Ashik

Ashik PROFESONAL DIGITAL MARKETAR

22/07/2025

গরিব কেন সারাজীবন গরিব থাকে?

আয় সাধারণত তিন ধরনের হয়:
১. একটিভ ইনকাম
২. প্যাসিভ ইনকাম
৩. পোর্টফোলিও ইনকাম

১. একটিভ ইনকাম: একটিভ ইনকাম মানে হচ্ছে এমন আয় যা আপনি সরাসরি পরিশ্রম এবং সময় দিয়ে উপার্জন করেন। যেমন: চাকরি, ব্যবসা অথবা এমন কোনো কাজ যা আপনি যতটুকু সময় দেবেন, ততটুকু আয় করবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি দোকান চালান, তবে আপনি যতক্ষণ দোকান চালাবেন, ততক্ষণ আয় হবে। কিন্তু যদি আপনি দোকানে না যান, তাহলে আয় হবে না।

এই ধরনের আয় বেশিরভাগ মানুষের কাছে সহজ এবং দ্রুত মনে হয়। এটি সাধারণত সবার কাছে পরিচিত একটি মাধ্যম, এবং বেশিরভাগ মানুষ একটিভ ইনকামের দিকে ছুটে চলে। উদাহরণস্বরূপ, চাকরি করে মাস শেষে বেতন নেওয়া, কিংবা ছোটখাটো ব্যবসা করা। কিন্তু এই ধরনের আয় হয় সীমিত, কারণ আপনি যতটুকু পরিশ্রম করবেন, ততটুকু আয় হবে। আর একজন মানুষ প্রতিদিন সর্বোচ্চ ১০-১২ ঘণ্টা পরিশ্রম করতে পারে, এর বেশি নয়।

যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অভিনেতা হোন না কেন, একটিভ ইনকামে আপনি এক সময় আপনি সেই সীমার মধ্যে আটকে পড়বেন। তাই, একটিভ ইনকাম দীর্ঘমেয়াদী ধন-সম্পদ গড়ার জন্য যথেষ্ট নয়।

২. প্যাসিভ ইনকাম: প্যাসিভ ইনকাম হচ্ছে এমন আয় যা আপনি কাজ না করেও উপার্জন করতে পারেন। অর্থাৎ, আপনি ঘুমাচ্ছেন, বা অন্য কোনো কাজ করছেন, তবুও আপনার আয় চলতে থাকে। যারা প্যাসিভ ইনকাম তৈরি করেন, তারা অনেক সময় ধনী হয়ে ওঠেন। কারণ, প্যাসিভ ইনকামের একটা বড় সুবিধা হলো, এটি সময়ের সাথে বৃদ্ধি পায় এবং কখনো থেমে যায় না।

উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি একটি বাড়ি ভাড়া দেন, তবে আপনি প্রতি মাসে ভাড়া পাবেন, আর আপনাকে বাড়ির দিকে কোনো বিশেষ মনোযোগ দিতে হবে না। এছাড়া বই লেখা, ইউটিউব চ্যানেল চালানো, ওয়েবসাইট তৈরি করে আয় করা, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকে আয়, আপনি যদি বিশেষ কোনো কাজে দক্ষ হন সে বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কোর্স তৈরি, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ (Cost Per Action) এই সবই প্যাসিভ ইনকামের উদাহরণ।

প্যাসিভ ইনকাম শুরু করা সহজ নয়, কারণ এর জন্য প্রথমে কিছু সময় এবং পরিশ্রম দিতে হয়। আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করেন, তবে প্রথম কয়েক মাস হয়তো আপনি আয় পাবেন না, কিন্তু একসময় যখন আপনার ভিডিওগুলো জনপ্রিয় হবে, তখন আয় আসতে থাকবে। অনেক সময়, এই ধরনের ইনকাম শুরু করতে কিছু পুঁজি এবং পরিকল্পনা প্রয়োজন।

এ কারণে অধিকাংশ মানুষ প্যাসিভ ইনকাম এর প্রতি আগ্রহী নয়, এবং তারা একটিভ ইনকামে আটকে থাকে। তবে যাদের প্যাসিভ ইনকাম থাকে, তারা কখনো অর্থ কষ্টে পড়েন না, কারণ তাদের আয় কখনো বন্ধ হয় না। তাই, যদি আপনি জীবনে সফল হতে চান, তবে একটিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করুন।

