Nadim.99

Nadim.99 মহান রাব্বুল আল্লাহ তাআলা আপনি আমাকে ইহকাল এবং পরকালের ফয়সালা দান করে দেন আমিন। আপনি তো উত্তম এবং সর্বোত্তম পরিকল্পনাকারী।

30/03/2025
25/03/2025
14/03/2025

হে মহান আল্লাহ আপনি তো আমার হৃদয়ের সব কথাই জানেন। আপনি আমার হৃদয়ে শান্তি প্রশস্ত করে দিন।

11/03/2025

পাপকে মুছতে হবে, হয় দুনিয়াতে তাওবার অশ্রু দিয়ে, অথবা,আখিরাতের জাহান্নামের আগুন দিয়ে!
(ইবনুল কাইয্যুম রাঃ)

09/03/2025

টেনশনমুক্ত ও সুখে থাকার ১২ উপায়

১। মানুষের সংস্পর্শে কম যাওয়া এবং অপ্রয়োজনীয় কথা ও কাজ পরিহার করা

২। অন্যের কাছে নিজের সব কথা না বলা এবং একজনের কথা আরেকজনকে না বলা

৩। কাউকে মাত্রারিক্ত বিশ্বাস না করা

৪। মানুষ থেকে প্রত্যাশা কম করা এবং কারও উপকার করে প্রতিদান পাওয়ার আশা না করা

৫। অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের উপর নির্ভরশীল হওয়া

৬। কারও প্রতি রাগ-ক্ষোভ জমা হলে ক্ষমা করে দেওয়া এবং মানুষকে সাধ্যমতো সাহায্য করা

৭। পিছনে পিছনে কারও দুর্নাম না করা এবং ভালো কাজের প্রশংসা করা

৮। কারও ভালো কিছু অর্জনে ঈর্ষান্বিত না হয়ে খুশি হওয়া এবং সম্ভব হলে অভিবাদন জানানো

৯। অন্যের সাথে নিজের তুলনা না করা

১০। যে অবস্থায় রয়েছেন, সেই অবস্থায় শোকরিয়া আদায় করা এবং সবসময় ইতিবাচক চিন্তা করা

১১। বিপদে সবুর করা এবং বিপদে অতিরিক্ত টেনশন না করে উত্তরণের উপায় খোঁজা এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করা

১২। প্রতিদিন কিছু না কিছু নতুন বিষয় শিখে নিজেকে একটু করে হলেও সমৃদ্ধ করা।

copy post.

08/03/2025

আল্লাহর পরিকল্পনাই সর্বশেষ্ঠ পরিকল্পনা।

01/03/2025

মানুষ মৃত্যুর চেয়ে ভবিষ্যতের চিন্তা বেশি করে কিন্তু মৃত্যুই তাদের চিরন্তন ভবিষ্যৎ।

People think about future more than death but death is their eternal future.

22/02/2025

আমাদের জীবনে অনেক কিছু ঘটে যায় যা আমরা কখনো ফেরাতে পারি না।

21/02/2025

পরিস্থিতি মানুষকে সব কিছু শিখয়ে যায়।

Address

Nij Bamna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nadim.99 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share