Ibrahim’s Life & Marketing

Ibrahim’s Life & Marketing Hello 👋
Welcome to my official page – Ibrahim's Life & Marketing. Stay connected, stay inspired!
(1)

Here I share real-life experiences, digital marketing tips & valuable news to help you grow personally and professionally.

Happy Mother’s Day to all the incredible moms out there!Behind every strong person, there’s a stronger mother — with a h...
11/05/2025

Happy Mother’s Day to all the incredible moms out there!
Behind every strong person, there’s a stronger mother — with a heart full of love, hands full of care, and a life full of silent sacrifices.

Today, let’s take a moment to celebrate the real-life superheroes who gave us everything without asking for anything in return.

She is not just a woman,
She is strength, sacrifice, and unconditional love.

Love you, Maa — always and forever.

Behind every beautiful day we live, there are countless hardworking hands.Respect and gratitude to all workers around th...
30/04/2025

Behind every beautiful day we live, there are countless hardworking hands.
Respect and gratitude to all workers around the world.
Happy International Labor Day.

— Ibrahim's Life & Marketing

এই ধাপগুলো অনুসরণ করলে যেকোনো লক্ষ্য অর্জন করা সহজ হবে!1️⃣ চেষ্টা করুন (Try):যেকোনো কিছুর শুরুতেই চেষ্টা করতে হবে। কোনো ...
20/02/2025

এই ধাপগুলো অনুসরণ করলে যেকোনো লক্ষ্য অর্জন করা সহজ হবে!

1️⃣ চেষ্টা করুন (Try):
যেকোনো কিছুর শুরুতেই চেষ্টা করতে হবে। কোনো কিছু করার জন্য প্রথম পদক্ষেপ নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

2️⃣ আবার চেষ্টা করুন (Try Again):
প্রথম চেষ্টায় সফল না হলে হতাশ না হয়ে আবার চেষ্টা করতে হবে। ব্যর্থতা নতুন শেখার সুযোগ তৈরি করে।

3️⃣ আরেকবার চেষ্টা করুন (Try Once More):
বারবার চেষ্টার মাধ্যমে দক্ষতা বাড়ে। তাই আরও একবার চেষ্টা করুন এবং নিজের ভুলগুলো সংশোধন করুন।

4️⃣ আগামীকাল আবার চেষ্টা করুন (Try It Again Tomorrow):
যদি আজ সফল না হন, তবে নতুন পরিকল্পনা করে আগামীকাল আবার শুরু করুন। প্রতিদিন নতুন সুযোগ নিয়ে আসে।

5️⃣ সফল না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যান (Just Keep Trying Until You Succeed):
সফলতার চাবিকাঠি হলো ধারাবাহিক প্রচেষ্টা। চেষ্টা চালিয়ে গেলে একদিন অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

এই পাঁচটি টিপস একজন কর্মীর কর্মক্ষেত্রে সাফল্য অর্জনে সহায়ক হতে পারে। 1️⃣ নিয়োগকর্তার প্রত্যাশা জানা:আপনার বস বা কোম্প...
19/02/2025

এই পাঁচটি টিপস একজন কর্মীর কর্মক্ষেত্রে সাফল্য অর্জনে সহায়ক হতে পারে।

1️⃣ নিয়োগকর্তার প্রত্যাশা জানা:
আপনার বস বা কোম্পানি কী চায়, তা বুঝতে পারলে কাজ করা সহজ হয়। এতে আপনি ভালো পারফর্ম করতে পারবেন এবং উন্নতির সুযোগ পাবেন।

2️⃣ টিম প্লেয়ার হওয়া:
একসঙ্গে কাজ করলে সবার জন্যই কাজ সহজ হয়। অন্যদের সাহায্য করলে আপনিও সহায়তা পাবেন, আর দল হিসেবে ভালো ফল আসবে।

