Noakhali Crush confession

Noakhali Crush confession Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Noakhali Crush confession, Super Market Mod, Maijdee Sadar, Maijdee Court, Pune.
(1)

আপনার Crush বা, পরিচিত, অপরিচিত কাউকে নিয়ে আপনার মনের "না বলা কথা" প্রকাশ করতে SMS করুন।
✨যে কনো জেলার লোক, এবং যে কনো ব্যাক্তি যে কাউকে নিয়ে Confession দিতে পারবে।
⚠️কনফেশন পাঠানোর নিয়মঃ
প্রেরকঃ...প্রাপকঃ...কোথায় দেখেছেনঃ.
ছবিঃ (যদি থাকে)
বিস্তারিত লেখাঃ

24/03/2025

⚠️Confession_No: 1020
প্রেরক: আনোয়ার হোসেন
প্রাপক: অজানা এক মায়াবতী

____তোমাকে পাবনা জানি তবুও তোমায় ভালোবাসি! তোমার মায়াবতী চাহনী আমাকে করচে উদাসীন,অতৃপ্ত রয়ে গেচে আমার মন দিনের পর দিন। জানিনা আমি তোমাকে পাইবো কী করে।
তোমাকে আজকে বসুরহাট দিঘি মার্কেট এ দেখি। তারপর তোমাকে আবার রাজ বাড়িতে দেখি। তখন তোমার চোখে চোখ পড়ে যায় আর তোমাকে খুব ভালো লেগে যায়। বাট বলতে পারি নাই। আমার মনে হয় যে তোমার চোখে আমার জন্য ভালোবাসা রয়েছে। এখন আমি বল তোমাকে পাইবো কী করে। তুমি অনেক ক্ষন দেখলাম তাকায় চিলে বাট, আমি ঐ সময় কিচু করতে পারিনি। তবে তুমি চিলে পরীর মতো, তোমার গায়ে ছিল কালো বোরকা,গোলাপি কালার হিজাব পরা মাথার এক পাশে একটা ছোট্ট পুল দেওয়া ছিল।

জানিনা তুমি আমার এই পোস্ট টা পাবে কিনা। যদি পেয়ে থাকো একটা কমেন্ট করিও। আমি যেমনে হোক তোমাকে খুজে পেতে চাই। তোমাকে আমার মনের কোনে জায়গা দিতে চায়।

ইতি,
তোমার জন্য পাগল হওয়া ব্যার্থ প্রেমিক

12/03/2025

কনফেশন দেওয়ার মতো প্রিয় মানুষ না থাকলে, এই page এর Admin নামে দিতে পারেন 🙂

admin একটা কনফেশন পাওয়ার যোগ্য!

⚠️Confession: 1019From: কেউ একজন To: As Sahad"ওহে কি করিলে বলো পাইবো তোমারে? রাখিবোআঁখিতে,আঁখিতে"😌❣️তুমিই আমার প্রথম ভাল...
01/03/2025

⚠️Confession: 1019
From: কেউ একজন
To: As Sahad

"ওহে কি করিলে বলো পাইবো তোমারে? রাখিবো
আঁখিতে,আঁখিতে"😌❣️
তুমিই আমার প্রথম ভালোলাগা নাকি ভালোবাসা বলতে পারবো না। ঐ দিন টা আপনাকে দেখার পর থেকে আমার আর রাতে ঘুম হয় না সারা টা রাত দিন শুধু আপনাকেই সপ্নে দেখি🥺 কি করিলে আপনাকে পাবো আপনে কি বলিতে পারেন😓

আপনার নাকি বিয়ে হয়ে গিয়েছে তবে আমার মনে হয় না🙂💔 মনে হয় এইটা মিথ্যা যাই হোক আপনে আমার হলে আমি আপনার জন্য সব করতে রাজি আছি

আমি খুব ভালোবাসি আপনাকে।❤️
জানি না পাবো কি না, কিন্তু দূর থেকে ভালোবেসে যাবো আপনাকে।

01/03/2025

চালু করছি 'ডেকে তোলা' সার্ভিস। নিউজফিড জুড়ে অনেকের আফসোস দেখলাম.. সেহেরির সময় ডেকে তোলার মানুষ নেই দেখে,
এখানে সুলভ মূল্যে ডেকে তোলা হয়। রেট-

