Labanno's creations-creations-লাবণ্য ক্রিয়েশান

Labanno's creations-creations-লাবণ্য ক্রিয়েশান বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই, এটাই জীবন, এই সময় খুব শীঘ্রই ফুরিয়ে যাবে।

01/09/2025

Oscar friend crocodile
゚viralシviralシfypシ゚viralシalシ


17/04/2025

যাকে হারিয়ে ফেলব ভাবলেই বুকের মধ্যে ব্যাথার বিস্ফোরণ ঘটতো - তাকে দেখিনা আজ শত বছর হয়।
এখন আর ব্যাথা অনুভব করিনা। শুধু আজও সমুদ্র দেখলে মনে পড়ে যায় - আমাদের একসাথে পায়ে পা মিলিয়ে হেঁটে, সমুদ্র দেখার কথা ছিলো।

Book: শেষ অধ্যায়
Writer: Ashraf Ahmed

18/03/2025

খোদার কাছে জানতে চাইলাম,
"আমাকে অশান্ত নদীতে কেন ফেললে?"
খোদার জবাব,
"কারন তোমার শত্রুরা সাঁতার জানে না।"

___জালাল উদ্দিন রুমি।

atypograph

18/03/2025

সব থেকে ছিটকে গেছি,
শুধু রুহটা ছিটকে গেলে সব শেষ!

18/03/2025
17/03/2025

আযানের পর একমাত্র কাজ হলো জামাআতে সালাত। তখন আর কোনো কাজেই কোনো কল্যাণ নেই, সে যত বড় দীনী কাজই হোক না কেন।

— ডা. শামসুল আরেফিন শক্তি

17/03/2025

হে আল্লাহ, আমাদের জীবনে দান করুন সাওমের মতো সংযম, সবর, তাকওয়া। আর মৃত্যুকে করে দিন ইফতারের মতো প্রশান্তিময়।

─ সাদিয়া মারজান।

11/03/2025

মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন।মেপে চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে', তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন। যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন। বলতে চাইবেন না। কথা বলতে চাওয়া , দেখা করতে চাওয়ার যে তেষ্টা, তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না।

একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয় এটা বুঝে গেলেই ঘ্যানঘেনে ভাবটা চলে যাবে।

"তাকে ভালোবাসি কিন্ত একসাথে যাপন চাই না" কারো প্রতি এইরকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই..."হলেই হলো" এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মাথাব্যথা আর হয় না। মনে হয়, যে যেটা জানে জানুক, সমস্যা নেই। কেউ আমার লাইফটা লিড করছে না।

অন্যের কাছে গুড ভাইভস্ বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইভস্ বজায় রাখতে রাখতে অনেকে মাঝবয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে।

আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়েনা।
নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজেটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনই তার স্ট্রাগল বেশি।

"অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন।" ছোটোবেলার পড়া এই সহজ ব্যাকরণ টা এইবারে আয়ত্ব করে নিন। ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ-বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো থিঁতিয়ে যায়।

নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত । এর মধ্যে ছিঁটেফোঁটা বাড়তি ইমোশন থাকবে না। যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতো গুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের দায়ে। নিজের শান্তি বজায় রাখার জন্য একপ্রকার মরিয়া হয়ে উঠুন।
(C)

11/03/2025





10/03/2025

゚viralvideo





10/03/2025

゚viralvideo



Address

Noakhali Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Labanno's creations-creations-লাবণ্য ক্রিয়েশান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share