03/03/2024
ধনীলোকদের আনন্দ উদযাপন হবেনা, তা ভাবছিনা আমি। আমি ভাবছি, ক্ষেত্রবিশেষে টাকার মূল্য কেমন বদলে যায়, তাইনা? শত কোটি টাকা কারো একটি বিকেলের আনন্দের খরচ। আর হাজার টাকার অভাবে কারোর জীবনটাই চলে যায়, গোটা একটা জীবন! অথচ এক পৃথিবীর বুকেই থাকে সবাই। কারো নতুন জীবন শুরু হয় হাজার কোটি টাকার আয়োজনে, কারো জীবন শেষ হয় হাজার টাকার কারণে। হায় জীবন!!!