3️⃣ অতিরিক্ত দায়িত্ব নেওয়া:
নতুন দায়িত্ব নেওয়া মানে শেখার সুযোগ পাওয়া। এতে আপনি দক্ষ হয়ে উঠবেন এবং ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে।

4️⃣ ইতিবাচক মানসিকতা রাখা:
সব কাজে ভালো-মন্দ আসবে, তবে ইতিবাচক চিন্তা করলে সমস্যা সহজে সামলানো যায়। এতে কাজের আনন্দ বাড়ে এবং সম্পর্ক ভালো থাকে।

5️⃣ সময়মতো থাকা:
সময় ধরে চললে কাজ ঠিকভাবে শেষ করা যায়। দেরি না করলে অন্যদেরও সমস্যা হয় না, আর আপনি বিশ্বস্ত কর্মী হিসেবে পরিচিত হবেন।

🔥 সময় এখনই! তুমি কি তৈরি? 🔥একদিন তোমার বাবা-মা বৃদ্ধ হয়ে যাবে… তাদের হাতে কাজ করার শক্তি থাকবে না… তোমার সাফল্যের দিকে ত...
31/01/2025

🔥 সময় এখনই! তুমি কি তৈরি? 🔥

একদিন তোমার বাবা-মা বৃদ্ধ হয়ে যাবে… তাদের হাতে কাজ করার শক্তি থাকবে না… তোমার সাফল্যের দিকে তাকিয়ে থাকার ছাড়া তাদের কিছুই করার থাকবে না! কিন্তু তুমি কি এখনো অলস সময় নষ্ট করে যাচ্ছো?

❌ রাত জেগে ফেসবুক স্ক্রল করা
❌ দিনভর অযথা আড্ডা দেওয়া
❌ ‘কাল থেকে শুরু করবো’ বলে আজকেও ফাঁকি দেওয়া

এর মধ্যেই যদি তোমার সময় চলে যায়, তাহলে ভবিষ্যতে কেবল আফসোসই বাকি থাকবে! আজ যারা সফল, তারাও একসময় তোমার মতোই ছিল। কিন্তু তারা একদিন সিদ্ধান্ত নিয়েছিল— "আমাকে কিছু করতে হবে!"

💡 এখনই সিদ্ধান্ত নাও!
✅ বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে পরিশ্রম করো
✅ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ শুরু করো
✅ সময়ের মূল্য দাও, কারণ সময় একবার চলে গেলে ফিরে আসে না!

তোমার জীবন তোমার হাতে! তুমি কি কেবল স্বপ্ন দেখবে, নাকি সেই স্বপ্নের জন্য লড়াই করবে? চয়েস তোমার! ⚡

সফল হতে চান❓❓❓২৭ বছর বয়সে যখন হন্যে হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন,তখন আপনারই বয়েসি কেউ একজন সেই ব্যাংকেরই ম্যানেজার হয়ে ...
14/11/2024

সফল হতে চান❓❓❓
২৭ বছর বয়সে যখন হন্যে হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন,তখন আপনারই বয়েসি কেউ একজন সেই ব্যাংকেরই ম্যানেজার হয়ে বসে আছেন। আপনার ক্যারিয়ার যখন শুরুই হয়নি,তখন কেউ কেউ নিজের টাকায় কেনা দামি গাড়ি হাঁকিয়ে আপনার সামনে দিয়েই চলে যাচ্ছে।

প্রথমেই আসে পরিশ্রমের ব্যাপারটা-
যারা আপনার চাইতে এগিয়ে,তারা আপনার চাইতে
বেশি পরিশ্রমী।এটা মেনে নিন। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না।
শুধু পরিশ্রম করলেই সব হয় না।তা-ই যদি হত,তবে গাধা হত বনের রাজা।শুধু পরিশ্রম করা নয়,এর পুরস্কার পাওয়াটাই বড় কথা।
only your results are rewarded,not your efforts!!!!
আপনি এক্সট্রা আওয়ার না খাটলে এক্সট্রা মাইল এগিয়ে থাকবেন কীভাবে?সবার দিনই তো ২৪ ঘণ্টায়।আমার বন্ধুকে দেখেছি,অন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে আউটসোর্সিং করে।ও রাত জাগার সুবিধা তো পাবেই!

