দৈনিক নেত্রবার্তা

  • Home
  • দৈনিক নেত্রবার্তা

দৈনিক নেত্রবার্তা আমরা সত্য প্রকাশে অবিচল

21/07/2025

মাইলস্টোন স্কুল ও কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি।
শোকসন্তপ্ত পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সহানুভূতি ও প্রার্থনা রইল

আজ রাত  ৮টা দিকে উকিলপাড়া রোড বনানী সঙ্গের মাঠের একটু সামনে এই মেয়েটিকে পাওয়া গেছে। সে তার পরিচয় দিতে পারছে না, কোথা...
07/07/2025

আজ রাত ৮টা দিকে উকিলপাড়া রোড বনানী সঙ্গের মাঠের একটু সামনে এই মেয়েটিকে পাওয়া গেছে। সে তার পরিচয় দিতে পারছে না, কোথায় থেকে আসছে তাও ম বলতে পারছে না। স্থানীয় কিছু মানুষ মেয়েটিকে নেত্রকোনা মডেল থানায় রেখে এসেছে।

কারো পরিচিত হয়ে থাকলে নেত্রকোনা মডের থানায় যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।

নেত্রকোনা জেলা  প্রশাসক ও  নেত্রকোনা জেলার ১০ টি থানার উপজেলা নির্বাহী অফিসারদের প্রোফাইল তুলে ধরা হল। নিজের টাইমলাইনে র...
27/06/2025

নেত্রকোনা জেলা প্রশাসক ও নেত্রকোনা জেলার ১০ টি থানার উপজেলা নির্বাহী অফিসারদের প্রোফাইল তুলে ধরা হল। নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন প্রয়োজনে কাজে আসতে পারে।

পূর্বধলা উপজেলা প্রশাসন পার্কের বেহাল অবস্থা দশা
27/06/2025

পূর্বধলা উপজেলা প্রশাসন পার্কের বেহাল অবস্থা দশা

"নেত্রকোনায় ইফতারের আগ মূহূর্তে হিন্দু বাড়িতে আ'গু'ন দিয়েছে দুর্বৃত্তারা" উক্ত দাবিটি সত্য নয়।মূলত ঘটনা'টি খাগড়াছড়ি জে...
19/03/2025

"নেত্রকোনায় ইফতারের আগ মূহূর্তে হিন্দু বাড়িতে আ'গু'ন দিয়েছে দুর্বৃত্তারা" উক্ত দাবিটি সত্য নয়।

মূলত ঘটনা'টি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা মুসলিম পাড়ার ২০২৪ সালের অক্টোবর মাসের ২৩ তারিখের ঘটনা। পুড়ে যাওয়া বাড়িটি কোনো হিন্দু ব্যাক্তির নয় বরং মুসলিম ব্যাক্তি জামশেদ মিয়ার বাড়ি। তার ছেলে মোহাম্মদ রনি ( Mohammad MS Roni) ঘটনার পর ২৪ অক্টোবর তার ফেইসবুক একাউন্টে তাদের বাড়ি পুড়ে যাওয়ার ভিডিও প্রকাশ করেন।

নেত্রকোনায় মাছ লুট : ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৩নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় ফিসারির মাছ চুরির মামলায় দুই ছাত্রদল নেতা...
04/03/2025

নেত্রকোনায় মাছ লুট : ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৩

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় ফিসারির মাছ চুরির মামলায় দুই ছাত্রদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) সকালে হ্যান্ডট্রলিযোগে মাছ বোঝাই করে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এসময় চুরি যাওয়া মাছ জব্দ করা হয়।

এ ঘটনায় খালিয়াজুরী সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ ১৬ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে অভিযুক্ত করে খালিয়াজুরী থানায় মামলা করেছেন উপজেলার নগর ইউনিয়নের চেলাপায়া বিলের ইজারাদার মো. পারভেজ চৌধুরী।

