প্রিয় খবর 24

প্রিয় খবর 24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রিয় খবর 24, Media/News Company, Noakhali Sadar Upazila.

12/08/2025
দোকান ভাড়া দেওয়া হবে। চাটখিল দক্ষিণ বাজার (সেন্ট্রাল হাসপাতালের সামনে) #বিজ্ঞাপন
29/07/2025

দোকান ভাড়া দেওয়া হবে।
চাটখিল দক্ষিণ বাজার (সেন্ট্রাল হাসপাতালের সামনে)

#বিজ্ঞাপন

17/07/2025

আমরা এই অস্থিতিশীল পরিস্থিতিতে নির্বাচন চাইনা, আমরা সুষ্ঠু নির্বাচন চাই- মাওলানা মহিউদ্দিন হাসান।

পরিচয় পেতে সহযোগিতা করুন। এই ব্যক্তি পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন।দুর্ভাগ্যজনকভাবে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হ...
13/07/2025

পরিচয় পেতে সহযোগিতা করুন।
এই ব্যক্তি পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন।
দুর্ভাগ্যজনকভাবে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে মক্কার আজিজিয়া নূর হাসপাতালে
৩২৩ নম্বর বেড/রুমে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

তাঁর সাথে কোনো ডকুমেন্ট নেই,
তিনি কোনো কথা বলতে পারছেন না,
জরুরি অপারেশন ও চিকিৎসা প্রয়োজন।

এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

যদি কেউ এই ব্যক্তিকে চিনে থাকেন বা তার পরিবার সম্পর্কে কিছু জানেন,

অনুগ্রহ করে দ্রুত মক্কার আজিজিয়া নূর হাসপাতালে যোগাযোগ করুন।

আপনার একটি শেয়ার তার পরিবার পর্যন্ত এই সংবাদ পৌঁছাতে পারে।

দয়া করে পোস্টটি যত বেশি সম্ভব শেয়ার করুন।
মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসুন।

....................বিজ্ঞাপন................. চাটখিল পৌরসভায় সামনে দোকান পিছনে ভবনসহ জায়গা কিনুন।
06/07/2025

....................বিজ্ঞাপন.................

চাটখিল পৌরসভায় সামনে দোকান পিছনে ভবনসহ জায়গা কিনুন।

27/05/2025

চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিকে লাঞ্ছিত

দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকা'র প্রকাশক ও সম্পাদক নুর আলমকে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা, তার উপর হামলা লাঞ্ছিত ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার নোয়াখলা ইউনিয়নের মোল্লারহাট খলা এই ঘটনা ঘটে। এই ব্যাপারে সাংবাদিক নুর আলম বাদী হয়ে আজ মঙ্গলবার দুপুরে চাটখিল থানায় এজাহার দায়ের করেছেন।

থানায় দায়ের করা এজাহারে জানা যায়, সাংবাদিক নুর আলম গতকাল সোমবার বিকেলে হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের মোল্লারহাট খলা এলাকায় সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ভিডিও ধারণ করা কালে রফিকুল ইসলাম রতন ও ওমর ফারুক এর নির্দেশে সাইদুর রহমানের ২য় স্ত্রী মুন্নী বেগম অতর্কিতভাবে তার উপর হামলা চালিয়ে ও অকথ্য ভাষায় গালমন্দ তাকে লাঞ্ছিত করে । তার উপর হামলার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। একপর্যায়ে তিনি ভিডিও করা বন্ধ করতে বাধ্য হন । ভিডিও বন্ধ করার পরপরই সাইদুর রহমান ও তার স্ত্রী এবং অজ্ঞাতনামা জনৈক মহিলা তাকে টানাহ্যাঁচড়া করে লাঞ্ছিত করে । এবং তার পকেটে থাকা ৩০হাজার ৫শত টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। এই ব্যাপারে তিনি সাইদুর রহমান ও তার ২য় স্ত্রী মুন্নী বেগম সহ ৪জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী এজাহার প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, এই ব্যাপারে প্রয়োজনীয় আইনের ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

২০২৫ ভোটার তালিকা হালনাগাদ সময়ে যাদের ভোটার আইডিতে অনাকাঙ্খিত ভুল ত্রুটি হয়েছে। তারা বিনা ব্যায়ে নিজ উপজেলা নির্বাচন অফি...
21/05/2025

২০২৫ ভোটার তালিকা হালনাগাদ সময়ে যাদের ভোটার আইডিতে অনাকাঙ্খিত ভুল ত্রুটি হয়েছে। তারা বিনা ব্যায়ে নিজ উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে এসে প্রয়োজনীয় তথ্য উপাত্ত দিয়ে ভোটার আইডি সংশোধন করতে পারবেন।
নির্ধারিত সময়সীমা- ২০/০৬/২০২৫ এর মধ্যে,,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শুভাকাঙ্ক্ষী-বৃন্দ ,ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে চাটখিল এবং সোনাইম...
20/05/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শুভাকাঙ্ক্ষী-বৃন্দ ,ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে চাটখিল এবং সোনাইমুড়ী উপজেলা ব্যাপী হাজার কোটি টাকার স্বাস্থ্য ও চিকিৎসা প্রকল্পের পরবর্তী মেডিকেল ক্যাম্প শুরু হবে
২১/০৫/২৫ ইং তারিখে খিলপাড়া এবং নোয়াখলা ইউনিয়ন পরিষদে।

🧭🧭 সময়ঃ সকাল ৯:০০-১২:০০ পর্যন্ত খিলপাড়া ইউনিয়ন পরিষদ
কেন্দ্র সমূহঃ
১. খিলপাড়া ইউনিয়ন পরিষদ
২. পশ্চিম নাহারখিল দারুল মা আরিফ কওমি মাদ্রাসা
3. দক্ষিণ দেলিয়াই হাসেমিয়া দাখিল মাদ্রাসা

🧭🧭সময়ঃ দুপুর ২:০০-৫:০০ পর্যন্ত নোয়াখলা ইউনিয়ন।
কেন্দ্র সমূহ
১. সিংবাহুড়া গার্লস একাডেমী
২. কড়িহাটি উচ্চ বিদ্যালয়
৩. সোনা চাকা বাজার ইসলামী পাঠাগার।
সকল জনগণকে নির্দিষ্ট সময় আমাদের এই কেন্দ্রগুলোতে এসে চিকিৎসা সেবা নেওয়ার জন্য এবং ঘরে বসে লন্ডনে ও সিঙ্গাপুরের ডাক্তারের সেবা নেওয়ার জন্য আমাদের কেন্দ্রগুলোতে এসে আপনার নাম নিবন্ধন করুন।
যোগাযোগঃ ০১৮৬২-৮৮২৩৮৯

20/05/2025

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী শেখ মাহফুজুর রহমানের বিরুদ্ধে টেন্ডার ক্যাপাসিটি না ...

Address

Noakhali Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় খবর 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয় খবর 24:

Share