আপনি বাড়তি কী করলেন,সেটাই ঠিক করে দেবে,আপনি বাড়তি কী পাবেন।আপনি ভিন্ন কিছু করতে না পারলে ভিন্ন কিছু পাবেন না।বিল গেটস রাতারাতি বিল গেটস হননি।শুধু ইউনিভার্সিটি ড্রপআউট হলেই স্টিভ জবস কিংবা জুকারবার্গ হওয়া যায় না।
আউটলায়ার্স বইটি পড়ে দেখুন।বড় মানুষের বড় প্রস্তুতি থাকে।
নজরুলের প্রবন্ধ গুলো পড়লে বুঝতে পারবেন,উনি কতটা স্বশিক্ষিত ছিলেন।শুধু রুটির দোকানে চাকরিতেই নজরুল হওয়া যায় না।কিংবা স্কুল কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হয়ে যাওয়া যাবে না।সবাই তো বই বাঁধাইয়ের দোকানে চাকরি করে মাইকেল ফ্যারাডে হতে পারে না,বেশিরভাগই তো সারাজীবন বই বাঁধাই করেই কাটিয়ে দেয়।

স্টুডেন্ট লাইফে কে কী বলল,সেটা নিয়ে মাথা ঘামাবেন না। যে ছেলেটা প্রোগ্রামিং করতেই পারত না,সে এখন একটা সফটওয়্যার ফার্মের মালিক।যাকে নিয়ে কেউ কোনদিন স্বপ্ন দেখেনি,সে এখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখতে শেখায়।কেরিয়ার নিয়ে যার তেমন কোন ভাবনা ছিল না,সে সবার আগে পিএইচডি করতে আমেরিকায় গেছে।সব পরীক্ষায় মহা উৎসাহে ফেল করা ছেলেটি এখন একজন সফল ব্যবসায়ী। আপনি কী পারেন,কী পারেন না,এটা অন্য কাউকে ঠিক করে দিতে দেবেন না।

সরকারী ইউনিভার্সিটিতে চান্স পাননি? প্রাইভেটে পড়ছেন? সবাই বলছে,আপনার লাইফটা শেষ?আমি বলি,আরে!আপনার লাইফ তো এখনো শুরুই হয়নি।আপনি কতদূর যাবেন,এটা ঠিক করে দেয়ার অন্যরা কে?লাইফটা কি ওদের নাকি?
আপনাকে ডাক্তার- ইঞ্জিনিয়ার হতেই হবে কেন?যেখানেই পড়াশোনা করেন না কেন,আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের উপর।
শুধু 'ওহ শিট','সরি বেবি','চ্যাটিং ডেটিং' দিয়ে জীবন চলবেন না।আপনি যার উপর ডিপেনডেন্ট,তাকে বাদ দিয়ে নিজের অবস্থানটা কল্পনা করে দেখুন।যে গাড়িটা করে ইউনিভার্সিটিতে আসেন,ঘোরাঘুরি করেন,সেটি কি আপনার নিজের টাকায় কেনা?

