
01/08/2025
ব্যর্থতার বৃত্তেই বন্দী ওয়েস্ট ইন্ডিজ, এবার পাকিস্তানের কাছে হার
সম্প্রতি বাংলাদেশে টি–টোয়েন্টি সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুটা ভালো হয়েছে পাকিস্তানের। শাহিন আফ্রিদি–হারিস রউফদের ফেরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৪ রানে হারিয়েছে পাকিস্তান।ব্যর্থতার বৃত্তে বন্দী ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচ থেকে প্রাপ্তি বলতে যদি কিছু থেকে থাকে, সেটা টসে জয়! এর আগে ক্যারিবীয় অধিনায়কেরা টানা ৯ ম্যাচে টসে হেরেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের পাঁচ ম্যাচেই ‘মুদ্রা ভাগ্য’ শাই হোপের বিপক্ষে গেছে। সব ম্যাচেই তাঁর দলকে আগে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ।অবশেষে শাই হোপ আজ টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠান। তবে তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি বোলাররা। পাওয়ারপ্লেতে শুধু সাহিবজাদা ফারহানকে এলবিডব্লুর ফাঁদে ফেলতে পারেন শামার জোসেফ। এরপর অভিজ্ঞ ফখর জামানের সঙ্গে ৫১ বলে ৮১ রানের জুটি গড়েন আরেক ওপেনার সাইম আইয়ুব। শেষ দিকে ফাহিম আশরাফ ও মোহাম্মদ হারিসেরও ‘ক্যামিও’তে ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেয় পাকিস্তান।