Tajkya Tv তাজকিয়া টিভি

Tajkya Tv তাজকিয়া টিভি وَقُلۡ جَآءَ الۡحَقُّ وَزَہَقَ الۡبَاطِلُ ؕ اِنَّ الۡبَاطِلَ کَانَ زَہُوۡقًا
[ الإسراء: 81]

আলহামদুলিল্লাহস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে সংক্ষিপ্ত পরিসরে খুরুজের জোড় শুরু আজ শুক্রবার (০২ জানুয়ারি) থেকে সংক্ষ...
02/01/2026

আলহামদুলিল্লাহ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে সংক্ষিপ্ত পরিসরে খুরুজের জোড় শুরু

আজ শুক্রবার (০২ জানুয়ারি) থেকে সংক্ষিপ্ত পরিসরে খুরুজের জোড় শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আয়োজনের অনুমতি দেওয়া হয়।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টঙ্গীর তুরাগ নদীর তীরে খুরুজের জোড়সহ কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়। তাবলীগ জামাতের মুরুব্বিগণ সবসময় প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকায় সে অনুযায়ী করণীয় নির্ধারণ করা হয়েছে এবার। এরই অংশ হিসেবে বিভিন্ন জেলার সাথীদের নিজ নিজ জেলা থেকেই তাবলীগের সফরে বের হওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে।

তিনি আরও বলেন, তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মেহনতের সাথী বা তাবলীগি কর্মীর সংখ্যা দেশ-বিদেশে অনেক বেশি এবং এ কার্যক্রম বিশ্বব্যাপী বিস্তৃত ও সমাদৃত। সাধারণত খুরুজের জোড়ে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ দলে দলে আসেন। তবে প্রজ্ঞাপন জারির পর নতুন করে বিদেশিদের বাংলাদেশে আসতে বারণ করা হয়েছে। ইতোমধ্যে যারা দেশে এসে পৌঁছেছেন, তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বজায় রাখার স্বার্থে খুরুজের জোড় সীমিত পরিসরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই খুরুজের জোড় টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে না। বরং বিদেশি খিত্তা ও টিনশেড মসজিদে সীমাবদ্ধভাবে আয়োজন করা হবে। এতে ঢাকার আশপাশের শবগুজারির খুরুজে অংশগ্রহণকারী সাথীরা অংশ নেবেন। অন্যদিকে, দেশের অন্যান্য জেলার সাথীরা নিজ নিজ জেলা মারকাজ থেকে আল্লাহর রাস্তায় বের হবেন।

হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, ইতোমধ্যে ভারতের প্রখ্যাত দাঈ মাওলানা আহমদ লাটসহ বিভিন্ন দেশ থেকে আগত শীর্ষস্থানীয় মুরুব্বীগণ বাংলাদেশে উপস্থিত রয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, দাগেস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়াম, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইতালি, জাপান, কেএসএ, তুর্কি, কাতার, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, মক্কা, কুয়েত, ওমান, জর্ডান, তিউনিসিয়া, শ্রীলংকা, নেপাল, কিরগিস্তান, মিয়ানমার, জাম্বিয়া, মোজাম্বিয়া, সোমালিয়া, সোমালিল্যান্ড, ভারত ও পাকিস্তানসহ প্রায় ৭০টি দেশের দুই হাজারের মতো বিদেশি মেহমান মাঠে অবস্থান করছেন।

তিন দিনব্যাপী খুরুজের জোড় আনুষ্ঠানিকভাবে রবিবার দোয়ার মাধ্যমে শেষ হবে।

সাদপন্থীদের বিভাগীয় জোড় করার সময় আমাদের মুরুব্বিরা সেই জায়গায় পাল্টা কেন পোগ্রাম দেয়নি।যেন সাদপন্থীরা তারা তাদের কার্যক্...
30/12/2025

সাদপন্থীদের বিভাগীয় জোড় করার সময় আমাদের মুরুব্বিরা সেই জায়গায় পাল্টা কেন পোগ্রাম দেয়নি।
যেন সাদপন্থীরা তারা তাদের কার্যক্রম ইজতেমা/জোড় করতে পারে।

কিন্তু আজ সাদপন্থীরা টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আলেমদের তত্ত্বাবধানে খুরুজের জোড় বন্ধ করতে তারা পাল্টা টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাদের পোগ্রাম করার ঘোষণা করে সরকারকে চাপপ্রয়োগ করছে-?