একদিন আপনাকে পৃথিবীর পথে নামতে হবে।তখন আপনাকে যা যা করতে হবে,সেসব কাজ এখনই করা শুরু করুন। জীবনে বড় হতে হলে কিছু ভাল বই পড়তে হয়,কিছু ভাল মুভি দেখতে হয়,কিছু ভাল মিউজিক শুনতে হয়,কিছু ভাল জায়গায় ঘুরতে হয়,কিছু ভাল মানুষের সাথে কথা বলতে হয়,কিছু ভাল কাজ করতে হয়।জীবনটা শুধু হাহাহিহি করে কাটিয়ে দেয়ার জন্য নয়।একদিন যখন জীবনের মুখোমুখি দাঁড়াতে হবে,তখন দেখবেন,পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে,মাথায় আকাশ ভেঙে পড়ছে। স্কিল ডেভেলাপমেন্টের জন্য সময় দিতে হয়। এসব একদিনে কিংবা রাতারাতি হয় না।"আপনার মত করে লিখতে হলে
আমাকে কী করতে হবে?আমি আপনার মত রেজাল্ট করতে চাই। আমাকে কী করতে হবে?"এটা আমি প্রায়ই শুনি।আমি
বলি,"অসম্ভব পরিশ্রম করতে হবে।নো শর্টকাটস্।সরি!"
রিপ্লাই আসে,"কিন্তু পড়তে যে ভাল লাগে না। কী করা যায়?"এর উত্তরটা একটু ভিন্ন ভাবে দিই।

আপনি যখন স্কুল কলেজে পড়তেন,তখন যে সময়ে আপনার ফার্স্ট বয় বন্ধুটি পড়ার টেবিলে মুখ থুবড়ে পড়ে থাকত,সে সময়ে আপনি তাকে দেখে হাসতেন।এখন সময় এসেছে, আপনি পড়ার টেবিলে বসে থাকবেন।
জীবনটাকে যে সময়ে চাবুক মারতে হয়,সে সময়ে জীবনটাকে উপভোগ করলেন,যে সময়ে জীবনটাকে উপভোগ করার কথা,সে সময়ে জীবনটাকে উপভোগ করতে পারবেন না,এটাই স্বাভাবিক।এটা মেনে নিন।
মেনে নিতে না পারলে ঘুরে দাঁড়ান।এখনই সময়!
কষ্ট করুন,লক্ষ্য ঠিক রাখুন,ব্যর্থ হবেন
কিন্তু থামবেন না,এগিয়ে যান--
১০০০ বার ব্যর্থ হলে তা থেকে ১০০০টা
শিক্ষা নিন,তারপর সফলতা পান।

©

"💼 কাজের সম্মান জীবনের প্রকৃত মূল্য নির্ধারণ করে 💪কাজ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা প্রত্যেকেই কোনো না কোনো পে...
19/09/2024

"💼 কাজের সম্মান জীবনের প্রকৃত মূল্য নির্ধারণ করে 💪

কাজ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা প্রত্যেকেই কোনো না কোনো পেশায় জড়িত, এবং প্রতিটি পেশারই নিজস্ব গুরুত্ব ও মর্যাদা রয়েছে। অনেকেই ভাবেন, শুধুমাত্র উচ্চপদস্থ চাকরি বা সামাজিকভাবে গ্রহণযোগ্য পেশাগুলোই সম্মানের যোগ্য। কিন্তু আসল সত্য হলো, প্রতিটি কাজই সম্মানের যোগ্য, কারণ প্রতিটি কাজই সমাজ ও মানুষের কল্যাণে অবদান রাখে।

👨‍🌾 একজন কৃষক প্রতিদিন মাটিতে ঘাম ঝরিয়ে আমাদের খাদ্যের যোগান দেন। 🧹 একজন পরিচ্ছন্নতাকর্মী আমাদের চারপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখেন। 👩‍⚕️ একজন চিকিৎসক আমাদের সুস্থ রাখেন। প্রত্যেকের কাজের গুরুত্ব আলাদা, কিন্তু সম্মানের ক্ষেত্রে আমরা সবাই সমান।

কাজের সম্মান কেবল কাজের ধরণ বা অবস্থানের উপর নির্ভর করে না, এটি নির্ভর করে কাজের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং শ্রদ্ধার উপর। যদি আমরা প্রতিটি কাজকে মূল্যায়ন করি এবং কাজের প্রতি শ্রদ্ধাশীল হই, তবেই সমাজে সত্যিকার অর্থে সম্মানের পরিবেশ তৈরি হবে। অন্যের কাজকে ছোট করে দেখা বা তাদের অবমূল্যায়ন করা মানে সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশকে অবজ্ঞা করা।

