জ্ঞানকোষ প্রতিদিন

জ্ঞানকোষ প্রতিদিন ভুল জায়গায় সেক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ, দুটোই আপনার জীবনকে ন'ষ্ট করে দিবে।
(4)

আলহামদুলিল্লাহ! চোখ ভিজে গেলো এই দৃশ্য দেখার পর। ঈশ্বরদী'য়ান Ishwardi’an  সংগঠনের প্রধান শাহারিয়ার অমিত তার পোষা কুকুরের...
03/12/2025

আলহামদুলিল্লাহ! চোখ ভিজে গেলো এই দৃশ্য দেখার পর। ঈশ্বরদী'য়ান Ishwardi’an সংগঠনের প্রধান শাহারিয়ার অমিত তার পোষা কুকুরের দুটো ছানাকে সদ্য ৮ সন্তান হারা মায়ের বুকে তুলে দিয়েছে। যাতে টমের মাতৃত্বের ক্ষুধা এবং স্তনের যন্ত্রনা কমে।

প্রথমে তারা একটি বাটিতে কুকুরটির স্তন থেকে দুধ দোহন করে বাচ্চাদের পান করায়। যাতে বাচ্চাদের শরীর থেকে হারানো সন্তানদের গন্ধ পাওয়া যায়।

এরপর বাচ্চা দুটোকে মায়ের সামনে দেওয়া হলে প্রথমে একটু দ্বিধা হলেও সন্তান দুটোকে আপন করে নেয় মা। বাচ্চা দুটো সরাসরি মায়ের স্তন থেকে দুধ পান করতে থাকে।

এভাবেই মাতৃত্বের কাছে হার মেনে গেলো দুনিয়ার সকল অশুভ শক্তি। জয় হলো মাতৃত্বের।

আজ উক্ত আসামী নিশি আক্তার গ্রেফতারের পর জামিন চাইলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ।

প্রশাসনের এরকম গুরুত্ব যেন অব্যহত থাকে। শুধু ভাইরাল হয়েছে বলে যেন আমলে না নেয়। প্রতিটি ক্ষেত্রেই গুরুত্ব যেন দেয়। যেন প্রানী হত্যা করে পার পেয়ে যাবে - এই দুঃসাহস! এই মানসিকতা দেখাতে না পারে।

গতকাল ঐ নারীর শাস্তি চেয়ে পোস্ট করলে ৯৫% পক্ষে ছিলো। ৫% নেগেটিভ মানুষ যারা সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে, বাঁচে ঘৃণার মাঝে। তাদেরকে নিয়ে লিখে এই পোস্টটি নষ্ট করতে চাই না।

ইশ্বরদীয়ান পেজের মালিক, প্রশাসন, চিকিৎসক যারা যারা এই কুকুরের কষ্টকে অনুভব করেছেন, আওয়াজ তুলেছেন তাদের সবাইকে স্যালুট!

আপনাদের মতো মানুষ রয়েছে বলেই, এই দেশের মানুষ এখনও বাঁচার স্বপ্ন দেখে। পরিবর্তনের স্বপ্ন দেখে। অন্যায়ের মোকাবেলা করতে সাহস পায়।

ঈশ্বরদীতে পানিতে ডুবিয়ে মারা হলো ৮ কুকুরছানা 😭💔🐾 ঈশ্বরদীর উপজেলা পরিষদের আবাসিক এলাকায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। বাসার দ...
03/12/2025

ঈশ্বরদীতে পানিতে ডুবিয়ে মারা হলো ৮ কুকুরছানা 😭💔🐾

ঈশ্বরদীর উপজেলা পরিষদের আবাসিক এলাকায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। বাসার দরজার সামনে বারবার ডাকাডাকি করায় বিরক্ত হয়ে এক নারী পোষা কুকুরের সদ্য জন্ম নেওয়া আটটি ছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হ*ত্যা করেছেন। 😢😭

সোমবার সকালের এই নিষ্ঠুর ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
পুকুরের ধারে মা কুকুরটির হৃদয়বিদারক চিৎকার দেখে ছুটে আসেন এলাকাবাসী। 🐕💔
ঘটনাটি জানাজানি হতেই স্থানীয়রা মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে ওঠেন। 😡😢

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে ।


মানবতার অবমাননার এমন ঘটনা সত্যিই সবাইকে নাড়া দিয়েছে… 💔🐾😭
পানিতে ডুবিয়ে ৮ টি কুকুরছানা হত্যার ঘটনায় অভিযুক্ত সেই হত্যা কারি নাম-নিশি খাতুন গ্রেফতার। ধন্যবাদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো আগে গ্রেফতার করার দরকার ছিল তাও এর সঠিক বিচার হোক এটাই সবার দাবি।

মা
24/11/2025

মা

আনুমানিক ১০ টা ৪০ এ ভূমিকম্প,,, সাময়িক নমুনা কে কে ঠিক পেয়েছেন,,, 21/11/2025,,শুক্রবার 💖💖
21/11/2025

আনুমানিক ১০ টা ৪০ এ ভূমিকম্প,,, সাময়িক নমুনা কে কে ঠিক পেয়েছেন,,, 21/11/2025,,শুক্রবার 💖💖

12/11/2025

কি বলে

12/11/2025

যত অভিনেতা জাত অভিনেতা

দেশি মুরগি খেতে না পারা শিক্ষিকার আছে তিন তলা বাড়ি, স্বামী স্কুলের প্রধান শিক্ষক।ওনার বাড়ি ফরিদগঞ্জে, হাজীগঞ্জে ডাবল ইউন...
12/11/2025

দেশি মুরগি খেতে না পারা শিক্ষিকার আছে তিন তলা বাড়ি, স্বামী স্কুলের প্রধান শিক্ষক।

ওনার বাড়ি ফরিদগঞ্জে, হাজীগঞ্জে ডাবল ইউনিটের তিনতলা বাড়ি করেছেন। নিচতলায় কোচিং সেন্টার। যেখানে উনি ছাত্র-ছাত্রী পড়ান। উনার স্বামী কুমিল্লার বরুড়ায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

তথ্য- স্থানীয় আব্দুল্লাহ আল মামুন

শিক্ষকতা সবচেয়ে সুন্দর এবং সম্মানের পেশা, এসব বলে নিজেদের প্রফেশন টাকে ছোটো করার কোনো মানে হয়না। আপনারা কি বলেন?

সামান্য সুপারি চো-রে-র বিচার যদি এমন হয়..খু-নি-দে-র বিচার কেমন হওয়া উচিত..এই দেশে সুপারি চো-র আম চো-রে-র বিচার হয়..শুধু ...
12/11/2025

সামান্য সুপারি চো-রে-র বিচার যদি এমন হয়..খু-নি-দে-র বিচার কেমন হওয়া উচিত..এই দেশে সুপারি চো-র আম চো-রে-র বিচার হয়..শুধু খু-নি..ধ-র্ষ-কে-র বিচার হয় না 🙂

- রেইন-বৃষ্টি পেজ থেকে নেওয়া

Address

Netrokona
Netrokona
NETROKONA

Website

Alerts

Be the first to know and let us send you an email when জ্ঞানকোষ প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share