৩. পোর্টফোলিও ইনকাম: পোর্টফোলিও ইনকাম হলো সেই আয় যা মূলত ইনভেস্টমেন্টের মাধ্যমে আসে। যাদের টাকা আছে, তারা যদি সেই টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে আয় করেন, তখন সেখান থেকে বড় অংকের আয় আসে। এই ধরনের ইনকামের জন্য তাদেরকে কঠোর পরিশ্রম করতে হয় না।

উদাহরণস্বরূপ, আপনি শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এছাড়া, আপনি যদি কোনো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন, তবে সেই ব্যবসা থেকে আয় পাবেন, যদিও আপনার কোনও সরাসরি অংশগ্রহণের প্রয়োজন নেই।

ধনী মানুষ সাধারণত এই ধরনের ইনভেস্টমেন্টে অর্থ রাখেন। কারণ, ব্যাংকে টাকা রাখলে, আসল অর্থের মূল্য দিন দিন কমে যায়। অর্থাৎ, সময়ের সাথে সাথে আপনার টাকা ক্ষয় হতে থাকে। তবে, যদি আপনি সেই টাকা স্টক মার্কেট, রিয়েল এস্টেট, ক্রিপটো (Crypto) মার্কেট, মিউচুয়াল ফান্ডে বা কোনো ভালো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন, তবে আপনার টাকা বৃদ্ধি পাবে এবং আপনি ধনী হতে পারবেন।

যারা পোর্টফোলিও ইনকামে আগ্রহী নয়, তারা হয়তো জানেন না যে বিনিয়োগের মাধ্যমে কীভাবে সম্পদ হাজার গুণ বৃদ্ধি করা যায়।

২০-৮০ সিস্টেমে আটকে যাচ্ছেন না তো?

আপনার যদি প্যাসিভ ইনকাম কিংবা পোর্টফোলিও ইনকামের প্রতি আগ্রহ না থাকে, তাহলে আপনি হয়তো ২০-৮০ সিস্টেমে আটকে যাবেন। এই সিস্টেম অনুযায়ী, ২০% মানুষ সবসময় ধনী হয় এবং ৮০% মানুষ সারাজীবন গরীব থাকে। এই ২০% মানুষ পৃথিবীর মোট সম্পদের সিংহভাগ অংশের মালিক হয়।

এই কারণে, আপনি যে প্রফেশনেই থাকেন না কেন, চেষ্টা করুন প্যাসিভ ইনকাম শুরু করতে। আপনি যদি শুধুমাত্র একটিভ ইনকামে আটকে থাকেন, তবে আপনার আয় একসময় সীমাবদ্ধ হয়ে যাবে। আর প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম না থাকলে, আপনি সেই ৮০% মানুষের মধ্যে পড়ে যাবেন, যারা সারাজীবন অর্থ কষ্টে ভুগবে।

তাই, আজ থেকেই আপনার আয় বাড়ানোর পরিকল্পনা করুন এবং একটিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম তৈরি করুন। এতে আপনার ভবিষ্যত সুরক্ষিত হবে এবং আপনি ধনী হতে পারবেন। জীবনে সফল হতে এবং ধনী হতে হলে, একটিভ ইনকাম ছাড়াও প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকামের প্রতি মনোযোগ দিন।
🔖

, কেউ যদি দেখে থাাকেন তাহলে নিচে দেওয়া মোবাইল  নামবারে একটু যোগাযোগ করবেন..... 01792961340
02/07/2025

,
কেউ যদি দেখে থাাকেন তাহলে নিচে দেওয়া মোবাইল নামবারে একটু
যোগাযোগ করবেন.....
01792961340

আজ রাত ১১টায় লাইভ সাপোর্ট সেশন Out of Marketplace থেকে কিভাবে কাজ পাওয়া যায় তা নিয়ে। 🪑 আসন সংখ্যা: মাত্র ১০০০ জনযারা মার...
27/06/2025

