06/06/2023
🟠প্রশ্ন :বর্তমানে একটাই প্রশ্ন আপনারা রিয়েল ডলার নাকি কুপন দিয়ে বুষ্ট করবেন। আমার পেইজের কি কোন সমস্যা হবে নাকি?
🟢উত্তর:-আমরা রিয়েল ডলার দিয়ে বুস্ট করি। রিয়েল ডলার দিয়ে বুস্ট করলে পেজের কোন সমস্যা হয় না।
🟠প্রশ্ন : আপনাদের পেইজে দেখলাম অনেক কম ডলারে অনেক বেশি রিচ অর রেসপন্স এসেছে আমি বুস্ট করলেও সেইম এনে দিতে পারবেন কিনা
🟢উত্তর:- স্ক্রিনশটগুলো শুধুমাত্র আমাদের কিছু ভাল কাজের উদাহরণ যে কাজগুলো আমরা রিসেন্টলি করছি এবং রিসেন্টলি কমপ্লিট হয়েছে দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রোডাক্ট আর আমরা যে স্ক্রিনশটটি দিয়েছি বা আপলোড করেছি দুইটা সেইম না সুতারং আপনারও সেম রেজাল্ট আসবেনা এর থেকে বেশি আসতে পারে অথবা কম এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টের মার্কেট ডিমান্ড এবং পোষ্টের কোয়ালিটির উপর পোস্ট যতটা Eye-Catching হবে রিচ তত বেশি এবং কাস্টমার কানেক্ট হবে| আমরা কোথাও বলছি না আপনি আমাদের থেকে পোস্ট প্রমোট নিন যে স্কিনশট গুলো দেয়া হয়েছে এইরকম সেম রেজাল্ট আপনাকে দেয়া হবে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র আপনার অ্যাডটি সুন্দরভাবে রান করে দেয়া|
🟠প্রশ্ন: সবাই বলে রিয়েল ডলার দিয়ে বুস্ট করে দিবো কিন্তু পরে দেখা যায় কুপন দিয়ে বুস্ট করে দেয়?
🟢উত্তর: আমাদের এড ম্যানেজার থেকে কত ডলারের বুষ্টিং করা হয়েছে কত ডলার ফেইসবুক কে পে করা হয়েছে এই সবকিছুর স্ক্রীনশট আপনি চাইলে দেখতে পারবেন কারণ কুপন দিয়ে বুস্ট করলে একের বেশি পোস্ট বুষ্টিং করা যায় না একটা কুপন সাধারণত 10 থেকে 25 ডলার এর হয়ে থাকে আমরা সত্তরের অধিক বাংলাদেশি পেজ নিয়ে কাজ করছি আশা করছি আমাদের অ্যাড ম্যানেজার দেখলে আমরা রিয়েল ডলারের কাজ করি কিনা বুঝে যাবেন যে কম ডলার রেট বলবে মনে করবেন সে যতই রিয়েল ডলার বলুক, সে কুপন দিয়ে বুষ্ট করে দিবে।
🟠প্রশ্ন: আপনাদের দিয়ে বুস্ট করালে আপনি কি প্রোডাক্ট সেল গ্যারান্টি দিবেন?
