সোনাইমুড়ী উপজেলা নোয়াখালী

সোনাইমুড়ী উপজেলা নোয়াখালী Sonaimuri upazila Noakhali Bangladesh sonaimuri upazila Noakhali Bangladesh of world page like and sher
(1)

প্রিজ কেউ অবহেলা না করে,,, এক নজর মনোযোগ দিয়ে পোস্ট গিলার লিখা গুলা পড়ে নি।
04/11/2019

প্রিজ কেউ অবহেলা না করে,,, এক নজর মনোযোগ দিয়ে পোস্ট গিলার লিখা গুলা পড়ে নি।

21/10/2019

দেখেন একটা খুব হাস্যকর বিডিও,,,মজা পাবেন,,,,,কেউই মিস করবেম না,,,,,

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর থেকে আন্দোলন করে আসা শিক্ষার্থীরা তাদের দশ দফা পূরণে উপাচার্যকে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে ...
10/10/2019



আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর থেকে আন্দোলন করে আসা শিক্ষার্থীরা তাদের দশ দফা পূরণে উপাচার্যকে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন; তা না হলে বিশ্ববিদ্যালয়ের সব ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলে তারা জানিয়েছেন।



আবরার হত্যাকাণ্ডের পর বৃহস্পতিবার টানা চতুর্থ দিনের মতো ক্যাম্পাসের শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে শিক্ষার্থীরা।

গত রোববার রাতে শেরে বাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের পিটুনিতে তড়িৎ কৌশল দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারের মৃত্যুর পর ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও বুয়েট উপাচার্য সাইফুল ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে আসেননি। পরে যখন আসেন, তখন তিনি আন্দোলনরতদের সঙ্গে ‘বিরূপ আচরণ’ করেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।



বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “তিনি (উপাচার্য) আমাদের মধ্যে এলেও আমাদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।”

“আমরা আশা করব, ভিসি স্যার কাল (শুক্রবার) দুইটার মধ্যে আমাদের মধ্যে আসবেন, তিনি সবার সঙ্গে কথা বলবেন। যদি তা না হয়, তাহলে বুয়েটের সব বিল্ডিংয়ে তালা ঝুলবে।”

গত মঙ্গলবার উপাচার্য সাইফুল ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে এসে ‘নীতিগতভাবে’ তাদের দাবির সঙ্গে একমত জানালেও তখনকার আট দফা মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা না দিলে বুয়েটের ভর্তি পরীক্ষা বন্ধসহ ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন আন্দোলনরতরা।

পরদিন (বুধবার) শিক্ষার্থীরা তাদের দাবি বাড়িয়ে ১০টি করেন। এগুলোর মধ্যে একটি ছিল ১১ অক্টোবরের মধ্যে শেরে বাংলা হলের প্রাধ্যক্ষের পদত্যাগ। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের আগে ওইদিনই পদ ছাড়েন প্রাধ্যক্ষ জাফর ইকবাল খান।

কিন্তু বৃহস্পতিবার শিক্ষার্থী জানিয়েছেন, তারা প্রাধ্যক্ষের পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা পাননি, তাই তাদের দাবি দশটিই থাকছে।

রোববার গভীর রাতে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারের লাশ উদ্ধারের পর থেকে উত্তাল বুয়েট।



এ হত্যাকাণ্ডের ঘটনায় সবশেষ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার হয়েছেন অন্যতম সন্দেহভাজন ও বুয়েট ছাত্রলীগের আইনবিষয়ক উপ-সম্পাদক অমিত সাহা। এ পর্যন্ত যে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের অধিকাংশই ছাত্রলীগের নেতাকর্মী।

এদিকে আগামী ১৪ অক্টোবর বুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই উত্তাল পরিস্থিতিতে পরীক্ষা আদৌ হবে কিনা এ বিষয়ে একাডেমি

07/10/2019
পিয়াজের কেজি ২০ চাই,,,সহমত হলে,,প্রিজ তাহলে আমাদের পেইজটাতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন,,, ,,,আমরা এই সব নিয়েব্যাবস্থা ক...
07/10/2019