আজ রাত ১১টায় লাইভ সাপোর্ট সেশন Out of Marketplace থেকে কিভাবে কাজ পাওয়া যায় তা নিয়ে।
🪑 আসন সংখ্যা: মাত্র ১০০০ জন
যারা মার্কেটপ্লেস ছাড়াও সরাসরি ক্লায়েন্ট পেতে চান – এই ক্লাস শুধু তাদের জন্য!
🖥️ ক্লাসে জয়েন করার নিয়ম:
ভিজিট করুন: www.edufutureit.com--লগইন করুন--“সাপোর্ট” এ ক্লিক করুন--সাপোর্ট পোস্ট” এ যান---Join Live Support” বাটনে ক্লিক করলেই ক্লাসে চলে আসবেন
⏰ সিট সীমিত, তাই নির্দিষ্ট সময়েই জয়েন করুন!

18/06/2025

টাকা ছাড়া জীবন ভয়ংকর অসুন্দর।
শুধু টাকার কাছে হেরে যায় সকালের ঘুম, বিকালের মাঠে খেলা, প্রিয় মানুষের বিয়ে, বন্ধুত্বের আবদার, মা,,,,বাবা ও
নিজের শখ-আহ্লাদ।
ভালো থাকার স্বপ্ন।
টাকা জীবন নয়। তবে টাকা ছাড়া
একটা জীবন ভয়ংকর অসুন্দর,
অপ্রাপ্তির, অসহায়ত্বের
দীর্ঘশ্বাস লুকিয়ে বেঁচে থাকার....

এই পৃথিবীতে সবচেয়ে অসম্ভব এবং কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা...?বর্তমানে মানুষ চেনা আর তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করা সমান কথা।কে...
20/05/2025

এই পৃথিবীতে সবচেয়ে অসম্ভব এবং কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা...?

বর্তমানে মানুষ চেনা আর তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করা সমান কথা।

কেউ যদি বলতে পারে সে কোনো মানুষকে সঠিকভাবে চিনতে পেরেছে,,।
সে মানুষ চিনতে ভুল করেনি,
সে প্রতারিত হয়নি, সে ঠকেনি,
তাহলে সে শুধু মানুষ চিনেনি,। আমার মতে সে তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করেছে।
কারন বর্তমানে মানুষ এতো গুছিয়ে মিথ্যা কথা বলে, মিথ্যা অভিনয় করে যে আপনি গোলক ধাঁধায় পড়ে যাবেন আসলে মানুষটা সত্যিই এরকম নাকি অভিনয়ের মুখোশ পরে আছে।
মানুষ এখন অভিনয়ের দিক থেকে এতটাই দক্ষ হয়ে উঠেছে যে , তাদের নিখুঁত অভিনয় দ্বারা প্রতিনিয়ত কিছু সহজ-সরল নিষ্পাপ মানুষকে নিরবে ধ্বংস করে দিচ্ছে।
বেইমান এবং খারাপ, মুখোশধারী অমানুষগুলো খুব মায়াবী এবং অত্যান্ত চালাক প্রকৃতির হয়।
এবং খুব কম সময়ের মধ্যেই তাঁরা মানুষকে তাঁদের ফাঁদে ফেলে বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়।
"জীবনে কাকে বিশ্বাস করবেন বলেন"
এখনতো মানুষ কেঁদে কেঁদেও মিথ্যা কথা বলে , কছম করেও মিথ্যা কথা বলে।
এরকম মুখোশধারী অমানুষদের মিথ্যাচারের জন্য আমরা অনেক সময় সঠিক মানুষদেরও বিশ্বাস করতে ভয় পাই। আমরা ভাবি যদি আবার ছলনার স্বীকার হই।
কিন্তু একটা কথা অবশ্যই ঠিক,এবং এই কথাটা মানতেই হবে যে পৃথিবীতে সবাই খারাপ নয়।
এখনো কিছু ভালো, সৎ, এবং নিষ্ঠাবান মানুষ আছে , কারণ ভালো খারাপ মিলিয়েই দুনিয়া।
"বিশ্বাস করুন,তবে মানুষকে -,,
কোনো অমানুষকে নয়"....😌🌸

যখন নিজেকে খুব একা লাগে তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি,,,,
16/05/2025