👉 তাই, আমরা সবাই যেন অন্যের কাজকে সম্মান করি এবং নিজেদের কাজকেও মূল্য দিই। 🔧 যে কাজই আপনি করেন না কেন, তা আন্তরিকতা ও সততার সঙ্গে করুন। 🌟 কারণ, সৎ ও আন্তরিকতার সঙ্গে করা প্রতিটি কাজই সম্মানের যোগ্য। চলুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে প্রতিটি কাজই সম্মানিত এবং প্রতিটি কর্মীই গর্বিত। 🙌

"কাজ ছোট বা বড় নয়, মানসিকতা বড় হওয়া উচিত।" 💖"

LYD Gen Freelancer Community

জিমেইলের এই পাঁচ সুবিধার কথা জানেন তো?ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে জিমেইলের মাধ্যমে নিয়মিত ই-মেইল আদান-প্রদান করেন অনেকে।...
03/07/2024

জিমেইলের এই পাঁচ সুবিধার কথা জানেন তো?
ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে জিমেইলের মাধ্যমে নিয়মিত ই-মেইল আদান-প্রদান করেন অনেকে। ই–মেইল লেখা থেকে শুরু করে পাঠানোর পুরো প্রক্রিয়াকে সহজ করতে জিমেইলে বেশ কিছু সুবিধা রয়েছে, যা অনেকেরই অজানা। সুবিধাগুলো দেখে নেওয়া যাক।

১. সোয়াইপ সুবিধা

স্মার্টফোনের জিমেইল অ্যাপে সোয়াইপ করে ই–মেইল আর্কাইভ, ডিলিট, রিড বা আনরিড মার্ক করে রাখা যায়। সাধারণত বাঁ বা ডানদিকে সোয়াইপ করে ই–মেইল আর্কাইভ করা যায়। চাইলে সোয়াইপ করে ই–মেইল মুছে ফেলা, রিড বা আনরিড মার্ক করাও যায়। এ জন্য জিমেইল অ্যাপের সেটিংসে প্রবেশ করে জেনারেল সেটিংস অপশন থেকে ই–মেইল সোয়াইপ অ্যাকশনে গেলেই রাইট সোয়াইপ ও লেফট সোয়াইপ অপশন পাওয়া যাবে। পছন্দের অপশন ব্যবহারের জন্য ‘চেঞ্জ’ নির্বাচন করলেই একটি পপআপ বক্সে আর্কাইভ, ডিলিট, মার্ক অ্যাজ রিড/আনরিড, মুভ টু, স্নুজ ও নান অপশন দেখা যাবে। এরপর কাঙ্ক্ষিত অপশন নির্বাচন করতে হবে।

২. কনফিডেনশিয়াল মোড

জিমেইলের কনফিডেনশিয়াল মোড ব্যবহার করে নিরাপদে ই-মেইল পাঠানো যায়। কারণ, কনফিডেনশিয়াল মোডের মাধ্যমে পাঠানো ই-মেইলের স্ক্রিনশট নেওয়া যায় না। এমনকি ডাউনলোড বা অন্য কোনো ব্যক্তিকে ফরোয়ার্ডও করা সম্ভব হয় না। কনফিডেনশিয়াল মোড ব্যবহার করে ই–মেইল পাঠাতে কম্পিউটার থেকে কম্পোজ বাটনে ক্লিক করে ই–মেইল লেখার পর নিচের দিকে থাকা প্যাডলক ক্লক আইকনে ক্লিক করে কনফিডেনশিয়াল মোড চালু করতে হবে। প্যাডলক ক্লক আইকনে ক্লিক করার পর সেট এক্সপাইরেশন অপশন থেকে ই-মেইলের সুরক্ষার তারিখ নির্ধারণ করতে হবে। এরপর সেন্ড বাটনে ট্যাপ করলেই ই-মেইলটি নির্দিষ্ট ঠিকানায় চলে যাবে।