গ্রেফতারকৃতরা হলেন, ৩নং খালিয়াজুরী সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সাব্বির ইবনে মাসুম (২৭), একই কমিটির সাংগঠনিক সম্পাদক আজহারুল আলম সাগর (২৮) ও অপরজন রাহিমুল মিয়া (২৪)। তারা সবাই খালিয়াজুরী উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে নগর ইউনিয়নের চেলাপায়া ফিসারিতে গিয়ে বাদীকে গালাগাল করেন অভিযুক্তরা। বাধা দিলে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে নগদ ১৭ হাজার টাকা ও বিভিন্ন প্রজাতির প্রায় ২০ মণ মাছ লুট করে নিয়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ১২ হাজার টাকা।

মঙ্গলবার সকালে হ্যান্ডট্রলিযোগে মাছ মদন উপজেলায় নিয়ে যাওয়ার সময় খবর পেয়ে পুলিশে অভিযোগ করেন বাদী। পরে খালিয়াজুরী-মদন সড়কের নূরপুর বোয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মাছ জব্দ ও তিনজনকে আটক করে খালিয়াজুরী থানা পুলিশ।

নেত্রকোণা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন বলেন, ঘটনার ব্যাপারে অবগত হয়েছি। কোনও চাঁদাবাজ, চোর বা দুর্বৃত্তের স্থান ছাত্রদলে নেই। অভিযুক্ত দুই পদধারীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সুত্র : যমুনা নিউজ

ঘুরে আসুন সৌন্দর্যের লীলাভূমি কলমাকান্দার পাতলাবন গ্রামেকলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাহাড়ঘেষা গ্রামটিই পাতলাবন। ন...
13/10/2024

ঘুরে আসুন সৌন্দর্যের লীলাভূমি কলমাকান্দার পাতলাবন গ্রামে

কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাহাড়ঘেষা গ্রামটিই পাতলাবন। নামেই বৈচিত্র্য নামেই ভিন্নতা। ভারতের মেঘালয় পাহাড়ের কোলঘেষে প্রাকৃতিক নিসর্গে গড়ে উঠা পাতলাবন নামের এই গ্রামটি।

পাহাড়, নদী, বালুচর মিলে এক প্রকৃতির নৈসর্গিক রূপের মিশ্রন পাতলাবন। যাতায়াত দূরাবস্থা আর সম্প্রচার মাধ্যমে দৃষ্টিগোচর হয়নি বলে এখনো অনাবিস্কৃত এ পাতলাবনে এই জায়গাটি। প্রতিটি বিকেল এখানে সবুজ মাঠ আর বালুচরে ভ্রমণ পিপাসীরা ভিড় করে।

বিছানাকান্দির নাম শুনেছি, তার সৌন্দর্যে পাগল হয়ে ছুটে গিয়েছি কিন্তু জন্মভূমি কলমাকান্দার পাতলাবনের আবেদন এখনো সকল জায়গার চেয়ে বেশি।

মেঘালয় পাহাড় থেকে বয়ে আসা নদী মহাদেও এর কূলবর্তী যে অবারিত সবুজ মাঠ, বালুচর, সবুজ ধানক্ষেত মিলে পাতলাবন এই গ্রামটি। সীমান্তে বাংলাদেশ অংশের কিছু কিছু টিলা এতে ভিন্ন মাত্রা যোগ করেছে।

পাশেই আদিবাসী গারোদের বাস। সন্ধ্যা হলেই এখানে আদিবাসীদের সংস্কৃতি, রীতি নীতি, ডোলের মাদল আপনাকে ভিন্ন একটি জাতিসত্তার সাথে পরিচয় ঘটাবে। টিলার উপরে বিলুপ্ত প্রায় মাচাঙ ঘরে তাদের বাস। পাহাড় থেকে নদীতে বয়ে আসা বড় বড় পাথর আর মাচাঙ ঘর এই তাদের ঐতিহ্য।

গারোদের অকৃত্রিম সরলতা, পাহাড়ের নিরবতা, নদীর বহতা, বালুচরের জোছনা আর দুই পাশের গ্রামীণ জনপদ আপনাকে নিটোল চিত্রের সাথে আলাপ করিয়ে দিবে।

