09/03/2024
💬 যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পড়ে পিছিয়ে যান তাদের ৪ টি সমস্যা খুবই লক্ষনীয় 👉
💸 আমার তো টাকা নেই।
👨👨👧👧 আমার পরিবার চায় না
📖 সামনে পরীক্ষা আছে
🤔 আমি কি পারব?
▶️ তো তাদের জন্য ব্যক্তিগত ভাবে আমার কিছু পরামর্শ 👉
💸১. আমার তো টাকা নেই 👉
✅ যার টাকা আছে তার তো কাজ করার দরকার নেই, আপনার আমার টাকা নেই বলেই তো করতে হবে। 💬 আমি যখন শুরু করি আমার ও টাকা ছিল না আমি কিন্তু সৎ ইচ্ছা ছিল শিখায় তাই জোগাড় করেছি, আপনাকেও করতে হবে।
✅ আজেবাজে অনেক কাজে অনেক টাকাই কিন্তু নষ্ট হয় তাইনা তাহলে কেন নিজের ক্যারিয়ার এর জন্য পারবেন না টাকা ম্যানেজ করতে ?
🤭 অনেকে টাকার অভাব দেখিয়েছে পরে দেখি তারাই Private University তে পড়ছে কেউ, কেউবা লাখ লাখ টাকা করে করে বিদেশ যাচ্ছে আর কিছু বন্ধু তো দেখে ১৫-২০ লাখ ঘুষ দিয়ে চাকুরী করতেছে তাহলে তখন এত টাকা কই থেকে আসল। মূলত সমস্যা টাকায় না সমস্যা নিখঁত চাওয়াতে।
👨👨👧👧২. পরিবার চায়না 👉
✅ আপনি যে রিলেশন করেন সেটা কি আপনার পরিবার চায়?
আপনি সারাদিন মোবাইল টিপেন এটা কি আপনার পরিবার চায়?
✅পরিবার অবশ্যই চাইবে যদি আপনি পরিবারের কাছে বিশ্বাস যোগ্য হয় এখন আপনি যদি ভাদাইমার মত সারাদিন ঘুমান, ঘুরেন আর ফোন চালান তাইলে পরিবার তো ভাববে, না জানি এই টাকা দিয়ে আবার নেশা করে নাকি।
✅বর্তমানে কম্পিউটার দক্ষতা, আইটি দক্ষতার কি চাহিদা সব জায়গায় এটা পরিবার ও জানে তাদের আশ্বাস দিতে পারলে তারাও আপনাকে সহযোগিতা অবশ্যই করবে।
👉আবার মূল্য সমস্যা আপনার ইচ্ছাশক্তিতেই লুকায়িতো।
📖 ৩. সামনে পরীক্ষা আছে 👉
✅আপনার পরীক্ষা আছে, কিন্তু কথা হলো দিনে কত ঘন্টা আপনি পড়াশোনা করেন?
✅ প্রথমত একটা বিষয় পরিষ্কার ধারনা নিন, পড়াশুনায় মাধ্যমে যেমন আপনি দক্ষতা অর্জন করছেন তেমনি Digital Marketing বা Graphic Design করেও আপনি অনলাইন দক্ষতা অর্জন করছেন। 💬বর্তমানে অনলাইন সেক্টরের চাহিদা সব জায়গায় অনেক বেশি তাই অনেক সময় একাডেমিক রেজাল্ট এর থেকেও অনলাইন দক্ষতাকে মূল্যায়ন করে চাকরী দেওয়া হয়।
✅ যে সময় টা ফোন গেমিং, চ্যাটিং বা ভিডিও দেখে সময় নষ্ট করেন এরথেকে ভাল মা সে সময়টিকে নষ্ট না করে দক্ষতা উন্নয়ন করা যা ভবিষ্যতে আপনার কাছে দিবে। 💬আপনি পড়াশুনা শতভাগ ঠিক রেখে যে সময় টা অনলাইনে অযথা নষ্ট করছেন সেটা কাজে লাগান এতে করি যদি আপনার ভবিষ্যতের জন্য ভাল হবে তা