পিয়াজের কেজি ২০ চাই,,,
সহমত হলে,,প্রিজ তাহলে আমাদের পেইজটাতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন,,,
,,,আমরা এই সব নিয়েব্যাবস্থা করতাছি,,, ইনশাআল্লাহ সফল হবোই,,,,,🔚

04/10/2019

পিয়াজ নিবেন ঢেলে দেই,,,

দেড় বছরের বেশি সময় ধরে কারাবন্দি খালেদা জিয়া জামিন পেলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহা...
01/10/2019

দেড় বছরের বেশি সময় ধরে কারাবন্দি খালেদা জিয়া জামিন পেলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সংসদ সদস্য হারুনুর রশীদ।



কারা হেফাজতে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে থাকা দলীয় নেত্রীকে মঙ্গলবার দেখে আসার পর একথা জানিয়েছেন তিনি।

বিএনপির আরও দুই সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ও আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে বিকাল ৪টার দিকে বিএসএমএমইউর কেবিন ব্লকে খালেদা জিয়াকে দেখতে যান হারুন।

প্রায় এক ঘণ্টা দলীয় প্রধানের সঙ্গে থাকার পর বেরিয়ে হারুন সাংবাদিকদের বলেন, “উনার (খালেদা জিয়া) যে সমস্ত অসুখ-বিসুখ রয়েছে, এগুলোর জন্য উনার অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দরকার। এটার জন্যে বিদেশে তার চিকিৎসার দরকার।

“আমি সরকারের প্রতি আহ্বান জানাব, বাস্তবিকই উনার জামিন পাওয়ার যে নৈতিক অধিকার, এই জামিনের অধিকার থেকে তাকে যেন বঞ্চিত করা না হয়।”

দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত বছরের ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন।

সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালত মিলে খালেদার বিরুদ্ধে এখন ১৭টি মামলা বিচারাধীন। এর মধ্যে দুটি মামলায় (জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলা) জামিন পেলেই তিনি কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে তার আইনজীবীদের ভাষ্য।

এ দুই মামলায় তার ১৭ বছরের কারাদণ্ড হয়েছে। জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার রায়ের বিরুদ্ধে খালেদার আবেদন আপিল বিভাগে এবং দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতের দেওয়া ৭ বছরের সাজার বিরুদ্ধে করা আপিল হাই কোর্টে বিচারাধীন।

বিএনপি অভিযোগ করে আসছে, সরকারই আদালতকে প্রভাবিত করে খালেদার জামিন আটকে রেখেছে।

জামিন পেলে বিএনপি চেয়ারপারসন কি বিদেশে চিকিৎসার জন্য যেতে চান- প্রশ্ন করা হলে হারুন বলেন, “উনি চিকিৎসার সুযোগ পেলে তো অবশ্যই বিদেশ যাবেন। উনি আজকে জামিন পেলে কালকেই বিদেশ যাবেন।”

“উনি যদি আজকে জামিন পান, প্রথম অগ্রাধিকার হবে উনার চিকিৎসা,” বলেন বিএনপির এই যুগ্ম মহাসচিব।



বিএসএমএমইউতে মঙ্গলবার খালেদা জিয়াকে দেখে আসার পর সাংবাদিকদের ‍মুখোমুখি বিএনপির যুগ্ম মহাসচিব সংসদ সদস্য হারুনুর রশীদ

চিকিৎসার জন্য গত ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেষ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে রয়েছেন ৭৪ বছর বয়সী খালেদা। বিএনপি তাকে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তি করাতে চাইলেও ত

ফিয়াজের দাম শুনে জ্ঞান হারিয়ে ফেলে নোয়াখালীর এক নগন্য ব্যাক্তি,,,,,সবাই দোয়া করবেন দাম যেনো আরো বাড়ে,,,নিচের ঘটনাটি দেখে...
01/10/2019

ফিয়াজের দাম শুনে জ্ঞান হারিয়ে ফেলে নোয়াখালীর এক নগন্য ব্যাক্তি,,,,,সবাই দোয়া করবেন দাম যেনো আরো বাড়ে,,,
নিচের ঘটনাটি দেখে কেউ মিথ্যা বলে ঠাট্রা করবেন না,, এটা বাস্তব ঘটনা,,,