মিসড কল প্রতি- ৫০ টাকা
ঘুম থেকে জাগানোর পর ৩০ সেকেন্ড কথা বললে - ১২০ টাকা
১মিনিট কথা বললে - ১৫০ টাকা
৫ মিনিট কথা বললে- ২১০ টাকা

প্রিমিয়াম প্যাকেজঃ
'ওগো ঘুম থেকে ওঠো' প্যাকেজ -১৫০০ টাকা
সেহেরির আগ পর্যন্ত কথা বলা -৫৫০০টাকা! 🙂

⚠️Confession: 1018From: কখনো চিনবে না!To: Juthiতোমার ভিডিওতে হাসি,আমার স্ক্রিনে লেগে থাকা অভ্যাস!তুমি দূরে, অনেক দূরে,সম...
28/02/2025

⚠️Confession: 1018
From: কখনো চিনবে না!
To: Juthi

তোমার ভিডিওতে হাসি,
আমার স্ক্রিনে লেগে থাকা অভ্যাস!
তুমি দূরে, অনেক দূরে,
সমুদ্রের ওপারে, স্বপ্নের দেশে…

কখনো কথা হয়নি,
কখনো চোখে চোখ পড়েনি,
তবুও মনে হয়—
তুমি জানো না আমার নাম!

স্ক্রল করতে করতে
হঠাৎ একদিন তুমি থেমে যাবে?
কিংবা কমেন্টের ভিড়ে
আমার কথাটি পড়বে?

হয়তো কখনো নয়…
তবু, কনফেশন দিলাম,
জুতির নামে!

Sorry ☺️
28/02/2025

Sorry ☺️

⚠️Confession_No: 1017From: কেউ একজন To: Yea sin (FB)"ওহে কি করিলে বলো পাইবো তোমারে? রাখিবোআঁখিতে,আঁখিতে"😌❣️তুমিই আমার প্...
13/02/2025

⚠️Confession_No: 1017
From: কেউ একজন
To: Yea sin (FB)

"ওহে কি করিলে বলো পাইবো তোমারে? রাখিবো
আঁখিতে,আঁখিতে"😌❣️
তুমিই আমার প্রথম ভালোলাগা নাকি ভালোবাসা বলতে পারবো না। এটা দিন দিন এত গাঢ় হয়ে গেছে যে বুঝাতে পারবো না।
শুধু বলতে চাই অনেক ভালোবাসি আপনাকে।❤️
জানি না পাবো কি না, কিন্তু দূর থেকে ভালোবেসে যাবো আপনাকে।

Noakhali Crush

⚠️Confession_No: 1016From : পাশের টেবিল।To : Unknown. Actually I don't know how to confess, but you are beautiful. I lik...
13/02/2025

⚠️Confession_No: 1016
From : পাশের টেবিল।
To : Unknown.

Actually I don't know how to confess, but you are beautiful. I liked the way you talk, ( I was thinking that time I wish I could have you )

but one thing I noticed you are not good at taking photos. You and your friend struggle a lot for taking a good picture.😁
Btw I am good at taking photos. If you want I can be your personal photographer for whole life time.😉

⚠️Confession_No: 1015From : নাম বলে তোমার সংসার নষ্ট করতে চায় না।To : Arefin Saju নোয়াখালী সূবর্নচরে অনেক হোটেল এ দেখা।প...
06/02/2025

⚠️Confession_No: 1015
From : নাম বলে তোমার সংসার নষ্ট করতে চায় না।
To : Arefin Saju
নোয়াখালী সূবর্নচরে অনেক হোটেল এ দেখা।

প্রিয়: ভালোবাসার পুরুষ সাজু, এত্তোক্ষনে হয়তো বুঝে-গেছো আমি কে?🙂
আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি - শেষ তুমি অন্য বেডি'রে বিয়ে করছো!🥲

আর বেশি কিছু বলতে চায় না, বেশি কিছু প্রকাশ করলে তোমার সংসার নষ্ট হয়ে যাবে!
আমি জানি না Noakhali Crush Confession Page এর মধ্যে কখনো আমার বার্তা তোমার কাছে পৌছাবে কিনা? যদি তোমার কাছে পৌছায় দয়া করে আমাকে সহ সবাইকে দাওয়াত দিয়ে এক বেলা খাওয়ায় দিও।

