
14/08/2025
সৌদিতে প্রবাসীদের সঙ্গে প্রতারণা,নোয়াখালীতে পরিবারের ওপর হুমকি
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার সংকরপুর গ্রামের আবুল কালামের ছেলে সৌদি প্রবাসী মো. কামাল হোসেন মিন্টু ও তার সহযোগী রাকিব খান –এর বিরুদ্ধে দুই প্রবাসীর সঙ্গে প্রতারণা এবং তাদের পরিবারের ওপর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা হলেন একই এলাকার মো. মোস্তফার ছেলে প্রবাসী সজিব ও দুলাল মিয়ার ছেলে আনোয়ার অভিযোগ করে জানান, সৌদি আরবের একটি ভালো কোম্পানিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মিন্টু তাদের কাছ থেকে ব্যাংক ও সরাসরি পরিবারের মাধ্যমে মোট ৯ লাখ টাকা নেন। টাকা পাঠানো হয় একটি ট্রাভেলসের অ্যাকাউন্টে, যা বৈধ বলে দাবি করেছিলেন অভিযুক্তরা।
অভিযোগে বলা হয়, সৌদি আরবে পৌঁছানোর পর মিন্টু তাদের কোনো কোম্পানিতে চাকরি না দিয়ে দাবি করেন, তিনি যে ভিসায় এনেছেন তা বৈধ নয়। এক পর্যায়ে মিন্টু তাদের রুম থেকে বের করে দেন এবং শারীরিক ক্ষতির হুমকি দেন।
ভুক্তভোগীরা মিন্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বললে, তিনি বাংলাদেশর নোয়াখালীর সংকরপুরে তাদের বাড়িতে গিয়ে পরিবারকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে।যার সকল তথ্য প্রমাণ ভুক্তভোগী পরিবারের নিকট আছে।
প্রবাসীরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।