দুর্নীতি না হলে দেশের চেহারা পাল্টে যেত মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফাঁকফোকর কোথায় এবং কারা উন্নয়ন প্রক...
29/09/2019

দুর্নীতি না হলে দেশের চেহারা পাল্টে যেত মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফাঁকফোকর কোথায় এবং কারা উন্নয়ন প্রকল্প ক্ষতিগ্রস্ত করছে, তাদের খুঁজে বের করতে হবে।



আর অসৎ দুর্নীতি-অনিয়ম-উচ্ছৃঙ্খলতায় জড়িত থাকলে দলের লোকদেরও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন তিনি।

শনিবার বিকেলে নিউ ইয়র্কের ম্যারিয়ট মারকুইজ হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রীর এই বক্তব্য আসে।

তিনি বলেন, “আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, এই অসৎ পথ ধরে কেউ উপার্জন করলে, অনিয়ম, উচ্ছৃঙ্খলতা বা অসৎ কাজে যদি ধরা পড়ে, তবে সে যেই হোক না কেন, আমার দলের হলেও ছাড় হবে না, এর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা অব্যহত থাকবে।”

প্রধানমন্ত্রী বলেন, “আমরা ব্যাপকভাবে উন্নয়ন প্রকল্প নিচ্ছি। যে পরিমাণ উন্নয়ন প্রকল্প আমরা নিচ্ছি, তার প্রতিটি টাকা যদি সঠিকভাবে ব্যয় হত, ব্যবহার হত, আজকে বাংলাদেশ আরও অনেক বেশি উন্নত হতো পারত।

“এখন আমাকে খুঁজে বের করতে হবে এখানে কোথায় লুপহোল, কোথায় ঘাটতিটা, কারা কোথায় কীভাবে এই জায়গাটা ক্ষতিগ্রস্ত করছে।”

চলতি মাসের মাঝামাঝি সময়ে এক দলীয় সভায় ছাত্রলীগের দুই শীর্ষ নেতাকে চাঁদাবাজির অভিযোগে সরিয়ে দেওয়ার পাশাপাশি যুবলীগ নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



এরপর ঢাকায় ক্ষমতাসীন দলের নেতাদের তত্ত্বাবধানে ক্যাসিনো চালানোর খবর সংবাদমাধ্যমে এলে গত ১৮ সেপ্টেম্বর ঢাকার বিভিন্ন ক্লাবে ও বারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছেন। কয়েকজনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে সরকারপ্রধান বলেন, “যারা সৎভাবে জীবন যাপন করতে চায়, তাদের জন্য বা তাদের ছেলেমেয়েদের জন্য সৎভাবে জীবন যাপন করা কঠিন হয়ে যায়, যখন অসৎ উপায়ে উপার্জিত পয়সা সমাজকে বিকলাঙ্গ করে দেয়।

“কারণ একজনকে সৎভাবে চলতে গেলে তাকে বেশ কিছু সীমাবদ্ধতা নিয়ে চলতে হয়। আর অসৎ উপায়ে উপার্জিত অর্থ দিয়ে এই ব্র্যান্ড, ওই ব্র্যান্ড, এটা সেটা হৈ চৈ,... খুব দেখাতে পারে।”

শেখ হাসিনা বলেন, “ফলাফলটা এই দাঁড়ায়, একজন অসৎ মানুষের দৌরাত্মে যারা সৎভাবে জীবন যাপন করতে চায় তাদের জীবনযাত্রাটাই কঠিন হয়ে পড়ে। কারণ ছেলেমেয়েরা ছোট শিশু, তারাতো আর এতটা বোঝে না। ভাবে যে ওরা এইভ

ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে ক্যাসিনো চালানোর ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্র ও মাদক আইনের দুই মামল...
27/09/2019

ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে ক্যাসিনো চালানোর ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দশ দিনের রিমন্ডে পাঠিয়েছে আদালত।