সময় আর ঋতুর সাথে পাতলাবনের রুপ বদলায়। বর্ষায় পাহাড়ি ঢল মহাদেও দুকূল ছাপিয়ে দেয় জলে। আর বৈশাখ মাসে সেখানে হাটু জলে নদী ছড়ায় পরিণত হয়। পাহাড়ি ঝর্নাধারা থেকে বয়ে আসা সেই স্বচ্ছ জলে অবগাহনে আনন্দ মিলে। যেখানের স্বচ্ছ জলে ছোট ছোট মাছেরা খেলা করে। ছুটে চলা সে মাছ ধরার মজাই আলাদা। পড়ন্ত বিকেলে ছোট ডিঙায় করে ঘুরে বেড়ানোর সুযোগও রয়েছে।

আধুনিক নাগরিক সুবিধা তথা বিজলির আলো পর্যন্ত পৌঁছায়নি এলাকাটিতে। অজপাড়া গাঁ বলতে যা বুঝায়। কিন্তু অভাব নেই প্রাকৃতিক মুক্ত আলো বাতাস আর নৈসর্গিকতর। তবে আধুনিক শিক্ষার আলোয় আলোকিত পাতলাবন।

আশেপাশে আরো কিছু দেখার মত জায়গা রয়েছে। যেগুলোর মধ্যে ভুবনের টিলা, জাইগিরপাড়া, চাঁদ সওদাগরের চন্দ্রডিঙা, পাহাড়ের পাশদিয়ে সীমান্ত সড়কে মোটর বাইক রাইড সব মিলিয়ে ভালো লাগার মন মাতানো পাতলাবন আপনার ভালো না লেগে পারেই না। তাই পাতলাবনের সৌন্দর্য উপভোগ করতে আর দেরী কেন, চলে আসুন যেকোন সময়।

নাসার গবেষণা দলে কেন্দুয়ার তারিকুজ্জামানযুক্তরাষ্টের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) -র মহাকাশে উদ্ভিদ জন্মানোর গবেষণা...
12/10/2024

নাসার গবেষণা দলে কেন্দুয়ার তারিকুজ্জামান

যুক্তরাষ্টের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) -র মহাকাশে উদ্ভিদ জন্মানোর গবেষণায় গবেষক দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তরুণ গবেষক নেত্রকোনা জেলার কেন্দুয়ার মোহাম্মদ তারিকুজ্জামান।

এ ব্যাপারে গতকাল বুধবার (৯অক্টোবর) রাতে হোয়াটসঅ্যাপে তারিকুজ্জামানের সাথে কথা হলে তিনি বিষয়টি জানান।

মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘লা টেক বায়োমাস’ দল মহাকাশে উদ্ভিদ জন্মানোর অনন্য উপায় নিয়ে গবেষণা করছে। এ গবেষণার জন্য নির্বাচিত ৪ জনের মধ্যে একজন নেত্রকোনা জেলার কেন্দুয়ার মোহাম্মদ তারিকুজ্জামান।

তিনি লুইসিয়ানা টেক ইউনিভার্সিটির কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সের পিএইচডির ছাত্র।
তারিকুজ্জামানে বলেন, ‘বর্তমানে মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘লা টেক বায়োমাস’ দল মহাকাশে উদ্ভিদ জন্মানোর অনন্য উপায় নিয়ে গবেষণা করছে। আমরা মানুষের মূত্র ব্যবহার করে মাটি ছাড়া মহাকাশে কৃষি চাষের সম্ভাবনা দেখছি। আমাদের দলটি আরো নতুন নতুন প্রকল্প নিয়ে নতুন কিছু আবিষ্কার করার কথা ভাবছি।

সকলের কাছে দোয়া প্রার্থনা করে তিনি বলেন, ‘এ সম্মান যেমন আমাদের পরিবারের, তেমনি দেশের। একজন বিজ্ঞানী হিসেবে গবেষণায় বিশ্বে বাংলাদেশের সুনাম ও সম্মান বৃদ্ধিতে ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশা করেন তিনি।’

