নোয়াখালী জেলা যুবলীগ

নোয়াখালী জেলা যুবলীগ A House Of Quality

12/09/2025

কালামিয়ার পোলে গনসংযোগ করার সময় এক ভক্তের উপস্থিত তৈরী গান....✌️❤️

05/09/2025

রাতের সিলেট শহর,জয় বাংলা শ্লোগানের মুখরিত...

05/09/2025

এক বছরে ৪ লাখ নেতাকর্মী গ্রেপ্তারের পরও মামলা-হামলাকে বৃদ্ধাঙ্গুলি দেখালো আওয়ামী লীগ। মিছিলের নগরীতে পরিণত করল ঢাকাকে।

ইনশাআল্লাহ।
31/08/2025

ইনশাআল্লাহ।

26/08/2025

যাবার বেলা কেউ নেই এখন দেখতেচি

23/08/2025

শুভ জন্মদিন সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় মুখ ও কিংবদন্তি অভিনেতা ফজলুর রহমান বাবু স্যার 🖤🌸

20/08/2025

২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিশাল মশাল মিছিল,, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

20/08/2025

২১শে আগস্ট, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক রক্তাক্ত কলঙ্কের দিন। এদিনের ভয়াবহতা শুধু এক দলের উপর নয়, গোটা জাতির অস্তিত্বে আঘাত হেনেছিল।

২০০৪ সালের ২১শে আগস্ট, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের শান্তিপূর্ণ জনসভায় চালানো হয় বর্বরতম গ্রেনেড হামলা। উদ্দেশ্য ছিল একটিই, বঙ্গবন্ধুকন্যা আওয়ামীলীগ সভাপতি জননেত্রী, জাতির ভবিষ্যৎ শেখ হাসিনাকে হ'ত্যা করা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত এই ঘৃ'ণ্য হামলায় মুহূর্তেই রক্তে ভেসে যায় মিছিলের মাটি। শহীদ হন আইভি রহমানসহ ২৪ জন নিবেদিতপ্রাণ নেতাকর্মী, আহত হন প্রায় ৩০০ জন, যাদের অনেকেই আজও পঙ্গুত্বের শিকার।

এই হত্যাযজ্ঞ ছিল কেবল রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল নয়, বরং বঙ্গবন্ধুর আদর্শকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র। তখনকার সরকার ও তাদের শীর্ষস্থানীয় মদদদাতারা এ হামলার নীলনকশা তৈরি করেছিল।

আরো ভয়ঙ্কর হলো আজকের বাস্তবতা। অবৈধ ইউনূসের তথাকথিত 'ক্যাঙ্গারু কোর্ট' এই মানবতাবিরোধী অপরাধের নেপথ্যের কুশীলবদের দণ্ডহীনতার সংস্কৃতি উপহার দিয়েছে, আসামীদের দিয়েছে বেকসুর খালাস। এ অন্যায় শুধু আইনের নয়, ইতিহাসেরও অপমান।

কিন্তু মনে রাখতে হবে, জনতার আদালত নীরব নয়। সময়ের চাকা ঘুরবে, বাংলার মাটিতে আবারও উচ্চারিত হবে ন্যায়বিচারের রায়। ২১শে আগস্টের রক্তঋণ এ জাতি কোনোদিন ভুলবে না, ভুলতে পারবে না।

19/08/2025

নোয়াখালীর ভাই ব্রাদার্স মানেই আগুন 🔥
লোকেশন- ব্রাজিল!

19/08/2025

নোয়াখালী আন্ডারচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে এভাবেই হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। এভাবেই নুনুচের দুর্বৃত্ত বাহিনী দ্বারা সারাদেশে প্রতিদিন শত শত নিরহ মানুষ খুন হচ্ছে....
আর কত জন লাশ হলে ক্লান্ত হবে এই অবৈধ সরকার,
আর কত নীরহ আওয়ামী নেতাকর্মী ও সাধারণ মানুষের জীবন গেলে জেগে উঠবে বাংলাদেশ...।
#মৃত্যুপুরী_বাংলাদেশ


18/08/2025

মেয়েটিকে দৌলদিয়া পট্টিতে পৌছে দিচ্ছে কিছু সচেতন পোলাপান!যেখানের জিনিস সেখানেই ভালো মানায়!
(যারা নিয়ে যাচ্ছে তারাও আজকের কা স্টমার 🐸ফাকিঁ দিয়ে আসছে)

17/08/2025

কাজিরহাট থানার আন্ধার মানিক ইউনিয়নে প্রবাসীর জমি দখল করতে গেলে স্ত্রী বাঁধা দিলে এলো পাথাড়ি মার পিট। আহারে বাংলাদেশ তাদের ঘরে কি মা বোন নাই।

Address

Noakhali Sadar Upazila
3807

Telephone

+8801836355249

Website

Alerts

Be the first to know and let us send you an email when নোয়াখালী জেলা যুবলীগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share