এই দুই মামলায় সাত দিনের রিমান্ড শেষে শুক্রবার ঢাকার হাকিম আদালতে হাজির করে দুই মামলায় আরও দশ দিন করে মোট ২০ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা র‌্যাব-৩ এর সহকারী পুলিশ কমিশনার বেলায়েত হোসেন।

শুনানি শেষে মহানগর হাকিম দিদারুল আলম অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় পাঁচ দিন করে মোট দশ দিনের রিমান্ডে নিয়ে খালেদকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শেখ রকিবুর রহমান। অন্যদিকে খালেদের পক্ষে এর বিরোধিতা করেন আইনজীবী মাহমুদুল হক।

শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করে আসামিকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশনা দেন।

র‌্যাব-৩ এর অধিনায়ক শাফিউল্লাহ বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতে রিমান্ড শুনানি শেষে খালেদকে ‘রুটিন চেকআপের জন্য’ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারে নেওয়া হয়। পরে তাকে আবার র‌্যাব হেফাজতে নেওয়া হয় রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য।

ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে ক্যাসিনো চালানোর ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দশ দিনের রিমন্ডে পাঠিয়েছে আদালত।



এই দুই মামলায় সাত দিনের রিমান্ড শেষে শুক্রবার ঢাকার হাকিম আদালতে হাজির করে দুই মামলায় আরও দশ দিন করে মোট ২০ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা র‌্যাব-৩ এর সহকারী পুলিশ কমিশনার বেলায়েত হোসেন।

শুনানি শেষে মহানগর হাকিম দিদারুল আলম অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় পাঁচ দিন করে মোট দশ দিনের রিমান্ডে নিয়ে খালেদকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শেখ রকিবুর রহমান। অন্যদিকে খালেদের পক্ষে এর বিরোধিতা করেন আইনজীবী মাহমুদুল হক।

শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করে আসামিকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশনা দেন।

র‌্যাব-৩ এর অধিনায়ক শাফিউল্লাহ বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতে রিমান্ড শুনানি শেষে খালেদকে ‘রুটিন চেকআপের জন্য’ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারে নেওয়া হয়। পরে তাকে আবার র‌্যাব হেফাজতে নেওয়া হয় রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন

24/09/2019

বিগত পাঁচ বছর আগের এই দিনে এমন পুলিশ আর জামায়েত শিবিরের সাথে সংসর্ষ,,,,,

চট্টগ্রামের পাঁচটি ক্লাবে একযোগে অভিযানের পর তিনটিতে জুয়ার আসর চালানোর প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে র‌্যাব।ঢাকায় বিভিন্ন ...
22/09/2019

চট্টগ্রামের পাঁচটি ক্লাবে একযোগে অভিযানের পর তিনটিতে জুয়ার আসর চালানোর প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে র‌্যাব।



ঢাকায় বিভিন্ন ক্লাবে জুয়াবিরোধী চলমান অভিযানের মধ্যই শনিবার চট্টগ্রামে এই অভিযান হল।

চট্টগ্রামের মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডে অভিযান চালায় র‌্যাব। আর পুলিশ অভিযান চালায় নগরীর ফ্রেন্ডস ক্লাব ও শতদল ক্লাবে।

সন্ধ্যায়ই নগরীর আইস ফ্যাক্টরি রোডের মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদে, সদরঘাট এলাকার মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং হালিশহর এলাকার আবাহনী লিমিটেড ক্লাব ঘিরে ফেলেন র‌্যাব সদস্যরা।এরপর সাড়ে ৭ টার দিকে প্রথম মুক্তিযোদ্ধা সংসদ ক্লাবে শুরু হয় অভিযান।

অভিযানের নেতৃত্ব দেওয়া র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজামউদ্দিন মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদে সাংবাদিকদের বলেন, “এখানে জুয়া খেলা হত-এটা আমরা নিশ্চিত হয়েছি। জুয়া খেলার চিপ, কার্ড ও খাতাপত্র পেয়েছি। কিছু টেবিল পাওয়া গেছে সেগুলোতে জুয়ার আসর বসত বলে ধারণা করছি।”



মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদে ক্যাসিনো চালানোর প্রমাণ পাওয়ার দাবি করেছে র‌্যাব

