Ashik

Ashik PROFESONAL DIGITAL MARKETAR

এই পৃথিবীতে সবচেয়ে অসম্ভব এবং কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা...?বর্তমানে মানুষ চেনা আর তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করা সমান কথা।কে...
20/05/2025

এই পৃথিবীতে সবচেয়ে অসম্ভব এবং কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা...?

বর্তমানে মানুষ চেনা আর তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করা সমান কথা।

কেউ যদি বলতে পারে সে কোনো মানুষকে সঠিকভাবে চিনতে পেরেছে,,।
সে মানুষ চিনতে ভুল করেনি,
সে প্রতারিত হয়নি, সে ঠকেনি,
তাহলে সে শুধু মানুষ চিনেনি,। আমার মতে সে তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করেছে।
কারন বর্তমানে মানুষ এতো গুছিয়ে মিথ্যা কথা বলে, মিথ্যা অভিনয় করে যে আপনি গোলক ধাঁধায় পড়ে যাবেন আসলে মানুষটা সত্যিই এরকম নাকি অভিনয়ের মুখোশ পরে আছে।
মানুষ এখন অভিনয়ের দিক থেকে এতটাই দক্ষ হয়ে উঠেছে যে , তাদের নিখুঁত অভিনয় দ্বারা প্রতিনিয়ত কিছু সহজ-সরল নিষ্পাপ মানুষকে নিরবে ধ্বংস করে দিচ্ছে।
বেইমান এবং খারাপ, মুখোশধারী অমানুষগুলো খুব মায়াবী এবং অত্যান্ত চালাক প্রকৃতির হয়।
এবং খুব কম সময়ের মধ্যেই তাঁরা মানুষকে তাঁদের ফাঁদে ফেলে বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়।
"জীবনে কাকে বিশ্বাস করবেন বলেন"
এখনতো মানুষ কেঁদে কেঁদেও মিথ্যা কথা বলে , কছম করেও মিথ্যা কথা বলে।
এরকম মুখোশধারী অমানুষদের মিথ্যাচারের জন্য আমরা অনেক সময় সঠিক মানুষদেরও বিশ্বাস করতে ভয় পাই। আমরা ভাবি যদি আবার ছলনার স্বীকার হই।
কিন্তু একটা কথা অবশ্যই ঠিক,এবং এই কথাটা মানতেই হবে যে পৃথিবীতে সবাই খারাপ নয়।
এখনো কিছু ভালো, সৎ, এবং নিষ্ঠাবান মানুষ আছে , কারণ ভালো খারাপ মিলিয়েই দুনিয়া।
"বিশ্বাস করুন,তবে মানুষকে -,,
কোনো অমানুষকে নয়"....😌🌸

যখন নিজেকে খুব একা লাগে তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি,,,,
16/05/2025

যখন নিজেকে খুব একা লাগে তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি,,,,

আগামী ৫০ বছরের মধ্যে ভা'রত,,পা'কিস্তানের সাথে আর যু'দ্ধের কথা মুখে আনবে না দুই রাতে ভা'রতের যে অবস্থা করে দিয়েছে পা'কিস্...
11/05/2025

আগামী ৫০ বছরের মধ্যে ভা'রত,,পা'কিস্তানের সাথে আর যু'দ্ধের কথা মুখে আনবে না দুই রাতে ভা'রতের যে অবস্থা করে দিয়েছে পা'কিস্তান। নি'র্লজ্জ আ'ত্মসমর্পণ ভা'রতের, ট্রা'ম্পের পা ধরে মধ্যস্থতার জন্য কান্না।
ভা'রতের ক্ষতির পরিমান মোট ১৩ টি যু'দ্ধ বিমান হারিয়েছে, ভা'রতীয় সেনা ও বায়ু সেনা সহকারে আ'টক ১০০+, ভা'রতীয় সেনা মৃ'ত্যুর সংখ্যা সেঞ্চুরি প্লাস, ড্রোন হারিয়েছে ২০০+, কাশ্মীরের ৮০ কিলোমিটার দখল পা'কিস্তানের, পা'কিস্তানের পাল্টা হা'মলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের সমান, উপর দিয়ে ভা'রতের রিজার্ভ ব্যাংকিং সেক্টর দসে ২৫০ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ লস।
দাদারা এবার বুঝলেন ঈমানদার মৃ'ত্যুকে ভয় করে না আলহামদুলিল্লাহ, পাকিস্তান জিন্দাবাদ,,✊

পাকিস্তানের মুসলমান নারী পাইলট আয়েশা ভারতের শক্তিশালী যুদ্ধবিমান ভূপাতিত করে প্রসংশায় ভাসে,,। আর বাংলাদেশের মুসলমান বেশ্...
08/05/2025

