Tumi /

Tumi / বলতে গিয়েও বলতে না পারা , লিখতে গিয়ে ব্যাকস্পেসে মুছে ফেলা অনুভূতিদের হয়ত কোথায় এতুটুকু চিহৃ থাকে না

এই পিকচারটা আমার কাছে বিষণ্ন ভালো লাগছে। অনেকের কাছে এটা ন্যাকামো, আবার কিছু মানুষের কাছে এই পিকচারটাই— সব ছবির মাঝে এটা...
17/04/2025

এই পিকচারটা আমার কাছে বিষণ্ন ভালো লাগছে। অনেকের কাছে এটা ন্যাকামো, আবার কিছু মানুষের কাছে এই পিকচারটাই— সব ছবির মাঝে এটাই সেরা। আসলে, যার চিন্তাভাবনা যেমন, আর কি। একজন ভালো পার্টনার হিসেবে তার ভালোবাসার মানুষকে ভালোবাসবে, সব কিছু ক্যারি করবে, তার সবটুকু আপন করে কাঁধে তুলে নেয়, রাগ-অভিমান, যত্ন-ভালোবাসা নিবে, সে-ই তো একজন সত্যিকারের সঙ্গী। ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে, আপনি যাকে পছন্দ করেন, যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি কতটুকু বোঝেন?

একজন নারী চায় না শুধুই প্রেম,
চায় সম্মান, চায় যত্ন,
চায় এমন একজন পুরুষ,
যে ইগো ভুলে ভালোবাসতে জানে, আমার কাছে এটাই ‘প্রিন্সেস ট্রিটমেন্ট’। প্রিয় নারীর জন্যই সব করবে—এটাই ভালোবাসা।❤️

📷: অনুচ্ছেদ

06/04/2025

গাজা আজই শে*ষ হবে না—যতদিন এই দুনিয়া থাকবে, ততদিন গা"জা থাকবে, ফি"লি"স্তি"ন থাকবে।
কারণ এটা কোরআনের ওয়াদা, এটা রাসূলের জবান।
কিয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল-আকসা, আর সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন।

মানুষের অপ্রাপ্তি মানুষকে বড় করে তোলে, মানুষের দুঃখ কষ্ট মানুষকে ম্যাচিউর করে।মানুষের অবহেলা মানুষকে মানসিক ভাবে শক্তিশা...
30/03/2025

মানুষের অপ্রাপ্তি মানুষকে বড় করে তোলে, মানুষের দুঃখ কষ্ট মানুষকে ম্যাচিউর করে।
মানুষের অবহেলা মানুষকে মানসিক ভাবে শক্তিশালী করে তোলে।

বড় হতে হলে, ম্যাচিউর হতে হলে, মানসিক ভাবে শক্তিশালী হতে হলে অপ্রাপ্তি, অপূর্নতা, অবহেলা, দুঃখ, কষ্ট, হতাশা এবং অভাব মানুষের জীবনে থাকাটা খুবই জরুরী।

দু চার রাত নিঃসঙ্গ হয়ে কেঁদে কেঁদে চোখ লাল না করলে, বিষন্নতা নিয়ে দু চারটা রাত না ঘুমিয়ে কাটালে,
ক্ষুধার্ত হয়ে দু একটা দুপুর পায়ে হেটে পথে পথে না ঘুরলে, অবহেলায় নিজের কাছে নিজের অস্তিত্ব সংকট ধরা না পরলে, জীবন সম্পর্কে মানুষের জ্ঞানের পরিধি বাড়েনা।

বড় হওয়া, ম্যাচিউর হওয়া, মানসিক ভাবে দৃঢ় এবং শক্তিশালী হওয়া এতটা সহজ নয়।💙

12/02/2025
16/01/2025

মায়া'য় পড়া মানুষ কু*ত্তার সমান, তাড়িয়ে দিলেও বারবার ফিরে আসে!😊💔

08/01/2025

হুটহাট সব কষ্টের কথা লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেয়া সব মানুষগুলো আসলে ঢং করে দেয় না। অন্য প্রান্তে হোমপেজ স্ক্রল করতে গিয়ে কারো চোখে পড়ে ইনবক্সে একটু খবর নেবে -এমন কোন উদ্দেশ্য থেকেও দেয় না। কে কী ভাববে, সেসব ভেবেও দেয় না।