অভিযানের জন্য ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া র‌্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “অভিযান হতে পারে বুঝতে পেরে ক্লাব থেকে জুয়ার সরঞ্জাম সরিয়ে রাখা হয়েছে। আমরা সেগুলো উদ্ধারের চেষ্টা করছি।”

অভিযানে এই ক্লাবে কাউকে পাননি র‌্যাব সদস্যরা।

এ বিষয়ে র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাসিনোর কোনো সন্ধান পাওয়া যায় কি না সে বিষয়েই অভিযানের নির্দেশ ছিল।

“মুক্তিযোদ্ধা সংসদে ক্যাসিনো আইটেম পাওয়া গেছে। তবে ১৮ তারিখের (বুধবার) পর সেখানে কেউ আসেনি।”



বুধবারই ঢাকার ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাব, গুলিস্তানের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রসহ চারটি ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনোর সরঞ্জাম, মদ, বিয়ার ও জুয়ার কয়েক লাখ টাকা উদ্ধার করে র‌্যাব। ক্যাসিনো চালানোয় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংগঠন থেকেও বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রামের মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ক্লাব পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে আছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্পাদকমণ্ডলীর সদস্য হারুন-আর-রসিদ।



মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের কমান্ডার মো.

ফেইসবুক প্ল্যাটফর্মে হাজার হাজার অ্যাপ বাতিল করেছে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি। কেমব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ...
21/09/2019

ফেইসবুক প্ল্যাটফর্মে হাজার হাজার অ্যাপ বাতিল করেছে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি। কেমব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারির পর ২০১৮ সালের মার্চ মাসে অ্যাপ ডেভেলপারদের নিয়ে তদন্ত শুরু করে ফেইসবুক। তারই অংশ হিসেবে বাতিল করা হয়েছে অ্যাপগুলো।



ফেইসবুকের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যে অ্যাপগুলো সরানো হয়েছে তা প্রায় ৪০০ ডেভেলপারের কাছ থেকে এসেছে। এইসব অ্যাপ গ্রাহকের জন্য হুমকি এমনটা ধারণা করার কোনো কারণ নেই বলে জানিয়েছে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি।

গোপনীয়তা নীতিমালা নিয়ে এক মামলায় চলতি বছরের শুরুতে মার্কিন ফেডারেল ট্রেড কমিশনকে (এফটিসি) ৫০০ কোটি মার্কিন ডলার জরিমানা দিতে রাজি হয়েছে ফেইসবুক।

এফটিসি’র ওই মামলায় ফেইসবুকের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, ২০১২ সালের একটি সম্মতি চুক্তি অমান্য করেছে প্রতিষ্ঠানটি এবং বেআইনিভাবে ৮.৭ কোটি গ্রাহকের তথ্য রাজনৈতিক পরামর্শক ব্রিটিশ প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার সঙ্গে শেয়ার করেছে।

ওই ঘটনা ফাঁসের পর তীব্র সমালোচনা ও সরকারী চাপের ফলে গ্রাহকের ডেটা আরও নিরাপদ করতে জোর দিয়েছে ফেইসবুক। তৃতীয় পক্ষের ডেভেলপাররা ফেইসবুকের কাছ থেকে কী পরিমাণ তথ্য চাইতে পারবেন সীমিত করে দেওয়া হয়েছে সে বিষয়টিও।

প্রতিষ্ঠানের এক ব্লগ পোস্টে বলা হয়, “আমাদের অগ্রগতি হচ্ছে। আমরা সবকিছু ধরতে পারবো না, যেগুলো আমরা ধরতে পারবো সেগুলোর অনেকটাই ফেইসবুকের বাইরে অন্যান্যদের সাহায্যে।”

অতর্কিত স্বসস্ত্র সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ও আশংকাজনক অবস্থায় প্রাণপ্রিয় নেতা মোঃ আবু ছায়েম ভাই ও গুলিবিদ্ধ এবং গুরুত...
20/09/2019