ইতি
তোমার প্রাক্তন শখের নারী ছিলাম🥲

⚠️Confession_No: 1014From : আপনার পাশের কেউ,To : রিয়েল নাম সঠিক জানি না,Skyview & Supermarket এ দেখালম,তোমার প্রতি আমার ...
04/02/2025

⚠️Confession_No: 1014
From : আপনার পাশের কেউ,
To : রিয়েল নাম সঠিক জানি না,
Skyview & Supermarket এ দেখালম,

তোমার প্রতি আমার অনুভূতি প্রকাশ করতে গেলে শুধু ভাষা বা শব্দে সীমাবদ্ধ থাকা সম্ভব নয়। তোমাকে প্রথমবার দেখার মুহূর্ত থেকে মনে হলো, তুমি শুধু একটি মানুষ নও—তুমি যেন এক কবিতা, যে কবিতার প্রতিটি শব্দ হৃদয়ের গভীর থেকে উঠে আসে।
তোমার মুখে সেই কোমল হাসি, যা সূর্যের প্রথম কিরণের মতো উজ্জ্বল। তোমার চোখ—তারা যেন রহস্যময় গ্যালাক্সি, যেখানে প্রতিটি তারা একেকটি গল্প বলছে। তোমার সাথে খুব একটা দেখা হয়নি, তবে ৪ বার দেখা হয়েছিল , যতবার তোমার দিকে তাকাই, ততবার মনে হয় তুমি ঠিক বিজ্ঞানের মতো নিখুঁত, আবার সাহিত্যের মতো আবেগপূর্ণ। একদিন ফেসবুকে Mihrima Jannat একটা Id থেকে তোমাকে শাড়ি পরা দেখেছিলাম, তোমার পরা শাড়ির পাড়ের কাজ যেন প্রাকৃতিক শৃঙ্গের সৌন্দর্য ধারণ করে।
বিজ্ঞানের দিক থেকে দেখলে তুমি যেন একটি নিখুঁত সমীকরণ, যার প্রত্যেকটি উপাদান পরিপূর্ণতার ছোঁয়া দেয়। তোমার সৌন্দর্য কোনো কেমিস্ট্রির মেলবন্ধনের চেয়েও বেশি বিস্ময়কর। তোমার প্রতিটি হাসি যেন নিউটনের মাধ্যাকর্ষণ সূত্রের মতো, যা আমাকে প্রতিবারই তোমার দিকে টেনে নিয়ে যায়। আর তোমার উচ্চতা, সেটা আমার কাছে কেমন লাগে সেটা আর নাই বললাম।

হয়তো কোন ভাবেই তুমি আমাকে চিনবে না। চিনবে কি করে বলো? আমি তো চিনতে পারার কোন অপশন দেই না, না এখানে দিয়েছি, না দিয়েছি সরাসরি দেখা হলে। কারণ আমি যে ইনট্রুভার্ট। যদি ইনট্রুভার্ট না হতাম তাইলে আর এভাবে কনফিউশন দিতাম না, সামনাসামনি বলে দিতাম, তা না সম্ভব হলে মেসেন্জারে বলে দিতাম। ইনট্রুভার্ট হওয়ার কারনে সেটাও সম্ভব হয়নি। তবে আরেকটা রিজন আছে। সেটা হলো আমাদের যেই বয়স, এই বয়সে এসে কাউকে ওইসব বলাটা আমার দিক থেকে একটুও ভালো দেখায় না। তবে আমরা যেহেতু মানুষ, তাই যখন যেই অবস্তা আর যেই পজিশনে থাকুক না কেন কারো প্রতি ভালোলাগা ভালোবাসাটা স্বাভাবিক। তবে চিনতে পারার একটা ওয়ে দিয়ে দেই, সেটা হলো মেসেন্জারে কথা হয় , তাও সেটা খুবই প্রয়োজনে। মেসেজের স্টাইল দেখলেই বুঝতে পারবা যে আমি আসলে কতটা ইনট্রুভার্ট, নিজ থেকে অপ্রয়োজনে কখনোই মেসেজ দেই নি।

জানিনা তোমার অবধি লেখা পৌছাবে কিনা। তবে তোমার প্রতি আমার অনুভূতি কেবল ভালো লাগা নয়। এটি একটি স্বপ্ন, একটি আকাঙ্ক্ষা, একটি অনুভব। তুমি যদি আমার এই অনুভূতির মর্যাদা দাও, তবে বলব—জীবনের প্রতিটি অধ্যায় তোমার সঙ্গেই কাটাতে চাই। তোমার প্রতি আমার এই অকৃত্রিম ভালোবাসা তোমাকে স্পর্শ করুক, এবং তুমি আমার হৃদয়ের অংশ হতে রাজি হও।

তুমি কি আমার জীবনের অংশ হতে প্রস্তুত?