যখন নিজেকে খুব একা লাগে তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি,,,,

আগামী ৫০ বছরের মধ্যে ভা'রত,,পা'কিস্তানের সাথে আর যু'দ্ধের কথা মুখে আনবে না দুই রাতে ভা'রতের যে অবস্থা করে দিয়েছে পা'কিস্...
11/05/2025

আগামী ৫০ বছরের মধ্যে ভা'রত,,পা'কিস্তানের সাথে আর যু'দ্ধের কথা মুখে আনবে না দুই রাতে ভা'রতের যে অবস্থা করে দিয়েছে পা'কিস্তান। নি'র্লজ্জ আ'ত্মসমর্পণ ভা'রতের, ট্রা'ম্পের পা ধরে মধ্যস্থতার জন্য কান্না।
ভা'রতের ক্ষতির পরিমান মোট ১৩ টি যু'দ্ধ বিমান হারিয়েছে, ভা'রতীয় সেনা ও বায়ু সেনা সহকারে আ'টক ১০০+, ভা'রতীয় সেনা মৃ'ত্যুর সংখ্যা সেঞ্চুরি প্লাস, ড্রোন হারিয়েছে ২০০+, কাশ্মীরের ৮০ কিলোমিটার দখল পা'কিস্তানের, পা'কিস্তানের পাল্টা হা'মলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের সমান, উপর দিয়ে ভা'রতের রিজার্ভ ব্যাংকিং সেক্টর দসে ২৫০ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ লস।
দাদারা এবার বুঝলেন ঈমানদার মৃ'ত্যুকে ভয় করে না আলহামদুলিল্লাহ, পাকিস্তান জিন্দাবাদ,,✊

পাকিস্তানের মুসলমান নারী পাইলট আয়েশা ভারতের শক্তিশালী যুদ্ধবিমান ভূপাতিত করে প্রসংশায় ভাসে,,। আর বাংলাদেশের মুসলমান বেশ্...
08/05/2025

পাকিস্তানের মুসলমান নারী পাইলট আয়েশা ভারতের শক্তিশালী যুদ্ধবিমান ভূপাতিত করে প্রসংশায় ভাসে,,।
আর বাংলাদেশের মুসলমান বেশ্যারা দেহ ব্যবসার সরকারি লাইসেন্স চায়।

পাকিস্তানের বিশ্ববিদ্যালয় গুলো থেকে পডালেখা করে পরমাণু বিজ্ঞানী বের হয়,
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গুলো থেকে মাদক সেবনকারী , যৌন স্বাধীনতা , কাপড়ের স্বাধীনতার নামে ন/টি বের হয়,,,তারা আবার আবরার ফাহাদের মতো দেশ প্রেমিক কে লাশ করে দেয়।

29/04/2025

চাচা ভাতিজার কাছে খবর শুনে অবাক,,

নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে ভরটপাড়া এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ,ওই ...
24/04/2025

নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে ভরটপাড়া এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ,ওই যুবক হলেন ভরটপাড়া এলাকার শাহজালালের ছেলে সোহাগ ইসলাম,,,

"জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা সাফল্য না পাওয়া নয়, বরং ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া।কারণ, পথচলার সঙ্গী যদি ঠিক না ...
16/04/2025

"জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা সাফল্য না পাওয়া নয়, বরং ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া।
কারণ, পথচলার সঙ্গী যদি ঠিক না হয়—তাহলে সবচেয়ে সুন্দর পথও কাঁটাময় মনে হয়।"

তুমি যত বড় স্বপ্নই দেখো, যতদূরই এগিয়ে যাও—যদি পাশে এমন কেউ না থাকে যে তোমার হৃদয়ের ভাষা বোঝে, তাহলে সেই পথটা ক্লান্তিকর হয়ে পড়ে।
সঠিক জীবনসঙ্গী মানে শুধুই প্রেম নয়—তা হচ্ছে মানসিক প্রশান্তি, নিঃশর্ত ভরসা, এবং এক আশ্রয়ের নাম।

ভুল মানুষ জীবনে এলে সময় নষ্ট হয়, আর সঠিক মানুষ এলে জীবনটাই বদলে যায়।

Address

Nilphamari
Nilphamari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share