09/11/2025
হঠাৎ জীবনের দিকে তাকিয়ে দেখলাম বড়সড়ো হয়ে গেছি, পাগলামি ছেলে মানুষী ছেড়ে দিয়েছি, এখন আর কান্না মানায় না, ভুল বোঝা মানুষকে বুঝাতে ইচ্ছে করে না , ভিতরে কষ্ট জমলেও কাউকে জানাই না, কারো সঙ্গ পেতে অনাথ শিশুর মত কারো ধারে দাঁড়াই না, মানুষের সঙ্গ এখন অস্তিত্বকর হয়ে যাচ্ছে । সময় আর আঘাত মানুষকে বদলে দেয়। এখন মানুষের কাছে কোন প্রত্যাশা নেই । তাই এখন আর কারো কষ্টে ভাঙ্গি না, মানুষ বড় অকৃতজ্ঞ প্রাণী, সুযোগ পেলে কামড় দেয়, হাতি কাঁদায় পড়লে চামচিকাও লাথি মারে সময় শিখিয়েছে পড়ে গেলে কেউ উঠাবে না ।
এখন চুপচাপ থাকি, পারলে করে দেখাই।
না পারলে আকাশকে সব বলে দেই। পৃথিবীর সুন্দর শুধু মানুষ ছাড়া, অথচ শুনেছিলাম মানুষের জন্যই সৃষ্টি করেছিলেন আকাশ 🖤