
17/04/2025
এই পিকচারটা আমার কাছে বিষণ্ন ভালো লাগছে। অনেকের কাছে এটা ন্যাকামো, আবার কিছু মানুষের কাছে এই পিকচারটাই— সব ছবির মাঝে এটাই সেরা। আসলে, যার চিন্তাভাবনা যেমন, আর কি। একজন ভালো পার্টনার হিসেবে তার ভালোবাসার মানুষকে ভালোবাসবে, সব কিছু ক্যারি করবে, তার সবটুকু আপন করে কাঁধে তুলে নেয়, রাগ-অভিমান, যত্ন-ভালোবাসা নিবে, সে-ই তো একজন সত্যিকারের সঙ্গী। ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে, আপনি যাকে পছন্দ করেন, যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি কতটুকু বোঝেন?
একজন নারী চায় না শুধুই প্রেম,
চায় সম্মান, চায় যত্ন,
চায় এমন একজন পুরুষ,
যে ইগো ভুলে ভালোবাসতে জানে, আমার কাছে এটাই ‘প্রিন্সেস ট্রিটমেন্ট’। প্রিয় নারীর জন্যই সব করবে—এটাই ভালোবাসা।❤️
📷: অনুচ্ছেদ