৩. শিডিউলড ই–মেইল

জিমেইলের মেইল শিডিউল সুবিধা ব্যবহার করে নির্দিষ্ট সময় নির্বাচন করে সে সময়ে ই–মেইল পাঠানো যায়। কম্পিউটার থেকে মেইল শিডিউল সুবিধা ব্যবহারের জন্য প্রথমে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করে কম্পোজ অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রাপকের নাম, মেইলের বিষয় ও মেইল লিখে নিচে থাকা সেন্ড অপশনের অ্যারো বাটনে ক্লিক করতে হবে। এবার শিডিউল সেন্ড অপশনে ক্লিক করলেই আগে থেকে নির্ধারিত কিছু সময় দেখা যাবে। কাঙ্ক্ষিত সময় নির্ধারণ করলেই নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে মেইলটি প্রাপকের কাছে চলে যাবে।

৪. অ্যাডভান্স সার্চ

জিমেইলে সহজে কাঙ্ক্ষিত বিষয়বস্তু খুঁজে পেতে অ্যাডভান্স সার্চ সুবিধা ব্যবহার করা যায়। জিমেইলের সার্চ বক্সে গিয়ে ই–মেইল ঠিকানা লেখার পর বিভিন্ন সার্চ ফিল্টার দেখা যাবে। সেখানে অ্যাটাচমেন্ট, ডেট প্রভৃতি ফিল্টার ব্যবহারের পর সহজে ই–মেইল খোঁজা যায়।

৫. কি–বোর্ড শর্টকাট

কি–বোর্ড ব্যবহার করে খুব সহজে জিমেইল ব্যবহার করা যায়। এ জন্য বেশ কিছু শর্টকাট রয়েছে। যেমন Ctrl + লিখে ই–মেইল কম্পোজ করা, Ctrl + Enter ই–মেইল পাঠানো, Ctrl + Shift + c লিখে ই–মেইলের সিসি যোগ করা যায়।

সফল হতে চাইলে এগুলো পড়ুন, ভাবুন আর নতুনভাবে পথ চলার জন্য নিজেকে প্রস্তুত করুন:  ১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবে...
28/05/2024

সফল হতে চাইলে এগুলো পড়ুন, ভাবুন আর নতুনভাবে পথ চলার জন্য নিজেকে প্রস্তুত করুন:

১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর।

২. এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।

৩. যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই সমান।

৪. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোন কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাত হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। We never get a 2nd chance to make the first impression.

৫. আপনি কী অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

৬. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।

৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ম-মূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।

৮. পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।

৯. যে সবকিছু তৈরি পাওয়ার জন্য তৈরি, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়।

১০. NO মানে একেবারে না নয়। NO = Next Opportunity.

১১. বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে।

১২. জয়ী হতে হলে কী কী করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।

১৩. আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন।

১৪. সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, কোন ঘটনা না।

১৫. আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে অনেকখানি প্রভাবিত করবে।


আলহামদুলিল্লাহ ৩য় বারের মতো আগামী ২০ তারিখ যাচ্ছি Hotel Victory তে প্রায় ২০০ ফ্রিল্যান্সারের সাথে ঈদ রিইউনিয়ন প্রোগ্রামে...
18/04/2024

আলহামদুলিল্লাহ ৩য় বারের মতো আগামী ২০ তারিখ যাচ্ছি Hotel Victory তে প্রায় ২০০ ফ্রিল্যান্সারের সাথে ঈদ রিইউনিয়ন প্রোগ্রামে।

Courtesy: LYD Gen Freelancer Community

Address

Subarnachar
Noakhali Sadar Upazila

Telephone

+8801607025390

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ibrahim’s Life & Marketing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ibrahim’s Life & Marketing:

Share

Category