Follow to follow 88

Follow to follow 88 আমাকে ফলো করো, আমিও তোমাকে করব!
একসাথে বড় হবো, একে অন্যকে সাপোর্ট করবো।
এখানে আমরা একে অপরের পাশে থাকি।

16/09/2025

পোস্টটা যাদের সামনে যায় একটু রেসপন্স করিয়েন, সবাইকে ফুলের ভালোবাসা দিয়ে আসবো!!❤

15/09/2025

Big shout out to my newest top fans! Abir Sahis, KS Kader Mondol, Manatu Ki Wellington

11/09/2025

ত্যা'গীদের মূল্যায়ন না করলে এর প'রিণতি হবে ডাকসুর চেয়ে ভ'য়ংক'র।

11/09/2025

অতীতে মানুষের কাপড় ছিল নোংরা, কিন্তু মনছিল পরিষ্কার।

কিন্তু বর্তমানে মানুষের কাপড় খুব পরিষ্কার, কিন্তু মনটা খুব নোংরা।

09/09/2025

__হাত ধরে কথা দেওয়া মানুষটাও একসময় বদলে যায়...!! 😥💔

06/09/2025

একটা খারাপ মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে। এটা একটা আনন্দের বিষয়। সারাজীবন অমা-নুষটা থেকে গেলে কী ভয়ংকর ব্যাপার ঘটত, চিন্তা করা যায় !

05/09/2025

আমি কখনো কারো প্রতি মিথ্যা যত্নশীল হই না!
যা দেই মন থেকেই দেই.!!☺️✨💌

05/09/2025

─ নিঃশ্বাস গেলেই গল্প শেষ!!💚🌺

04/09/2025

কোথায় গরিব আমি তো দেখতেছি না 👉এভাবে বড়লোকদের চোখে পড়ে না গরিব মানুষগুলা😔

This post copyright©️

আমরা চুপ করে থাকতে পারি না!যে মানুষটা সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই নুরুল হক নুর আজ নিজেই অন্যায়ের শিকার।দিনের ...
31/08/2025

আমরা চুপ করে থাকতে পারি না!
যে মানুষটা সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই নুরুল হক নুর আজ নিজেই অন্যায়ের শিকার।
দিনের পর দিন যারা ভিন্নমতের কণ্ঠরোধ করতে চায়, তারা আবারও প্রমাণ করল—বাংলাদেশে ন্যায়বিচার ও গণতন্ত্রকে ভয় দেখানো হচ্ছে।

আমরা জানতে চাই—
🔴 কেন শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা হলো?
🔴 কেন আইনশৃঙ্খলা বাহিনী জনগণের পাশে না দাঁড়িয়ে জনগণের উপরই লাঠিচার্জ চালালো?
🔴 নুরের মতো একজন জনপ্রিয় ছাত্রনেতাকে রক্তাক্ত করার পেছনে কারা?

👉 আমরা স্পষ্ট জানাতে চাই—
নুরের রক্ত বৃথা যাবে না।
অন্যায়ের জবাব জনগণ দেবে।
আজকের এই আক্রমণ শুধু একজন নুরুল হক নুরের বিরুদ্ধে নয়, বরং বাংলাদেশের তরুণদের স্বপ্ন ও গণতন্ত্রের ওপর আঘাত।

প্রতিবাদ চলবেই, আন্দোলন থামবে না! ✊

📢 ক্যাপশন

“একজন নুরকে আহত করলে লাখো নুর জেগে উঠবে।”

🔖 হ্যাশট্যাগ





29/08/2025

সাদিক নাকি আবিদ ?

28/08/2025

আমার ইচ্ছা ছিলো সারা পৃথিবী ঘুরেফিরে দেখবো আর ভ্লগ তৈরি করবো।
কিন্তু ঘরে একজন অনন্তকালীন সরকার আইন জারি করে রাখছে যে, পৃথিবীর যে প্রান্তেই যাই, সন্ধ্যার আগেই যেন বাড়ি ফিরে আসা হয়।

এই স্বৈরাচারী আইনের কারনে আমি এখন গৃহবন্দী।

Address

Road 01, Demura
Barhatta
2440

Website

Alerts

Be the first to know and let us send you an email when Follow to follow 88 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share