সরকারের কর্মকর্তাদের বলতে চাই,
গত একমাস থেকে আমাদের মুরুব্বিরা টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে খুরুজের জোড় করতে ময়দান প্রস্তুতি করছে ও দেশ-বিদেশে সাথীদের আল্লাহর রাস্তায় বের করতে দিন-রাত দাওয়াত দিয়ে যাচ্ছে। আপনারা জোড় শুরু হওয়ার একদিন আগে কার ষড়যন্ত্র এই সিদ্ধান্ত নিচ্ছেন❓

"খুব শীগ্রই জালিমরা তাদের গন্তব্যস্থল কোথায় জানতে পারবে"

যে জোড় হাজারো মানুষের হেদায়েতের কারণ আজ সেই জোড় বন্ধ করতে সাদপন্থীরা তাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে।
এটা নাকি সাদপন্থীদের বিজয়❓

আল্লাহ উত্তম পরিকল্পনাকারী,,,
আল্লাহর পথে যারা নিজেদের যান-মাল-সময় দেয় আল্লাহ সেই হক পন্থীদের সাহায্য/বিজয় দান করেন।

দেখা হবে কাল কেয়ামতের মাঠে, ইনশাআল্লাহ

আমাদের বড়দের পক্ষ থেকে বড়দের পরামর্শ অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।।। নিজনিজ মার্কাজে যোগাযোগ করুন। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।।।

ইনশা আল্লাহআকাবেরীন ওলামায়ে কেরাম এর নেগরানিতে আলমী শুরার মাতাহাতে‌ টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে এই প্রথম খুরুজের জোড় অন...
30/12/2025

ইনশা আল্লাহ
আকাবেরীন ওলামায়ে কেরাম এর নেগরানিতে আলমী শুরার মাতাহাতে‌ টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে এই প্রথম খুরুজের জোড় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

২- ৩- ৪- জানুয়ারি ২০২৬
শুক্র শনি রবিবার

আল্লাহ টঙ্গী খুরুজের জোড়কে কবুল করুন এবং সফল ও হেদায়েতের মাধ্যম করুন।

আলহামদুলিল্লাহ শায়খ নজরুল ইসলাম কাসেমী সাহেব হুজুর আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ হয়ে পিজি হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন। ...
30/12/2025

আলহামদুলিল্লাহ
শায়খ নজরুল ইসলাম কাসেমী সাহেব হুজুর আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ হয়ে পিজি হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন।
হুজুর বর্তমানে পরিপূর্ণ সুস্থ আছেন এবং সকলের নিকট দোয়া কামনা করেছেন।

আল্লাহ তায়ালা যেন হুজুরকে আবারও দ্বীনের দাওয়াতের জন্য আমাদের মাঝে দ্রুত ফিরিয়ে দেন। আমিন।

বিশেষ অনুরোধ: কোনো প্রকার গুজবে কেউ বিভ্রান্ত হবেন না। সঠিক তথ্য যাচাই না করে কেউ কোনো কিছু প্রচার করবেন না।

সৌদিতে রজব মাসের চাঁদ উঠেছে।রজব মাস শুরু হলে রাসূলুল্লাহ ﷺ যে দোয়াটি পড়তেন-اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْب...
20/12/2025

সৌদিতে রজব মাসের চাঁদ উঠেছে।
রজব মাস শুরু হলে রাসূলুল্লাহ ﷺ যে দোয়াটি পড়তেন-
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ
আল্লাহুম্মা বারিক লানা ফী রাজাবিন ওয়া শা‘বান, ওয়া বাল্লিগনা রামাদান।

লাখো মানুষের উপস্থিতিতে শহীদ শরিফ ওসমান হাদির (রহ.) ঐতিহাসিক জানাযা সম্পন্ন হলো।মহান আল্লাহ তাঁর শাহাদাত কবুল করুন, আমীন...
20/12/2025

লাখো মানুষের উপস্থিতিতে শহীদ শরিফ ওসমান হাদির (রহ.) ঐতিহাসিক জানাযা সম্পন্ন হলো।

মহান আল্লাহ তাঁর শাহাদাত কবুল করুন, আমীন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনহায় আল্লাহ ওসমান হাদীকে শহীদি মর্যাদা ও জান্নাতুল ফেরদাউস দান করুন।"সীমান্ত বাঁচা...
19/12/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