মোহাম্মদ তারিকুজ্জামান বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেড়ি গ্রামে। ২০১৪ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অফ সাইন্স ইন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক পাস করেন তিনি।

শিক্ষা জীবনে তিনি সকল ক্ষেত্রেই কৃতিত্বের সহিত মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি আমেরিকার লুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ সাইন্স ইন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (২০২১-২০২৩), পিএইচডি ইন মাইক্রো এন্ড ন্যানোস্ক্যাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং-এ (২০২১-২০২৫) অধ্যয়নরত।

তারিকুজ্জামানের বড় ভাই জিলু মিয়া বলেন, ‘ভাইয়ের এ সাফল্যে আমরা অনকে খুশি। এ সম্মান যেমন আমাদের পরিবারের, তেমনি দেশের। একজন বিজ্ঞানী হিসেবে ছোট ভাই গবেষণায় বিশ্বে বাংলাদেশ তথা কেন্দুয়ার সুনাম-সম্মান বৃদ্ধিতে ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশা করনে তিনি।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, ‘আমি আপনার মাধ্যমে জেনেছি কেন্দুয়া উপজেলার পেড়ী গ্রামের মরহুম মমতাজ উদ্দিন সাহেবের সন্তান মোহাম্মদ তারিকুজ্জামান নাসা'র গবেষক হিসেবে নিযুক্ত হয়েছেন। আমি তার সফলতা কামনা করি।’

সুত্র-কালের কন্ঠ

নাটরকোণা গ্রাম থেকে এসেছে নেত্রকোনাব্রহ্মপুত্র নদের পূর্বাঞ্চলে অবস্থিত নেত্রকোনা জেলার ইতিহাস প্রাচীন ঐতিহ্যে টইটুম্বুর...
11/10/2024

নাটরকোণা গ্রাম থেকে এসেছে নেত্রকোনা

ব্রহ্মপুত্র নদের পূর্বাঞ্চলে অবস্থিত নেত্রকোনা জেলার ইতিহাস প্রাচীন ঐতিহ্যে টইটুম্বুর ও ঐতিহ্যের বিচিত্র ঘটনা সম্ভারে গর্বিত। গারো পাহাড়ের পাদদেশ লেহন করে এঁকেবেঁকে কংস, সোমেশ্বরী, গণেশ্বরী, মহেশ্বরী, ঘোড়াউত্রা নদীসহ অন্যান্য শাখা নদী নিয়ে বর্তমান নেত্রকোনা জেলার জলধারার উদ্ভব। তৎকালীন সুসঙ্গ, নাসিরূজিয়াল, মৈমনসিংহ, সিংধা ও খালিয়াজুরী পরগণার ভূমি নিয়ে বর্তমান নেত্রকোনা জেলার অবস্থান।

ব্রিটিশ শাসনামলে ১৮৮২ সালের ৩ জানুয়ারি থেকে নেত্রকোনা মহকুমার কাজ শুরু হয়। ব্রিটিশ আমলে এ জেলায় কৃষক বিদ্রোহ, পাগলপন্থী বিদ্রোহ, টংক আন্দোলন ও তেভাগা আন্দোলন সংঘটিত হয়। ১৯৮৪ সালের ১৭ জানুয়ারি নেত্রকোনা মহকুমাকে জেলা ঘোষণা করা হয়।

জনশ্রুতি আছে, নেত্রকোনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত মগরা নদীর বাঁক চোখের বা নেত্রের কোণের মতো বলে এই জায়গার নামকরণ হয়েছে ‘নেত্রকোনা’। কেউ কেউ এমনও মনে করেন, মগরা ও কাংশ নদী পরিবেষ্টিত এই জেলা দেখতে চোখ বা নেত্রের মতো দেখতে বলেই এমন নামকরণ।

বিলু কবীরের লেখা ‘বাংলাদেশের জেলা: নামকরণের ইতিহাস’ গ্রন্থ থেকে জানা যায়, নাটোরকোণা গ্রামটি বর্তমানে নেত্রকোনা জেলা শহরের সাত-আট কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। একসময় প্রশাসনিক কাজকর্ম নাটোরকোণা গ্রামেই চলতে থাকে। এই ‘নাটোরকোণা’ নামটিই কালের পরিক্রমায় ‘নেত্রকোনা’ উচ্চারণরূপ ধারণ করে।

