম। আলহামদুলিল্লাহ
24/09/2025

হায় মাশাল্লাহ! মোল্লা আমীরে মজলিস হাফিঃ রাহবারকে এভাবে দেখার অপেক্ষায় ছিলাম। আলহামদুলিল্লাহ

স্বাগতম প্রিয় তাহসান।যে পথে মানবতার সত্যিকারের কল্যান আছে, যে পথে দুনিয়া ও আখিরাতের মুক্তি আছে,সে পথে আপনাকে স্বাগত।এভাব...
22/09/2025

স্বাগতম প্রিয় তাহসান।
যে পথে মানবতার সত্যিকারের কল্যান আছে,
যে পথে দুনিয়া ও আখিরাতের মুক্তি আছে,
সে পথে আপনাকে স্বাগত।
এভাবেই সকলে আলোর পথে ফিরে আসুক,
আলোর মিছিলে শামিল হোক,
সেই দুআ ও প্রত্যাশা করি।
একে একে আল্লাহ পাক সকলকেই হেদায়েত দান করুন

21/09/2025

সুরা আর রাহমান যতই তেলাওয়াত করি ততই ভালো লাগে।আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ

ইমারাতে ইসলামিয়া আ ফ গানের পানি ও বিদ্যুৎ মন্ত্রীর সাথে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ।আজ ২১ সেপ্টেম্বর’২৫ ইং ইম...
21/09/2025

ইমারাতে ইসলামিয়া আ ফ গানের পানি ও বিদ্যুৎ মন্ত্রীর সাথে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ।

আজ ২১ সেপ্টেম্বর’২৫ ইং ইমারাতে ইসলামিয়া আ ফ গানিস্তানের সিনিয়র মন্ত্রী, পানি ও বিদ্যুৎ মন্ত্রী মৌলভী আব্দুল লতিফ মনসুর-এর সাথে সাক্ষাৎ করেন আ ফ গান সফরে থাকা বাংলাদেশী আলেম প্রতিনিধি দল।

উল্লেখ্য, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে রয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদের তত্ত্বাবধানে এবং মাওলানা মা /মুনুল হকের নেতৃত্বে ছয় সদস্যের এই প্রতিনিধি দল বুধবার (১৭ সেপ্টেম্বর) কাবুলে পৌঁছেন।

সফরকালে প্রতিনিধি দলটি আফগান সরকারের একাধিক মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা ও সিনিয়র ওলামায়ে কেরামের সঙ্গে বৈঠক করেন।
সেই ধারাবাহিকতায় আজকের পানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের বৈঠকের আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, ধর্মীয় সংলাপ, বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো খাতগুলো অগ্রাধিকার পায়।

উল্লেখ্য, সম্প্রতি আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের পাঠানো দ্রুত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকেও দুই দেশের মধ্যে সংকট মোকাবিলায় জরুরি সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রতিনিধি দলে রয়েছেন—মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব হাফিঃ আল্লামা Mamunul Haque হাফিঃ মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুল্লাহ কাসেমী হাফিঃ
আল্লাহ পাক বাংলাদেশকেও আফগানিস্তানের মতো ইমারাতে ইসলামিয়া হিসেবে কবুল করুন এই স্বপ্ন রব কবুল করুন।

Address

Netrokona

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafez Omor Faruk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share