09/07/2022
মহাভারত
(চার হাজার পৃষ্ঠার ইতিহাস)
আদিপর্ব (অনুক্রমণিকাধ্যায়)
-নারায়ণ, নরোত্তোম নর ও দেবী সরস্বতীকে নমস্কার করে জয় উচ্চারণ করবে।
কোনো সময়ে নৈমিষারণ্যে কুলপতি শৌনক বারোতম বার্ষিক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। সেখানে একদিন মহর্ষিগণ রোজকার কাজ সমাপ্ত করে সমাবেত হয়েছিলেন। ঠিক তখন, লোমহর্ষন পুত্র পুরাণকথক সৌতি (প্রকৃত নাম উগ্রশ্রবা; জাতিতে সূত হবার কারণে উপাধি সৌতি) বিনয়ের সঙ্গে সেখানে উপস্থিত হলেন। নৈমিষ অরণ্যবাসী ঋষিগণ তাকে দেখে বিষ্ময়কর সব কথা শুনতে পাওয়ার উদ্দেশ্যে চারদিক ঘিরে দাঁড়ালেন।
উগ্রশ্রবা সৌতি জোড়হাতে তাদের অভিবাদন করে তপস্যার খবর জিজ্ঞেস করলেন। বিনিময়ে ঋষিগণও অতিথিকে যথাযথ সম্মান দেখিয়ে বসার আসন দিয়ে নিজেরাও বসলেন।
ঋষিগণ তাকে জিজ্ঞেস করলেন, “এখন কোথায় থেকে আসলে আর কত জায়গায় ঘুরেছ করেছো, আমাদের সব খুলে বলো।”
উত্তরে সৌতি শান্ত ঋষিগণকে বললেন, “হে মহর্ষিগণ আমি মহাত্না জনমেজয়ের সর্পযজ্ঞে গিয়েছিলাম। সেখানে বৈশস্পায়নের মুখ থেকে কৃষ্ণদ্বৈপায়নরচিত বিচিত্র মহাভারতের কথা শুনলাম। এরপর সেখান থেকে বহু তীর্থ দেখে নানা আশ্রম ভ্রমণ করে অবশেষে সমস্তপঞ্চক তীর্থে গেলাম। যেখানে কি-না কুরু ও পান্ডব এবং উভয়পক্ষের ভুপালদিগের মধ্যে তুমুল যুদ্ধ হয়েছিল। সেখান থেকেই আপনাদের দেখার জন্য এই পবিত্র আশ্রমে এসেছি। আপনারা এখন যজ্ঞে আহুতি প্রদান করে পবিত্র মনে আসনে উপবেশন করেছেন; অনুমতি করুন, ধর্মসম্বন্ধীয় পৌরণিক কথা কি ভুপাতিদিগের ইতিবৃত্ত বা ঋষিগণের ইতিহাস, এই ব্যস্ততম সময়ে শুনতে চান?”
বিঃদ্রঃ
ক্লাব একজন মহাভারত পন্ডিত খুঁজছেন; যিনি পুরো কাজটির ভুল-ত্রুটি সংশোধন এবং সম্পাদনা করবেন! ক্লাব একজন বাংলা বানানবিদ খুঁজছেন; যিনি পুরা মহাভারতের বাংলা ভাষারীতি এবং ভুল-ত্রুটি পরিমার্জন করবেন!