বাক্য বোমা

বাক্য বোমা প্রেয়সীর চোখ মহাবিশ্বের সবচেয়ে সুন্দর নক্ষত্র..!👀🌸

20/11/2025

বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা loyal partner পাওয়া অনেক কঠিন যে পায় সে আসলেই ভাগ্যবান ,,,,

আপনি যখন দেখবেন একটা মানুষ আপনার জন্য অন্য সবাইকে ignore করছে তখন আপনার নিজেকে পৃথিবীর সুখী মানুষ মনে হবে , আল্লাহ সবার ভাগ্য এমন কাউকে রাখুক।❤️‍🩹🌸

17/11/2025

অফারে মোবাইল কিনলে যা হয় 😂😆

অর্থের অভাবে পুরুষ তারপরিচয় হারায়, সম্মান হারায়, আবার কখনো প্রিয় মানুষকেও হারায়।
16/11/2025

অর্থের অভাবে পুরুষ তার
পরিচয় হারায়,
সম্মান হারায়, আবার
কখনো প্রিয় মানুষকেও হারায়।

09/11/2025

হঠাৎ জীবনের দিকে তাকিয়ে দেখলাম বড়সড়ো হয়ে গেছি, পাগলামি ছেলে মানুষী ছেড়ে দিয়েছি, এখন আর কান্না মানায় না, ভুল বোঝা মানুষকে বুঝাতে ইচ্ছে করে না , ভিতরে কষ্ট জমলেও কাউকে জানাই না, কারো সঙ্গ পেতে অনাথ শিশুর মত কারো ধারে দাঁড়াই না, মানুষের সঙ্গ এখন অস্তিত্বকর হয়ে যাচ্ছে । সময় আর আঘাত মানুষকে বদলে দেয়। এখন মানুষের কাছে কোন প্রত্যাশা নেই । তাই এখন আর কারো কষ্টে ভাঙ্গি না, মানুষ বড় অকৃতজ্ঞ প্রাণী, সুযোগ পেলে কামড় দেয়, হাতি কাঁদায় পড়লে চামচিকাও লাথি মারে সময় শিখিয়েছে পড়ে গেলে কেউ উঠাবে না ।
এখন চুপচাপ থাকি, পারলে করে দেখাই।
না পারলে আকাশকে সব বলে দেই। পৃথিবীর সুন্দর শুধু মানুষ ছাড়া, অথচ শুনেছিলাম মানুষের জন্যই সৃষ্টি করেছিলেন আকাশ 🖤

“আমি অপেক্ষায় আছি, আমার সূর্যোদয়ের জন্য!”
27/10/2025

“আমি অপেক্ষায় আছি, আমার সূর্যোদয়ের জন্য!”

জীবনের মূল্য ৫ লক্ষ টাকা সাথে একটি চাকরি ফ্রি 🥹😂
26/10/2025

জীবনের মূল্য ৫ লক্ষ টাকা সাথে একটি চাকরি ফ্রি 🥹😂

- হইতো একটু বেশি সময় লাগবে কিন্তু এক দিন নিজের টাকায় নিজের রাজত্ব তৈরি করবো 🥰🙂
25/10/2025

- হইতো একটু বেশি সময় লাগবে কিন্তু এক দিন নিজের টাকায় নিজের রাজত্ব তৈরি করবো 🥰🙂

সবাই বন্ধুর মুখোশ পরে, কিন্তু খুব কমজনই সত্যি বন্ধুত্বের মানে বোঝে…🙂💔
24/10/2025

সবাই বন্ধুর মুখোশ পরে, কিন্তু খুব কমজনই সত্যি বন্ধুত্বের মানে বোঝে…🙂💔

বাঁচার ইচ্ছে আছে, কিন্তু কারণটা খুঁজে পাই না আর।”😂
23/10/2025

বাঁচার ইচ্ছে আছে, কিন্তু কারণটা খুঁজে পাই না আর।”😂

20/10/2025

ভূতের সাথে এটা অন্যায় হয়েছে 😃😃

নারীর গর্ভে জন্ম নিয়ে নারীর অস্তিত্বে আঘাত — এটা মানুষ না, বিকৃত মানসিকতার নমুনা!”🥹💔
19/10/2025

নারীর গর্ভে জন্ম নিয়ে নারীর অস্তিত্বে আঘাত — এটা মানুষ না, বিকৃত মানসিকতার নমুনা!”🥹💔

যতবার নিজেকে বোঝাতে যাই, ততবারই বুকের ভেতর হাহাকার বেড়ে যায়,ক্লান্ত হয়ে যাই। এই ক্লান্তি যেন এক অদৃশ্য পাহাড় হয়ে আমাকে চ...
19/10/2025

যতবার নিজেকে বোঝাতে যাই, ততবারই বুকের ভেতর হাহাকার বেড়ে যায়,ক্লান্ত হয়ে যাই। এই ক্লান্তি যেন এক অদৃশ্য পাহাড় হয়ে আমাকে চেপে ধরে। যতটা একা হয়ে গেছি, তার ব্যাখ্যা কাউকে দিতে গেলেই ক্লান্ত লাগে।
আমি সহজে সব মেনে নেই বলে সবাই মনে করে আমি শক্ত, কিন্তু আসলে কেউ জানে না আমি মেনে নিই নাকি মানিয়ে নিই। মাঝে মাঝে এত বাজে ভাবে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি যে নিজে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি,চুপ থাকি।হয়তো চুপ থাকার নামটাই এখন সহ্যশক্তি🙂🥹

Address

Chowmuhani
Noakhali Sadar Upazila
3821

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাক্য বোমা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share