চাটখিল টিভি

  • Home
  • চাটখিল টিভি

চাটখিল টিভি জনগনের কথা বলে

সৌদিতে প্রবাসীদের সঙ্গে প্রতারণা,নোয়াখালীতে পরিবারের ওপর হুমকিচাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর চাটখিল উপজেলার সংকরপ...
14/08/2025

সৌদিতে প্রবাসীদের সঙ্গে প্রতারণা,নোয়াখালীতে পরিবারের ওপর হুমকি

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার সংকরপুর গ্রামের আবুল কালামের ছেলে সৌদি প্রবাসী মো. কামাল হোসেন মিন্টু ও তার সহযোগী রাকিব খান –এর বিরুদ্ধে দুই প্রবাসীর সঙ্গে প্রতারণা এবং তাদের পরিবারের ওপর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীরা হলেন একই এলাকার মো. মোস্তফার ছেলে প্রবাসী সজিব ও দুলাল মিয়ার ছেলে আনোয়ার অভিযোগ করে জানান, সৌদি আরবের একটি ভালো কোম্পানিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মিন্টু তাদের কাছ থেকে ব্যাংক ও সরাসরি পরিবারের মাধ্যমে মোট ৯ লাখ টাকা নেন। টাকা পাঠানো হয় একটি ট্রাভেলসের অ্যাকাউন্টে, যা বৈধ বলে দাবি করেছিলেন অভিযুক্তরা।

অভিযোগে বলা হয়, সৌদি আরবে পৌঁছানোর পর মিন্টু তাদের কোনো কোম্পানিতে চাকরি না দিয়ে দাবি করেন, তিনি যে ভিসায় এনেছেন তা বৈধ নয়। এক পর্যায়ে মিন্টু তাদের রুম থেকে বের করে দেন এবং শারীরিক ক্ষতির হুমকি দেন।

ভুক্তভোগীরা মিন্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বললে, তিনি বাংলাদেশর নোয়াখালীর সংকরপুরে তাদের বাড়িতে গিয়ে পরিবারকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে।যার সকল তথ্য প্রমাণ ভুক্তভোগী পরিবারের নিকট আছে।

প্রবাসীরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কা...
14/08/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল আজ সকাল ৬টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।

আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আন্তরিক সমবেদনা।

#সোনাইমুড়ী #আনোয়ারুলহককামাল #ইন্তেকাল #বাংলাদেশ

নোয়াখালীতে ফিলিং স্টেশনে ওজনে কারচুপি হাতেনাতে ধরা, দেড় লাখ টাকা জরিমানানোয়াখালীর সদর উপজেলার একাধিক ফিলিং স্টেশনে ওজনে ...
13/08/2025

নোয়াখালীতে ফিলিং স্টেশনে ওজনে কারচুপি হাতেনাতে ধরা, দেড় লাখ টাকা জরিমানা

নোয়াখালীর সদর উপজেলার একাধিক ফিলিং স্টেশনে ওজনে কারচুপি করায় দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলার দত্তেরহাট পায়রা ফিলিং স্টেশন, সোনাপুর ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে বিএসটিআই নোয়াখালীর সহযোগিতায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে দত্তেরহাট পায়রা ফিলিং স্টেশন, সোনাপুর ফিলিং স্টেশনে হাতেনাতে ওজন কারচুপি ধরে ফেলা হয়। ফিলিং স্টেশনের সংশ্লিষ্ট দায়িত্বরত ব্যক্তি দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় তাদের ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় ফিলিং স্টেশন জরিমানার অর্থ পরিশোধ করায় তাদের সতর্ক করা হয়। তারা ভবিষ্যতে এধরনের কাজ থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

13/08/2025

নোয়াখালীতে নারীসহ আটকের ভিডিও ভাইরাল: স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

নোয়াখালীর বেগমগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটকের দুদিন পর মো. নোমান বাবুকে (৩৩) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরের দিকে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাহবুব ফাহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সাময়িক বহিষ্কৃত মো.নোমান বাবু বেগমগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোয়াখালী জেলা শাখার অধীনস্থ বেগমগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো.নোমান বাবু আপনি দলের দায়িত্বে থাকা অবস্থায় সংগঠন পরিপন্হী অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়েছেন। যাহা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মেদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নিকট সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ রয়েছে। এ অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারণে আপনাকে বেগমগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক পদ থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো.নোমান বাবু বলেন,আমাকে বহিষ্কারের বিষয়টি শুনেছি। তবে আমাকে একটি নারীসহ ফাঁসানো হয়েছে। যারা ফাঁসিয়েছে তারা এখন বলবে আমি নির্দোষ।

প্রসঙ্গত, গত রোববার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ৮নং বেগমগঞ্জ ইউনিয়নের তফাদার গেইট এলাকার এক গৃহবধূর ঘরে অবস্থান করছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা নোমান বাবু । ওই সময় এলাকাবাসী তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে স্থানীয় নেতৃবৃন্দ তাকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর তাকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, আমরা একটা ভিডিও পেয়েছি। তাতে আমাদের মনে হয়েছে এটি অসামাজিক কাজ। তাই ওই সেচ্ছাসেবক দল নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

