Companygonj Times-কোম্পানিগঞ্জ টাইমস

Companygonj Times-কোম্পানিগঞ্জ টাইমস আসসালামু আলাইকুম
নোয়াখালী কোম্পানীগঞ্জ ও বিভিন্ন জায়গার খবর পেতে পেজে লাইক ফলো করে সাথে থাকুন

কোম্পানীগঞ্জ উপজেলা চর পার্বতী ইউনিয়নের চৌধুরী হাট বাজারে বিএনপির দুই গ্ৰুপের সং*ঘ*র্ষে বেশ কয়েকজন আ*হত।
18/03/2025

কোম্পানীগঞ্জ উপজেলা চর পার্বতী ইউনিয়নের চৌধুরী হাট বাজারে বিএনপির দুই গ্ৰুপের সং*ঘ*র্ষে বেশ কয়েকজন আ*হত।

17/03/2025

চরপার্বতী ইউনিয়নে ধ'র্ষ'ণ নয়
মিথ্যা অভিযোগ করে শশুর কে পাসানো হয়েছে।
(বিস্তারিত কমেন্ট)

২৯/১১/২০২৪ইংনোয়াখালী কোম্পানীগঞ্জ চরপার্বতী ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড জনতা বাজার জামায়াতের ইসলামীর ওয়ার্ড সমাবেশ অনুষ...
30/11/2024

২৯/১১/২০২৪ইং
নোয়াখালী কোম্পানীগঞ্জ চরপার্বতী ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড জনতা বাজার জামায়াতের ইসলামীর ওয়ার্ড সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দাগনভূঞা সদর ইউনিয়নের আজিজ ফাজিলপুরের (যুগীর পোল নামক রোড) আবুল ড্রাইভার বাড়ির নিজ ঘরের সামনে গাছের সাথে এক মধ্যবয়সী গ...
27/09/2024

দাগনভূঞা সদর ইউনিয়নের আজিজ ফাজিলপুরের (যুগীর পোল নামক রোড) আবুল ড্রাইভার বাড়ির নিজ ঘরের সামনে গাছের সাথে এক মধ্যবয়সী গৃহবধুর ঝুলন্ত লা*শ পাওয়া গিয়েছে।

নিখোঁজ সংবাদ কোম্পানিগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন,৮ নং ওয়ার্ড নিবাসী,,, কদমতলা বাজারের পূর্ব উত্তর পাশে,  ডাক্তার আবুল ...
10/09/2024

নিখোঁজ সংবাদ

কোম্পানিগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন,৮ নং ওয়ার্ড নিবাসী,,, কদমতলা বাজারের পূর্ব উত্তর পাশে,
ডাক্তার আবুল কাশেমের নতুন বাড়ীর ডাক্তার আবুল কাশেমের ছেলে আব্দুল্লাহ (ফয়সাল), বসুরহাট মুজিব কলেজের ছাত্র। গতকাল সকাল ৯:৩০ এর সময় বসুরহাট থেকে হারানো গিয়াছে।ছেলেটির বয়স -১৭, উচ্চতা- ৫ ফুট ২ ইঞ্চি, ছেলেটির পরনে ছিলো কালো প্যান্ট ও কালো গেঞ্জি। ছেলেটির গায়ের রং উজ্জ্বল শ্যামলা। কোনো হৃদয়বান ব্যাক্তি যদি ছেলেটির খোঁজ পেয়ে থাকেন, তাহলে নিম্নোক্ত নাম্বারগুলোতে যোগাযোগ করার অনুরোধ রইলো।
সবাই শেয়ার করে নিউজটা চারদিকে ছড়িয়ে দেন প্লিজ।

📲018235-73635
01855110561
018181-85336
018646-37756
01810-306707

06/09/2024

সাবেক নৌ পরিবহন মন্ত্রী
শাজাহান খান(মাদারীপুর-২) আটক।

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চরহাজারী ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড চত্তরিয়া সুইজ এ চরহাজারী চরপার্বতী সংযোগ সড়ক ।
20/08/2024

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চরহাজারী ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড চত্তরিয়া সুইজ এ চরহাজারী চরপার্বতী সংযোগ সড়ক ।

