Rawzatul Uloom Tahfizul Quran Madrasah

Rawzatul Uloom Tahfizul Quran Madrasah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rawzatul Uloom Tahfizul Quran Madrasah, Mirwarishpur, Begumganj, Noakhal.
(1)

🇧🇩 🇸🇦🇵🇸🇵🇰🇮🇶🇦🇪🇺🇲🇸🇸🇰🇼🇦🇮🇮🇷🇲🇦 🇹🇯
রওজাতুল উলূম তাহফিজুল কুরআন মাদরাসা একটি আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিষ্ঠান।
#লোকেশন: বারিরহাট বাজার থেকে ৪০০ মিটার উত্তরে, পশ্চিম মিরওয়ারিশপুর,বেগমগঞ্জ, নোয়াখালী।
01873-235326/ 01727-569645

15/06/2025

রওজাতুল উলূম তাহফিজুল কুরআন মাদরাসা খুব অল্প সময়ে মিরওয়ারিশপুরে ইলেম অন্বেষণের একটা দ্বীনি পরিবেশ তৈরি করতে পেরেছে আলহামদুলিল্লাহ ।
আমাদের নিম্নোক্ত বিভাগসমূহ ইতিমধ্যে এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে:

✅ স্পেশাল মকতব বিভাগ।
✅ নাজেরা বিভাগ।
✅ হিফজুল কুরআন বিভাগ।
✅ রিভিশন বিভাগ।
✅ কম্পিটিশন ( প্রতিযোগিতা ) বিভাগ।

🌟 নতুন সংযোজন:
আমাদের এই সফল যাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হলো। এখন থেকে আমাদের মাদরাসায় জেনারেল শিক্ষার ক্লাস ওয়ান (1) থেকে ক্লাস ফাইভ (5) পর্যন্ত পাঠদান সুনির্দিষ্টভাবে শুরু হয়েছে।

🔰 কুরআন শিক্ষার পাশাপাশি ইসলামী পরিবেশে যুগোপযোগী সাধারণ শিক্ষা—এই দুইয়ের সম্মিলনে গড়ে উঠবে আপনার সন্তানের ঈমানী ও চারিত্রিক ভিত্তি।

✨ আপনার সন্তানের জন্য খুঁজছেন নিরাপদ, আদর্শ ও দ্বীনি পরিবেশে সাধারণ শিক্ষা ব্যবস্থা?
তাহলে এখনই ভর্তি করুন রওজাতুল উলূম তাহফিজুল কুরআন মাদরাসায়।

📌 আসন সংখ্যা সীমিত, তাই আগ্রহীদেরকে দ্রুত যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।

🕋 আমাদের সাফল্যের পেছনে আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়ার অবদান অতুলনীয়।
আমাদের এই নতুন শাখার সফল যাত্রার জন্য আপনার দোয়া ও সমর্থন অব্যাহত রাখুন।

💬 যোগাযোগ করুন:
📞 [ 01873235326 ]
📍 মাদরাসার ঠিকানা: [পশ্চিম মিরওয়ারিশপুর, বেগমগঞ্জ, নোয়াখালী, বাংলাদেশ ]

03/06/2025

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা 🌺🌺

আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
পবিত্র ঈদুল আযহার মহিমান্বিত দিন উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত ছোট-বড়, সকল মুসলিম ভাই-বোনকে আমাদের দীনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাই হৃদয়ের গভীর থেকে ঈদ মোবারক ও আন্তরিক শুভেচ্ছা।

🌙 কোরবানি: তাকওয়ার প্রতীক
আল্লাহ তায়ালা বলেন:
لَا دِمَآؤُهَا وَ لٰكِنۡ یَّنَالُهُ التَّقۡوٰی مِنۡكُمۡ ؕ
আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশ্ত ও রক্ত; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া।
📖 (সূরা হজ্জ: ৩৭)

⚠️ কোরবানি ত্যাগকারীদের জন্য সতর্কতা
আল্লাহ বলেন:
( فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ ٢)
তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় কর এবং (পশু) কুরবানি কর।
📖 (সূরা কাওসার: ২)

রাসূল (সা.) ইরশাদ করেন:
من وجد سعة ولم يضح، فلا يقربن مصلانا
যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহের ধারে না আসে ।
📘 (ইবনে মাজাহ)