অতর্কিত স্বসস্ত্র সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ও আশংকাজনক অবস্থায় প্রাণপ্রিয় নেতা মোঃ আবু ছায়েম ভাই ও গুলিবিদ্ধ এবং গুরুতর আহত বিপ্লব কে উন্নত চিকিৎসার জন্য সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বজরা হাসপাতাল) থেকে নোয়াখালী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সবাই উনাদের জন্য দোয়া করবেন।
(ছায়েম ভাইকে মাত্র হাসপাতাল থেকে দেখে এলাম)

সোনাইমুড়ী বাজারে সন্ধ্যার পর একদল স্বসস্ত্র সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ও হাতে থাকা অস্ত্রস্বস্ত্র নিয়ে ব্যাপকভাবে হামলা হামলা চালায়। উক্ত হামলায় জনাব মোঃ আবু ছায়েম ভাই ও উনার সাথে থাকা লোকজনের উপর হঠাৎ করেই স্বসস্ত্র হামলা চালায় এবং উপস্থিত নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। ছায়েম ভাইয়ের গায়ের উপর এলোপাতাড়ি ও ন্যাক্কারজনক হামলা চালায় ও উনার সাথে থাকা বিপ্লব গুলিবিদ্ধ হন এবং বেশ কয়েকজনও হামলার স্বীকার হন।

বেশ কিছুক্ষণ পর উপস্থিত নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসীরা বিশেষ এক মহলের ছত্রছায়া ও সহযোগিতায় পালিয়ে যায়। এরপর উপস্থিত নেতা-কর্মীরা উনাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে যায়। উনাদের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক জরুরীভাবে নোয়াখালী সদর হাসপাতালে স্থানান্তর করে।

আমি ব্যাক্তিগতভাবে এমন ন্যাক্কারজনক ও অমানবিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারীদের অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার জন্য বিনীত আহবান জানাচ্ছি।

ঢাকা ভার্সিটি পড়ুয়া এক ছাত্র নোয়াখালী নামক এলাকাকে প্রচুর অপছন্দ করতো। সে নোয়াখালীকে গালি দিতেদিতে নীলক্ষেত দিয়ে ঢাকাব...
17/09/2019

ঢাকা ভার্সিটি পড়ুয়া এক ছাত্র নোয়াখালী নামক এলাকাকে প্রচুর অপছন্দ করতো। সে নোয়াখালীকে গালি দিতে
দিতে নীলক্ষেত দিয়ে ঢাকা
বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করিলো।
ঢুকিবার মুখেই দেখিলো সার্জেন্ট জহুরুল
হক হল, এফ রহমান হল। সে তীব্র স্বরে
আর্তনাদ করিয়া উঠিলো যখন শুনিলো
দুইজনের জন্মস্থান নোয়াখালী।
এরপর, তিনি যাইবেন শামসুন্নাহার হলে।
জনৈক রমনীর সাথে ইটিশ পিটিশ
করিতেছেন তিনি।
সেখানে যাইয়া তিনি ব্রেকাপ করিবার
সিদ্ধান্ত নিলেন। কারন, বেগম
শামসুন্নাহারও নোয়াখাইল্লা।
এরপর, তিনি বুকের কষ্ট চাপা দিয়া বাংলা
একাডেমির বই মেলায় প্রবেশ করিলেন। বই
মেলা থেকে তিনি মুনীর চৌধুরী এবং
শহীদুল্লাহ কায়সারের বই কিনিয়া বেংগল
বিস্কুট চাবাইতে চাবাইতে সেজান জুস
পান করিলেন।
মেলা থেকে বের হয়েই এক্স গার্লফ্রেন্ডের
সাথে দেখা। এক্স জানাইলো বাংলা
একাডেমীর বই মেলার জনক চিত্ত রঞ্জন
সাহা একজন নোয়াখাইল্লা। আর সেই বই
মেলা থেকে কেনা বই এর লেখক মুনীর
চৌধুরী আর শহীদুল্লাহ কায়সারের বাড়িও
নোয়াখালী
দুঃখে তিনি বেংগল বিস্কুট আর সেজান
জুস আছাড় মারিলেন। এরপর, পাশের এক
দোকানদার বলিলো - "ও ভাই, ইগাও
নোয়াখাইল্লা প্রোডাক্ট।"
রাগে দুঃখে তিনি বিচার নিয়ে গেলেন
ক্যান্টনমেন্ট আর আওয়ামী লীগ
সেক্রেটারীর কাছে। এরপর, দুই জায়গা
থেকে তাকে দূর দূর করিয়া তাড়াইয়া দেয়া
হইলো। কারন, আর্মি চীফ এবং আওয়ামী
লীগ সেক্রেটারীও নোয়াখাইল্লা।
সরকারের কাছ থেকে ছ্যাঁকা খেয়ে গেলেন
বিরোধী দলের কাছে। সেখানে আরো
ভৎসনার শিকার হইলেন কারন বিএনপি
চেয়ারপার্সনের বাড়িও নোয়াখালী।
এরপর গেলেন স্পিকারের কাছে। মাননীয়
স্পিকারের বাসার দারোয়ান বলল, শিরিন
শারমিন ম্যামও নোয়াখাইল্যা।।
এরপর, তিনি রাগ সামলাতে না পেরে
শরীফ মেলামাইনের বাটি আছাড় মেরে
জানতে পারলেন ওটাও নোয়াখাইল্লা
কারো।
নোয়াখাইল্লাদের অত্যাচারে তিনি
গেলেন আত্মহত্যা করতে।
ঘুমের ঔষুধ খেতে যেয়ে দেখেন ওটাও
নোয়াখাইল্লা কোম্পানী গ্লোবের তৈরি।
নোয়াখাইল্লাদের হাত থেকে বাচার জন্য
তিনি অফিসের হার্ড বোর্ডের পার্টিশনে
মাথা ঠুকলেন। এরপর, জানতে পারলেন
পার্টেক্স কোম্পানীও নোয়াখাইল্লা।
কালেক্টেড....🤣🤣🤣🤣