কোম্পানীগঞ্জে স্ত্রীর উপর স্বামীর শারীরিক নির্যাতন।ঘটনাস্থলঃ নোয়াখালী কোম্পানীগঞ্জ ৪ নং ওয়ার্ড, চরহাজারী, হাজারীহাট চৌরা...
14/07/2024

কোম্পানীগঞ্জে স্ত্রীর উপর স্বামীর শারীরিক নির্যাতন।

ঘটনাস্থলঃ নোয়াখালী কোম্পানীগঞ্জ ৪ নং ওয়ার্ড, চরহাজারী, হাজারীহাট চৌরাস্তা, ভাড়া বাসার ভিতরে।

চরপার্বতী ৯নং ওয়ার্ড সবির আলী মিয়াজী বাড়ির আবদুল হালিম এর মেয়ে হামিদা বেগম (২৮)। স্বামী নির্যাতনকারী শাহাদাত,পিতা শাহ আলম, মনু খাঁ গো বাড়ি, ৩নং ওয়ার্ড চরহাজারী।

ভুক্তভোগীর অভিযোগঃ
আমার স্বামী শাহাদাত বন্ধুর বাড়ির থেকে ৩ দিন পরে বাসায় আসে। পরের দিন সকালে তার স্ত্রী হামিদা তাকে বলে বাসায় খাবার কিছু নেই তুমি বাজার করে নিয়ে আসো।

স্বামী শাহাদাত জবাবে দেয় আমার কাছে টাকা নেয় তোমার বাবা থেকে টাকা নিয়ে আসো। এসব নিয়ে দুজনের মধ্যে বাড়াবাড়ি করার পর স্ত্রী জিজ্ঞাসা করেন আপনার সাথে ঘুরাফেরা করেছে ঐ মেয়েটি কে? নিজের ঘরে স্ত্রী বাচ্চা রেখে অন্য মেয়ের সাথে পরক্রিয়া করেন।

এটা শোনার সাথে সাথে অত্যাচারী স্বামী শাহাদাত খাটের নিচে থাকা জিআই পাইপ হাতে নিয়ে ঘরের দরজা বন্ধ করে প্রায় ১ ঘন্টা পরিমাণ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন।

তার চিৎকার শোনার পরেও আশেপাশের ঘরের কেউ ভিতরে ঢুকতে পারেন নি দরজা বন্ধ থাকার কারণে। অতি নির্যাতনের কারণে হামিদা সেন্সলেস হয়ে যাওয়ার পর ২৬ মাসের বাচ্চা নিয়ে স্বামী শাহাদাত পালিয়ে যায়। এর আগেও তাকে কয়েক দফা শারীরিক নির্যাতন করে।

স্বামী বাহির হওয়ার পর আশেপাশের লোকজন তার আত্মীয় স্বজনকে খবর দিয়ে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। প্রায় ১০ ঘন্টা অবজারবেশনে রাখেন। পরবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটিরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন।

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক সোহাগ বিদ্যুতের চোট  খেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইন্না ল...
11/07/2024

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক সোহাগ বিদ্যুতের চোট খেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। মহান আল্লাহ পাক তাকে জান্নাত দান করুন আমীন

এই ছেলেটি গতকাল দুপুর থেকে নিখোঁজ নামঃ মেহেরাজ হোসেন, পিতাঃ নজরুল ইসলাম, বাসা বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ড (মাওলানা মনজিল) ...
02/07/2024

এই ছেলেটি গতকাল দুপুর থেকে নিখোঁজ
নামঃ মেহেরাজ হোসেন, পিতাঃ নজরুল ইসলাম, বাসা বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ড (মাওলানা মনজিল)
সে বসুরহাট আশরাফুল উলুম মাদ্রাসা ( উত্তর মাদ্রাসায়) হিফজ বিভাগের ছাত্র, যদি কোন কোন হৃদয়বান ব্যাক্তি পেয়ে থাকেন দয়া করে এই নাম্বারে যোগাযোগ করুন,,
01612977779,, 01863022906,,
দয়া করে সকলেই শেয়ার করুন 🙏

02/07/2024

ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে!

02/07/2024

আবারও ডুবছে সিলেট-সুনামগঞ্জ, প্লাবিত হচ্ছে নতুন এলাকা

Address

Noakhali Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when Companygonj Times-কোম্পানিগঞ্জ টাইমস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share