13/08/2025

জেসিকাকে ওরকার খেয়ে ফেলার দাবি ভুয়া, ভিডিওটি এআই নির্মিত

খাল দখলমুক্ত  অবৈধ স্থাপনা গুড়িয়ে ও জঞ্জাল আবর্জনা পরিষ্কার  করে প্রশংসার জোয়ারে ভাসছেন চাটখিলের ইউএনও মিজানুর রহমান।
12/08/2025

খাল দখলমুক্ত অবৈধ স্থাপনা গুড়িয়ে ও জঞ্জাল আবর্জনা পরিষ্কার করে প্রশংসার জোয়ারে ভাসছেন চাটখিলের ইউএনও মিজানুর রহমান।

তা হলে কি আমেরিকার যাওয়ার জন্য আদম বেপারীকে দেওয়া ১৯ লাখ টাকার দ্বন্দ্বেই খু'*ন জাকির?? বিস্তারিত দেখুন কমেন্ট এ....
12/08/2025

তা হলে কি আমেরিকার যাওয়ার জন্য আদম বেপারীকে দেওয়া ১৯ লাখ টাকার দ্বন্দ্বেই খু'*ন জাকির??

বিস্তারিত দেখুন কমেন্ট এ....

12/08/2025

মৌচাকে গাড়িতে পাওয়া চাটখিলের মিজান ও জাকিরের ম)রদেহর ব্যাপারে যা জানা গেল

#চাটখিলটিভি

সোনাইমুড়ী চৌরাস্তায় খালের উপর শত শত অ/বৈ'ধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।সেনাবাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে এ কাজ...
11/08/2025

সোনাইমুড়ী চৌরাস্তায় খালের উপর শত শত অ/বৈ'ধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

সেনাবাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে এ কাজ চলছে। এতে করে খাল পুনরায় আবার প্রা'ণ ফিরে পাচ্ছে।

অস্থায়ী  পৌর সিএনজি ও অটো স্ট্যান্ড আদেশক্রমে - প্রশাসক, চাটখিল পৌরসভা, নোয়াখালী।ছবিঃ ওমর ফারুক
11/08/2025

অস্থায়ী পৌর সিএনজি ও অটো স্ট্যান্ড
আদেশক্রমে - প্রশাসক, চাটখিল পৌরসভা, নোয়াখালী।

ছবিঃ ওমর ফারুক

মৌচাকে প্রাইভেটকার থেকে চাটখিলের মিজান ও জাকিরের ম'*র'*দে'*হ উ'*দ্ধা'ররাজধানীর রমনার মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের...
11/08/2025

মৌচাকে প্রাইভেটকার থেকে চাটখিলের মিজান ও জাকিরের ম'*র'*দে'*হ উ'*দ্ধা'র

রাজধানীর রমনার মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুই যুবকের ম'*র'*দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারাপুর ইউনিয়নের মিজান এবং খিলপাড়া ইউনিয়নের জাকির হোসেন (২৪)।

সোমবার (১১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে রোগী ভর্তি থাকার তথ্য দিয়ে ঢাকা মেট্রো-গ ৩৬-৩৭৪৫ নম্বরের প্রাইভেটকারটি মেডিকেলের গ্যারেজে প্রবেশ করে। দুপুর ১১টার দিকে গাড়ির ভেতরে ম'*র'*দে'হ থাকার খবর পায় পুলিশ।

পুলিশ জানায়, একজনের ম'*র'*দে'*হ ড্রাইভারের পাশের সিটে এবং অন্যজনের ম*'র'*দেহ পেছনের সিটে পাওয়া যায়। গরমের কারণে ম'*র'দেহে পচন শুরু হয়েছে।

গাড়িটির মালিক উত্তরা এলাকার জোবায়ের আহমেদ সৌরভ। ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট ও র‍্যাব উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “ঘটনাটি তদন্তাধীন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।”

চাটখিল দুর্নীতি প্রতিরোধে দুদকের বিতর্ক প্রতিযোগিতা "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা"- এই স্লোগান...
11/08/2025

চাটখিল দুর্নীতি প্রতিরোধে দুদকের বিতর্ক প্রতিযোগিতা

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা"- এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর চাটখিলে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫।

সোমবার (১১ আগস্ট) দুপুরে চাটখিল উপজেলা মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে শিক্ষা সামগ্রী ও পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, চাটখিল মহিলা কলেজের প্রভাষক মো. আবুল কালাম আজাদ, মহি উদ্দিন বাবু। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কর্মকর্তা মোহাম্মদ আলী।

ফাইনালে চ্যাম্পিয়ন হয় ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও রানারআপ হয় সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়। সেরা বিতর্কিতের পুরস্কার লাভ করেন সোমপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নাফিজা ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, 'বিতার্কিকদের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাড়তি পড়াশোনা করা লাগে। সাধারণ শিক্ষার্থীদের চাইতে একারণে বিতার্কিকরা জ্ঞান অর্জনের দিক থেকে এগিয়ে থাকেন। বিতর্ক চর্চায় শিক্ষার্থীদের আরো বেশি উদ্বুদ্ধ করার জন্য আমরা কাজ করবো। আমাদের শিক্ষার্থীরা উপজেলার গন্ডি ফেরিয়ে জাতীয় পর্যায়ে যাবে, আমরা শিক্ষার্থীদেরকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করবো।'

Address


Alerts

Be the first to know and let us send you an email when চাটখিল টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চাটখিল টিভি:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share