⚠️Confession no: 1013From: তোমাকে অসম্ভব ভালোবাসা একজন মানুষ।To: Srabonti Das.Noakhali mats.Batch: 40প্রিয়,শুরুতে আমার ভ...
03/02/2025

⚠️Confession no: 1013
From: তোমাকে অসম্ভব ভালোবাসা একজন মানুষ।
To: Srabonti Das.
Noakhali mats.
Batch: 40
প্রিয়,
শুরুতে আমার ভালোবাসা আর অভিমান উভয়ই সমান সমান রইলো🥀🥰
তোমার ওই চোখদুটোতেই আমার সর্বনাশ দেখতে পাচ্ছি🫠 কত মায়াবী চোখ দুটো😘 বিশ্বাস করো প্রথম যেদিন ওই চোখের মায়ায় পরেছি আমার ঘুম উধাও তারপর থেকে💥 এত অদ্ভুত সুন্দর কেনো তুমি🤔❓ নিজেকে বারবার প্রশ্ন করছি আমি❔কিন্ত উত্তর খুঁজে পাচ্ছি না❕ তুমি কি দেখনি আমার চোখে তোমার জন্য সীমাহীন আকুলতা🥀😘 পারবে কি আমার কাছে দেখা দিয়ে দূর করতে আমার অস্থিরতা👩‍❤️‍👨 সত্যি বলতে তুমি আমার এক অন্যরকম অনুভূতি❤️🥰 প্রথম যেইদিন ফেইসবুকে তোমার ছবি দেখেছিলাম সেইদিন আমি তোমার ওপর ক্রাশ খেয়েছিলাম😘🥀 অপেক্ষায় আছি, তোমার ফেস টু ফেস হব কোনো এক বিকালে🖼️ বলবো আমার মনের সব কথা♥️যার শুরুতেও তুমি,শেষেও তুমি🥀🌹👩‍❤️‍👨 আমার শ্রেষ্ঠ বিকেল হবে সেদিন🥀🌹

Confession এর দৈর্ঘ্য ছোট হতে পারে, আমার আবেগ না💥

⚠️Confession_No: 1012To : Al Mamun Rossi From : অপরিচিতা Batch: 40 ( Noakhali MATS) প্রিয়: (ভালোবাসা) আজকে অনেক সাহস করে...
03/02/2025

⚠️Confession_No: 1012
To : Al Mamun Rossi
From : অপরিচিতা
Batch: 40 ( Noakhali MATS)

প্রিয়: (ভালোবাসা)

আজকে অনেক সাহস করে confession টা দিচ্ছি। আসা করি আপনি ভালো আছেন। আমি আপনাকে MATS protest এ প্রথম দেখেছিলাম। প্রথম দেখেই আমার খুব ভালো লেগেছে। আপনার voice, attitude, personality সব কিছুই আমাকে আপনার প্রতি দুর্বল করে দিয়েছে। protest এ যখন আমি ক্লান্ত হয়ে যেতাম ,আপনাকে দেখলেই আমার সব ক্লান্তি দূর হয়ে যেত। নিজের অজান্তেই আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু কিভাবে বলবো বুজছি না। আপনি কি খেয়াল করেছেন কখনো, যে একটা মেয়ে আপনার দিকে খুব আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে। যদি আমাকে কখনো খেয়াল করেন plzz একবার এসে আমার সাথে কথা বলবেন। আসা করি আপনি আমার এই সামান্য আবদার টা রাখবেন 🥰

ইতি
আপনার "অপরিচিতা "

Address

Super Market Mod, Maijdee Sadar, Maijdee Court
Pune
3800

Telephone

+913853703652

Alerts

Be the first to know and let us send you an email when Noakhali Crush confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noakhali Crush confession:

Share