💫 কোরবানিতে আমাদের জন্য শিক্ষা ।

প্রিয় ভাই ও বোনেরা,
কোরবানি কেবল পশু জবাই নয়, বরং নিজের "নাফসকে, নিজের অহংকার, লালসা, হিংসা ও খেয়ালখুশিকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিসর্জন দেওয়াই হলো আসার উদ্দেশ্য । —আল্লাহর হুকুমের প্রতি বিনা প্রশ্নে আত্মসমর্পণের এক অনন্য নিদর্শন।

ইব্রাহিম (আ.) ও ইসমাইল (আ.)-এর সেই কুরবানী আমাদের শিখিয়ে দেয় কীভাবে নিজের প্রিয় জিনিসকে আল্লাহর রাহে বিলীন করে দিতে হয়।

🤲 দোয়ার আবেদন ।
আপনাদের সবার কাছে আমাদের বিনীত অনুরোধ—
আমার নিজের জন্য, আপনাদের এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, এবং আমার প্রিয় ছাত্রদের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন..!
যেন আমরা সবাই একনিষ্ঠভাবে দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করতে পারি।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমীন।

অগ্রিম ঈদ মোবারক!
— [ রওজাতুল উলূম তাহফিজুল কুরআন মাদরাসা ]

০৮/০৫/২০২৫ সাপ্তাহিক কুরআন প্রতিযোগিতায়  #প্রথম_স্থান অর্জন করেছে "সাইদুর রহমান সিয়াম। পিতা রফিকুল ইসলাম শিমল। আমরা তাদে...
08/05/2025

০৮/০৫/২০২৫
সাপ্তাহিক কুরআন প্রতিযোগিতায় #প্রথম_স্থান অর্জন করেছে "সাইদুর রহমান সিয়াম।
পিতা রফিকুল ইসলাম শিমল।
আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ।

আলহামদুলিল্লাহ ছাত্রদের পড়ার মান উন্নয়নের জন্য সাপ্তাহিক কুরআন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী প্রোগ্রাম খুব সুন্দরভাবে নিয়মিত চলছে এবং সামনে চলবে ইনশাআল্লাহ ।

#প্রতি বৃহস্পতিবার, প্রতি ইংরেজি মাসের প্রথম তারিখ এবং বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকবে ইনশাল্লাহ ।

#হামদ, নাত, বক্তৃতা আবৃতি, হুসনে সাউত সহ ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল কম্পিটিশনে দেশ ও জাতির জন্য আমরা অবদান রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ ।

#মাদরাসার অফিসিয়াল ফেইসবুক পেইজ ।
Rawzatul Uloom Tahfizul Quran Madrasah
https://www.facebook.com/nusaibaaktarmunniy?mibextid=ZbWKwL

#মাদরাসার ইউটিউব চ্যানেল ।
RUTQM
https://youtube.com/?si=EKfAbbltLwfUA02W


খিরওয়ালা ভূঁইয়া বাড়ী জামে মসজিদ সংলগ্ন, মিরওয়ারিশপুর, বেগমগঞ্জ, নোয়াখালী ।
01873-235326

০১/০৫/২০২৫ সাপ্তাহিক প্রতিযোগিতায়  #প্রথম_স্থান মো. সাইফুল ইসলাম শোয়াইব এবং  #দ্বিতীয়_স্থান ফারহান আহমেদ আ'রাফ। আমরা তা...
01/05/2025

০১/০৫/২০২৫
সাপ্তাহিক প্রতিযোগিতায় #প্রথম_স্থান মো. সাইফুল ইসলাম শোয়াইব এবং #দ্বিতীয়_স্থান ফারহান আহমেদ আ'রাফ।
আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ।

আলহামদুলিল্লাহ ছাত্রদের পড়ার মান উন্নয়নের জন্য সাপ্তাহিক কুরআন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী প্রোগ্রাম খুব সুন্দরভাবে নিয়মিত চলছে এবং সামনে চলবে ইনশাআল্লাহ ।

#প্রতি বৃহস্পতিবার, প্রতি ইংরেজি মাসের প্রথম তারিখ এবং বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকবে ইনশাল্লাহ ।

#হামদ, নাত, বক্তৃতা আবৃতি, হুসনে সাউত সহ ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল কম্পিটিশনে দেশ ও জাতির জন্য আমরা অবদান রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ ।

