
11/08/2025
আলহামদুলিল্লাহ,
ধন্যবাদ Tarique Rahman
বিএনপির সাথে জমিয়তে উলামায়ের জোট।
বিএনপি জোটে জমিয়ত পেলো ৪টি আসন!
জমিয়তের দাবী ছিলো ৫টি,বিএনপি ৩টিতে রাজী হলেও পরে তারেক রহমানের সুপারিশে আরো ১ টি বাড়িয়ে ৪টি করা হয়।যথাক্রম- তুলে ধরা হলো:
১-মাওলানা ওবায়দুল্লাহ ফারুক
২-মাওলানা জুনায়েদ আল হাবিব
৩-মাওলানা মুন্জুরুল ইসলাম আফেন্দি
৪- মাওলানা মনির হোসেন কাসেমী,
ফ্যাসিবাদ দারা নির্যাতিত আলেমদের মধ্যে জুনায়েদ আল হাবীব অন্যতম,
বিএনপির প্রতি এমন সোনাম ধন্য আলেমদের আস্থা ও বিশ্বাস রাখায় অভিনন্দন জানাচ্ছি। রাষ্ট্র পরিচালনায় জাতীয় সংসদে আলেমদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।