
20/05/2025
এই পৃথিবীতে সবচেয়ে অসম্ভব এবং কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা...?
বর্তমানে মানুষ চেনা আর তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করা সমান কথা।
কেউ যদি বলতে পারে সে কোনো মানুষকে সঠিকভাবে চিনতে পেরেছে,,।
সে মানুষ চিনতে ভুল করেনি,
সে প্রতারিত হয়নি, সে ঠকেনি,
তাহলে সে শুধু মানুষ চিনেনি,। আমার মতে সে তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করেছে।
কারন বর্তমানে মানুষ এতো গুছিয়ে মিথ্যা কথা বলে, মিথ্যা অভিনয় করে যে আপনি গোলক ধাঁধায় পড়ে যাবেন আসলে মানুষটা সত্যিই এরকম নাকি অভিনয়ের মুখোশ পরে আছে।
মানুষ এখন অভিনয়ের দিক থেকে এতটাই দক্ষ হয়ে উঠেছে যে , তাদের নিখুঁত অভিনয় দ্বারা প্রতিনিয়ত কিছু সহজ-সরল নিষ্পাপ মানুষকে নিরবে ধ্বংস করে দিচ্ছে।
বেইমান এবং খারাপ, মুখোশধারী অমানুষগুলো খুব মায়াবী এবং অত্যান্ত চালাক প্রকৃতির হয়।
এবং খুব কম সময়ের মধ্যেই তাঁরা মানুষকে তাঁদের ফাঁদে ফেলে বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়।
"জীবনে কাকে বিশ্বাস করবেন বলেন"
এখনতো মানুষ কেঁদে কেঁদেও মিথ্যা কথা বলে , কছম করেও মিথ্যা কথা বলে।
এরকম মুখোশধারী অমানুষদের মিথ্যাচারের জন্য আমরা অনেক সময় সঠিক মানুষদেরও বিশ্বাস করতে ভয় পাই। আমরা ভাবি যদি আবার ছলনার স্বীকার হই।
কিন্তু একটা কথা অবশ্যই ঠিক,এবং এই কথাটা মানতেই হবে যে পৃথিবীতে সবাই খারাপ নয়।
এখনো কিছু ভালো, সৎ, এবং নিষ্ঠাবান মানুষ আছে , কারণ ভালো খারাপ মিলিয়েই দুনিয়া।
"বিশ্বাস করুন,তবে মানুষকে -,,
কোনো অমানুষকে নয়"....😌🌸