হায় আল্লাহ ওসমান হাদীকে শহীদি মর্যাদা ও জান্নাতুল ফেরদাউস দান করুন।

"সীমান্ত বাঁচাইতে চাইলে ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ" - শহীদ ওসমান হাদী ( রহ:)

16/12/2025

আলহামদুলিল্লাহ

 #আজীব_কারগুজারীহযরত মাওলানা মুহাম্মাদ আমিন উকাড়বি (রাহঃ) এর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল, “হযরত, দেওবন্দিয়্যাত ও মওদ...
16/12/2025

#আজীব_কারগুজারী
হযরত মাওলানা মুহাম্মাদ আমিন উকাড়বি (রাহঃ) এর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল, “হযরত, দেওবন্দিয়্যাত ও মওদুদী মতবাদ-এই দুইয়ের মধ্যে কী পার্থক্য ?
তখন তিনি তাকে সরাসরি জবাব না দিয়ে প্রথমে হযরতজী মাওলানা ইউসুফ কান্ধলভি (রাহঃ) এর লেখা ‘হায়াতুস সাহাবা’ পড়তে দিলেন। আর বললেন, ‘এক সপ্তাহের মধ্যে এটা পড়ে আমার সাথে দেখা করতে আসবে।’
লোকটি ‘হায়াতুস সাহাবা’ পুরোটা পড়ে সাক্ষাত করতে এলো। এবার তিনি তাকে আবুল আলা মওদুদির লেখা ‘খেলাফত ও মুলুকিয়াত’ পড়তে দিলেন। আর বললেন, ‘এটাও এক সপ্তাহের মধ্যে পড়ে আমার সাথে দেখা করতে আসবে।’
লোকটি হযরতের কথা মেনে এটাও পড়লো। এরপর দেখা করতে এলো। তখন হযরত জিজ্ঞেস করলেন, ‘দুটো বই পড়ার পর তোমার মনের অনুভূতি কী হয়েছিল ?’
সে জবাবে জানালো, ‘হায়াতুস সাহাবা পড়ার পরে আমার অন্তরে সাহাবায়ে কেরামের প্রতি প্রবল-প্রগাঢ় মুহাব্বত সৃষ্টি হয়েছিল। কিন্তু এই ‘খেলাফত ও মুলুকিয়াত’ পড়ার পরে আমার অন্তরে সাহাবাদের প্রতি বিদ্বেষ জন্ম নিয়েছ।’
হযরত মাওলানা মুহাম্মাদ আমিন উকাড়বি (রাহঃ) তখন বললেন, ‘এই দুই বই পড়ার পরে তোমার মনে যেই অনুভূতি সৃষ্টি হয়েছে, এটাই দেওবন্দিয়্যাত ও মওদুদিয়্যাতের মাঝে পার্থক্য। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসার আরেক নাম দেওবন্দিয়্যাত। আর সাহাবাদের প্রতি ঘৃণা-বিদ্বেষ পোষণের অপর নাম মওদুদি মতবাদ। এ দুই চিন্তাধারার পার্থক্য সংক্ষেপে বোঝার জন্যে এতটুকুই যথেষ্ট।’

পীর জুলফিকার আলী নকশবন্দী সাহেব ইন্তেকাল করেছেনইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
14/12/2025

পীর জুলফিকার আলী নকশবন্দী সাহেব ইন্তেকাল করেছেন

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

Alhamdulillah ❤️ ওসমান হাদি ফিরবে বীরের বেশে। সকলের কাছে দোয়ার দরখাস্ত
13/12/2025

Alhamdulillah ❤️
ওসমান হাদি ফিরবে বীরের বেশে।
সকলের কাছে দোয়ার দরখাস্ত

বাংলাদেশ কি হেরে যাবে?একজন দেশপ্রেমিক ওসমান হাদীকে দেশপ্রেমের মূল্য এভাবে চুকাতে হবে?আর কত রক্ত ঝরালে মিটবে খুনীদের রক্ত...
12/12/2025

বাংলাদেশ কি হেরে যাবে?
একজন দেশপ্রেমিক ওসমান হাদীকে দেশপ্রেমের মূল্য এভাবে চুকাতে হবে?
আর কত রক্ত ঝরালে মিটবে খুনীদের রক্তের পিপাসা?
ঘুরে দাড়াও বাংলাদেশ!
রুখে দাও সন্ত্রাসবাদ!!

Address

Noakhali Sadar Upazila
3800

Alerts

Be the first to know and let us send you an email when Tajkya Tv তাজকিয়া টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tajkya Tv তাজকিয়া টিভি:

Share