জ্ঞানকোষ প্রতিদিন

জ্ঞানকোষ প্রতিদিন ভুল জায়গায় সেক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ, দুটোই আপনার জীবনকে ন'ষ্ট করে দিবে।
(3)

বরিশালের সম্পত্তি ভাগাভাগি করা নিয়ে আরেক ভাই অন্য ভাইকে চোখ উঠাই ফালাই ছিল। সেই ভাইয়ের এখন চোখের অবস্থা। কি একটা অবস্থ...
30/08/2025

বরিশালের সম্পত্তি ভাগাভাগি করা নিয়ে আরেক ভাই অন্য ভাইকে চোখ উঠাই ফালাই ছিল। সেই ভাইয়ের এখন চোখের অবস্থা। কি একটা অবস্থা হইছে। একটু বুকটাও কাঁপলো না। তাও আবার নিজের ভাই অন্য মানুষ হলে এক কথা ছিল

ডাক্তার   বলেছে ৷ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে৷ সকালে আরও পরীক্ষা নিরীক্ষা করবে৷ নুরুল হক নুরের নাক পুরোটাই ভেঙে গেছে, ড...
30/08/2025

ডাক্তার বলেছে ৷ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে৷ সকালে আরও পরীক্ষা নিরীক্ষা করবে৷ নুরুল হক নুরের নাক পুরোটাই ভেঙে গেছে, ডান চোখ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, দুপাশের চোয়াল ফাটল ধরেছে৷ আর মস্তিষ্কে রক্তকরণ হচ্ছে। দোয়া চাই নুরুল হক নুরের জন্য৷ নুরুল হক নুরের জন্মই হয়েছে কি শুধু বার বার রক্তাক্ত হওয়ার জন্য৷ কিছু বলতে পারছি না৷ নিন্দা জানানোর ভাষা নাই৷ আমরা আসলে লজ্জিত৷

30/08/2025
আমার প্রিয় নেত্রকোনায় একটি বাচ্চা জন্ম নিয়েছে অনেকটা মাথার খুলি আর ব্রেন ছাড়া। মেডিকেলের পরিভাষায় একে বলে Anencephaly. এ...
18/08/2025

আমার প্রিয় নেত্রকোনায় একটি বাচ্চা জন্ম নিয়েছে অনেকটা মাথার খুলি আর ব্রেন ছাড়া। মেডিকেলের পরিভাষায় একে বলে Anencephaly. এটি একটি দুর্লভ জীনগত ত্রুটিসম্পন্ন রোগ, যা নিউরাল টিউব সংক্রান্ত সমস্যার কারণে হয়ে থাকে।

অনেকেই বিভিন্ন কমেন্টে বলেছেন, এটা পাপের বোঝা, বাবা মায়ের ত্রুটি, পাপের ফল ইত্যাদি। যেই বাবা মায়ের এই সন্তান জন্ম হয়েছে তাদের মানসিক অবস্থা চিন্তা করুন। আর সম্ভবত বাচ্চাটা বেচেও নেই। কারণ Anencephaly এর সার্ভাইভাল রেট অলমোস্ট জিরো। এখন বেচে থাকলেও আজ বাদে কাল মারা যাবে, মোটামুটি কনফার্ম।

যারা এ ধরণের অসুস্থ কমেন্ট করছেন, তাদেরকে আমি এসব কমেন্ট থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। কার কি পাপ পুণ্যের বোঝা সেই দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় নাই। বরং সেই অভাগা বাবা মায়ের জন্য দোয়া করুন, আল্লাহ যাতে তাদের ধৈর্য ধারণের তৌফিক দেন।
আমার নেত্রকোনার মানুষ আন্তরিক, বন্ধুবৎসল, সুন্দর হৃদয়ের অধিকারী হিসেবে সারা বাংলাদেশে সমাদৃত। নিজের সম্মান নিজে নষ্ট করবেন না।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ডা ফাহিম নেত্রকোণা

12/08/2025

"শ্রীলঙ্কায় বিপ্লবের পর দুর্নীতি উধাও" 🚫
আমাদের দেশে বিপ্লবের পর....??
বিপ্লবই উধাও ! 🤡 হা হা হা
- কাশেম কাকা

সিলেটের পাথর রাজ্যে এখন আর পাথর নেই। চোখের সামনে নিশ্চিহ্ন হয়ে গেছে ভোলাগঞ্জ সাদাপাথর। এক বছর আগেও যেখানে ছিল পাথরের স্ত...
12/08/2025

সিলেটের পাথর রাজ্যে এখন আর পাথর নেই। চোখের সামনে নিশ্চিহ্ন হয়ে গেছে ভোলাগঞ্জ সাদাপাথর। এক বছর আগেও যেখানে ছিল পাথরের স্তূপ সেখানে এখন ধুধু মাঠ। দিনরাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে বালু-পাথর লুটপাট হলেও প্রশাসন ছিল নির্বিকার। একাধিকবার অসহায়ত্ব প্রকাশ করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নির্বিচারে চলে সাদাপাথরের পাথর লুট। গত এক সপ্তাহে শেষ হওয়া সাদাপাথরে মরণ কামড় দেয় লুটেরা। লুটপাটে যেন সবাই ঐক্যবদ্ধ। তবে, লুটের নেতৃত্বে ছিল স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছিলেন লুটের নেপথ্য কারিগর।

Address

Netrokona

Website

Alerts

Be the first to know and let us send you an email when জ্ঞানকোষ প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share