পাকিস্তানের মুসলমান নারী পাইলট আয়েশা ভারতের শক্তিশালী যুদ্ধবিমান ভূপাতিত করে প্রসংশায় ভাসে,,।
আর বাংলাদেশের মুসলমান বেশ্যারা দেহ ব্যবসার সরকারি লাইসেন্স চায়।

পাকিস্তানের বিশ্ববিদ্যালয় গুলো থেকে পডালেখা করে পরমাণু বিজ্ঞানী বের হয়,
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গুলো থেকে মাদক সেবনকারী , যৌন স্বাধীনতা , কাপড়ের স্বাধীনতার নামে ন/টি বের হয়,,,তারা আবার আবরার ফাহাদের মতো দেশ প্রেমিক কে লাশ করে দেয়।

29/04/2025

চাচা ভাতিজার কাছে খবর শুনে অবাক,,

নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে ভরটপাড়া এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ,ওই ...
24/04/2025

নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে ভরটপাড়া এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ,ওই যুবক হলেন ভরটপাড়া এলাকার শাহজালালের ছেলে সোহাগ ইসলাম,,,

"জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা সাফল্য না পাওয়া নয়, বরং ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া।কারণ, পথচলার সঙ্গী যদি ঠিক না ...
16/04/2025

"জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা সাফল্য না পাওয়া নয়, বরং ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া।
কারণ, পথচলার সঙ্গী যদি ঠিক না হয়—তাহলে সবচেয়ে সুন্দর পথও কাঁটাময় মনে হয়।"

তুমি যত বড় স্বপ্নই দেখো, যতদূরই এগিয়ে যাও—যদি পাশে এমন কেউ না থাকে যে তোমার হৃদয়ের ভাষা বোঝে, তাহলে সেই পথটা ক্লান্তিকর হয়ে পড়ে।
সঠিক জীবনসঙ্গী মানে শুধুই প্রেম নয়—তা হচ্ছে মানসিক প্রশান্তি, নিঃশর্ত ভরসা, এবং এক আশ্রয়ের নাম।

ভুল মানুষ জীবনে এলে সময় নষ্ট হয়, আর সঠিক মানুষ এলে জীবনটাই বদলে যায়।

এইমাত্র নওগাঁ জেলার সাপাহার উপজেলার  মিরাপাড়া দিঘিরহাটের নিকট চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘ...
31/03/2025

এইমাত্র নওগাঁ জেলার সাপাহার উপজেলার মিরাপাড়া দিঘিরহাটের নিকট চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই হরিপুর গ্রামের ,ইব্রাহিম হোসেনের ছেলে শাহিন নিহত হয়েছে। তার অপর দুই বন্ধুর অবস্থা আশংকাজনক। আপনার সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশ প্রশাসনের নির্দেশনা মেনে চলুন। ঈদের দিনে এধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা এড়াতে আপনার উঠতি বয়সের সন্তানের হাতে মোটরসাইকেল এর চাবি তুলে দিবেন না।

জীবনটা রেস নয়, জার্নি!লেখক লিও তলস্তয় সাইকেল চালানো শিখেছিলেন ৬৭ বছর বয়সে।শিল্পী পাবলো পিকাসো বিয়ে করেছিলেন ৭৬ বছর বয়সে।...
15/02/2025

জীবনটা রেস নয়, জার্নি!
লেখক লিও তলস্তয় সাইকেল চালানো শিখেছিলেন ৬৭ বছর বয়সে।

শিল্পী পাবলো পিকাসো বিয়ে করেছিলেন ৭৬ বছর বয়সে।

সবচেয়ে বেশি বয়সে নোবেল পাওয়া মানুষটির নাম লিওনিদ হুরউইজ, তিনি বেশি না মাত্র ৯০ বছর বয়সে নোবেল প্রাইজ পেয়েছেন।

সবচেয়ে বেশি বয়সে অস্কার পুরস্কার পেয়েছেন ইমানুয়েল রিভা, মাত্র ৮৫ বছর বয়সে!

একটা নির্দিষ্ট বয়সের পরেই আমরা ও আমাদের ছেলেমেয়েদের বলতে থাকি - আমাকে দিয়ে কিচ্ছু হবেনা।

এভারেস্টে উঠবো কীভাবে? বয়স আছে?
তাদের বলি - সবচেয়ে বেশি বয়সী যে মানুষটি এভারেস্টে উঠেছেন তাঁর নাম ইউকিরো মুইরা, তার বয়স ছিল মাত্র ৮১ বছর!

সবচেয়ে বেশি বয়সে সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন ডরিস লেসিং, মাত্র ৮৮ বছর বয়সে!