16/09/2019

ভিডিওটি ডাউনলোড করা,,,,,,,
নোয়াখালীকে নিয়ে ভালো একটা গান,,,,,

চোখরাঙানি তখন পরাজয়ের। অপেক্ষা আরেকটি হতাশাময় সমাপ্তির। হাওয়া বুঝে গ্যালারি ছেড়ে গেছেন দর্শকদের অনেকে। মোসাদ্দেক হোসেনের...
14/09/2019

চোখরাঙানি তখন পরাজয়ের। অপেক্ষা আরেকটি হতাশাময় সমাপ্তির। হাওয়া বুঝে গ্যালারি ছেড়ে গেছেন দর্শকদের অনেকে। মোসাদ্দেক হোসেনের সঙ্গে আফিফ হোসেনের জুটির শুরু সেখান থেকেই। ঝড়ো ফিফটিতে জাতীয় দলে ফেরা রাঙালেন আফিফ। মোসাদ্দেক থাকলেন শেষ পর্যন্ত। দুঃসময়ের চক্রে থাকা বাংলাদেশকে স্বস্তির জয় এনে দিল দুজনের দারুণ জুটি।



হারের বলয়ে থাকা বাংলাদেশ হারতে বসেছিল জিম্বাবুয়ের কাছেও। সেই শঙ্কা শেষ পর্যন্ত বাস্তব রূপ পায়নি। ৩ উইকেটের জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার বৃষ্টিতে দেড় ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচ নেমে আসে ১৮ ওভারে। জিম্বাবুয়ের ১৪৪ রান তাড়ায় বাংলাদেশ জিতেছে ২ বল বাকি থাকতে।

গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে ২ বলে শূন্য রান করে আউট হয়েছিলেন আফিফ। এরপর আর সুযোগই মিলছিল না। এবার দলে ফেরার ম্যাচেই সম্ভাবনাময় অলরাউন্ডার দেখালেন তার ঝলক। ২৬ বলে ৫২ রানের ইনিংসে তিনিই জয়ের নায়ক।

ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া সপ্তম উইকেট জুটিতে মোসাদ্দেক ও আফিফ ৪৭ বলে তুলেছেন ৮২ রান। ২ ছক্কায় ২৪ বলে ৩০ করে অপরাজিত ছিলেন মোসাদ্দেক।

