Ahil & Ayaat the twins

Ahil & Ayaat the twins Two miracles instead of one! ❤️

Pure innocence wrapped in a little smile! 💙
13/11/2025

Pure innocence wrapped in a little smile! 💙

Allahumma barik laha”7.11.2025My little miracles, Ahil & Ayaat, you’ve changed my world forever! ✨Every smile, every mom...
08/11/2025

Allahumma barik laha”
7.11.2025

My little miracles, Ahil & Ayaat, you’ve changed my world forever! ✨
Every smile, every moment with you is my greatest blessing.
You fill our home with laughter, love, and warmth.
Happy Birthday to my everything!
Your mumma loves you endlessly! ❤️

Two hearts that beat within mine,  Ahil & Ayaat ❤️ ✨🌸My life’s most beautiful miracle! My forever magic. 💫আজকে আমার বাচ্...
06/11/2025

Two hearts that beat within mine, Ahil & Ayaat ❤️ ✨🌸
My life’s most beautiful miracle! My forever magic. 💫

আজকে আমার বাচ্চাদের জন্মদিন।আমার জীবনের সবচেয়ে বড় ব্লেসিং, সবচেয়ে সুন্দর মিরাকল, আর নিঃসন্দেহে সবচেয়ে ম্যাজিকাল মুহূর্ত, যেদিন ওরা আমার জীবনে এলো।
সেদিন থেকে আমার পৃথিবীটা বদলে গেল।সব রঙ, সব আলো, সব শব্দ,সবকিছুর মানে এক নিমেষে পাল্টে গেল ওদের চোখে দিকে তাকিয়ে।
এখন আমি রোজ অবাক হয়ে শুধু দেখেই যাচ্ছি, চোখের সামনে আমার নিজের শৈশবটা কীভাবে পুনর্নির্মিত হচ্ছে! অদ্ভুত এক আনন্দময় রহস্যের সাক্ষী হচ্ছি প্রতিনিয়ত।
সময় কত দ্রুত চলে যাচ্ছে!
কালও তো ওরা ছিল আমার কোলে,
আজ ওরা নিজেরা স্কুলে যায়, নিজেরা গল্প করে, হাসে, শেখে—
আমি শুধু চেয়ে দেখি, অবাক হয়ে, আবার গর্বিতও হই।
এই বছরটা ছিল ওদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের বছর।নতুন স্কুল, নতুন পরিবেশ, মাকে ছেড়ে একা সাড়ে তিন ঘণ্টার ক্লাস,সবই ছিল চ্যালেঞ্জ।
কিন্তু আমি জানি, আমার ধৈর্য, আমার ভালোবাসা,আর ওদের ছোট্ট সাহসী মন,সব মিলে ওদের প্রতিটা বাধা সহজ করে তুলেছে।
শুভ জন্মদিন আমার আহিল,আয়াত।
You are mom’s most precious children, and I wish you stay just like this forever. 💖
তোমরা আমার পৃথিবীটাকে সুন্দর করেছ,এই একটা কারণে মা সারাজীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ❤️

খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ মা পাশেই বসে আছে। 😉
04/11/2025

খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ মা পাশেই বসে আছে। 😉

এই মহিলার কত ছবি যে আমার ফোনের আনাচে-কান পড়ে আছে, হিসাব নাই। এটাও প্রায় দেড় বছর আগের ছবি। মাশাআল্লাহ।🖤
01/11/2025

এই মহিলার কত ছবি যে আমার ফোনের আনাচে-কান পড়ে আছে, হিসাব নাই। এটাও প্রায় দেড় বছর আগের ছবি। মাশাআল্লাহ।🖤

সবচেয়ে ভালো ও সবচেয়ে ভয়া*নক প্যারেন্টিং টাইপ।আমরা সবাই চাই আমাদের সন্তান যেনো সুন্দর, আত্মবিশ্বাসী, সৎ ও সুখী মানুষ হয়ে ...
10/10/2025

সবচেয়ে ভালো ও সবচেয়ে ভয়া*নক প্যারেন্টিং টাইপ।

আমরা সবাই চাই আমাদের সন্তান যেনো সুন্দর, আত্মবিশ্বাসী, সৎ ও সুখী মানুষ হয়ে বড় হয়। কিন্তু জানেন কি — প্যারেন্টিং স্টাইলই নির্ধারণ করে সে ভবিষ্যতে কেমন মানুষ হবে?
আজ বলবো সবচেয়ে ভালো আর সবচেয়ে ভয়ানক দুই ধরনের প্যারেন্টিং সম্পর্কে-

🌿 সবচেয়ে ভালো প্যারেন্টিং টাইপ: Authoritative Parenting (আধিকারিক ও সহানুভূতিশীল প্যারেন্টিং)