একবার না পারলে হাল ছেড়ে দিয়ে, দড়ি দিয়ে ঝুলে পড়ার দরকার নেই। দড়ি দিয়ে ঝুলে পড়ার আগে আমাদের আফসোস হওয়া উচিত - কি কি করিনি?

কোথায় কোথায় কোথায় যাইনি ?

স্নো ফল দেখেছি কি?

আইফেল টাওয়ার দেখেছি কি?

সমুদ্রের সামনে দাঁড়িয়ে সূর্যোদয় দেখেছি কি?

হাল ছেড়ে দিলে হবে না। জীবনটা এ প্লাস, বি প্লাসের না। কারণ সফলতার মার্কশিট বলে কিছু নেই। যদি থাকতো তাহলে ড্রপ আউট স্টুডেন্ট বিল গেটস বিশ্বের সবচেয়ে ধনী হতেন না, মার্ক জুকারবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ইস্তফা দেওয়ার দশ বছর পর অনারারি ডক্টরেট পেতেন না অথবা মৃত্যুর পর ভ্যানগঘ পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ শিল্পী হতেন না।

জীবনের বেঁচে থাকার দিনগুলোতে সবচেয়ে আনন্দের হয়- সবচেয়ে পরিশ্রম করার দিনগুলি, বারবার হেরে যাওয়ার দিনগুলি। প্রাইমারীর বৃত্তি পরীক্ষায় সময় স্বল্পতার মধ্যেও একটা সরল অঙ্ক ৬ বার করেও মেলাতে পারিনি ! তারপরেও বৃত্তি কিন্তু ঠিকই পেয়েছিলাম! কতদিন গেছে একটা ভালো লেখা লিখতে না পারার দুঃখে পুরো ডায়েরি কুচি কুচি করে ছিঁড়ে নতুন ডায়েরি নিয়ে বসতে হয়েছে!
অথচ এখন কিছু লিখলেই শত শত লাইক কমেন্ট পড়ে। বন্ধুদের অনুষ্ঠানে গেলে অনেকেই আমার লেখার প্রশংসা করে!

আসলে জীবনটা রেস নয়, জীবনটা জার্নি! জীবনের সবচেয়ে আনন্দ থাকে জীবনে হাল ছেড়ে না দেওয়ায়। আর যাইই হোক - জীবনের শেষদিন পর্যন্ত লেগে থাকার মজাটা কিন্তু আলাদা!

-★বয়স হয়ে গেছে, এবার বিয়ে করতেই হবে—এই ভাবনা থেকে হুট করে সিদ্ধান্ত নেবেন না। চাপের মধ্যে পড়ে আপনি যা খুশি তা করতে পারেন...
15/02/2025

-★
বয়স হয়ে গেছে, এবার বিয়ে করতেই হবে—এই ভাবনা থেকে হুট করে সিদ্ধান্ত নেবেন না। চাপের মধ্যে পড়ে আপনি যা খুশি তা করতে পারেন, কিন্তু বিয়ের মত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যায়েন না। ভালো করে চিন্তা করুন, ভালো করে ভাবুন।
-
যাকে বিয়ে করতে যাচ্ছেন, তার সম্পর্কে ভালোভাবে খোঁজ-খবর নিন। মন দিয়ে দেখুন, তার সঙ্গে আপনার জীবনটা মিলে কি না। কী কী মিল খুঁজে পাবেন, কী কী অমিল আছে—সবকিছু ভেবে দেখুন। আর সবচেয়ে বড় কথা, মন থেকে কি তাকে পছন্দ করেছেন? আপনি কি মনে মনে খুশি? যদি না হয়ে থাকে, তবে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করবেন না। চাপে পড়ে সিদ্ধান্ত স্থির কইরেন না।
-
বিয়ে কোনো ছেলেখেলা নয়। এটা কোনো ফ্যাশন বা জামা-কাপড়ের মতো না যে, আজকে বিয়েটা করলেন, কালকে মনের খেয়ালে চেঞ্জ করে ফেললেন। জীবনসঙ্গী জীবনের অঙ্গ হয়ে থাকে, তাকে চাইলেও পরিবর্তন করতে পারবেন না। সে যখন আপনার জীবনে আসবে, তখন তাকে জীবনের সাথে জড়িয়ে নিতে হবে। কিন্তু মানুষটা যদি হয় ভুল, তাহলে আপনার অঙ্গের সাথে জড়ানো মানুষটার কারণে আপনার জীবন কেমন হতে পারে, ভাবুন।
-
যাকে আপনি বিয়ে করছেন, তার উপরই তো নির্ভর করবে আপনার পুরো ভবিষ্যৎ। কেমন হবে আপনার সংসার, কেমন হবে আপনার বাচ্চাকাচ্চা, আপনার পরিবারে কীভাবে দ্বীনি পরিবেশ তৈরি হবে— এই সব প্রশ্নের উত্তর একমাত্র আপনার জীবনসঙ্গীই দেবে।
-
তাহলে, বয়স হয়ে গেছে, এই ভেবে চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। সময় নিন, মন দিয়ে ভাবুন, খোজখবর নিন, ভালোভাবে মিলিয়ে দেখুন।
তারপর সিদ্ধান্ত নিন।