#মাদরাসার অফিসিয়াল ফেইসবুক পেইজ ।
Rawzatul Uloom Tahfizul Quran Madrasah
https://www.facebook.com/nusaibaaktarmunniy?mibextid=ZbWKwL

#মাদরাসার ইউটিউব চ্যানেল ।
RUTQM
https://youtube.com/?si=EKfAbbltLwfUA02W


খিরওয়ালা ভূঁইয়া বাড়ী জামে মসজিদ সংলগ্ন, মিরওয়ারিশপুর, বেগমগঞ্জ, নোয়াখালী ।
01873-235326

28/04/2025

কুরআনের ধ্বনি কতইনা সমধুর ।
আল্লাহ রাব্বুল আলামীন প্রত্যেককে কবুল করুন ।
রওজাতুল উলূম তাহফিজুল কুরআন মাদরাসা ।
খিরওয়ালা ভূঁইয়া বাড়ী জামে মসজিদ সংলগ্ন, মিরওয়ারিশপুর, বেগমগঞ্জ, নোয়াখালী
01873-235326

ছাত্রদের পড়ার মান উন্নয়নের জন্য সাপ্তাহিক কুরআন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী প্রোগ্রাম খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছ...
24/04/2025

ছাত্রদের পড়ার মান উন্নয়নের জন্য সাপ্তাহিক কুরআন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী প্রোগ্রাম খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ ।

সাপ্তাহে প্রতি বৃহস্পতিবার, মাসিক প্রতি ইংরেজি মাসের প্রথম তারিখ এবং বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকবে ইনশাল্লাহ ।
হামদ, নাত, বক্তৃতা আবৃতি, হুসনে সাউত সহ ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল কম্পিটিশনে দেশ ও জাতির জন্য আমরা অবদান রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ ।

মাদরাসার অফিসিয়াল ফেইসবুক পেইজ
Rawzatul Uloom Tahfizul Quran Madrasah

আলহামদুলিল্লাহ..!  রওজাতুল উলূম তাহফিজুল কুরআন  মাদরাসা এখন ১৮ সদস্যের পরিবার । দেশে বিদেশে অবস্থানকারী প্রত্যেকের কাছে ...
15/04/2025

আলহামদুলিল্লাহ..! রওজাতুল উলূম তাহফিজুল কুরআন মাদরাসা এখন ১৮ সদস্যের পরিবার ।
দেশে বিদেশে অবস্থানকারী প্রত্যেকের কাছে দোয়া চাই , আল্লাহ যাতে দ্বীনের এই মারকাজকে কবুল করেন (আমীন)

05/04/2025

রওজাতুল উলূম তাহফিজুল কুরআন মাদরাসার প্রচার রেকর্ডিং ।

আলহামদুলিল্লাহ! রওজাতুল উলূম তাহফিজুল কুরআন মাদরাসার প্রচার কার্যক্রম দীর্ঘদিন থেকে চলছে । ইনশাআল্লাহ নতুন রূপে আবারো সু...
02/04/2025

আলহামদুলিল্লাহ! রওজাতুল উলূম তাহফিজুল কুরআন মাদরাসার প্রচার কার্যক্রম দীর্ঘদিন থেকে চলছে ।
ইনশাআল্লাহ নতুন রূপে আবারো সুরোভিত হবে ফুলের এ বাগান।

Rawzatul Uloom Tahfizul Quran Madrasah
রওজাতুল উলূম হাফিজিয়া মাদরাসা
মিরওয়ারিশপুর ইসলামী জন-কল্যাণ সংস্থা
Abdullah Al Noman Md Mamun জুবায়ের আহমদ Muhammod Sadik Mirkasem Jiya Rabiul Member Sulayman BD KH Sakhawat ইয়াছিন উল্যাহ ভূঁইয়া সাইফুল ইসলাম

রওজাতুল উলূম তাহফিজুল কুরআন মাদরাসার পক্ষ থেকে দেশে প্রবাসে সবাইকে ঈদ মোবারক । তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। 🌺🌺🌺
31/03/2025

রওজাতুল উলূম তাহফিজুল কুরআন মাদরাসার পক্ষ থেকে দেশে প্রবাসে সবাইকে ঈদ মোবারক ।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। 🌺🌺🌺

Address

Mirwarishpur, Begumganj
Noakhal
3823

Alerts

Be the first to know and let us send you an email when Rawzatul Uloom Tahfizul Quran Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rawzatul Uloom Tahfizul Quran Madrasah:

Share