GP NEWS.TV

GP NEWS.TV grampost tv our village more report and valu farmar report

12/12/2022
12/12/2022

নানা অনিয়মের মধ্য দিয়ে নীলফামারী সদর উপজেলার দুহুলী দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের একটি পদে লোক দেখানো পরীক্ষা নিয়ে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেছেন ডিজি প্রতিনিধি সহ নিয়োগ কমিটির সদস্যরা। আজ সোমবার সকাল সাড়ে দশ টায় নীলফামারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কম্পিউটার ল্যাব অপারেটর পদের বিপরীতে ৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।আগে থেকেই ২ নং পরীক্ষার্থী সুইট রায়কে নির্বাচিত করে।পরীক্ষা চলাকালীন প্রবেশ পত্রে পরীক্ষার্থীদের ছবি অনুপস্থিতসহ ল্যাবে ব্যাবহারিক পরীক্ষা না নিয়ে শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমেই ২ নং পরীক্ষার্থী সুইট রায়কে প্রথম করে শেষ করেন ডিজি প্রতিনিধি নীলফামারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি আসরাফী। আগে থেকেই কমিটির নির্ধারিত ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে বলে অভিযোগ করেন পরীক্ষার্থীরা। সেইসাথে একটি মাত্র পদে প্রায় ১৩ লক্ষ টাকা বানিজ্য হয়েছে বলে ও জানান তারা। তবে অনিয়মের বিষয়ে কোন সৎ উত্তর দিতে পারেনি দুহুলী দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন ও সভাপতি আব্দুল গফুর। নিয়োগ বিধির তোয়াক্কা না করেই পরীক্ষা সম্পন্ন করেছেন তারা। তাই এ নিয়োগ পরীক্ষাকে বাতিলের দাবী পরীক্ষার্থীদের।

29/11/2022
29/11/2022

নীলফামারী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে এসএসসি তে শতভাগ পাশে পুরো ক্যাম্পাস ঘিরে উল্লাস।
---------------------------
এসএসসি সমমান পরীক্ষায় শতভাগ পাশ করায় আনন্দ উল্লাসে ভড়ে উঠেছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের পুরো ক্যাম্পস। আজ সোমবার দুপুরে ফল প্রকাশের পর থেকেই প্রতিষ্টানটির চত্ত¡রে উস্বাসে মাতেন শিক্ষক,শিক্ষার্থী সহ অবিভাবকরা। শতভাগ পাশ করায় সকলকে অভিনন্দন জানান অধ্যক্ষ লেঃকর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিএস সি। এসময় কলেজের উপাধ্যক্ষবৃন্দ সহ বাংলা ও ইংলিশ ভার্সনের শিক্ষক, ছাত্র/ছাত্রী ও অবিভাবকগণ উপস্থিত ছিলেন। এবছর প্রতিষ্ঠানটির বাংলা ও ইংলিশ ভার্সন মিলে এসএসসি পরীক্ষার্থী ছিলো ২৬৫ জন। দুই ভার্সন মিলে “এ প্লাস” পেয়েছে ২৩১ জন। “এ” পেয়েছে ৩৪ জন।

21/11/2022

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের ভূ সম্পত্তি উদ্ধার, দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরিতে পূর্ণবহাল ও সংবাদকর্মীদের নিরাপত্তার দাবীতে মানববন্ধন হয়েছে।

Address

Okiler Mor Nilphamari
Nilphamari
5300

Telephone

+8801713937066

Alerts

Be the first to know and let us send you an email when GP NEWS.TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GP NEWS.TV:

Share

Category