ঠিক সে মুহূর্তে একগাদা অসহায়ত্ব আর একাকিত্ব থেকে মুক্তি পেতে সে চায় মনের কথাটা শুধু বলে দিতে। কেউ শুনুক না শুনুক, মনের মধ্যে পাহাড় জমা বোঝাটা হালকা হোক একটু লিখে।

হুটহাট অসহায়ের মতন মনের কথা চিৎকার করে বলার মতন খোলা আকাশ তো নাই! থাকলে হয়তো সে মানুষটা স্ট্যাটাস লেখার পরোয়া করতো না!🖤

উপসংহার- Upsonghar

06/01/2025

প্রেমে ব্যর্থ হয়ে যে রাতে আমি আত্মহত্যা করার জন্য প্রিপারেশন নিলাম। শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত নিলাম আরেকটা দিন বেঁচে থাকি, দেখি না কি হয় ! রাত বারোটা থেকে চারটা সাড়ে সাতটা পর্যন্ত আমার একদম ঘুম আসে নি, মসজিদের মাইকে আযানের ডাক শুনতে পেলাম, কি জানি মনে করে ভাবলাম মরেই তো যাবো অন্তত আজকে আর কালকের দিন নামাজ পড়ে মরি, ফজরের নামাজ পড়লাম মোনাজাত ধরতে আল্লাহর কাছে সাহায্য চাইলাম মনে হয় ভিতর থেকে আমার কান্না চলে আসছে কিন্তু আমি চাইনি কান্না করতে। নামাজ পড়া অবস্থায় আমার ঘুম চলে আসে , সেদিন আমি স্বপ্নে দেখলাম আমি একটা পাহাড়ের উপর শুয়ে আছি হঠাৎ বিশাল একটা পাখি এসে তার ডানার ছায়া দিয়ে তীব্র রোদের মধ্যে আমাকে শীতল করল , আমার দাদু ওয়াজ শোনেন কোন একদিন আমি শুনেছিলাম ওয়াজে বলেছিল, আল্লাহর প্রিয় বান্দাদের এভাবেই কেয়ামতের দিন আরশের ছায়ার আশ্রয় দিবেন । সেদিন ঘুম ভাঙ্গার পর, আমি সবকিছু নতুন করে আবিষ্কার করলাম চারিদিকে উজ্জ্বল আলো যা এতদিন আমার কাছে অন্ধকার লাগছিল। আমি শান্তি অনুভব করলাম। ভাবতে লাগলাম যিনি আমাকে সৃষ্টি করলো তার জন্য কি করলাম, অথচ দুই দিনের সম্পর্ক বিচ্ছেদে আমি এতটা ডিপ্রেশনে চলে গেলাম । আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন। শোকর আলহামদুলিল্লাহ।

নাম প্রকাশে অনিচ্ছুক,
ছোট পর্দার একজন অভিনেত্রী।

25/12/2024

অভাবী ছিলাম, ভাবলাম তুমি তো আছো; কে জানতো, দেউ'লিয়া করে দেবে।'😅💔

06/11/2024

কাউকে গভীর ভাবে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলাটা একটা সমস্যা! তারে ছাড়া আর কারো সাথেই কথা বলতে ভাল্লাগেনা! তারে ছাড়া ভাল্লাগেনা! তার সাথেই সারাদিন কথা বলতে ইচ্ছে করে। তার আশেপাশে কাউকে সহ্য হয়না! সে একটু দেরি করে রিপ্লাই দিলে রাগ উঠে,পাত্তা কম দিলে নিজেকে অসহায় লাগে!

আপনি কি এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন? অভিনন্দন আপনি গেছেন! শান্তি আর পাবেন না!💔🌸

©️উমেদ

05/11/2024

💔🥀

যা কখনো বলা হয় নি।💔
04/11/2024

যা কখনো বলা হয় নি।💔

Address

Noakandi

Alerts

Be the first to know and let us send you an email when Tumi / posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share