এটা সেই পদ্ধতি যেখানে ভালোবাসা, নিয়ম ও বোঝাপড়া — তিনটিই থাকে ভারসাম্যে 💞

🔹মূলত এই প্যারেন্টিং এ 💁‍♀️

সন্তানকে ভালোবাসা, শোনা ও সম্মান করা হয় ❤️

নিয়ম থাকে, কিন্তু কঠোর শাস্তি নয় — বরং ব্যাখ্যা দিয়ে শেখানো হয় 🎓

সন্তানের মতামতকে গুরুত্ব দেওয়া হয় 🗣️

স্বাধীনতা দেওয়া হয় কিন্তু যা খুশি তাই করার স্বাধীনতা নয়, তবে দায়িত্ববোধ শেখানো হয় ⚖️

বাবা-মা নিজেরাই রোল মডেল হয়ে দেখান 🌟

🌱ফলাফল:

আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল শিশু 👧

মানসিকভাবে স্থিতিশীল ও সহমর্মী 🧠

ভালো সিদ্ধান্ত নিতে পারে এবং সহজে মানিয়ে নিতে পারে 💪

পরিবার ও সমাজে সুন্দর সম্পর্ক গড়ে তোলে 🤝

👉 এই স্টাইলের শিশুরা বড় হয়ে হয় সুখী, সফল ও মানসিকভাবে ভারসাম্যপূর্ণ মানুষ।

⚡ সবচেয়ে ভয়ানক প্যারেন্টিং টাইপ: Authoritarian Parenting (কঠোর ও নিয়ন্ত্রণমূলক প্যারেন্টিং) এ এক আতংকের নাম😔

এটি সেই ধরণ যেখানে ভয়, চাপে রাখা ও শাস্তি বেশি ব্যবহৃত হয় 😔

🔹এখানে থাকে😣

সন্তানের কোনো মতামত শোনা হয় না 🚫

শুধু “আমি বলেছি, তাই করতে হবে” — এই ধরণের আদেশ চলে ⚠️

ভুল করলে শাস্তি, না করলে প্রশংসা নেই 😢

ভালোবাসা কম, ভয় বেশি 😨

কারন অকারনে মা*রামারি।
সন্তানের অনুভূতি বা প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয় না।

ফলাফল:

শিশুর আত্মবিশ্বাস নষ্ট হয় 😞

ভয়, উদ্বেগ, ও অপরাধবোধে ভোগে 😔

মিথ্যা বলে বা গোপনে কাজ করতে শেখে 😶

ভবিষ্যতে সিদ্ধান্তহীন, ভয়পাওয়া বা বিদ্রোহী হয়ে ওঠে💥
নিজেও ভবিষ্যতে এমন ধরনের মানুষই হয়, যেমনটি তার বাবা বা মা ছিলেন, তার নিজ সন্তানের সাথে পালাক্রমে এসবি করে।

👉 এই স্টাইলের শিশুরা বড় হয়ে হয় হয় অতি ভীতু, না হয় অতি বিদ্রোহী — দুইটাই ক্ষতিকর!

প্যারেন্ট প্রাকৃতিক নিয়মে হয়ে যান, তাই বলে সন্তানো প্রাকৃতিক নিয়মে ভালো মানুষ হয়ে বেড়ে উঠবে তার কোনে মানে নেই। দয়াকরে সন্তানদের জন্য নিজেকে নতুন করে গড়ুন।🙏

প্যারেন্টিং মানে শুধু খাওয়ানো বা পড়ানো নয়,
বরং একজন মানুষ তৈরি করা।

🔸 অতিরিক্ত কঠোরতা শিশুর মস্তিষ্কের বিকাশে ভয়ানক প্রভাব ফেলে।
🔸 আর অতিরিক্ত ছাড় দিলে সে দায়িত্বহীন হয়ে পড়ে।

তাই —
ভালোবাসা + নিয়ম + বোঝাপড়া = সঠিক প্যারেন্টিং 💖
আপনি কোন পথ বেছে নেবেন সেটা আজই ঠিক করুন।



My little baby boy, you are the reason I smile every single day. Your laughter heals my pain, and in your eyes, I find m...
01/10/2025

My little baby boy, you are the reason I smile every single day. Your laughter heals my pain, and in your eyes, I find my paradise. You are the sweetest answer to all my prayers! 🤍✨

Princess vibes only....!🖤
01/10/2025

Princess vibes only....!🖤

Just look at this cutie pie deshi princess! 🤍
30/09/2025

Just look at this cutie pie deshi princess! 🤍

Allah humma Barik Lahu 🤍এদের দুই ভাই বোনের  মিলেমিশে থাকা দেখলে, মাঝেমধ্যে মনে হয় ওদের মধ্যে যা ক্যাসাল লাগে সব আমি লাগ...
14/04/2025

Allah humma Barik Lahu 🤍

এদের দুই ভাই বোনের মিলেমিশে থাকা দেখলে, মাঝেমধ্যে মনে হয় ওদের মধ্যে যা ক্যাসাল লাগে সব আমি লাগাই! 🤦‍♀️

সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা! ❤️

Address

Noakhali Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahil & Ayaat the twins posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share