বি:দ্র:- নেত্রকোনা জেলার ইতিহাস, ঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপত্যগুলো সম্পর্কে জানতে দৈনিক নেত্রবার্তা পেইজটিতে এখনি লাইক দিয়ে রাখুন।

11/10/2024

নেত্রকোনার সকল খবর সবার আগে পেতে। নেত্রকোনা জেলার ইতিহাস, ঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপত্যগুলো সম্পর্কে জানতে দৈনিক নেত্রবার্তা এখনি লাইক দিয়ে রাখুন।

আমরা সত্য প্রকাশে অবিচল

ঘুরে আসুন নেত্রকোনার নয়নাভিরাম সৌন্দর্যে মোড়ানো সাদা মাটির দেশ বিরিশিরিতেসারা বছরেই নেত্রকোনার দুর্গাপুরের সাদামাটির পাহ...
11/10/2024

ঘুরে আসুন নেত্রকোনার নয়নাভিরাম সৌন্দর্যে মোড়ানো সাদা মাটির দেশ বিরিশিরিতে

সারা বছরেই নেত্রকোনার দুর্গাপুরের সাদামাটির পাহাড়ে ঢল নামে পর্যটকদের। দেশের বিভিন্ন স্থান থেকে তারা ঘুরতে আসেন। সীমান্তবর্তী বিজয়পুরের সাদামাটির পাহাড়, কোহিনূর টিলা, নীল পানির জলরাশি, কমলাবাগান, সীমান্তের জিরো পয়েন্ট এবং সোমেশ্বরী নদীর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন তারা।

বর্তমানে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় কোনো ঝক্কি-ঝামেলা ছাড়াই পর্যটকরা সরাসরি দুর্গাপুরে চলে যেতে পারেন। পর্যটন এলাকা হিসাবে যাতায়াত আর থাকা খাওয়ার খুব ব্যবস্থা গড়ে উঠেছে এই এলাকায়।

দুর্গাপুরের বিজয়পুরে সাদামাটির পাহাড়ে কোথাও সাদা, কোথাও গোলাপি, কোথাও কালো, কোথাও বাদামি রঙের মিশ্রণ থাকায় দূর থেকে এই পাহাড় অপরূপ সুন্দর দেখায়। এখানে রয়েছে নীল পানির লেক। এই লেকের পানি খুব ঠান্ডা। বেড়াতে আসা মানুষজন তপ্ত দুপুরে লেকের পানিতে পা ডুবিয়ে শীতলতা অনুভব করেন। কেউ কেউ হাত-মুখ ধুয়ে সতেজতা ফিরে পান।

চারপাশে সবুজ সুন্দর স্নিগ্ধতা। স্রষ্টা যেন এই অঞ্চলকে নিজ হাতে নয়নাভিরাম সৌন্দর্যে সাজিয়েছেন। এখানে বাংলাদেশের পাহাড় থেকে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু পাহাড়গুলোও দেখা যায়। সব মিলে যেদিকে চোখ যায় সেদিকে শুধু সবুজের পসরা। পাহাড়-নদী-সবুজের এই মিতালি যে কাউকে বিমোহিত করবে।

তাহলে ঘুরে আসুন নেত্রকোনা দুর্গাপুরের বিরিশিরিতে নয়নাভিরাম সৌন্দর্যে মোড়ানো সাদা মাটির পাহাড়। আর আপনি যদি সাদামাটির পাহাড় ইতিমধ্যে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার অনূভুতি কমেন্টবক্সে জানাবেন।

06/10/2024

বন্যায় ভাল নেই নেত্রকোনাবাসী । ঘর বাড়ি চোখের সামনে ভেঙে যাচ্ছে। বাড়িঘর থেকে আসবাবপত্র সরিয়ে আনছে অনেকেই।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক নেত্রবার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share