The Last King

The Last King King of all king.....

পাশের বাড়ির ভাবীর জামাই দুবাই গেছেন কিছুদিন হলো। তো সহজে কথাবার্তা বলার মাধ্যম হিসেবে ইমো ইনস্টল দিয়ে দিলাম। প্রায়ই দেখি...
14/11/2025

পাশের বাড়ির ভাবীর জামাই দুবাই গেছেন কিছুদিন হলো। তো সহজে কথাবার্তা বলার মাধ্যম হিসেবে ইমো ইনস্টল দিয়ে দিলাম। প্রায়ই দেখি জানালা খুলে কানে হেডফোন লাগিয়ে হেসে হেসে কথা বলেন। ডিজিটাল বাংলাদেশের কল্যাণে বেশ ভালোই চলছে যোগাযোগ।

উঠোনে বসে বাড়িসুদ্ধ লোক ভাইয়ের সাথে কথা বলে। ভাবী গোয়াল ঘরে গিয়ে গরুটাকে দেখায়। গাছে আম আসছে সেগুলো দেখায়। উঠোনের পাশের মিষ্টি কুমড়ার গাছটা দেখায়। আরও হাবিজাবি। এসব দেখে অন্য মহিলারা আবার অনেক সময় এটাসেটা বলে। হিংসা হয় তাদের।

সমস্যার সৃষ্টি হলো ইমোর বিজ্ঞাপন নিয়ে। ভাবী বলে এসব কি আজেবাজে মেয়েছেলের ছবি আসে সামনে। এগুলো কি? তোমার ভাইয়ের মোবাইলেও আসে নাকি এগুলো! আমি অনেক কষ্টে বুঝাইলাম ব্যাপারটা।

সবকিছু ঠিকঠাক চলতেছিল। সেদিন দুপুরে প্রচন্ড গরম। বাড়ির সামনে গাছতলায় বসে ছিলাম। এক পিচ্চিকে দিয়ে ভাবী যাওয়ার জন্য খবর পাঠালো। তো গিয়ে দেখি ভাবী উঠোনে রোদের মধ্যে ধান নাড়তেছেন। ঘেমেঘুমে একাকার। আমাকে দেখে মোবাইলটা হাতে ধরিয়ে বললো সাগর আমার একটা হ%*ট ছবি তুলে দাও। আমিতো টাস্কি খেয়ে অ%*জ্ঞান হবার পালা। তোমার ভাই দুইদিন ধরে হ%*ট ছবির জন্য মাথা খাচ্ছে। কি করব বলো দুইদিন তো রোদই ছিল না। বৃষ্টিতে কি আর গরমের ছবি দেওয়া যায়। আমি আর কিছু বলি নাই,
ভাবী ধানের মধ্যে ঘেমেঘুমে দাঁড়িয়ে আছেন আমি ছবি তুলে দিয়েছি। পরে কি হয়েছে আর জানিনা। উনি আর আমার সামনে আসেন না।
- সাগর হোসাইন

16/10/2025

'এলা, ভালবাসা, তোমার জন্য,
কোন এক হেমন্ত রাতে অসাধারণ
সঙ্গম শেষে ক্লান্ত তুমি, পাশ ফিরে শুবে।
তৃপ্ত সময় অখন্ড যতিবিহীন ঘুম দিবে।
তার পাশে ঘুমাবে তুমি আহ্লাদী বিড়ালের মতো,
তার শরীরে শরীর ছুঁয়ে ছুঁয়ে, মাঝরাতে।
তোমাদের দরজায় দাঁড়িয়ে থাকবে এক প্রগাঢ় দীর্ঘশ্বাস,
আরো একবার তোমাদের মোথিত চুম্বন দেখবে বলে।
মৃতদের কান্নার কোন শব্দ থাকে না, থাকতে নেই,
নেই কোন ভাষা, কবরের কোন ভাষা নেই।
হতভাগ্য সে মরে যায় অকস্মাৎ বুকে নিয়ে স্মৃতি,
তোমাদের উত্তপ্ত সৃষ্টিমুখর রাতে।
ভালবাসা, তোমার জন্য'

>> মাহবুবুল হক শাকিল

14/08/2025

আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রে'কআপ হয় ৪ বছর আগে, ব্রে'কআপ সে নিজেই করেছে। আমি তার জন্য পাগল ছিলাম। ব্রে'কআপের তিন মাস পরে সে বিয়ে করে ফেলে। এরপরে আমি ডি'প্রেশনে পড়ে যাই।
এক বছর পরে তাদের ডি'ভোর্স হয়ে যায়।কিছুদিন পরে সে আমার নাম্বার জোগাড় করে যোগাযোগ করে এবং আমাদের নিয়মিত ফোনে কথা চলতে থাকে। ২/৩ মাস এভাবে চলার পরে যখন আমি আবার তার প্রতি দু'র্বল হয়ে যাই ঠিক তখন সে অন্য একটা ছেলের সাথে পালিয়ে বিয়ে করে ফেলে। আমি আবার ডি'প্রেশনে চলে যাই। চার বছর পরে আজকে সে কল দিয়ে বলছে তার নাকি আবার ডি'ভোর্স হয়ে গেছে। এখন সে আমার কাছে ফিরে আসতে চায়, আমি নাকি তার লাইফ লাইন!
এখন আমার কি করা উচিত?

কেমনে ভাই??🙂
08/08/2025

কেমনে ভাই??🙂

17/06/2025

The Screen Sizzled when Swadhin & Nishat showed up 🤍  is ruling all over Bangladesh 💥
11/06/2025

The Screen Sizzled when Swadhin & Nishat showed up 🤍

is ruling all over Bangladesh 💥

Address

Noakhali
Noakhali Sadar Upazila
3827

Alerts

Be the first to know and let us send you an email when The Last King posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Last King:

Share