বাস্তবতা এমন এক বিদ্যালয়, যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে। এখানে পাঠ্যপুস্তক নেই, নে...
11/02/2025

বাস্তবতা এমন এক বিদ্যালয়, যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে। এখানে পাঠ্যপুস্তক নেই, নেই কোনো নির্ধারিত সিলেবাস। তবুও প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি নতুন পাঠ হয়ে আসে।

জীবনের এই বিদ্যালয়ে আমরা শিখি ব্যর্থতা কীভাবে সফলতার পথে ধাপ তৈরি করে। শিখি কষ্টের ভেতর লুকিয়ে থাকা আত্মশক্তিকে জাগ্রত করতে। জীবনের প্রতিটি ঘটনা আমাদের শিক্ষা দেয়—কখনো কঠিন পরিশ্রমের গুরুত্ব, কখনো সম্পর্কের মূল্য।

এই বিদ্যালয়ে ‘সময়’ হলো প্রধান শিক্ষক। সময় আমাদের শেখায় ধৈর্য ধরতে, ভুল থেকে শিখতে এবং এগিয়ে যেতে। এখানে প্রতিটি ভুল আমাদের জন্য একটি নতুন অধ্যায়, প্রতিটি ব্যর্থতা একটি নতুন শুরু। বাস্তবতার এই পাঠশালায় কোনো ব্যক্তি আমাদের হাতে ধরে শেখায় না, বরং পরিস্থিতি, অভিজ্ঞতা আর আমাদের নিজস্ব সিদ্ধান্তই আমাদের শিক্ষা দেয়।

বাস্তবতা শিখিয়ে দেয়—জীবন হলো একটি অমসৃণ পথ। এখানে আনন্দ আর বেদনার মিশ্রণেই আমাদের চলতে হয়। যারা এই শিক্ষাকে গ্রহণ করতে পারে, তারা নিজেরাই জীবনের পথে আলোকিত হতে শেখে।

তাই বাস্তবতাকে ভয় পাওয়ার কিছু নেই। এটি আমাদের প্রকৃত বন্ধু, যে আমাদের ভেঙে দিয়ে গড়ে তোলে। আমাদের জীবনের লক্ষ্য, স্বপ্ন আর সাফল্যের দিকে ধাবিত করতে বাস্তবতা প্রতিনিয়ত আমাদের পথ দেখায়।

এ কারণেই বাস্তবতা হলো এমন একটি বিদ্যালয়, যা আমাদের শক্তি, সহনশীলতা আর প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা দেয়। জীবনকে আরও ভালোভাবে বুঝতে, নিজের ভেতরের সম্ভাবনাকে জাগাতে, আর প্রতিকূলতাকে জয় করতে, বাস্তবতার এই বিদ্যালয় আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ।

©

১০ টাকা কেজি দরে আলু বিক্রি করে,১৮০ টাকা কেজি দরে সয়াবিন তেল ক্রয় করা কৃষক, তোমার আজ এ পরিনতির জন্য কে দায়ী? নিজের প্রয়ো...
28/01/2025

১০ টাকা কেজি দরে আলু বিক্রি করে,
১৮০ টাকা কেজি দরে সয়াবিন তেল ক্রয় করা কৃষক, তোমার আজ এ পরিনতির জন্য কে দায়ী?

নিজের প্রয়োজন নিজে মেটাও,
৫ বিঘা জমি থাকলে ৫শতকে সরিষা চাষ করো,
ফার্মের মুরগী খাওয়া ছেড়ে দাও, মাঠের ২ শতক জমি উন্মুক্ত ভাবে ছাগল আর মুরগী চাষের জন্য রেখে দাও।
ভূগর্ভস্থ আয়রণ পানি তোলার জন্য মোটা দামের বিদ্যুৎ খরচ না করে, পাশে একটি ছোট পুকুর খনন করে নাও, সেখানে মাছ ও দেশি হাস চাষ করো। আর সেখান থেকেই পানি সেচ দাও।
তোমার কষ্ট যখন দেশের স র কা র বা শহুরে আমলারা বুঝলো না, তখন তুমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাও।🥰🥰🥰

Address

Nilphamari
Nilphamari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share