03/12/2025
আলহামদুলিল্লাহ! চোখ ভিজে গেলো এই দৃশ্য দেখার পর। ঈশ্বরদী'য়ান Ishwardi’an সংগঠনের প্রধান শাহারিয়ার অমিত তার পোষা কুকুরের দুটো ছানাকে সদ্য ৮ সন্তান হারা মায়ের বুকে তুলে দিয়েছে। যাতে টমের মাতৃত্বের ক্ষুধা এবং স্তনের যন্ত্রনা কমে।
প্রথমে তারা একটি বাটিতে কুকুরটির স্তন থেকে দুধ দোহন করে বাচ্চাদের পান করায়। যাতে বাচ্চাদের শরীর থেকে হারানো সন্তানদের গন্ধ পাওয়া যায়।
এরপর বাচ্চা দুটোকে মায়ের সামনে দেওয়া হলে প্রথমে একটু দ্বিধা হলেও সন্তান দুটোকে আপন করে নেয় মা। বাচ্চা দুটো সরাসরি মায়ের স্তন থেকে দুধ পান করতে থাকে।
এভাবেই মাতৃত্বের কাছে হার মেনে গেলো দুনিয়ার সকল অশুভ শক্তি। জয় হলো মাতৃত্বের।
আজ উক্ত আসামী নিশি আক্তার গ্রেফতারের পর জামিন চাইলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ।
প্রশাসনের এরকম গুরুত্ব যেন অব্যহত থাকে। শুধু ভাইরাল হয়েছে বলে যেন আমলে না নেয়। প্রতিটি ক্ষেত্রেই গুরুত্ব যেন দেয়। যেন প্রানী হত্যা করে পার পেয়ে যাবে - এই দুঃসাহস! এই মানসিকতা দেখাতে না পারে।
গতকাল ঐ নারীর শাস্তি চেয়ে পোস্ট করলে ৯৫% পক্ষে ছিলো। ৫% নেগেটিভ মানুষ যারা সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে, বাঁচে ঘৃণার মাঝে। তাদেরকে নিয়ে লিখে এই পোস্টটি নষ্ট করতে চাই না।
ইশ্বরদীয়ান পেজের মালিক, প্রশাসন, চিকিৎসক যারা যারা এই কুকুরের কষ্টকে অনুভব করেছেন, আওয়াজ তুলেছেন তাদের সবাইকে স্যালুট!
আপনাদের মতো মানুষ রয়েছে বলেই, এই দেশের মানুষ এখনও বাঁচার স্বপ্ন দেখে। পরিবর্তনের স্বপ্ন দেখে। অন্যায়ের মোকাবেলা করতে সাহস পায়।