07/05/2025
চাটখিল কামিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ সেলিম
চাটখিল উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান চাটখিল কামিল মাদ্রাসার সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন মোহাম্মদ সেলিম। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্মারকনং ইআবি/রেজি/প্রশা/ফ.গ.ব/চ-৫৩/২০১৭/১৫১৫০ তারিখ ০৭ মে ২০২৫ইং তারিখের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে গভনিং বডির সভাপতি হিসেবে তাঁকে মনোনয়ন প্রদান করা হয়েছে।
মোহাম্মদ সেলিম পৌরসভার ছয়ানী টবগা গ্রামের মৃত মোহাম্মদ আবুল হোসেনের পুত্র। চাটখিল পৌরসভার ছয়ানী টবগার কৃতি সন্তান মোহাম্মদ সেলিম ব্যবসায়ী প্রতিষ্ঠান এ্যাডভান্স টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কর্মজীবনে একজন সফল ব্যবসায়ী।
তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। এছাড়াও তিনি সভাপতি, ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালী সোসাইটি, পল্লবী- মিরপুর, ঢাকা। সভাপতি সাগুফতা কেন্দ্রীয় জামে মসজিদ। সভাপতি, শাহা নেয়ামতপুর জামে মসজিদ চাটখিল পৌরসভা, চাটখিল নোয়াখালী। সভাপতি, বাইতুন নূর জামে মসজিদ, দক্ষিন ছয়ানী টবগা চাটখিল নোয়াখালী। সহ-সভাপতি, ইশাআতুল উলূম মাদ্রাসা, মিরপুর ১২/বি, পল্লবী ঢাকা। সাবেক যুগ্ন-আহবায়ক, চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সাধারণ সম্পাদক শেলটেক মনিহার ফ্ল্যাট মালিক সমিতি, মনিপুরি পাড়া, ফার্মগেট-ঢাকা। সদস্য, কুর্মিটোলা গলফ্ ক্লাব, ঢাকা। ট্রেজারার কনকর্ড সেন্টার, ফার্মগেট-ঢাকা। ট্রাষ্টি বোর্ড সদস্য, আমেরিকান বাংলাদেশ ইউনির্ভারসিটি। ট্রাষ্টি বোর্ড সদস্য দারুল আরকাম ট্রাষ্ট, চাটখিল, নোয়াখালী। সদস্য (পরিচালনা পরিষদ), নোয়াখালী জেলা সমিতি, ঢাকা। সাবেক পরিচালক, নোয়াখালীক্লাব লিমিটেড।