এই দুজনের পারফরম্যান্সে আড়াল পড়ে গেছে জিম্বাবুয়ের রায়ান বার্লের অসাধারণ পারফরম্যান্স। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে করেছেন ঝড়ো ফিফটি, নিয়েছেন একটি উইকেট, ধরেছেন চোখধাঁধানো এক ক্যাচ। সেসবও যথেষ্ট হয়নি দলকে জেতাতে।

মাঝারি রান তাড়ায় বাংলাদেশের শুরুটা খারাপ ছিল না। ইনিংসের প্রথম ওভারেই শন উইলিয়ামসনকে ছক্কায় ওড়ান লিটন দাস। পরের ওভারে দারুণ শটে বাউন্ডারিতে পাঠান কাইল জার্ভিসকে।

লিটনের অভিযান শেষ এরপরই। জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন, দারুণ ইয়র্কারে বোল্ড করে দেন টেন্ডাই চাতারা।

ওপেনিংয়ে লিটনের সঙ্গী সৌম্য সরকারও ফেরেন পিছু পিছু। বাজে শটে উইকেট দিয়ে আসেন জার্ভিসকে।

জার্ভিসের সেই ওভারেই আরেকটি বড় ধাক্কা। টেকনিকে দেশের সেরাদের একজন বলে বিবেচিত মুশফিকুর রহিম প্রথম বলেই বাউন্সারে ফেরেন দৃষ্টিকটুভাবে। পরের ওভারেই বাজে শটে চাতারাকে উইকেট দিয়ে আসেন সাকিব। বাংলাদেশের রান তখন ৪ উইকেটে ২৯।

মাহমুদউল্লাহ ও সাব্বির রহমান চেষ্টা করেন জুটি গড়ার। কিন্তু পারেননি বেশিদূর এগোতে। ১৪ রান করা মাহমুদউল্লাহকে ফিরিয়ে ২৭ রানের জুটি ভাঙেন বার্ল।

পরের ওভারেই আবার দৃশ্যপটে বার্ল। নেভিল মাদজিভার বলে উড়িয়ে মেরেছিলেন সাব্বির। রাতের আকাশে বল প্রায় হারিয়

বৈরী আবহাওয়ার মধ্যে ১১০০ টন কয়লাবাহী একটি লাইটার জাহাজ বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় ডুবে গেছে।হেরা পবর...
12/09/2019

বৈরী আবহাওয়ার মধ্যে ১১০০ টন কয়লাবাহী একটি লাইটার জাহাজ বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় ডুবে গেছে।



হেরা পবর্ত-৮ নামের ওই জাহাজের ১২ জন নাবিকের ‘অধিকাংশই’ এখনও নিখোঁজ বলে জানিয়েছেন লাইটার জাহাজ নিয়ন্ত্রণকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কয়লা নিয়ে ঢাকা যাওয়ার পথে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বৃষ্টির মধ্যে উত্তাল সাগরে হেরা পবর্ত-৮ ডুবে যায়।

“বন্দরের বর্হিনোঙরে আয়রনিক স্পিরিট নামের একটি মাদার ভেসেল থেকে গত পরশু হেরা পবর্ত-৮ এ কয়লা তোলা শুরু হয়। আবহাওয়া খারাপ থাকায় গতকাল জাহাজটি রওনা হতে পারেনি। আজ ভোরের দিকে রওনা হয়ে সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সাগরে দুর্ঘটনায় পড়ে।”

মাহবুব রশিদ বলেন, “ওই জাহাজে মোট ১২ জন নাবিক ছিলেন বলে আমরা জানতে পেরেছি। তাদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করা গেছে। অধিকাংশই এখনো নিখোঁজ। কোস্টগার্ড ও নৌবাহিনী সেখানে কাজ করছে।”

এদিকে চট্টগ্রাম নগরীতে বুধবার থেকেই বৃষ্টি চলছে। বৃহস্পতিবারও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

ঝোড়ো হওয়ার আশঙ্কায় দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

Address

Sonaimuri Main Road
Noakhali Sadar Upazila

Telephone

+8801784345726

Website

Alerts

Be the first to know and let us send you an email when সোনাইমুড়ী উপজেলা নোয়াখালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share