🟢উত্তর: প্রোডাক্ট সেল নির্ভর করে আপনার প্রডাক্ট কোয়ালিটি কন্টেন কোয়ালিটির উপর। আমরা শুধু তার গেট কাস্টমারের কাছে আপনার পণ্যের বিজ্ঞাপন টা পৌঁছে দেব। তবে এতটুকু গ্যারান্টি দিতে পারে আপনার প্রোডাক্টের মান যদি ভাল হয় তাহলে সেল ইনশাল্লাহ আমরা গ্যারান্টি দিতে পারবো।
🟠প্রশ্ন: বুস্ট করছেন কিন্তু রেসপন্স নেই
🟢উত্তর: মনে রাখবেন বুস্ট মানেই সেল নয় সেল নির্ভর করেঃ
১. পণ্যের চাহিদা
২. পণ্যের গুণমান
৩. পণ্যের দাম
৪. কন্টেন্ট+ ছবি
৫. টার্গেটিং সঠিক ভাবে
৬. ব্রান্ড ভ্যালু
৭. বাজেট নিরধারন
তাই একদিন বুস্ট করেই সেল আশা করাটা নিতান্তই বোকামি। তাহলে কি এত এত ডলার খরচের কোন দাম নেই ? জ্বি অবশ্যই আছে, আপনি প্রথম বার বুস্টের মাধ্যমে আপনার ক্লাইন্ট কারা হতে পারে এ সম্পর্কে একটা আইডিয়া পাবেন যার দ্বারা পরবর্তীতে ঐ লোকেদের কে রিটার্গেট করে কাস্টমার তৈরি করতে পারেন । তবে হ্যা আপনার যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা না থাকে সেক্ষেত্রে এই কাজগুলো নিজে নিজে করাটা বোকামি এর চরম পর্যায়, কারন শুধু ডুয়েল কারেন্সি কার্ড থাকলেই আপনি ডিজিটাল মার্কেটার হতে পারবেন না। তাই উচিত সঠিক বাজেট ও প্লান নিয়ে কাজ করা। আপনার প্রয়োজন সেল তাই সময়, টার্গেটিং ও বাজেট খুবই গুরুত্বপূর্ণ । বুস্ট করে নিন রিয়েল পেমেন্ট মেথডে, ডলার রেট যাইহোক পেজ নষ্ট হবেনা, আমরা Facebook Authorized ডলার দিয়ে বুস্ট করি
🟠প্রশ্ন: আপনারা কি সব ধরনের পেজ বুস্ট করেন?
🟢উত্তর: আমার অ্যাডাল্ট এবং বাংলাদেশ অনুমোদন নয় এমন প্রোডাক্ট এর বিজ্ঞাপন দেইনা।
🟢1 ড.লা.র = 150 টাকা (প্রতি ড.লা.র 108.81 টাকা + 15% ভ্যাট (সরকারি ভাবে) + সার্ভিস চার্জ )
🟢আমাদের সার্ভিসসমূহঃ
👉 P.o.s.t/ P.ro.d.u.c.t/ Service P.r.o.m.o.t.e
👉 P.o.s.t E.n.g.a.g.e.m.e.n.t (পোস্টের Likes, Comments, Shares বাড়ান)
👉 Messenger A.d (Potential Customers থেকে মেসেজ পাবেন)
👉 Brand Awareness
👉 Post Reach
👉 Video Views
👉 Website Traffic
🟢আমাদের প্যাকেজঃ
➡️1 থেকে 5 দিন -মিনিমাম $10 = 1500টাকা
➡️1 থেকে 10 দিন - মিনিমাম $20 = 3000টাকা
➡️ এছাড়াও আপনি নিজের মতো করে প্যাকেজ বানিয়ে নিতে পারেন
🟢আমরা দিচ্ছিঃ
➡️ পে.জ প্র.মো.ট বা পো.স্ট বু.স্টে.র সুবিধাঃ
➡️ টা.র্গে.ট কাস্টমারকে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
➡️ লোকেশন অনুসারে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
➡️ বয়স, লিঙ্গ, ক্যাটাগরি সিলেক্ট করে বি.জ্ঞা.প.ন দেখানোর সুবিধা।
➡️ অল্প সময়ে অধিক মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পৌঁছানোর সুবিধা।।
➡️ বিজ্ঞাপন শেষে বিজ্ঞাপন রিপোর্ট দেখার সুবিধা।
🟢বুস্ট করতে আপনার পেইজ লিংক টি আমাদের ইনবক্স করবেন আপনাকে একটি আইডি লিঙ্ক দেয়া হবে আইডিটি কে আপনার পেইজের এডিটর করে দিবেন এরপর পোস্টে লিঙ্ক এবং সম্পূর্ণ ডিটেইলস যেমন বয়স, লিঙ্গ, লোকেশন, বাজেট, ডিউরেশন দেয়ার পর আমরা আপনার এডটি টি রান করে দিব
🟢আমরা কোন এডভান্স পেমেন্ট নিয়ে থাকি না বু.ষ্ট বা প্র.মো.ট অ্যাক্টিভ হওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ পেমেন্ট কমপ্লিট করতে হবে অন্যথায় এডটি Pause করে দেয়া হবে আপনি পেমেন্ট কমপ্লিট করলে আমরা পুনরায় এড এক্টিভ করে দিব
🟢বু.স্ট করতে চাইলে ইনবক্স করুন অথবা কল করুন :
01991-512435